অক্টোবর ২৬, ২০২০ ১৭:২৩ Asia/Dhaka
  • কথাবার্তা: বাংলাদেশি হ্যাকারদের আক্রমণে নাজেহাল ফ্রান্স, সতর্কতা জারি 

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৬ অক্টোবর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ডিসেম্বরে আসতে পারে টিকা, সহজলভ্য হতে আরও কয়েক মাস: ফাউসি-দৈনিক প্রথম আলো
  • কেউ আইনের ঊর্ধ্বে নয়, অপরাধ করলে ছাড় নেই'-দৈনিক কালেরকণ্ঠ
  • যাদের রাজনীতিতে রক্তের দাগ তারাই গণতন্ত্রের মুখোশপরা ফেরিওয়ালা’- দৈনিক যুগান্তর
  • সুনির্দিষ্ট অভিযোগে হাজী সেলিমের বাসায় অভিযান: র‌্যাব- দৈনিক ইত্তেফাক
  • বাংলাদেশি হ্যাকারদের আক্রমণে নাজেহাল ফ্রান্স, সতর্কতা জারি -দৈনিক ইত্তেফাক
  • ফেসবুকে ইসলামবিদ্বেষী কন্টেন্ট নিষিদ্ধের আহ্বান ইমরানের-দৈনিক মানবজমিন
  • সরকারকে আর সময় দেয়া যায় না : আমীর খসরু-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:   

  • মোদী জমানায় অন্তঃসারশূন্য হয়ে পড়ছে গণতন্ত্র: সনিয়া-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • চীনের সঙ্গে যুদ্ধের তারিখ ঠিক করেছেন প্রধানমন্ত্রী’, দাবি উত্তরপ্রদেশের বিজেপি সভাপতিরদৈনিক আজকাল
  • স্কুলে হবে ভ‌্যাকসিন বুথ, করোনা টিকা বণ্টনে পরিকল্পনা কেন্দ্রের-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কতাবার্তার প্রশ্নকথাবার্তার প্রশ্ন
১. নৌবিাহিনীর এক কর্মকর্তাকে মারধর করার ঘটনায় আওয়ামী লীগের এমপি হাজি সেলিমের ছেলে এরফান সেলিম গ্রেপ্তার। কীভাবে দেখছেন ঘটনাটিকে?
২. ফ্রান্সে মহানবী (স)-কে অবমাননা করে কার্টুন প্রকাশ করার ঘটনাকে সমর্থন করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এ নিয়ে সারা বিশ্বে তোলপাড় চলছে।  আপনি কী বলবেন?

জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ

ডিসেম্বরে আসতে পারে টিকা, সহজলভ্য হতে আরও কয়েক মাস: ফাউসি-দৈনিক প্রথম আলো

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, নিরাপদ ও কার্যকর প্রমাণিত হলে এ বছরের শেষে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯–এর টিকা পাওয়া যেতে পারে। ফাউসি বলেন, টিকার প্রথম ডোজটি সীমিত আকারে মানুষকে দেওয়া হবে। তবে সবার কাছে পৌঁছাতে আরও কয়েক মাস লাগবে। বিবিসিতে প্রচারিত এক ভিডিওতে এসব কথা বলেন ফাউসি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, এ বছরের শেষে করোনাভাইরাসের টিকা আসবে। সঞ্চালক এ সময় জানতে চান, ট্রাম্প টিকার গ্যারান্টি দিচ্ছেন কি না। ট্রাম্প বলেন, তিনি গ্যারান্টি দিচ্ছেন না। তবে এ বছরের শেষে টিকা আসবে।

বিবিসির ভিডিওতে ট্রাম্পের দেওয়া তথ্য সঠিক কি না, তা ফাউসির কাছে জানতে চাওয়া হয়। উত্তরে ফাউসি বলেন, ‘আমি মনে করি, ট্রাম্প ঠিক বলেছেন।’ তিনি আরও বলেন, নভেম্বরের শেষে আমরা জানতে পারব টিকা কার্যকর ও নিরাপদ কি না। প্রশ্ন হলো, নিরাপদ ও কার্যকর টিকা পাওয়ার পর তা যাদের প্রয়োজন, তাদের কাছে কীভাবে ও কত তাড়াতাড়ি সহজলভ্য করা যাবে।

