জুলাই ০৮, ২০২০ ১৬:২০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৮ জুলাই বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ২২ হাজার প্রবাসী শ্রমিক দেশে ফিরে এসেছেন- প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন
  • বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ফের একদিনে প্রায় তিনগূণ মৃত্যু-দৈনিক ইত্তেফাক
  • টাকা ছাড়া হয় না ভাতা কার্ড -দৈনিক সমকাল
  • করোনা কেড়ে নিল আরও ৪৬ প্রাণ, আক্রান্ত ৩৪৮৯-দৈনিক যুগান্তর
  • চতুর্থ মাসে করোনার সংক্রমণ ও মৃত্যু অনেক বেড়েছে-দৈনিক প্রথম আলো
  • সৌদি আরবে পশুর মতো মেঝেতে গৃহকর্মীর খাবার ছুয়ে দেয়া হয়-বাংলাদেশ প্রতিদিন
  • পাপুল কুয়েতের নাগরিক হলে-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:    

  • লাগওয়ান থেকে সেনা পেছানোর সিদ্ধান্তে লাভ কী প্রশ্ন তুললেন বিশেষজ্ঞরা  -আনন্দবাজার পত্রিকা 
  • অপরাধের রাজনীতি য়ে জেপি নাড্ডারের মন্তব্যকে আবোল তাবোল বললেন মমতা-সংবাদ প্রতিদিন
  • চীনের দিকে ঝুঁকে হু' এই অভিযোগে আনুষ্ঠানিকভাবে সম্পর্কছেদের ঘোষণা আমেরিকার-আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. পাপুল কুয়েতের নাগরিক হলে তার আসন শূন্য হবে- সংসদে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ বক্তব্য সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কী? 

২. এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও আমেরিকাকে বের করে নিলেন ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখছেন?

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি: 

লাদাখ পরিস্থিতি

প্রথমে লাদাখ পরিস্থিতির আপডেট খবর: সেনামুক্ত হটস্প্রিং, গালওয়ানে কাল শেষ হবে সেনা অপসারণ দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ধাপে ধাপে সেনা সরাচ্ছে চিনা বাহিনী। বুধবার সেই প্রক্রিয়ায় সম্পূর্ণ হল গালওয়ানের আরও একটি পেট্রোলিং পয়েন্টে। বাকিটা আগামিকালের মধ্যেই সম্পূর্ণ হবে বলে সেনার ওই সূত্র জানিয়েছে। তার পরেই গালওয়ান উপত্যকা থেকে দু’পক্ষেরই সেনা সরানোর প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তবে প্যাংগং লেক এলাকায় ফিঙ্গার পয়েন্টগুলি নিয়ে এখনও জট কাটেনি বলেই জানা গিয়েছে সেনা সূত্রে।

সেনা পিছোনোর সিদ্ধান্তে লাভ কী, প্রশ্ন তুললেন বিশেষজ্ঞেরা-দৈনিক আনন্দবাজার পত্রিকা

‘চিন সেনা প্রত্যাহার করে নিচ্ছে। কিন্তু আমি অবাক হচ্ছি, ভারতের সেনাবাহিনী কেন ভারতের এলাকাতেই পিছু হটছে? আমরা কেন পিছু হটছি?’

প্রশ্নকর্তা নরেন্দ্র মোদী।না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন। ২০১৩-র ১৩ মে গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রশ্ন ছুড়ে টুইট করেছিলেন। সে বছর ডেপসাং উপত্যকায় চিনের সেনা ভারতের এলাকায় ঢুকে তাঁবু খাটিয়ে বসেছিল। তার পরে দু’দেশের সেনাই পিছু হটে।

এ বার মোদী জমানায় গালওয়ান উপত্যকায় সংঘাত এড়াতে ভারত ও চিন, দু’দেশের সেনাই পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে। চিন ভারতের ধারণা অনুযায়ী প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি পেরিয়ে ভারতের এলাকায় ঢুকে এসেছিল বলে অভিযোগ। চিন সেখান থেকে কিছুটা পিছু হটেছে। কিন্তু ভারতের সেনা পিছিয়ে আসছে কেন, তা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস মোদীর পুরনো প্রশ্নই খুঁজে বার করেছে। কংগ্রেস নেতা শশী তারুরের কটাক্ষ, ‘‘আমি এ বিষয়ে মোদীজির পাশে। প্রধানমন্ত্রীর উচিত তাঁর প্রশ্নের উত্তর দেওয়া।’’ কংগ্রেসের আর এক নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালার প্রশ্ন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রীর কি নিজের কথা মনে রয়েছে? এখন বলবেন কি, আমাদের সেনা আমাদের জমিতেই কেন পিছু হটছে?’’

ভারতের করোনা পরিস্থিতি: বেড়েই চলেছে সংক্রমণ। ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ৭৫২ জন। এ  সময়ে মারা গেছেন ৪৮২ জন। মোট মৃত্যু ২০ হাজার ৬৪২ জন। মোট আক্রান্ত ৭ লাখ ৪২ হাজার ৪১৭ জন। আর মোট সুস্থ্য হয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৮৩০ জন। দৈনিক আজকাল, সংবাদ প্রতিদিন ও আনন্দবাজারসহ প্রায় সব দৈনিকে খবরটি পরিবেশিত হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। 

এদিকে দৈনিকটির অন্য একটি খবরে ভয়াবহ ইঙ্গিত দেয়া হয়েছে। লেখা হয়েছে, টিকা না বেরলে দিনে প্রায় ৩ লাখ করোনায় আকান্ত হবেন-বলছে  এমআইটির গবেষণা। টিকা না বেরলে আগামী ফেব্রুয়ারিতে ভারতে প্রতি দিন প্রায় তিন লক্ষ মানুষ আক্রান্ত হতে পারেন করোনায়। এখনকার পরিস্থিতি না বদলালে বিশ্বে করোনা আক্রান্ত দেশগুলির তালিকায় শীর্ষে পৌঁছে যাবে ভারত  বলে জানিয়েছে এমআইটি।

এতে আরও লেখা হয়েছে, ৮৪ টি দেশে বিশ্বের জনসংখ্যার ৬০ শতাংশের উপর সমীক্ষা চালিয়ে ভারতের পক্ষে রীতিমতো উদ্বেগজনক এই পূর্বাভাস দিয়েছে এমআইটি-র স্লোয়ান স্কুল অফ ম্যানেজমেন্ট। গবেষকদের দাবি, করোনা সংক্রমণে আরও উদ্বেগজনক পরিস্থিতি দেখা দেবে বাংলাদেশ, পাকিস্তান ও আমেরিকায়। আগামী ৮ মাসে।

শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