অক্টোবর ২১, ২০২০ ১৭:৩৯ Asia/Dhaka
  • কথাবার্তা: বৃটিশ বিজ্ঞানীর হুঁশিয়ারি-করোনা ভাইরাস পুরো নির্মূল হবে না, থেকে যেতে পারে সিজনাল ফ্লুর মতো

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২১ অক্টোবার বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

প্রথমে বাংলাদেশে:

  • মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা নয়, অ্যাসাইনমেন্টে মূল্যায়ন-দৈনিক প্রথম আলো
  • সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে উপ-নির্বাচনে বিএনপি’-দৈনিক কালেরকণ্ঠ
  • করোনায় শিশুদের ঘরেই পড়া চালিয়ে যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর-দৈনিক যুগান্তর
  • দেশে করোনায় আরও ২৪ মৃত্যু, শনাক্ত ১৫৪৫- দৈনিক ইত্তেফাক
  • বৃটিশ বিজ্ঞানীর হুঁশিয়ারি-করোনা ভাইরাস পুরো নির্মূল হবে না, থেকে যেতে পারে সিজনাল ফ্লুর মতো: দৈনিক মানবজমিন
  • আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধবিরতির সব প্রচেষ্টা ব্যর্থ :চলছে লড়াই-যায়যায় দিন

ভারতের খবর:

 

  • কেন্দ্রীয় সরকারি কর্মীদের বোনাস ঘোষণা, পাবেন ৩০ লাখ কর্মী-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ভিড় জনসভায় ‘‌পরিবর্তন’‌–এর ডাক দিলেন তেজস্বী যাদব-আনন্দবাজার পত্রিকা
  •  
  • বিজেপির চেনা ছক’, তিনদিনে দ্বিতীয়বার ইডির জেরার মুখে ফারুক-দৈনিক সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা এবার বাংলাদেশ এবং বিশ্বের সাম্প্রতিক কিছু ঘটনার ওপর বিশ্লেষণ করবেন আমাদের সহকর্মী সিরাজুল ইসলাম। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার প্রশ্ন

১. নির্বাচনী কেন্দ্রে ভোটার না আসার জন্য বিএনপিকে দুষলেন ওবায়দুল কাদের। এ খবর দিয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। কী বলবেন আপনি?

২. ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা শুরু করবে না ইরান। তার এ বক্তব্য সম্পর্কে আপনার মন্তব্য কী?

জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ।

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা নয়, অ্যাসাইনমেন্টে মূল্যায়ন-দৈনিক প্রথম আলো

করোনা ভাইরাসের কারণে এ বছরের মাধ্যমিক স্তরে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। প্রতি সপ্তাহে এই অ্যাসাইনমেন্ট দেওয়া ও জমা নেওয়া হবে। আজ বুধবার অনলাইন সংবাদ সম্মেলন এসব কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা হচ্ছে না। তবে ৩০ কর্ম দিবসের জন্য একটি পাঠ্যসূচি করা হয়েছে। সংক্ষিপ্ত এই পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট করতে হবে শিক্ষার্থীদের। এর মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতি সপ্তাহে এই অ্যাসাইনমেন্ট দেওয়া ও জমা নেওয়া হবে। তবে এই মূল্যায়ন পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য প্রভাব ফেলবে না। এই মূল্যায়নের মাধ্যমে মূলত শিক্ষার্থীদের কি ঘাটতি আছে তা দেখা হবে। যাতে পরবর্তী ক্লাসে সেটা পূরণ করা যায়। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই পাঠ্যসূচি দেওয়া হবে। প্রতিষ্ঠানের প্রধানদের কাছেও তা পৌঁছে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, এবার পরীক্ষা ছাড়াই সবাই ওপরের ক্লাসে যাচ্ছে। সম্প্রতি সরকার করোনা পরিস্থিতির কারণে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। জেএসসি ও এসএসসি পরীক্ষার গড় ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের ফল নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সরকার।

তার আগে করোনা পরিস্থিতির কারণে পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসির পরীক্ষা বাতিল করে সরকার।

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। করোনার মধ্যে শিক্ষার্থীদের পাঠচর্চা অব্যাহত রাখতে অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে।

