সেপ্টেম্বর ১৬, ২০২০ ১৬:২৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৬ সেপ্টেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আসছে না-দৈনিক প্রথম আলো
  • পেঁয়াজ রপ্তানি পুনরায় শুরু করতে ভারতের প্রতি আহবান বাংলাদেশের-দৈনিক সমকাল
  • মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে-প্রধানমন্ত্রী-ইত্তেফাক
  • বিডিআর-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু-দৈনিক যুগান্তর
  • গ্যাসলাইনের ওপর থেকে সব ধরনের স্থাপনা সরানোর নির্দেশ তিতাসের-কালের কণ্ঠ
  • বরগুনার রিফাত হত্যা মামলার রায় ৩০ সেপ্টেম্বর-মানবজমিন
  • গরীব মানুষকে হাতধোয়া শেখাবে জনস্বাস্থ্য প্রকৌশল, খরচ ৪০ কোটি টাকা-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:    

  • ভারতে করোনা ৫০ লাখ ছাড়াল-আনন্দবাজার পত্রিকা 
  • গত ৬ মাসে চিন সীমান্ত দিয়ে একজনও অনুপ্রবেশ করেনি, সংসদে সাফ জানাল কেন্দ্র -সংবাদ প্রতিদিন
  • বাবরি নিয়ে রায় ৩০ সেপ্টেম্বর, থাকতে হবে আডবানি সহ বাকি অভিযুক্তদের -আজকাল

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১.বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু। প্রশ্ন হচ্ছে এই সম্মেলন থেকে আমরা কি প্রত্যাশা করতে পারি?

২. গতকাল আনুষ্ঠানিকভাবে ইসরাইল, বাহারাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার চুক্তি হয়েছে। চুক্তি সইয়ের সময় ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং ইসরাইল গাজায় বিমান হামলা চালিয়েছে। আসলে এই চুক্তির মাধ্যমে কি শান্তি আসবে বলে মনে হয়?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

দেশের অর্থনীতি এখন তুলনামূলক ভালো : প্রধানমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো ক্ষতিগ্রস্ত হলেও বাংলাদেশের অর্থনীতি এখন কম-বেশি (তুলনামূলক) ভালো অবস্থানে রয়েছে। তিনি বলেন, ‘আমরা আমাদের বাজেট ঘোষণা করেছি, জানি না আমরা কতদূর করতে পারব (বাজেট বাস্তবায়ন), তবে আমাদের প্রস্তুতি নিতে হবে। যদি সবকিছু ভালোভাবে যায় তাহলে আমরা সম্পূর্ণ অর্জন করতে সক্ষম হব। যদি তা না হয় তবে সেটি আমরা দেখব…আমরা পিছপা হব না। আমরা আমাদের অর্থনীতির চাকা চালু রাখতে জাতীয় বাজেট দিয়েছি।বুধবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যদের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি বলেন, করোনাভাইরাসের কারণে প্রবাসীরা কিছুটা সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং তাদের অনেককে দেশে ফিরতে হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, অনেকেই আশঙ্কা করেছিলেন যে, এ মহামারিতে রেমিট্যান্স কমে যেতে পারে, কিন্তু এ ক্ষেত্রে বিপরীত প্রবণতা দেখা গেছে।

গরীব মানুষকে হাত ধোয়া শেখাবে জনস্বাস্থ্য প্রকৌশল, খরচ ৪০ কোটি টাকা!-বাংলাদেশ প্রতিদিন

গরীব মানুষকে হাত ধোয়া শেখাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আর তাতে খরচ হবে ৪০ কোটি টাকা। আবার পাঁচ বছরে মাত্র ৯ জনের বেতন ভাতা ৩ কোটি টাকা, আছে বিদেশ ভ্রমণ, সেখানেও লাগবে ৫ কোটি টাকা। এমনই হরিলুটের আয়োজন ‘গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি’ প্রকল্পের ডিপিপি'তে। প্রকল্পের ১ হাজার ৮৮৩ কোটি টাকার প্রায় পুরোটাই অর্থায়ন করবে বিশ্বব্যাংক। 

অর্থনীতিবিদরা বলছেন, এমন অনিয়মে শুধু আর্থিক নয়, ক্ষতি হয় সুনামেরও। পরিকল্পনামন্ত্রী মনে করেন, প্রচলিত আইনি কাঠামোর ফাঁক গলেই রক্ষা পেয়ে যাচ্ছে অনিয়মে অভিযুক্তরা।

