নভেম্বর ০৪, ২০২০ ১৮:১৫ Asia/Dhaka
  • কথাবার্তা: ভোট–গণনা বন্ধ হবে না’, পাল্টা বাইডেন–প্রচারক, ট্রাম্পকে বিঁধলেন রিপাবলিকান আইনজীবী‌ও

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৪ নভেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ট্রাম্প-বাইডেন মহারণ: জয় দাবি দুজনেরই-দৈনিক প্রথম আলো
  • গর্হিত, নজিরবিহীন এবং ত্রুটিপূর্ণ’ বক্তব্য দিয়েছেন ট্রাম্প-দৈনিক মানবজমিন
  • আদালতের রায় বাংলায় লেখার আহ্বান প্রধানমন্ত্রীর''-দৈনিক কালেরকণ্ঠ
  • রিফাত হত্যা: মৃত্যুদণ্ডের বিরুদ্ধে মিন্নির আপিল গ্রহণ- দৈনিক যুগান্তর
  • ১৫ আগস্ট ও ৩ নভেম্বর দুই হত্যাকাণ্ডেই জিয়া যুক্ত’- দৈনিক ইত্তেফাক
  • সরকার এত বেশি খেয়েছে, মনে করে আর খিদে লাগবে না : মান্না-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:   

  • দেশে মোট আক্রান্ত ৮৩ লক্ষ ছাড়াল, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ দিল্লিতে-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ভোট–গণনা বন্ধ হবে না’, পাল্টা বাইডেন–প্রচারক, ট্রাম্পকে বিঁধলেন রিপাবলিকান আইনজীবী‌ও-দৈনিক আজকাল
  • অমিত শাহের সফরের আগে চমক মুখ্যমন্ত্রীর, মতুয়া উন্নয়ন পর্ষদের জন্য বরাদ্দ ১০ কোটি টাকা-দৈনিক সংবাদ প্রতিদিন

ট্রাম্প-বাইডেন মহারণ: জয় দাবি দুজনেরই-দৈনিক প্রথম আলো

মার্কিন নাগরিকেরা রায় দিয়ে দিয়েছেন। এখন নখ কামড়ানো সময় পার করছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। ভোট গণনা চলছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো নির্বাচনের ফলাফলের পূর্বাভাস দিতে শুরু করেছে। তাতে ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। চূড়ান্ত ফলাফল নির্ভর করছে কয়েকটি ব্যাটলগ্রাউন্ড রাজ্যের ওপরে। কিন্তু ব্যাপক মেইল ভোটের কারণে চূড়ান্ত ফল ঘোষণায় দেরি হতে পারে। তাতে নির্বাচনে জেতার আশা ছাড়ছে না কোনো পক্ষ।

t

জো বাইডেন বলছেন, তিনিই জিততে চলেছেন। ট্রাম্প বলছেন, তিনি বড় জয়ের আশা করছেন। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, পেনসিলভানিয়া, জর্জিয়া, মিশিগানের মতো রাজ্যগুলোর ফলাফলের ওপর ঝুলছে ট্রাম্প–বাইডেনের হোয়াইট হাউসের চাবি। বার্তা সংস্থা এএফপি বলছে, মার্কিন মহারণে বুধবার ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হতে যাচ্ছেন বলে দাবি করেছেন। কিন্তু তাঁর এ দাবির পরই তোপ দেগেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে অভিযোগ করেছেন প্রতিপক্ষরা ফল চুরি করে নেওয়ার চেষ্টা করছে।

আদালতের রায় বাংলায় লেখার আহ্বান প্রধানমন্ত্রীর''-দৈনিক কালেরকণ্ঠ

আদালতের রায় বাংলায় লেখার ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনে এ ক্ষেত্রে ট্রান্সলেটর নিয়োগ দানের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিচার বিভাগের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে ঢাকা জেলার নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর জনসন রোডের আদালতপাড়ায় ঢাকা জেলার নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