ফাউসি বলেন, ডিসেম্বরের মধ্যে যে পরিমাণ কার্যকর টিকা পাওয়া যাবে, তা সবার জন্য সহজলভ্য করাটা যথেষ্ট নয়। তিনি আরও বলেন, টিকা সহজলভ্য করতে ২০২১ সালের কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রথমে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে। এরপর সাধারণ মানুষকে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়া এ বছরের শেষে অথবা সামনের বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ পর্যন্ত চলতে পারে। তবে জনগণের বড় অংশকে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে আগামী বছরের অর্ধেকেরও বেশি সময় লাগতে পারে।

ফাউসি বলেন, টিকা এলেও জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নির্দিষ্ট একটি সময় পর্যন্ত করোনা ঠেকাতে এসব স্বাস্থ্যবিধি মানুষকে মেনে চলতে হবে।

কেউ আইনের ঊর্ধ্বে নয়, অপরাধ করলে ছাড় নেই'-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

জনপ্রতিনিধি হোক আর যেই হোক অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। যে-ই অপরাধ করুক, অবশ্যই আইনের মুখোমুখি করা হবে।'

আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'অপরাধ অপরাধই। সেটাই দেখার বিষয়। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের যে ঘটনা ঘটেছে আমরা সেভাবেই ঘটনাটি দেখবো। ইতিমধ্যে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।'

গতকাল রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর ধানমন্ডির কলাবাগান ক্রসিংয়ের কাছে সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ি থেকে কয়েকজন নেমে এসে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মো. ওয়াসিফ আহমেদ খানকে মারধর করেন। ওই ঘটনায় আজ সোমবার (২৬ অক্টোবর) ভোরে থানায় মামলা দায়ের করেন ঘটনার শিকার লেফটেন্যান্ট ওয়াসিফ।

মামলার এজাহারে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ এরফান সেলিম, তাঁর বডিগার্ড মোহাম্মদ জাহিদ, হাজি সেলিমের মদিনা গ্রুপের প্রটোকল অফিসার এ বি সিদ্দিক দিপু এবং গাড়িচালক মিজানুর রহমানের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো দুই-তিনজনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ওই ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, 'এটি অনাকাঙ্ক্ষিত। একজন মানুষকে এভাবে মারধর বা হত্যার হুমকি দেওয়া যেতে পারে না। তার ওপর তিনি একটি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা।' 

যাদের রাজনীতিতে রক্তের দাগ তারাই গণতন্ত্রের মুখোশপরা ফেরিওয়ালা’- দৈনিক যুগান্তর

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা, তারাই হচ্ছে গণতন্ত্রের মুখোশপরা ফেরিওয়ালা। 

তিনি সোমবার সকালে রাজধানীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।  ওবায়দুল কাদের বলেন, বিএনপির অপরাজনীতিই এ দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে বড় বাধা। 

সরকারের পদত্যাগ চেয়ে নিরপেক্ষ সরকারের অধীনে বিএনপির নির্বাচন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে চলছে, অথচ এ সময়ে কোনো ইস্যু খুঁজে না পেয়ে তারা নন ইস্যুকে ইস্যু বানানোর অপচেষ্টা করছে। 

‘বিএনপি একবার নিরাপদ সড়ক, আবার কোটাবিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে সর্বশেষ ধর্ষণবিরোধী সামাজিক আন্দোলনে ভর করে সরকারের পদত্যাগ চেয়েছিল, যা হালে পানি পায়নি।’

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের সব রাজনৈতিক আন্দোলনের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তাদের উদ্দেশ্যে বলেন, সরকারের পদত্যাগের দাবি জানানোর কোনো প্রয়োজন নেই, সময় এলেই সংবিধান অনুযায়ী ভোট হবে।

তিনি বলেন, বিএনপি মহাসচিব বলেছেন– জনগণের উত্তাল ঢেউ নাকি রাজপথে উঠবে। মির্জা ফখরুল সাহেব যা বলেন, তা নিজে বিশ্বাস করতে পারেন কিনা? 