দেশের বাজারে ভালো মানের হাত ধোয়ার একটি বেসিনের সর্বোচ্চ মূল্য ৬ হাজার থেকে ১২ হাজার টাকা, পানির পাম্পসহ যার সর্বোচ্চ খরচ ৩৫ হাজার টাকা। অথচ পাঁচ ইঞ্চি ইটের গাঁথুনিতে সাড়ে তিন ফুট লম্বা একটি স্টেশন তৈরিতে ২ লাখ টাকারও বেশি অর্থের প্রস্তাব করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পানির পাম্পসহ এরকম ১ হাজার ৪২৫টি স্টেশন তৈরির খরচ সাড়ে ২৮ কোটি টাকা। ডিপিপিতে আচরণ পরিবর্তন আর হাত ধোয়া শেখাতে চাওয়া হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। পরামর্শকদের পেছনে ২৭ কোটি টাকা, আবার নিজেদের সক্ষমতা বাড়াতে অধিদপ্তর ব্যয় করবে ৭ কোটি টাকা।

মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, এবং স্বাস্থ্যবিধি প্রকল্প পরিচালক আনোয়ার ইউসুফ বলেন, এজন্যই তো প্ল্যানিং কমিশন আছে, একনেক আছে। আমি যেটা দিলাম সেটাই তো পাস হয়ে যাবে না। অনেক কিছু মিলিয়েই কিন্তু টাকাটা। বিদেশি অর্থায়ন হওয়ায়, এ ধরনের প্রকল্পে অনিয়মের আর্থিক ক্ষতির সঙ্গে ঝুঁকিতে পড়ে রাষ্ট্রের সম্মানও, এমন মত অর্থনীতিবিদদের।

বিশ্বব্যাংক সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, নিয়ন্ত্রণে যদি ঘাটতি থাকে, তাহলে বিশ্বব্যাংক এসে এগুলো ঠিক করে দেবে, এটা আসলে বাস্তবসম্মত না।

উত্তপ্ত সীমান্ত, অনড় ভারত-চীন-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

উত্তপ্ত লাদাখ সীমান্ত

ভারতের সঙ্গে প্রায় ৪ হাজার ৩৮৮ কিলোমিটার এলাকাজুড়ে সীমানা রয়েছে চীনের। ফলে সীমান্ত বিবাদ নিয়ে বহুবার সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ। সম্প্রতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীনের সম্পর্ক। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা।

রাশিয়ার মধ্যস্ততায় মস্কোতে শান্তিপূর্ণ আলোচনা হলেও তা বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এর জেরে মঙ্গলবার পার্লামেন্টে দাঁড়িয়ে চীনের বিরুদ্ধে অনেকটা রণ প্রস্তুতির ঘোষণা দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

নয়া দিল্লির অভিযোগ, নিয়ন্ত্রণ রেখায় সেনা প্রত্যাহারসহ যেসব শর্ত ছিলো তার কিছুই মানছে না বেইজিং।

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, মস্কোতে চীনা প্রতিনিধিদের সাথে অনবদ্য আলোচনা হয়েছিলো। সেখানে তাদের সেনা মোতায়েন এবং স্বেচ্ছাচারী আচরণ নিয়ে খোলামেলা আলোচনা হয়। ভারত সবসময় শান্তিপূর্ণ সমাধান চায় সেই বার্তা দিয়েছিলাম। কিন্তু তারা কিছুই বাস্তবায়ন করছে না। ভারতের ভূখন্ড এবং সার্বভৌমত্ব রক্ষায় সব সময় প্রস্তুত আমরা।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

গত ৬ মাসে চিন সীমান্ত দিয়ে একজনও অনুপ্রবেশ করেনি, সংসদে সাফ জানাল কেন্দ্র-দৈনিক সংবাদ প্রতিদিন

লাদাখ উত্তেজনা

গত ৬ মাসের মধ্যে চিন সীমান্ত দিয়ে একজনও ভারতে অনুপ্রবেশ (Chinese infiltration ) করেনি। সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই একথা জানিয়েছেন। অর্থাৎ কেন্দ্র স্পষ্ট করে দিল, চিন সীমান্ত দিয়ে লুকিয়ে কেউ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে না। তবে তার মানে এই নয় যে, চিনা সেনা ভারতের বিরুদ্ধে আগ্রাসন দেখায়নি বা ভারতের জমি দখলের চেষ্টা করেনি। স্বরাষ্ট্রমন্ত্রক বলছে, অনুপ্রবেশ আর আগ্রাসন এক নয়।

