কথাবার্তা: রাজ্যসভায় কৃষি বিল পাস, কৃষকদের বিক্ষোভ চরমে, মৃত্যু পরোয়ানা বলল কংগ্রেস
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২০ সেপ্টেম্বর রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ঘোড়াঘাটের ইউএও ওয়াহিদাকে ওএসডি, স্বামীকে স্বাস্থ্য সেবা বিভাগে বদলি- দৈনিক ইত্তেফাক
- বিএনপির আন্দোলনের তর্জন-গর্জনই শুধু শোনা যায়-কাদের-সমকাল
- সাহেদের অস্ত্র মামলার রায় ২৮ সেপ্টেম্বর- কালের কণ্ঠ
- খালেদা জিয়ার আরও চার মামলা স্থগিতই থাকছে-প্রথম আলো
- এবার ঋণ শোধে দীর্ঘ সময় চান পোশাক শিল্প মালিকরা -দৈনিক মানবজমিন
- ভারত থেকে আমদানি করা পেঁয়াজের বেশিরভাগই পচা -দৈনিক যুগান্তর
ভারতের শিরোনাম:
- সম্মিলিত চেষ্টাতেও আটকাতে পারল না বিরোধীরা, রাজ্যসভায় পাশ জোড়া কৃষি বিল -সংবাদ প্রতিদিন
- কৃষকদের মৃত্যুর পরোয়ানা বলল কংগ্রেস কৃষি বিল নিয়ে হৈচৈ রাজ্যসভায়-দৈনিক আজকাল
- করোনায় সুস্থতার নিরিখে বিশ্বে প্রথম ভারত, তবে বিরাম নেই সংক্রমণ বৃদ্ধিতে-দৈনিক আনন্দবাজার পত্রিকা
পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
প্রথমে বিশ্ব করোনার সর্বশেষ খবর: ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত বিশ্বে মৃত্যু ৯ লাখ ৬১ হাজার ছাড়াল এবং আক্রান্তও ৩ কোটি ১ লাখের বেশি। ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ হাজারের বেশি, এ সময়ে ১১৩৩ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ৮৬ হাজার ৭৫২ জন। মোট আক্রান্ত ৫৪ লাখ ছাড়াল। বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৬ জন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শীতে বাংলাদেশের করোনা পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে।
এদিকে, বিভিন্ন মিডিয়ার খবরে লেখা হয়েছে, রেকর্ড সক্রমণ ফ্রান্সে। ফের ঘরবিন্দ মাদ্রিদ।
ঘোড়াঘাটের ইউএও ওয়াহিদাকে ওএসডি, স্বামীকে স্বাস্থ্য সেবা বিভাগে বদলি- দৈনিক ইত্তেফাক। আর এ সম্পর্কিত খবরে দৈনিক কালের কণ্ঠের শিরোনাম- ইউএনও ওয়াহিদাকে যে কারণে জনপ্রশাসনে ওএসডি। বিস্তারিত খবরে লেখা হয়েছে, সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে তার স্বামী রংপুরের পীরগঞ্জের ইউএনও মো. মেজবাউল হোসেনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে বদলি করা হয়েছে। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওয়াহিদা খানমের দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার। এ কারণে তাঁকে আপাতত পদায়ন না করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। তাঁর দেখাশোনার জন্য পারিবারিক সমর্থন বিশেষভাবে প্রয়োজন। এসব বিষয় বিবেচনা করে তাঁদের দুজনকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
পিঁয়াজ নিয়ে আলোচনা চলছে দেশজুড়ে।দৈনিক মানবজমিন শিরোনাম করেছে- একহাজার ট্রাক, ২৫ হাজার টন পিয়াজ, ঝাঁঝ অটুট আছে তো!