তিনি বলেন, ঢেউ তারা টেমস নদীর পাড় থেকে গুলশান অফিসে তুলতে পারেন কিন্তু পদ্মা-মেঘনা-যমুনার পলিবিধৌত মুজিবের বাংলায় নয়।

বিএনপির আন্দোলনের হাঁকডাক আষাঢ়ের আকাশের মতো। সোশ্যাল মিডিয়া আর গণমাধ্যমে যতটা গর্জে বাস্তবে রাজপথে ততটা বর্ষে না বলেও জানান তিনি। 

ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, বিএনপি দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে বারবার মিথ্যা ও পুরনো অভিযোগ করে চলছে, সরকার নাকি ভিন্নমত সহ্য করতে পারে না?  বিএনপি নেতাদের এসব ভিত্তিহীন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ দেশে আওয়ামী লীগের মাঝেই পরমতসহিষ্ণুতা আছে; আর আছে বলেই বিএনপি অনবরত মিথ্যাচার করতে পারছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২০০১ সালে ক্ষমতাগ্রহণের প্রথম তিন মাসে ৫০ সাংবাদিক আক্রমণের স্বীকার হয়েছিলেন, তখন খোদ গণমাধ্যম রিলেটেড সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’-এর এক রিপোর্টে তা প্রকাশ হয়েছিল।

তিনি বলেন, বিএনপি নেতারা এখন গণমাধ্যমের প্রতি লোকদেখানো লিপ সার্ভিস দিচ্ছে। 

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র এক টাকার বাইসাইকেল নয়, এটি একটি ভারসাম্যপূর্ণ কাঠামো, সরকারের পাশাপাশি বিরোধী দলের গুরত্বপূর্ণ ভূমিকা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবার সহযোগিতা প্রয়োজন।

সুনির্দিষ্ট অভিযোগে হাজী সেলিমের বাসায় অভিযান: র‌্যাব- দৈনিক ইত্তেফাক

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুরান ঢাকার লালবাগে সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব। সোমবার এ কথা জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। তিনি বলেন, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাজী সেলিমের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব। বাসাটি এখন র‌্যাব ঘিরে রেখেছে। গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে ঘটনায় মূল অভিযুক্ত হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে র‌্যাবের হেফাজতে আনতে সক্ষম হয়েছি। পাশাপাশি এজহারভুক্ত অন্য আসামি জাহিদকেও হেফাজতে আনতে সক্ষম হয়েছি। আশিক বিল্লাহ জানান, অভিযানে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম রয়েছেন। র‌্যাবের গোয়েন্দা শাখার বিশেষায়িত দল রয়েছে। পাশাপাশি র‌্যাব-৩ ও র‌্যাব ১০ এর সদস্যরা রয়েছেন। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। এর আগে রবিবার রাতে রাজধানীর কলাবাগান ক্রসিংয়ের কাছে হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খানকে মারধর করা হয়। এসময় ওই কর্মকর্তার সঙ্গে তার স্ত্রীও ছিলেন।

এ ঘটনায় সোমবার হাজী সেলিমের ছেলেসহ চারজনের নাম উল্লেখ করে ধানমন্ডি থানায় মামলা হয়। অভিযোগ থেকে জানা যায়, নৌবাহিনীর ওই কর্মকর্তার মোটরসাইকেলকে ধাক্কা দেয় সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি গাড়ি। এরপর গাড়ি থেকে কয়েক ব্যক্তি নেমে ওই কর্মকর্তাকে মারধর করেন। গাড়িটি হাজী সেলিমের। তবে ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না। তার ছেলে ও নিরাপত্তারক্ষী ছিলেন।

বাংলাদেশি হ্যাকারদের আক্রমণে নাজেহাল ফ্রান্স, সতর্কতা জারি -দৈনিক ইত্তেফাক

হ্যাকারদের ভয়ে ফ্রান্সজুড়ে সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। বাংলাদেশি হ্যাকার কমিউনিটি ‘সাইবার ৭১’ সহ বিভিন্ন দেশের হ্যাকারদের ক্রমাগত হ্যাকারদের আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইট। ফলে বাধ্য হয়েই দেশটিতে জরুরি সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি করেছে।

