নভেম্বর ০৫, ২০২০ ১৮:৪৪ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৫ নভেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • অক্সফোর্ডের ৩ কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ-দৈনিক প্রথম আলো
  • ইলেক্টোরাল কলেজ ভোটে বাইডেন ২৬৪, ট্রাম্প ২১৪-দৈনিক মানবজমিন
  • ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদের নেতা নাজমুল রিমান্ডে'-দৈনিক কালেরকণ্ঠ
  • করোনায় দেশে আরও ১৭ মৃত্যু, নতুন শনাক্ত ১৮৪২- দৈনিক যুগান্তর
  • ২০৩০ সালের মধ্যে ৬ টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে: কাদের’- দৈনিক ইত্তেফাক
  • আ'লীগ সরকার গণতান্ত্রিক চেতনা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে : ফখরুল-দৈনিক নয়াদিগন্ত
  • জয়ের দ্বারপ্রান্তে বাইডেন, অস্ত্রসহ বিক্ষোভ, উত্তেজনা যুক্তরাষ্ট্রে-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:   

  • বাংলায় ক্ষমতায় আসব: অমিত ।। দিবাস্বপ্ন দেখছে বিজেপি: সৌগত-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • বাইডেন জিতলে ভারতের ভালো, আর মোদির?‌-দৈনিক আজকাল
  • অপেক্ষার অবসান! ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে কোভ্যাক্সিন, দাবি ICMR আধিকারিকের-দৈনিক সংবাদ প্রতিদিন

অক্সফোর্ডের ৩ কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ-দৈনিক প্রথম আলো

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনাভাইরাসের ৩ কোটি ডোজ টিকা কিনবে বাংলাদেশ। প্রত্যেক ব্যক্তির দুই ডোজ করে টিকা নিতে হবে। অর্থাৎ এই ৩ কোটি ডোজ টিকা বাংলাদেশের দেড় কোটি মানুষকে দেওয়া যাবে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়, ভারতের সিরাম ইনস্টিটিউট ও বাংলাদেশের বেক্সিমকো ফার্মার সঙ্গে এ–সংক্রান্ত ত্রিপক্ষীয় একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ডের টিকার অনুমোদন দিলে বাংলাদেশে এই টিকা আসবে। বাংলাদেশে প্রতি ডোজ টিকার দাম পড়বে ৫ ডলার (৪২৫ টাকা)। কবে নাগাদ এই টিকা আসবে, সে বিষয়ে সরকার ও অপর দুটি প্রতিষ্ঠানের কেউই সুস্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি।

সমঝোতা সই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব আবদুল মান্নান, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান। চুক্তি সই করেন স্বাস্থ্য মন্ত্রণালয়, বেক্সিমকো ও সিরাম ইনস্টিটিউটের তিন কর্মকর্তা। বেক্সিমকো ভারতের সিরামের এ দেশীয় এজেন্ট হিসেবে বাংলাদেশকে এই টিকা সরবরাহ করবে।

ইলেক্টোরাল কলেজ ভোটে বাইডেন ২৬৪, ট্রাম্প ২১৪-দৈনিক মানবজমিন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের হোয়াইট হাউসে যাওয়ার পথ আরও খুলে গেছে। মিশিগান ও উইসকনসিনে জেতার পর সংখ্যাগরিষ্ঠতা অর্জনের কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাঁর প্রচার শিবির থেকে ভোট গণনা নিয়ে মামলা করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় টেলিভিশনে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে বাইডেন বলেছেন, ‘তিনি এখনো বিজয় ঘোষণা করেননি। তবে যখন ভোট গণণা শেষ হবে তখন তাঁর বিশ্বাস যে তাঁরা বিজয়ী হবেন।’ এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে উত্তরাঞ্চলের ব্যাটল গ্রাউন্ড হিসেবে পরিচিত মিশিগান ও উইসকনসিনে জেতার পর বাইডেনের ইলেক্টোরাল কলেজ ভোট ২৬৪–তে পৌঁছেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২১৪। মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন ২৭০টি।

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদের নেতা নাজমুল রিমান্ডে'-দৈনিক কালেরকণ্ঠ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগকে তিন দিনের রিমাণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া রিমান্ডের এই আদেশ দেন। এর আগে কোতয়ালী থানার মামলায় আসামি নাজমুলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধীতা করেন।