পঙ্গু হাসপাতালে অভিযানে র‍্যাব, দালালসহ আটক ১৩-দৈনিক কালেরকণ্ঠ

রাজধানীর পঙ্গু হাসপাতালে অভিযান চালাচ্ছে র‍্যাব। অভিযানে দালালচক্রের ১৩ সদস্যকে আটক করা হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে এ অভিযান শুরু করে র‍্যাব। অভিযান এখনো চলছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে পঙ্গু হাসপাতালে আসা রোগীদের ভুল বুঝিয়ে আশপাশের ক্লিনিক ও হাসপাতালগুলোতে নেওয়ার জন্য গড়ে উঠেছে দালালচক্র। দীর্ঘদিন ধরে এ কাজে সক্রিয় চক্রের সদস্যরা। বিষয়টি নজরে আসার পর আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পঙ্গু হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে।

সূত্র আরো জানায়, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই দালালচক্রের সঙ্গে জড়িত কিনা- তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। নিরপরাধ কেউ থাকলে তাকে ছেড়ে দেওয়া হবে। 

ভোটার না আসার জন্য বিএনপিকে দুষলেন ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর

নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বিএনপির ‘অপকৌশলকে’ দায়ী করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচনে বিএনপির উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয়তা দেখায়। তারা এমন পরিস্থিতি তৈরি করে যে তাদের ভোটাররা কেন্দ্রে আসে না। ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বিএনপির অপকৌশলই দায়ী। 

ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন। 

তিনি বলেন, নির্বাচনে নানা অপকৌশল করে ভরাডুবি বুঝতে পেরেই নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে তারা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার যে অপকৌশল নিয়েছে জনগণ তা বুঝে ফেলছে। 

দেশে নির্বাচনী পরিবেশ নেই বলে বিএনপি নেতারা যে অভিযোগ করছেন, সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের সময়ে নির্বাচন মানেই ছিল সংঘাত আর প্রাণহানি। স্থানীয় নির্বাচনগুলোতে ঘটেছে অসংখ্য জীবনহানির মতো ঘটনা। 

মন্ত্রী বলেন, এখন দেশের কোথাও নির্বাচনী সংঘাত নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, সহযোগী সংগঠনগুলোর ঘোষিত কমিটির বিষয়ে যে কোনো অভিযোগ- আপত্তি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আইনি কাঠামোর মধ্যে সমাধানের নির্দেশনা দিয়েছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। 

কমিটির কোনো বিষয়ে অভিযোগ থাকলে প্রতিকার পাওয়ার ব্যবস্থা রয়েছে, সংগঠনের গঠনতন্ত্রের কাঠামোর আওতায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নেতাকর্মীরা গঠনতন্ত্র অনুযায়ী এ সংক্রান্ত অভিযোগ ট্রাইবুনালে জমা দিতে পারবেন। 

ট্রাইবুনাল অভিযোগ যাচাই-বাছাই করে নিষ্পত্তি করবে।

শিগগিরই সারা দেশে জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখন কমিটি যাচাই-বাছাই চলছে। 

দেশে করোনায় আরও ২৪ মৃত্যু, শনাক্ত ১৫৪৫- দৈনিক ইত্তেফাক

দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন। আর এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১ হাজার ৫৪৫ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭০৪ জন। বুধবার ( ২১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে ১৪ হাজার ৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮৬টি। এ নিয়ে দেশে মোট ২২ লাখ ৬ হাজার ৪১১টি নমুনা পরীক্ষা করা হলো। নমুনা পরীক্ষার তুলনায় নতুন করে শনাক্তের হার ১০ দশমিক ৯৭ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ৫৪৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট আক্রান্ত ৩ লাখ ৯৩ হাজার ১৩১ জন। মোট পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ।