রবিবার টুইট করে এই জরুরি সতর্কতা জারি করে ফ্রান্সের সরকারি সাইবার ডিপার্টমেন্ট। মহানবী হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফ্রান্সের ওয়েবসাইট হ্যাক করতে শুরু করে হ্যাকাররা। উল্লেখ্য, গত শনিবার মধ্যরাতের পর থেকে ফ্রান্সে সাইবার হামলার চালানো হয় বলে সাইবার ৭১ কমিউনিটির কয়েকজন সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

হামলার শিকার হওয়ার ওইসব ওয়েবসাইটে প্রবেশ করে দেখা গেছে সেগুলোতে প্রকৃত কনটেন্ট দেখা যাচ্ছে না। বরং হ্যাকারদের একটি বার্তা দেখাচ্ছে। তা হল- মহানবী (সা.)কে নিয়ে প্রকাশ্যে কটূক্তির প্রতিবাদে এই অপারেশন চালিয়েছে মুসলমান হ্যাকাররা। ফ্রান্সের সাইবার স্পেসে খুব বিপজ্জনক হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না, এই রকম হামলা চলতেই থাকবে।ওয়েবসাইটগুলো হ্যাকের দাবি করা হয়েছে, ‘সাইবার ৭১’ এর ফেসবুক পেজেও।

সেখানে বলা হয়েছে, যে দেশে আমাদের রাসূল (সা.)কে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে সেই দেশের ওয়েবসাইটেই বাজছে এখন রাসূলের সম্মানে সংগীত। ফ্রান্সের বিরুদ্ধে সম্মিলিত সাইবার আক্রমণে ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কোম্পানির ওয়েবসাইটে সাইবার আক্রমণ পরিচালনা করেছে ‘সাইবার ৭১’ ফ্রান্স এই ন্যক্কারজনক কাজের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্মিলিত এই আক্রমণ চলতেই থাকবে। সবার আক্রমণই আমরা আপনাদের জন্য আপডেট করতে থাকব।

সাইবার ৭১ হ্যাকিং কমিউনিটির একজন সদস্য সংবাদমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ৪০ থেকে ৫০টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ওয়েবসাইটে আক্রমণ চালানো হয়েছে। তিনি বলেন, সব আমরা প্রকাশ করিনি এখনও। সর্বশেষ মোট ৮টি ওয়েবসাইট প্রকাশ করেছি আমাদের অফিশিয়াল পেজে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সা.)কে অবমাননা করার প্রতিবাদে এই সাইবার আক্রমণ করা হয়েছে। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট টার্গেটে রেখেছি সেগুলোতেও হামলা করা হবে।