সেই ফেব্রুয়ারির শেষ থেকেই পূর্ব লাদাখে ভারত ও চিনের মধ্যে যুদ্ধ পরিস্থিতির (India-China Standoff ) সৃষ্টি হয়েছে। একাধিকবার একপেশেভাবে সীমান্তে স্থিতাবস্থা বদলানোর চেষ্টা করেছে চিন। অনেকাংশে সফলও হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতেই পারে, এই ৬ মাসে ভারতের মাটিতে চিন সীমান্ত দিয়ে কেউ অনুপ্রবেশ করেছে কিনা। সংসদে চিনা অনুপ্রবেশ সংক্রান্ত প্রশ্নটি করেছিলেন বিজেপিরই সাংসদ অনিল আগরওয়াল। তাঁর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে,”গত ৬ মাসে চিন সীমান্তে একজনও অনুপ্রবেশ করেনি।” যদিও স্বরাষ্ট্রমন্ত্রক স্পষ্ট করে দিয়েছে, অনুপ্রবেশ আর আগ্রাসনের মধ্যে গুলিয়ে ফেললে চলবে না। অর্থাৎ গত ৬ মাসে চিন সীমান্তে অনুপ্রবেশ হয়নি, সেটা স্পষ্ট বললেও, চিনারা যে ভারতের জমি দখল করেনি, সেটা স্পষ্ট করে বলছে না কেন্দ্র। আর সেখানেই প্রশ্ন বিরোধীদের। উল্লেখ্য, বিরোধী শিবির ইতিমধ্যেই সংসদে লাদাখ নিয়ে আলোচনা চেয়েছে। কিন্তু কেন্দ্র তাতে রাজি হয়নি। এদিকে ২৯-৩০ আগস্টের পরও চিন প্যাংগং হ্রদের কাছে অশান্তি বাঁধানোর চেষ্টা করেছে।

মস্কো বৈঠকের আগে ১০০-২০০ রাউন্ড গুলি চলেছিল প্যাংগংয়ে, সামনে এল আরও বড় ঘটনা-দৈনিক আনন্দবাজার পত্রিকা

Image Caption

২৯-৩০ অগস্ট রাত থেকে শুরু করে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অন্তত চারটি চিনা আগ্রাসনের ঘটনা ঘটেছে। কিন্তু ওই সময়ের মধ্যেই আরও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে প্যাংগং এলাকায়, যা বুধবারই প্রথম সামনে এসেছে। ৪৫ বছরের রীতি ভেঙে নজিরবিহীন ভাবে একটি ঘটনায় ১০০ থেকে ২০০ রাউন্ড সতর্কতামূলক গুলি চলছে। দু’পক্ষই শূন্যে গুলি চালিয়েছে বলে জানিয়েছেন ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল এক সরকারি আধিকারিক।

বাবরি নিয়ে রায় ৩০ সেপ্টেম্বর, থাকতে হবে আডবানি সহ বাকি অভিযুক্তদের-দৈনিক আজকাল

বাবরি নিয়ে রায় ৩০ সেপ্টেম্বর

বাবরি মসজিদ ধ্বংসের পর কেটে গেছে ২৮ বছর। ৩০ সেপ্টেম্বর এই নিয়ে রায় ঘোষণা হবে। শুনানি শেষে বুধবার জানিয়ে দিল বিশেষ সিবিআই বিচারক এসকে যাদব। পাশাপাশি ওই দিন আদালতে আডবানি সহ বাকি অভিযুক্তদেরও উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। 

ওই মামলায় প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানি সহ মোট ৩২ জন অভিযুক্ত হয়েছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিজেপি–র উমা ভারতী, বিনয় কাটিয়ার, মুরলী মনোহর যোশী, সাক্ষী মহারাজ, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। রায় ঘোষণার দিল এঁদের সকলকেই উপস্থিত থাকতে হবে আদালতে। গত মাসেই সুপ্রিম কোর্ট এই রায় ঘোষণার সময়সীমা বেঁধে দিয়েছিল। # 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬

ট্যাগ