নতুন করে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৯ জন পুরুষ ও ৫ জন নারী। মৃতদের মধ্যে ২৩ জন হাসপাতালে ও ১ জন বাড়িতে মারা গেছেন। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ৪০৪ জন মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৬ দশমিক ৯৫ শতাংশ এবং ১ হাজার ৩১৯ জন নারী মৃত্যুবরণ করেছেন যা ২৩ দশমিক ০৫ শতাংশ। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নতুন করে করোনায় মৃত ২৪ জনের মধ্যে একুশ থেকে ত্রিশ বয়সী ১ জন, চল্লিশোর্ধ্ব ২ জন, পঞ্চাশোর্ধ্ব ৮ জন এবং ষাটোর্ধ্ব ১৩ জন রয়েছেন। বিভাগ অনুযায়ী, নতুন করে করোনায় মৃত ২৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ১ জন ও রংপুর বিভাগে ১ জন রয়েছেন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৪ কোটি ১০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ২৯ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ কোটি ৬ লাখের বেশি।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে বিভিন্ন মেয়াদে ছুটি বাড়িয়ে সর্বশেষ ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ছিল। দেশের ইতিহাসে দীর্ঘ এ ছুটির পর স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে থেকে অফিস-আদালত খোলা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলছে গণপরিবহনও।

বৃটিশ বিজ্ঞানীর হুঁশিয়ারি-করোনা ভাইরাস পুরো নির্মূল হবে না, থেকে যেতে পারে সিজনাল ফ্লুর মতো: দৈনিক মানবজমিন

করোনা ভাইরাস নিয়ে উদ্বেগজনক এক হুঁশিয়ারি দিয়েছেন বৃটিশ সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স। তিনি বলেছেন, করোনার টিকা এলেও এই ভাইরাসকে পুরোপুরি বন্ধ করা যাবে বলে মনে হয় না। অন্য সব সিজনাল ফ্লুর মতো থেকে যেতে পারে এই ভাইরাস। তিনি জয়েন্ট কমন্স এন্ড লর্ডস ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি কমিটির কাছে তথ্যপ্রমাণ দিয়ে এসব কথা বলেছেন। এ খবর দিয়ে লন্ডনের অনলাইন ডেইলি মিরর বলছে, টিকা আবিষ্কার নিয়ে সারাবিশ্বে বিজ্ঞানী এবং সংশ্লিষ্টদের মধ্যে শুরু হয়েছে এক তীব্র প্রতিযোগিতা।কোন টিকা প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি পাবে তা নিয়ে সারাবিশ্বে প্রতিযোগিতা চলছে এগিয়ে থাকা কয়েকটি টিকার মধ্যে। এর মধ্যে আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও এস্ট্রাজেনেকার টিকা, চীনের সিনোভাকের টিকা, মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের টিকা, জনসন এন্ড জনসনের টিকা প্রভৃতি।

স্বীকৃতি পাওয়ার সঙ্গে সঙ্গে যাতে সর্বসাধারণের মাঝে ছড়িয়ে দেয়া যায় সেজন্য এরই মধ্যে আগেভাগেই টিকা উৎপাদন করে রাখছে কোনো কোনো কোম্পানি।এর মধ্যে মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের বেলজিয়ামের পুরস-এ অবস্থিত কারখানায় প্রস্তুত করা হয়েছে লাখ লাখ ডোজ টিকা। ক্লিনিক্যাল পরীক্ষায় তাদের টিকা সফল প্রমাণিত হলেই তা ব্যবহার করা হবে।এর অর্থ হলো করোনা ভাইরাসের টিকা ইস্যুতে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে একধাপ এগিয়ে থাকছে ফাইজার। তবে স্যার প্যাট্রিক ভ্যালেন্স সতর্ক করেছেন। তিনি বলেছেন, আগামী বসন্তের আগে ব্যাপকভিত্তিতে টিকার ব্যবহার হবে না বলে মনে হচ্ছে। জয়েন্ট কমন্স এবং লর্ডস ন্যাশনাল সিকিউরিটি স্ট্রাটেজি কমিটিতে তিনি বলেছেন, টিকা এলেও কোভিড-১৯ একেবারে বন্ধ করা যাবে না। স্যার প্যাট্রিক বলেন, একমাত্র গুটিবসন্তকে টিকা দিয়ে একেবারে নির্মূল করা গেছে। কিন্তু করোনা ভাইরাসকে একেবারে নির্মূল করা যাবে বলে মনে হয় না।এটি অন্য সব মৌসুমি ফ্লুর মতো থেকে যেতে পারে। তার ভাষায়, টিকা দিয়ে এই ভাইরাসকে একেবারে নিষ্ক্রিয় করা যাবে বলে মনে হয় না।