রিফাত হত্যা: মৃত্যুদণ্ডের বিরুদ্ধে মিন্নির আপিল গ্রহণ- দৈনিক যুগান্তর

বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি ও মোহাইমিনুল ইসলাম ওরফে সিফাতের খালাস চেয়ে আপিল গ্রহণ করেছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ বুধবার এই আপিল গ্রহণ করেন।

মিন্নির আইনজীবী জেড আই খান পান্না, মাক্কিয়া ফাতেমা ইসলাম ও নাজমুস সাকিব এবং সিফাতের পক্ষে আইনজীবী বদিউজ্জামান তরফদার ভার্চুয়ালি আদালতে সংযুক্ত ছিলেন। মাক্কিয়া ফাতেমা বলেন, হাইকোর্ট আপিল গ্রহণ করে বিচারিক আদালতের রায়ে ৫০ হাজার টাকার অর্থদণ্ড আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেছে। এর আগে গত ১৩ অক্টোবর আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, মো. হাসান ও মো. রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়ের আপিলও গ্রহণ করেন হাইকোর্ট। ৪ অক্টোবর মিন্নিসহ মৃত্যুদণ্ড পাওয়া ৬ আসামির ডেথ রেফারেন্সসহ মামলার নথি হাইকোর্টে আসে।

১৫ আগস্ট ও ৩ নভেম্বর দুই হত্যাকাণ্ডেই জিয়া যুক্ত’- দৈনিক ইত্তেফাক

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও ৩ নভেম্বর জেলহত্যা দুটিতেই জিয়াউর রহমান যুক্ত। মঙ্গলবার জেলহত্যা দিবসে দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন।মন্ত্রী এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহতদের এবং ৩ নভেম্বর নিহত জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনা করেন। বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফ্রান্স প্রেসিডেন্টকে ‘হত্যা করে’ ফাঁসির মঞ্চে যেতে চান নারায়ণগঞ্জের সংসদ সদস্য-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে উদ্দেশ্য করে দেশের একজন সংসদ সদস্য বলেছেন, ইমানুয়েল ম্যাক্রোঁকে সামনে পেলে তিনি হত্যা করতেন। সোমবার রাতে এক সমাবেশে এই মন্তব্য করেন নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। তার এই বক্তব্যের ১৩ মিনিটের একটি ভিডিও সংসদ সদস্য তার ফেসবুক পেজে আপলোড করেছেন।

হেফাজতে ইসলামী প্রয়াত আমীর শাহ আহমদ শফীর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিলের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে-লিয়াকত হোসেন খোকা বলছেন, আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকে আমার প্রিয় নবী সম্বন্ধে যারা কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, আমি মুসলমান হিসেবে বলতে চাই, আমি কোন সংসদ সদস্য না এখন,... ফ্রান্সের প্রধানমন্ত্রীকে (প্রেসিডেন্ট) বলতে চাই, আজকে তুই যদি আমার সামনে থাকতি, আমি তোকে হত্যা করতাম। হত্যা করে আমি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যেতাম।’

সরকার এত বেশি খেয়েছে, মনে করে আর খিদে লাগবে না : মান্না-দৈনিক নয়াদিগন্ত

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার এতো বেশি খেয়েছে, মনে করে আমার বোধ হয় আর খিদে লাগবে না। কিন্তু ইতোমধ্যে খিদে লেগেছে। না হলে গুজবের কাহিনী প্রকাশ করতেন না।