করোনায় দেশে আরও ১৭ মৃত্যু, নতুন শনাক্ত ১৮৪২- দৈনিক যুগান্তর

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৪২ জন।বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

 

Image Caption

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৮৪২ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১৬ হাজার ৬ জন। আরও ১৭ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ২১ জন হয়েছে। গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৮৯১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩৩ হাজার ৫৮৮ জন হয়েছে।

২০৩০ সালের মধ্যে ৬ টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে: কাদের’- দৈনিক ইত্তেফাক

২০৩০ সালের মধ্যে পাতাল এবং উড়ালসহ মোট ৬ টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইতিমধ্যেই মেট্রোরেল রুট ৬ এর কাজ শতকরা ৫২ ভাগ শেষ হয়েছে।

তিনি আজ সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর কাউন্সিল ভবনে ঢাকা মহানগরীর সড়ক নিরাপত্তা ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ভূমিকা ও উদ্যোগ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারে যুক্ত হন।

সড়ক দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য দ্রুত কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, চারলেন, ছয়লেন, আটলেনের সড়ক যতই নির্মাণ হোক এখনো সড়ক নিরাপত্তা নিশ্চিত হয়নি, সড়ক দুর্ঘটনা এখনো সবচেয়ে বড় দুর্ভাবনা।

জয়ের দ্বারপ্রান্তে বাইডেন, অস্ত্রসহ বিক্ষোভ, উত্তেজনা যুক্তরাষ্ট্রে-দৈনিক মানবজমিন

জয়ের দ্বারপ্রান্তে জো বাইডেন। ক্রমশ ম্লান হয়ে আসছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা। তিনি ভোটে জালিয়াতির অভিযোগ করেছেন। ভোট বন্ধের দাবিতে মামলা করেছেন। দাবি করেছেন ভোট নতুন করে গোনার। অ্যারিজোনার ফিনিক্সে একটি নির্বাচনী অফিসের বাইরে রাইফেল, হ্যান্ডগানসহ বিক্ষোভ করেছে তার প্রায় দুই শত সমর্থক। ট্রাম্পবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে বিভিন্ন শহরে। পুলিশ নিউ ইয়র্ক সিটি, পোর্টল্যান্ড, অরিগনে এমন বিক্ষোভ থেকে বেশ কিছু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।বুধবার থেকে শনিবারের মধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী শতাধিক ইভেন্ট পরিকল্পনা করা হয়েছে। সব কিছু মিলে এবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র এক উত্তেজনা বিরাজ করছে। আগেভাগেই সহিংসতা ছড়িয়ে পড়ার পূর্বাভাস দেয়া হয়েছে। ব্যবসায়ী নেতারা সতর্ক করেছেন সবাইকে।

আ'লীগ সরকার গণতান্ত্রিক চেতনা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে : ফখরুল-দৈনিক নয়াদিগন্ত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরিকুল ইসলাম সাহেব একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। যেখানে আমরা মন খুলে কথা বলতে পারবো, নিরাপদে নিশ্চিন্তে চলাচল করতে পারবো, আমাদের মায়েরা, মেয়েরা, বোনেরা যেকোনো সময় যেকোনো জায়গায় নিরাপদে নিশ্চিন্তে চলাফেরা করতে পারবেন। কৃষক তার কৃষির ন্যায্য মূল্য পাবে। শিক্ষার্থী তার শিক্ষার অধিকার পাবে। ১৯৭১ সালে যে রাষ্ট্রের স্বপ্ন দেখে আমরা যুদ্ধ করেছিলাম। দুর্ভাগ্য আমাদের সেই স্বপ্ন বাংলাদেশে এখনো পূরণ হয়নি। আমাদের মূল যে চেতনা ছিলো, গণতান্ত্রিক চেতনা তা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ সরকার। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের স্মরণে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

বাংলায় ক্ষমতায় আসব: অমিত ।। দিবাস্বপ্ন দেখছে বিজেপি: সৌগত-দৈনিক আনন্দবাজার পত্রিকা

আগামী বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনের দখল নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। রাজ্য সফরে এসে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে অমিতের দাবি বিজেপির দিবাস্বপ্ন বলে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