তবে আগামী দু’এক মাসে বিষয়টি পরিষ্কার হবে যে, আমাদেরকে সুরক্ষিত রাখতে কোনো টিকা আসে কিনা। এলেও তা কতদিন আমাদেরকে সুরক্ষিত রাখবে তা জানা যাবে। এরই মধ্যে বেশ কিছু সম্ভাব্য টিকা রোগ প্রতিরোধে ভাল সাড়া দিয়েছে। তবে তৃতীয় পর্যায়ে, অত্যাধুনিক পর্যায়ে যে পরীক্ষা চলছে, তা থেকে ইঙ্গিত মিলবে যে, এই টিকা সংক্রমণ থেকে রক্ষা করতে পারবে কিনা।উল্লেখ্য, ফাইজার আশা করছে তারা ১০ কোটি ডোজ টিকা উৎপাদন করবে এ বছর। সেখান থেকে ৪ কোটি যাবে বৃটেনে। যেসব রোগী এই টিকা নেবেন, তাদেরকে দ্বিতীয় ডোজ নিতে হবে। সাধারণত টিকা তৈরি করতে তার আগে পরীক্ষা চালাতে হয় অনেক বছর ধরে। তারপর সেই পরীক্ষার ওপর ভিত্তি করে স্বীকৃতি দেয়া হয়।

কিন্তু এবার করোনা ভাইরাস বিশ্বকে যেভাবে তছনছ করে দিয়েছে, তাতে দ্রুত গতিতে একটি টিকা আনার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন বিজ্ঞানীরা।বর্তমানে মানুষের শরীরে ক্লিনিক্যাল পরীক্ষা চলছে কমপক্ষে ৪০টি টিকার। অন্য ১৫৬টি টিকা রয়েছে ক্লিনিক্যাল পরীক্ষার আগের স্তুরে। তৃতীয় পর্যায়ের পরীক্ষায় এগিয়ে আছে যুক্তরাষ্ট্র-জার্মানির সহযোগিতায় পরিচালিত বায়োএনটেক এবং ফাইজারের টিকা, অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং এস্ট্রাজেনেকার টিকা, যুক্তরাষ্ট্রের বায়োপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান মডার্নার টিকা, যুক্তরাষ্ট্রভিত্তিক জনসন এন্ড জনসনের টিকা, চীনের সিনোফার্মা এবং সিনোভ্যাকের টিকা।

আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধবিরতির সব প্রচেষ্টা ব্যর্থ :চলছে লড়াই-যায়যায় দিন