ফেসবুকে ইসলামবিদ্বেষী কন্টেন্ট নিষিদ্ধের আহ্বান ইমরানের-দৈনিক মানবজমিন

ইসলামবিদ্বেষী কনটেন্ট ফেসবুকে নিষিদ্ধ করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার এক খোলা চিঠিতে তিনি এ আহ্বান জানান। এর আগে তিনি ইসলামকে আক্রমণ করার জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের কড়া সমালোচনা করেন। এর কয়েক ঘন্টা পরেই তিনি ওই খোলা চিঠিতে দাবি করেন, ফেসবুকে ইসলামবিদ্বেষী লেখা থাকলে তা মুসলিমদের মধ্যে উগ্রবাদকে উস্কে দেবে। ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষ চরমপন্থাকে উৎসাহিত করে। তাতে বিশ্বজুড়ে সহিংসতা দেখা দেয়। বিশেষ করে এসব কনটেন্ট প্রচারের একটি মাধ্যম ফেসবুক। ইমরান খান লিখেছেন, হলোকাস্ট ইস্যুতে আপনারা যেমন ফেসবুকে নিষেধাজ্ঞা দিয়েছেন সেই একই রকমভাবে ইসলাবিদ্বেষ এবং ইসলামের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দেয়া বন্ধে পদক্ষেপ আশা করি।এখানে উল্লেখ্য, এ মাসে ফেসবুক বলেছে, তারা ঘৃণা ছড়িয়ে দেয় এমন কন্টেন্টের বিষয়ে নিষেধাজ্ঞা নীতি আধুনিকায়ন করছে। এর মধ্যে হলোকাস্টকে প্রত্যাখ্যান করে বা বিকৃত করে এমন বিষয়কে নিষিদ্ধ করার কথা। সেই পদক্ষেপের উল্লেখ করেছেন ইমরান খান। তিনি বলেছেন, এক গ্রুপের কাছে অগ্রহণযোহগ্য অথবা অন্যদের কাছে গ্রহণযোগ্য- এমন ঘৃণাপ্রসূত ম্যাসেজ কেউ পোস্ট করতে পারে না। ইমরান বলেন, এমন পক্ষপাতমূলক অবস্থান উগ্রবাদকে আরো উৎসাহিত করবে। জবাবে ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, ফেসবুক সব রকম ঘৃণার বিরোধী। জাতি, বর্ণ, জাতীয়তা অথবা ধর্ম- কোনো কিছুর বিরুদ্ধে আক্রমণ করাকে অনুমোদন করে না ফেসবুক। তিনি আরো বলেন, যখনই আমরা এমন কন্টেন্টের বিষয় পাবো ফেসবুকে, তখনই এ জাতীয় ঘৃণাপ্রসূত বক্তব্য মুছে ফেলবো। এ জন্য ফেসবুককে অনেক কাজ করতে হবে।২০১৯ সালের ডিসেম্বর থেকে ৬ মাস পর্যন্ত ফেসবুকের স্বচ্ছতা বিষয়ক রিপোর্ট বলছে, এমন অনুরোধের দিক থেকে রাশিয়ার পরেই পাকিস্তানের অবস্থান। তারা বিভিন্ন রকম কন্টেন্ট মুছে দেয়ার অনুরোধের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে। পাকিস্তান থেকে ইসলাম সংশ্লিষ্ট কন্টেন্ট মুছে দেয়ার অনুরোধ গেছে ফেসবুকে বেশি।ফেসবুকের কাছে পাঠানো চিঠিতে ইমরান খান ফ্রান্স পরিস্থিতি তুলে ধরেছেন। তিনি দাবি করেন, সেখানে সন্ত্রাসের সঙ্গে ইসলামকে যুক্ত করে ফেলা হচ্ছে। এর আগে ইমরান খান বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মুসলিমদের প্রাণের চেয়েও প্রিয় মহানবী হযরত মোহাম্মদ (স.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনকে উৎসাহিত করে ইসলামের বিরুদ্ধে আক্রমণ করেছেন। ফরাসি যে শিক্ষক শ্রেণিকক্ষে মহানবী (স.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে শিক্ষা দিচ্ছিলেন, তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন ম্যাক্রন। ম্যাক্রন বলেছেন, মত প্রকাশের স্বাধীনতার অধীনে ওই শিক্ষক ব্যঙ্গচিত্র ব্যবহার করেছেন। উল্লেখ্য, কয়েকদিন আগে এ কারণে ওই শিক্ষকের শিরñেদ করেছে এক চেচেন যুবক। এরপর সৃষ্ট পরিস্থিতিতে ফ্রান্সের বিরুদ্ধে কঠোর অবস্থানে চলে গিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। তিনি ইমানুয়েল ম্যাক্রনের মানসিক চিকিৎসার আহ্বান জানিয়েছেন।

