কথাবার্তা: টাকা মেরে দিয়ে হাইপ্রোফাইলের লোকজন লাপাত্তা
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১২ সেপ্টেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- মতামত- তিস্তিার পানিবন্টন চুক্তি দ্রত স্বাক্ষরিত হওয়া উচিত-দৈনিক প্রথম আলো
- টেকনাফ থেকে ৬০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক-ইত্তেফাক
- রোহিঙ্গা গণহত্যার আরও দুই সেনার স্বীকারোক্তি-দৈনিক যুগান্তর
- এইচএসসি পরীক্ষা গ্রহণের পক্ষে শিক্ষাবিদরা,অধিকসংখ্যক কেন্দ্রে প্রস্তুতি আছে-কালের কণ্ঠ
- কূটনীতির হাতিয়ার' পদ্মার ইলিশের বিশাল চালান যাচ্ছে পশ্চিমবঙ্গে-মানবজমিন
- বাংলাদেশের করোনায় ৩৪ জনের মৃত্যু-দৈনিক সমকাল
- রাজশাহীতে ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ২৫ তলা বিশিষ্ট বঙ্গবন্ধু টাওয়ার-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- অক্সফোর্ডের টিকা কি হার মানবে কলকাতার সুমির উদ্ভাবনের কাছে?--আনন্দবাজার পত্রিকা
- ফের বিশ্বরেকর্ড ভারতের, দেশে একদিনে করোনার কবলে ৯৭ হাজারেরও বেশি মানুষ-সংবাদ প্রতিদিন
- অরুণাচল থেকে নিখোঁজ পাঁচ যুবককে ভারতের হাতে তুলে দিল চীনের পিপলস লিবারেশন আর্মি-আজকাল
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. টাকা মেরে লাপাত্তা হয়েছে অনেকে যার বেশিরভাগই হাই প্রোফাইল লোকজন। এ বিশয়ে বিশেষ প্রতিবেদন করেছে দৈনিক মানবজমিন। এ প্রতিবেদন সম্পর্কে আপনি কী বলবেন?
২. এবার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদোগ নিয়েছে বাহরাইন। আরব দেশগুলোর একের পর এমন উদ্যোগকে আপনি কীভাবে দেখছেন?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
বাংলাদেশকে ১ লাখ ডোজ ভ্যাকসিন ফ্রি দেবে চীন-দৈনিক ইত্তেফাক

চীনের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিনের ১ লাখ ডোজ ফ্রি পাবে বাংলাদেশ। বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের নিয়ামক হিসেবে কাজে লাগাতে বাংলাদেশকে নাভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করেছে চীন। নিউইয়র্ক টাইমসের বেইজিং ব্যুরোর প্রতিনিধি সুই-লি উই এক বিশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। সুই-লি উই তার প্রতিবেদনে বলেছেন, বাংলাদেশের রাজধানী ঢাকায় ৪ হাজার ২০০ স্বাস্থ্যকর্মীকে নিয়ে ট্রায়াল চালাবে চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানি। উই আরও লিখেছেন, চীনা কোম্পানিটি বাংলাদেশকে ১ লাখ ১০ হাজার ফ্রি ভ্যাকসিন ডোজ দিতে রাজি হয়েছে। জানা যায়, বাংলাদেশে সিনোভ্যাকের ভ্যাকসিনের ট্রায়ালে সহায়তা করছে আইসিডিডিআরবি। বাংলাদেশের প্রায় ১৭ কোটি মানুষের তুলনায় এই ভ্যাকসিনের পরিমাণ খুবই নগণ্য বলে উল্লেখ করেছে নিউইয়র্ক টাইমস।
'রোহিঙ্গারা ফেরত না গেলে উগ্রবাদের ঝুঁকি রয়েছে'-দৈনিক কালের কণ্ঠ
রোহিঙ্গারা ফেরত না গেলে উগ্রবাদের ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ২৭তম আসিয়ান রিজিওনাল ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়ে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে তিনটি চুক্তি সই হয়েছে। মিয়ানমার বলেছে, রোহিঙ্গাদের জন্য সেখানে অনকূল পরিবেশ তৈরি করবে। তবে সেখানে অনুকূল পরিবেশ তৈরি না হওয়ায় একজন রোহিঙ্গাও ফেরত যাননি। রোহিঙ্গারা ফেরত না গেলে উগ্রবাদের ঝুঁকি রয়েছে বলে জানান তিনি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা নিরাপত্তার ক্ষেত্রে মিয়ানমার সরকারকে বিশ্বাস করে না। এ কারণে তারা সেখানে ফিরে যেতে চায় না। রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোর লক্ষ্যে রাখাইনে আসিয়ান, রাশিয়া, চীন, ভারতসহ অন্য যেকোনো বন্ধু দেশকে পছন্দমতো মিয়ানমার বেসামরিক পর্যবেক্ষক নিয়োগ করতে পারে।
'আওয়ামী লীগ তাসের ঘর নয় যে টোকা লাগলে পড়ে যাবে-ওবায়দুল কাদের-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ তাসের ঘর নয় যে, টোকা লাগলে পড়ে যাবে। যারা মনে করেন আওয়ামী লীগের অবস্থান তাসের ঘরের মতো, তারা বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ শনিবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ" আইডিইবি'র প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের শক্তির উৎস দেশের জনগণ, বন্দুকের নল নয়। আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে। মাটি ও মানুষের দল হিসেবে জনমানুষের বুকের গভীরে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ঠাঁই করে নিয়েছে। দেশের প্রতিটি দুর্যোগ ও সংকটে গত ৭০ বছর ধরে জনগণের পাশে থেকেছে আওয়ামী লীগ।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশের লক্ষমাত্রা অর্জনের ক্ষেত্রে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের শক্তিশালী ভূমিকা রাখতে হবে। নিজস্ব মেধা ও শ্রম দিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেওয়ার পাশাপাশি যে কোনো অনিয়ম দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে সচেষ্ট থাকতে হবে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