খবরটিতে বলা হয়েছে, শনিবার থেকে ট্রাক বাহনে পিয়াজের বাংলাদেশ যাত্রা শুরু হল। পেট্রাপোল ও মালদহের মাহাদিপুর ল্যান্ডপোর্ট থেকে মোট এক হাজারটি ট্রাক পঁচিশ হাজার টন পিয়াজ নিয়ে বাংলাদেশে গেছে। ১৪ই সেপ্টেম্বর ভারত সরকার পিয়াজের রপ্তানি বন্ধ করার পর ট্রাকগুলো টন টন পিয়াজ নিয়ে দাঁড়িয়েছিল এই ল্যান্ডপোর্টগুলোতে। রপ্তানিকারকদের আশংকা, এতদিন প্যাকেটবন্দী থাকায় পিয়াজ তার গুণগত মান হারিয়েছে কিনা! আর যুগান্তর লিখেছে, ভারত থেকে আমদানি করা পেঁয়াজের বেশিরভগাই পচা। এদিকে বাণিজ্যমন্ত্রী বলেছেন, পর্যাপ্ত মজুদ আছে, অস্থির হয়ে কেউ পেঁয়াজ কিনবেন না। আর দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে এরকম-পেঁয়াজের দাম কমছে, ক্রেতা নেই বাজারে।
রাজনীতির খবরে দৈনিক সমকালসহ প্রায় সব দৈনিকে লেখা হয়েছে, বিএনপির আন্দোলনের তর্জন-গর্জনই শুধু শোনা যায়: ওবায়দুল কাদের। বিস্তারিত খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের হাক ডাক আর তর্জন গর্জনই শুধু শোনা যায় কিন্তু বর্ষণ দেখা যায় না, যাবেও না। রোববার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ আয়োজিত বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সরকার হঠানোর ঘোষণা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা কর্মসূচি আর আন্দোলনের ঘোষণা দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকেন। তাদের হাক ডাক অনেক শুনেছেন জনগণ। তারা আন্দোলন করে দলীয় অফিসের সামনে নিজ দলের নেতাকর্মীদের মাথা ফাটিয়ে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
রাজ্যসভায় পাশ কৃষি বিল,কৃষকদের মৃত্যু পরোয়ানা বলল কংগ্রেস-দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, লোকসভার পরে এ বার রাজ্যসভা। বিরোধীদের তুমুল প্রতিবাদের মধ্যেই রবিবার সংসদের উচ্চকক্ষে ধ্বনি ভোটে পাশ হয়ে গেল কৃষিক্ষেত্রে সংস্কার সংক্রান্ত দু’টি বিতর্কিত বিল (বিল পাশ সংক্রান্ত বিস্তারিত খবর এখনই আসছে)।
সকাল থেকে যা ঘটেছে:
কেন্দ্রীয় কৃষি উন্নয়ন, কৃষক কল্যাণ ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর এদিন বিল পেশ করে বলেন, ‘‘কৃষকদের ফসলের ন্যায্য দাম পাওয়ার পথে এই বিল কোনও প্রতিবন্ধকতা তৈরি করবে না। যদিও কংগ্রেস বলেছে, এই বিল আসলে ‘কৃষকদের মৃত্যু পরোয়ানা’।
পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান-সহ বিভিন্ন রাজ্যে এদিন সকাল থেকেই কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে পথে নেমেছেন চাষিরা। উত্তর ভারতের প্রভাবশালী কৃষক সংগঠন ‘ভারতীয় কিষাণ ইউনিয়ন’এদিন দুপুর ১২টা থেকে পথ অবরোধ আন্দোলন ঘোষণা করেছে।
অত্যাবশ্যক পণ্য আইন’সংশোধন, ‘কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন’ এবং ‘কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি’ সংক্রান্ত বিল তিনটি ইতিমধ্যেই লোকসভায় পাশ হয়ে গিয়েছে। এদিন ‘কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন’ এবং ‘কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি’ সংক্রান্ত বিল পেশ হয়েছে রাজ্যসভায়। আন্দোলনকারী চাষি এবং বিরোধী দলগুলির অভিযোগ, এই বিলগুলিতে কৃষকদের স্বার্থ উপেক্ষা করে বড় ব্যবসায়ী এবং কর্পোরেট সংস্থাগুলিকে একতরফা ভাবে ফসলের দাম নির্ধারণ এবং মজুতদারির অধিকার দেওয়া হয়েছে।