সরকারকে আর সময় দেয়া যায় না : আমীর খসরু-দৈনিক নয়াদিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালিত হতে দেখতে চায়। সেটা সম্ভব হচ্ছে না ভোট ডাকাতির কারণে। সরকার কিছুদিন আগে ঢাকা-৫ এ ভোট ডাকাতি করেছে। এর আগে দেশের বিভিন্ন জায়গায় ভোট ডাকাতি করেছে। এখন উত্তরায় (ঢাকা-১৮ উপনির্বাচন) ভোট ডাকাতি প্রস্তুতি চলছে। সেখানে ইতিমধ্যে দুর্বৃত্তরা বিভিন্ন রকমের কার্যক্রম চালাচ্ছে। এর প্রতিবাদে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। আর বসে থাকলে হবে না।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি আয়োজিত এক আলোচনা সভায় মোবাইলে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, দেশের মানুষ সবাই মুক্ত হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে । বাংলাদেশ আজকের ধর্ষণ থেকে মুক্ত হতে চাচ্ছে, দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত হতে চাচ্ছে, আইনের শাসন ফিরে পেতে চাচ্ছে। বাংলাদেশের মানুষের জীবন রক্ষার জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে লড়তে হবে। বাংলাদেশ আজকে দুর্বৃত্তদের দেশ, ধর্ষণকারীদের দেশ হিসেবে পরিচিত হয়েছে। এসব থেকে মুক্ত হতে হলে যে ভোট ডাকাতি চলছে এটা আমাদেরকে বন্ধ করতে হবে। এখন সময় এসে গেছে। আর ভোট ডাকাতি করতে দেয়া যাবে না।

ঢাকা-১৮ উপনির্বাচনের দিকে জনগণকে চোখ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি নির্বাচিত সরকার আমরা দেখতে চাই, একটি নির্বাচিত সংসদ আমরা দেখতে চাই। এই অনির্বাচিত সরকার বছরের পর বছর দেশ চালিয়ে যাচ্ছে। জনগণকে বাইরে রেখে, তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে সম্পূর্ণভাবে আইন লংঘন করে তারা দেশ চালিয়ে যাচ্ছে। আর সেটা চালাতে একটা ভয়-ভীতি পরিস্থিতি তৈরি করেছে। এই সরকারকে আর সময় দেয়া যাবে না। উত্তরায় ভোট চলছে আপনার চোখ রাখুন উত্তরা ভোটের দিকে। সেখানে যদি ভোট ডাকাতি হয় তাদের প্রতিহত করার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে।

এলডিপির সভাপ‌তি আব্দুল ক‌রিম আব্বা‌সির সভাপ‌তি‌ত্বে মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাশার, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, বিভাগীয় সম্পাদক হালিম প্রমুখ।

মোদী জমানায় অন্তঃসারশূন্য হয়ে পড়ছে গণতন্ত্র: সনিয়া-দৈনিক আনন্দবাজার পত্রিকা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় বিশ্বের বৃহত্তম গণতন্ত্র গভীর সঙ্কটাপন্ন। অন্তঃসারশূন্য হয়ে পড়েছে। অর্থনীতির সঙ্কট তো গভীরতর হয়েছেই গণতন্ত্রের প্রতিটি স্তম্ভই পড়ে গিয়েছে বিপদে। প্রতিবাদীদের অবদমন ও নানা ভাবে হেনস্থার মাধ্যমে বাকস্বাধীনতার অধিকারকে খর্ব করা হচ্ছে।

তাঁর বক্তব্য, মোদী জমানায় বিরোধী ও বিক্ষুব্ধদের ‘সন্ত্রাসবাদী’ বা ‘জাতীয়তাবাদবিরোধী’ আখ্যা দেওয়া হচ্ছে। সরকারবিরোধী যে কোনও পদক্ষেপকেই ‘জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক’ তকমা লাগিয়ে তার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। এই সবই করা হচ্ছে দৈনন্দিন সমস্যাগুলি থেকে মানুষের নজর অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। সন্ত্রাসবাদ বা জাতীয়তাবাদবিরোধী সমস্যা নেই যে তা নয়। কিন্তু সেগুলির মোকাবিলার জন্য যতটা আপসহীন হওয়া প্রয়োজন তার ছাপ মোদী সরকার ও বিজেপি-র কাজকর্মে দেখা যাচ্ছে না। বরং এনডিএ সরকার এবং বিজেপি বিরোধী যে কোনও রাজনৈতিক প্রতিবাদকেই চক্রান্ত বলে মনে করা হচ্ছে। প্রতিবাদীদের মুখ বন্ধ করতে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন তদন্ত সংস্থাকে লাগিয়ে দেওয়া হচ্ছে। বা তাঁদের সামাজিক ভাবে হেনস্থা করা হচ্ছে। এই ভাবে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে অন্তঃসারশূন্য করে তোলা হচ্ছে