জারবাইজান-আর্মেনিয়া সংঘাত নিরসনের সব প্রচেষ্টাই যেন ব্যর্থ হয়েছে। কারণ দ্বিতীয়বারও যুদ্ধবিরতি কার্যকর করা যায়নি নাগরনো-কারাবাখে। দ্বিতীয় যুদ্ধবিরতি ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া এবং আজারবাইজানের সেনারা যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ক্রমশ সেই সংঘাত জোরাল হয়। গোলাবর্ষণে ক্ষতি হয়েছে একের পর এক শহরের। এ ঘটনায় মৃতু্য হয়েছে কয়েকশ মানুষের। নতুন সংঘাতের পর যুদ্ধবিরতির ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ। সংবাদসূত্র : রয়টার্সসপ্তাহ দুয়েক আগে মস্কোর মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির চুক্তি করেছিল আর্মেনিয়া এবং আজারবাইজান। তবে তা ফলপ্রসূ হয়নি। বরং যুদ্ধের ভয়াবহতা বেড়েছিল। গত রোববার আবারও দুই দেশকে নিয়ে শান্তি আলোচনায় বসেছিল রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যস্থতায় নতুন করে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় দুই দেশ। ঠিক হয়, আগামী তিন সপ্তাহ একে অপরকে আক্রমণ করবে না তারা।কিন্তু, সেই চুক্তির কয়েক মিনিটের মধ্যেই নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি দেশ। সোমবার আর্মেনিয়ার পক্ষ থেকে সংঘাতে তাদের ৭২৯ সেনা সদস্য নিহত হয়েছে বলে জানানো হয়েছে। আজারবাইজান তাদের সামরিক ক্ষয়ক্ষতির হিসাব দেয়নি। তবে তাদের দাবি অনুযায়ী, ৬১ বেসামরিক আজারি নিহত ও ২৮২ জন আহত হয়েছে।আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখিত বিবৃতিতে দাবি করেছে, চুক্তির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া আজারবাইজানের বেশ কয়েকটি শহরে গোলাবর্ষণ শুরু করে। রোববার সারা রাত ধরেই গোলাবর্ষণ করে ধ্বংস করা হয় শহরগুলো। এর মধ্যে গুরুত্বপূর্ণ এলাকা হলো টারটার, আঘজাবেদি, আঘদাম।আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দাবি করেছেন, আর্মেনিয়া অন্যায়ভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। একের পর এক শহরে গোলাবর্ষণের পরে আজারবাইজানও তার উত্তর দিতে বাধ্য হয়েছে।এদিকে, আর্মেনিয়ার অভিযোগ, যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আজারবাইজান। নাগরনো-কারাবাখের যোদ্ধাদের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণের মধ্যেই কারাবাখের মারতুনি এবং আরও চারটি গ্রামে গোলাবর্ষণ শুরু করে আজেরি সেনারা।যোদ্ধাদের সমর্থন করে আর্মেনিয়ার সেনাবাহিনী দাবি করেছে, আজেরি বাহিনী হামলা চালানোর পর 'সমান' জবাব দেওয়া হয়েছে আজারবাইজানকে।আজারবাইজান বলছে, এখন পর্যন্ত নাগরনো-কারাবাখের ১৬টি এলাকা তাদের সেনারা দখল করতে পেরেছে। আর্মেনিয়া অবশ্য আজেরি সেনার এই দাবি মানতে রাজি হয়নি।বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠেছে, এই যুদ্ধ কি আরও ব্যাপক আকার নিতে পারে? এখন পর্যন্ত আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ সীমাবদ্ধ থাকলেও তুরস্ক আজারবাইজানকে সম্পূর্ণ সাহায্য দিচ্ছে।অন্যদিকে, আর্মেনিয়াকে সাহায্য করার চুক্তিতে আবদ্ধ রাশিয়া। রাশিয়া বহুদিন ধরেই শান্তির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র যৌথভাবে মধ্যস্থতার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বোনাস ঘোষণা, পাবেন ৩০ লাখ কর্মী-দৈনিক আনন্দবাজার পত্রিকা

আগের সপ্তাহেই ‘লিভ ট্রাভেল কনসেশন’ বা এলটিসির ঘোষণা হয়েছিল। এ বার কেন্দ্রীয় সরকারি কর্মীদের উৎসব বোনাস ঘোষণা করল সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ বুধবারই বোনাসের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। ‘প্রোডাক্টিভিটি’ ও ‘নন প্রোডাক্টিভিটি’ বোনাসের সুবিধা পাবেন প্রায় ৩০ লক্ষ নন গেজেটেড কেন্দ্রীয় সরকারি কর্মী। সরকারের খরচ হবে ৩ হাজার ৭৩৭ কোটি টাকা। আগামী এক সপ্তাহের মধ্যেই বোনাসের টাকা কর্মীদের হাতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাভড়েকর।  

করোনা-লকডাউনের জেরে রাজকোষের হাল শোচনীয়। সাড়ে ছ’মাসেরও বেশি সময় ধরে বন্ধ রেল পরিষেবা। রেলের আয় প্রায় শূন্যে এসে নেমেছে। সামগ্রিক ভাবে অর্থনীতিও কার্যত তলানিতে। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের বোনাস এ বছর দেওয়া হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সেই সংশয় থেকেই বোনাস না পেলে ২২ অক্টোবর অবরোধের হুমকি দিয়েছিলেন রেল কর্মীরা। তার আগের দিনই বোনাস ঘোষণা করল কেন্দ্র। পর্যবেক্ষকদের একাংশের মতে, কর্মীদের চাপে পড়েই কার্যত বোনাস ঘোষণা করতে হল সরকারকে। 