শুধু বিরোধী নয়, বৃহস্পতিবার লোকসভায় কৃষি সংস্কার বিলের প্রতিবাদে সরব হয়েছিল বিজেপির সবচেয়ে পুরনো সহযোগী শিরোমণি অকালি দলও। কৃষি বিল পাশের প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন অকালি দলের প্রধান প্রকাশ সিংহ বাদলের পুত্রবধূ হরসিমরত কউর বাদল। হরিয়ানায় বিজেপির সহযোগী জেজেপি’ও বিলের বিরোধিতায় সরব হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি বিল প্রসঙ্গে বিরোধীদের নিশানা করে বলেন, “মিথ্যে প্রচার চালানো হচ্ছে যে, সরকারি ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) মিলবে না।’’ এর পরে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম শনিবার প্রশ্ন তোলেন— চাষিরা সরকারি মন্ডির বাইরে কোনও ব্যক্তি বা সংস্থাকে ফসল বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থা ন্যূনতম সহায়ক মূল্য বা তার চেয়ে বেশি দরে ফসল কিনতে বাধ্য থাকবেন, এমন কোনও শর্তের কথা বিলে নেই কেন? সেই প্রশ্নের সদুত্তর না দিয়েই আজ রাজ্যসভায় শক্তিপরীক্ষায় নেমেছে সরকার পক্ষ।
সংসদীয় পাটিগণিতের হিসেবে রাজ্যসভায় সরকারপক্ষের জয় নিশ্চিত। ২৪৫ সদস্যের রাজ্যসভায় অন্তত ১৩০টি ভোট পাওয়ার বিষয়ে আশাবাদী বিজেপি। এনডিএ জোটের শরিকরা ছাড়াও বিজু জনতা দল, ওয়াইএসআর কংগ্রেসের মতো দলগুলিও বিলের পক্ষে ভোট দেবে বলে সরকারি সূত্রের খবর।
এদিকে দৈনিক আজকালের খবরে লেখা হয়েছে, কেন্দ্রের নতুন কৃষি বিলের বিরোধিতায় কৃষক বিক্ষোভ চরমে উঠেছে। আজও সকাল থেকেই পাঞ্জাব, হরিয়ানা সহ বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। জিরাকপুর থেকে দিল্লি পর্যন্ত ট্র্যাক্টর মিছিলে অংশ নিতে পাঞ্জাবের কৃষকরা এবং যুব কংগ্রেসের সদস্যরা জিরাকপুরে দিল্লি–চণ্ডীগড় সড়কের উপর জমা হন।
হরিয়ানার অম্বালায় প্রায় ১৭ কৃষক সংগঠন প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে আজ। আইনশৃঙ্খলা রক্ষায় তাই সাডোপুর সীমানায় ভারী সংখ্যায় পুলিশ মোতায়েন হয়েছে।
সংখ্যালঘু উন্নয়ন খাতে কেন্দ্রীয় বরাদ্দের ৯০ শতাংশই খরচ করেনি যোগী সরকার, শুরু বিতর্ক-দৈনিক সংবাদ প্রতিদিন
নিজে তো সংখ্যালঘুদের উন্নয়নে খরচ করছেনই না, উলটে কেন্দ্রীয় বরাদ্দের টাকাও আটকে দিচ্ছেন। রীতিমতো চাঞ্চল্যকর অভিযোগ উঠল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বিরুদ্ধে। শনিবারই সংখ্যালঘু মন্ত্রক সংসদে একটি তথ্য পেশ করেছে, যাতে দেখা যাচ্ছে ২০১৯-২০ অর্থবর্ষে সংখ্যালঘু উন্নয়ন খাতে কেন্দ্র যে অর্থ বরাদ্দ করেছিল, তার ১০ শতাংশও খরচ করেনি উত্তরপ্রদেশ সরকার। অর্থাৎ, দেশের সংখ্যালঘু জনসংখ্যার একটা বড় অংশ উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বসবাস করলেও তাঁদের উন্নয়নের জন্য বরাদ্দ ৯০ শতাংশের বেশি টাকা ব্যবহারই করা হয়নি। এই তথ্য প্রকাশ্যে আসতেই রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলির সাংসদরা রীতিমতো রাগে অগ্নিশর্মা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০