তিনি বলেন, বাংলাদেশের টেলিভিশনে কথা বলতে দেন না। বিদেশের টেলিভিশন যেগুলো প্রচার করছে সেগুলো বন্ধ করছেন। আপনারা ডিজিটাল বাংলাদেশ করেছেন। কিন্তু এখনো পর্যন্ত স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় খোলেন না। এই যে বাস চলে, বাসে ঠাসাঠাসি করে লোক উঠে, রাস্তায় ঠাসাঠাসি করে লোক চলাচল করে, গরুর হাট চলে, বাজার চলে, গার্মেন্টস শিল্প চলে, সব চলে কিন্তু আমাদের দেশের শিক্ষা চলে না। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দেশে মোট আক্রান্ত ৮৩ লক্ষ ছাড়াল, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ দিল্লিতে-দৈনিক আনন্দবাজার পত্রিকা

দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কম হওয়ার প্রবণতা গত এক সপ্তাহ ধরেই। মঙ্গলবার তা কমে হয়েছিল ৩৮ হাজার। আজ তা ফের ৪৬ হাজার টপকেছে। দৈনিক সংক্রমণের থেকে সুস্থ বেশি সংখ্যক হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে সাড়ে ৫ লক্ষের কম।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে ৪৬ হাজার ২৫৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৮৩ লক্ষ ১৩ হাজার ৮৭৬ জন। সেখানে প্রথম স্থানে থাকা আমেরিকাতে মোট আক্রান্ত ৯৩ লক্ষ ৭৯ হাজার এবং তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে ৫৫ লক্ষ ৭২ হাজার। এক মাসেরও বেশি সময় ধরে ব্রাজিলে দৈনিক সংক্রমণ কম আছে। কিন্তু কিছুটা কমার পর আমেরিকাতে তা আবার বাড়েছে।

ভোট–গণনা বন্ধ হবে না’, পাল্টা বাইডেন–প্রচারক, ট্রাম্পকে বিঁধলেন রিপাবলিকান আইনজীবী‌ও-দৈনিক আজকাল

 ভোট–গণনার মাঝে ভোররাতে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া ভাষণ ঘিরে ইতিমধ্যেই ডামাডোল শুরু হয়ে গেছে মার্কিন মুলুকে। পাল্টা আক্রমণ করে ডেমোক্রেট পদপ্রার্থী জো বাইডেনের প্রচার দলের ম্যানেজার জেন ও’‌ম্যালে ডিলন বলেন, ‘‌জঘন্য, আপত্তিকর এবং মিথ্যে’‌। ভাষণে ডেমোক্রেট পার্টির বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে শীর্ষ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ভোট–গণনা অবিলম্বে বন্ধ করার দাবিও তুলেছেন। এরপরই আসরে নেমে ডিলন বলেন, ‘‌ব্যালট গণনা বন্ধ করে মার্কিন প্রেসিডেন্ট যে দাবি তুলছেন, তা একেবারেই মিথ্যে এবং জঘন্য। মার্কিনিদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়ার নগ্ন প্রচেষ্টা এটা।’‌ পাল্টা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‌ভোট গণনা কোনওভাবেই বন্ধ হবে না। ট্রাম্প যদি আদালতে যাওয়ার হুমকি দিয়ে থাকেন, তাহলে আমাদের আইনজীবীরাও তৈরি আছেন ট্রাম্পের এই প্রচেষ্টা বানচাল করার জন্য।’‌ 

অমিত শাহের সফরের আগে চমক মুখ্যমন্ত্রীর, মতুয়া উন্নয়ন পর্ষদের জন্য বরাদ্দ ১০ কোটি টাকা-দৈনিক সংবাদ প্রতিদিন

আজই কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এবারের রাজ্য সফরে মতুয়া বাড়িতে থাকবেন। তার আগে বুধবার বিকেলে নবান্ন থেকে মতুয়াদের একগুচ্ছ উপহার দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ডোকরা ও ছৌ শিল্পীদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হচ্ছে বলেও জানালেন তিনি। বললেন, ওই কার্ডে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা মিলবে। পাশপাশি, কর্মস্থানের লক্ষ্যে ২ লক্ষ মানুষকে বাইকের জন্য ঋণ প্রদানের কথা চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী।#

পার্সটুডে/এমবিএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