বুধবারই রাজ্যে এসেছেন অমিত। বিজেপির প্রাক্তন সভাপতি বৃহস্পতিবার সকালে যান বাঁকুড়ায়। শহরের রবীন্দ্র ভবনে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। তার আগে বিরসা মুণ্ডার মূর্তিতে মালা দিতে যান। সেখানেই সাংবাদিকদের তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। বাংলায় দুই তৃতীয়াংশ আসনে জিতে সরকার গড়বে বিজেপি।’’ অমিতের মুখে এই দাবি অবশ্য নতুন নয়। এর আগেও বাংলায় ক্ষমতা দখলের ভবিষ্যদ্বাণী করেছেন। অতীতেও বলেছেন রাজ্য বিধানসভার দুই তৃতীয়াংশ আসন জয়ের কথা।

বাইডেন জিতলে ভারতের ভালো, আর মোদির?‌-দৈনিক আজকাল

২০০৫ সাল। হোয়াইট হাউসে তখন রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশ। গুজরাটের মুখ্যমন্ত্রীকে ভিসা দিতে অস্বীকার করে আমেরিকা। কারণ গুজরাট দাঙ্গা। মুখ্যমন্ত্রী তখন নরেন্দ্র মোদি। বুশের পর ক্ষমতায় আসেন ডেমোক্র‌্যাট নেতা বারাক ওবামা। তাঁর সঙ্গে নরমে–গরমে ভালোই ছিল মোদির সম্পর্ক। সময়–সুযোগ পেলেই একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। শুধু ২০১৫ সালে ভারতে এসে ফেরার সময় দিয়ে গেছিলেন ছোট্ট খোঁচা। হিন্দুত্ববাদীদের ‘‌ঘর ওয়াপসি’‌ অভিযান নিয়ে।

ডেমোক্র‌্যাটদের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন। বলেছেন, ‘‌আমি কাশ্মীরিদের মনে করাতে চাই, তাঁরা দুনিয়ায় একা নন। পরস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনে হস্তক্ষেপ করা হবে।’‌ এবার এই বাইডেন ক্ষমতায় এলে এসব ইস্যু নিয়ে ট্রাম্পের মতো নীরব থাকবেন না। এটুকু বুঝতে পেরেছেন মোদিও। চীনের মোকাবিলায় হয়তো ভারতের হাত ধরে থাকবে হোয়াইট হাউস, তা বলে ধর্মনিরপেক্ষতা বা মানবাধিকার লঙ্ঘনের ইস্যুতে চুপ থাকবে না। বিজেপি সরকারের সংখ্যালঘু–বিরোধী মনোভাব ট্রাম্পকে খুশি করতে পারলেও বাইডেনকে পারবে না।

অপেক্ষার অবসান! ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে কোভ্যাক্সিন, দাবি ICMR আধিকারিকের-দৈনিক সংবাদ প্রতিদিন

অবশেষে করোনার ভ্যাকসিন নিয়ে যাবতীয় আশঙ্কা, যাবতীয় উৎকণ্ঠা শেষ হতে চলেছে। প্রত্যাশার তুলনায় বেশ কয়েক মাসে আগেই বাজারে আসতে চলেছে সম্পূর্ণ দেশীয় গবেষণায় তৈরি করোনার প্রতিষেধক কোভ্যাক্সিন। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন। রজনী কান্ত নামের আইসিএমআরের ওই আধিকারিকের দাবি, জুন বা এপ্রিল নয়, ফেব্রুয়ারি মার্চের মধ্যেই বাজারে চলে আসতে পারে করোনার দেশীয় প্রতিষেধকটি।

সংবাদসংস্থা রয়টার্সকে আইসিএমআরের বর্ষীয়ান ওই আধিকারিক জানিয়েছেন,”এই ভ্যাকসিনটির ভাল উপযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। আশা করা যায় আগামী বছরের শুরুর দিকে, এই ধরুন ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে প্রতিষেধকটি পাওয়া যাবে।” এই রজনী কান্ত আইসিএমআরের বর্ষীয়ান আধিকারিক হওয়ার পাশাপাশি কেন্দ্রের গঠন করা কোভিড টাস্ক ফোর্সের সদস্য। স্বাভাবিকভাবেই, তাঁর কথাতে আশায় বুক বাঁধছেন চিকিৎসকরা।#

পার্সটুডে/ বাবুল আখতার/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।