ফের বিশ্বরেকর্ড ভারতের, দেশে একদিনে করোনার কবলে ৯৭ হাজারেরও বেশি মানুষ-দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, দৈনিক করোনা সংক্রমণের নিরিখে ফের বিশ্বরেকর্ড ভারতের। একদিনে করোনার কবলে সাড়ে ৯৭ হাজারেরও বেশি মানুষ। বিশ্বরেকর্ড মৃতের সংখ্যার নিরিখেও। একদিনে মৃত্যু হলো ১২০১, মোট মৃত্যু ৭৭,৪৭২ জন এবং মোট আক্রান্ত ৪৬ লাখ ৫৯ হাজার ৯৮৪ জন। এদিকে ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে করোনায় মোট মৃত্যুর সংখ্যা-৯ লাখ ২০ হাজার ২৬৮ জন। আর মোট আক্রান্ত ২ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ছাড়ালো।
অক্সফোর্ডের টিকা কি হার মানবে কলকাতার সুমির উদ্ভাবনের কাছে?-দৈনিক আনন্দবাজার পত্রিকা

ভারতে জনপ্রিয়তার দৌড়ে কি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিড টিকাকে শেষ পর্যন্ত হার মানতে হবে কলকাতার সুমি বিশ্বাসের উদ্ভাবনের কাছে? সুমির বানানো কোভিড টিকা আরও সস্তা হবে? হবে আরও জনপ্রিয়? তা তৈরি করাও যাবে অনেক সহজে?
টিকা বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, অক্সফোর্ড বা মডার্নার বানানো টিকার চেয়ে সুমির উদ্ভাবিত কোভিড টিকা সস্তা হওয়ার সম্ভাবনা বেশি। কারণ, তা তৈরির জন্য যে টিকার উপর বাজি ধরেছেন সুমি, বাজারে হেপাটাইটিস-বি-র সেই টিকা বহু বছর ধরেই চালু রয়েছে। আর ভারতের মূল টিকা প্রস্তুতকারক সংস্থা পুণের সিরাম ইনস্টিটিউট তা ফিবছর তৈরি করে প্রচুর পরিমাণে। ফলে, সুমির উদ্ভাবিত প্রযুক্তিতে নতুন কোভিড টিকার হিউম্যান ট্রায়াল পর্ব উতরে যেতে ততটা অসুবিধা হওয়ার কথা নয়। পদ্ধতিতে অনেকটাই অভ্যস্ত থাকায় সেই কোভিড টিকা উৎপাদনও হবে অনেক সহজে।
উদ্ধব ঠাকরের কার্টুন ফরোয়ার্ড করার শাস্তি, মারধর করা হল প্রাক্তন নৌসেনা আধিকারিককে-দৈনিক আজকাল

বাড়ি থেকে ডেকে নিয়ে গেয়ে প্রাক্তন নৌসেনা আধিকারিককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল শিবসেনার কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কার্টুন হোয়াটসঅ্যাপে ফরোয়ার্ড করেছিলেন তিনি। এদিকে প্রাক্তন নৌসেনা আধিকারিকের সঙ্গে এহেন ব্যবহারের ভিডিও হাতিয়ার করে প্রাক্তন জোট শরিক শিবসেনার বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা–কর্মীরা। অভিযোগ দায়ের হওয়ার পরই শিবসেনা কর্মী–সহ কয়েকজনকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ।
বছর পঁয়ষট্টির মদন শর্মা নৌসেনার অবসরপ্রাপ্ত কর্মী। দিন কয়েক আগে কান্দিভালিতে আবাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে উদ্ধব ঠাকরের কার্টুন ফরোয়ার্ড করেছিলেন বলে অভিযোগ। মদনবাবুর দাবি, এরপরই কমলেশ কদম নামে এক ব্যক্তি তাঁকে ফোন করে নাম–ঠিকানা জানতে চেয়েছিলেন। এর কিছুক্ষণ পর তাঁকে ফোন করে আবাসনের মূল গেটের বাইরে ডাকা হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, আবাসন থেকে বেরনোর কিছুক্ষণের মধ্যেই তিনি ছুটে আবাসন চত্বরে ঢুকছেন। পিছনে মাস্কে মুখ ঢাকা কয়েকজন দুষ্কৃতী তাঁকে ধরতে আসছেন। মদনবাবুর চোখ–মুখে আঘাতের চিহ্নও দেখা গিয়েছে ভিডিওতে।
এই ভিডিও ভাইরাল হতেই শিবসেনাকে নিশানা করেছে বিজেপি। প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘মর্মাহত! হোয়াটসঅ্যাপ মেসেজ ফরোয়ার্ড করায় প্রাক্তন নৌসেনা আধিকারিককে গুন্ডারা মারধর করল। এই গুন্ডারাজ বন্ধ করুন উদ্ধব ঠাকরে। দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আবেদন জানাচ্ছি।’ পুলিশে অভিযোগ দায়ের হতেই শিবসেনা কর্মী–সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২