চীনের সঙ্গে যুদ্ধের তারিখ ঠিক করেছেন প্রধানমন্ত্রী’, দাবি উত্তরপ্রদেশের বিজেপি সভাপতিরদৈনিক আজকাল

আরএসএস প্রধান মোহন ভাগবত থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কিংবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সবাই কথা বলতে গিয়ে চীনকে তোপ দেগেছেন। ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করে তারা যুদ্ধের জন্য প্রস্তুত বলে উল্লেখ করেছেন। এর ফলে জল্পনা তৈরি হয়েছে চারিদিকে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া উত্তরপ্রদেশের বিজেপি সভাপতির একটি বক্তব্যের ভিডিও তা আরও উসকে দিল।কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিং–কে বলতে শোনা যাচ্ছে, ‘রাম মন্দির তৈরি ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই ঠিক করেছিলেন। ঠিক তেমনিভাবে পাকিস্তান ও চীনের সঙ্গে যুদ্ধের তারিখও তিনি ঠিক করে রেখেছেন। সেই অনুযায়ী কাজ হবে।’স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়ক সঞ্জয় যাদবের বাড়িতে গিয়েছিলেন রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে এই মন্তব্য করেন তিনি। এর পাশাপাশি সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির কর্মীদের সঙ্গে জঙ্গিদেরও তুলনা করেন। পরে এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে স্থানীয় সাংসদ রবীন্দ্র কুশওয়া জানান, দলীয় কর্মীদের উজ্জ্বীবিত করার জন্য এই মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি।

স্কুলে হবে ভ‌্যাকসিন বুথ, করোনা টিকা বণ্টনে পরিকল্পনা কেন্দ্রের-দৈনিক সংবাদ প্রতিদিন

দেশের নির্বাচন প্রক্রিয়ার ধাঁচে তথ্যপ্রযুক্তি নির্ভর ব্যবস্থার মাধ্যমে সব প্রান্তে কোভিড ১৯-এর ভ্যাকসিন পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তাই বিশেষজ্ঞ দল ভ্যাকসিন সরবরাহ ব্যবস্থায় এসএমএস, কিউআর কোড, ডিজিটাল সার্টিফিকেট ইত্যাদি যুক্ত করছে বলে সূত্রের খবর। নীতি আয়োগের সদস্য ভিকে পালের নেতৃত্বে কেন্দ্র ভ্যাকসিন এডমিনিষ্ট্রেশনের ক্ষেত্রে একটি জাতীয় বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। ২০২১-এর শুরুতে ভ্যাকসিন আসার কথা থাকলেও, এখনই ভ্যাকসিন মজুত ও সরবরাহ নিয়ে বিস্তারিত পরিকল্পনা তৈরি করে ফেলেছে।

ভ্যাকসিন প্রাপকদের তথ্য ‘ইলেকট্রনিক ভ্যাকসিন ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বা ‘ই-ভিন’-এ তুলে রাখা হবে। এটি জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এটি ইতিমধ্যেই ৩২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিভিন্ন প্রতিষেধক দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। ভ্যাকসিনের স্টক সম্পর্কে সমস্ত আপডেট থাকে এই ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে এখন তাতে প্রাপকদের তথ্য থাকে না। কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে সেই ব্যবস্থা হবে। সূত্রের খবর, নির্বাচন প্রক্রিয়ার মতো ভ্যাকসিন প্রদান হবে বিভিন্ন দফায়। এর জন্য বুথের মতো কাজে লাগানো হবে স্কুলগুলিকে। প্রথম পর্বে তিন কোটি জনতাকে ভ্যাকসিন ( Corona vaccine) দেওয়া হবে। সত্তর লক্ষ চিকিৎসক ও চিকিৎসাকর্মীকে ভ্যাকসিন দেওয়া হবে। আরও ২ কোটি সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করা কোভিড যোদ্ধাদের দেওয়া হবে।

পার্সটুডে/বাবুল আখতার/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।