ভিড় জনসভায় ‘‌পরিবর্তন’‌–এর ডাক দিলেন তেজস্বী যাদব-আনন্দবাজার পত্রিকা

থিকথিকে ভিড়। মুখে কারও মাস্ক নেই। সামাজিক দূরত্ববিধিও শিকেয়। হাজার হাজার মানুষ বসেছিলেন তাঁর অপেক্ষায়। যখন হেলিকপ্টার সভার পাশে মাঠে নামল, তখন হইহই করে হাজার জনতা ছুটে গেলেন সেদিকে। মুখে একটাই স্লোগান, ‘‌তেজস্বী যাদব জিন্দাবাদ’‌।হাজার হাজার জনতার এই রোল নাকি হাড়হিম করে দিচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। জল্পনা এনডিএ–এর অন্দরেই। বিহার ভোট শুরু হচ্ছে ২৮ অক্টোবর। তার আগে ক্রমাগতই লালু–পুত্রের জনসভায় ভিড় বাড়ছে। মঙ্গলবার বিহারের অওরঙ্গাবাদের গোহর জনসভায় ভিড় দেখে আপ্লুত খোদ তেজস্বীও। সেকথা লিখেছেন টুইটে। ধন্যবাদ জানিয়েছেন জনতাকে। সেই ভিড় জনসভায় দাঁড়িয়েই পরিবর্তনের ডাক দিলেন রাজদ–কংগ্রেস–বাম মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী। জানালেন, মহাজোট ক্ষমতায় এলে বিহারে কর্মসংস্থান বাড়বে। গত ১৫ বছর এনডিএ জোট বিহারকে ক্রমশই পিছনে ঠেলেছে। মহাজোটের সরকার এবার শুধুই উন্নয়নে নজর দেবে। 

বিজেপির চেনা ছক’, তিনদিনে দ্বিতীয়বার ইডির জেরার মুখে ফারুক-দৈনিক সংবাদ প্রতিদিন

তিনদিনের মধ্যে দ্বিতীয়বার ইডির জেরার মুখে পড়লেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লা। সোমবারের পর বুধবার ফের তাঁকে জেরার জন্য ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন আবার বর্ষীয়ান নেতার জন্মদিনও। এদিনও ইডির জেরাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে কটাক্ষ করেছেন তাঁর ছেলে ওমর আবদুল্লা-সহ দলের অন্যান্য নেতা-কর্মীর।

২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশানে ৪৩ কোটি ৬৯ লক্ষ টাকা তছরুপের অভিযোগ রয়েছে। সেই দুর্নীতির অভিযোগে ফারুক আবদুল্লা-সহ মোট চারজনের বিরুদ্ধে চার্জশিটও ফাইল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।সেই সূত্রেই বর্ষীয়ান নেতাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। গৃহবন্দী দশা থেকে মুক্তি পাওয়ার পর দু’বার তাঁকে জেরা করল এই সংস্থা।

ইডির এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করেছে এনসিপি। এদিন টুইটারে তাঁর ছেলে তথা রাজনীতিবিদ ওমর আবদুল্লা লেখেন, “বাবাকে জেরা করতে ফের ডাকল ইডি। তাও আবারর ৮৪তম জন্মদিনে!” দলীয় বিবৃতিতে এনসিপি মুখপাত্র ইমরান নবি দারের দাবি, “ইডির পরিকল্পিত পদক্ষেপ।” তাঁদের অভিযোগ, “বিজেপির বিরুদ্ধে মুখ খুললেই সিবিআই, ইডি সহ একাধিক কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে বিরোধীদের মুখবন্ধ করানোর এই ছক অনেক পুরনো। কেউ কেন্দ্রের বিরুদ্ধে বললেই তাঁর বিরুদ্ধে এই সংস্থাগুলিকে প্রয়োগ করা হয়। আমরা জানতাম, এরকম কিছু হবে।” তাঁদের কথায়, “কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরাতে আমরা আন্দেলনে নেমেছি। গুপকার ডিক্লেয়ারেশন মেনে পিপলস অ্যালিয়েন্স করেছি। এরপরই ইডি চিঠি পাঠায়।”#

পার্সটুডে/এমবিএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