নভেম্বর ১১, ২০২০ ১৭:৩১ Asia/Dhaka
  • কথাবার্তা: কোনো কিছুই ক্ষমতা হস্তান্তর ঠেকাতে পারবে না: বাইডেন

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১১ নভেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • সীমান্ত হত্যার শক্ত প্রতিবাদ করার সাহস সরকারের নেই-দৈনিক প্রথম আলো
  • স্বাভাবিক নিয়মেই সারওয়ারকে বদলি করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
  • বিরোধিতাই বিএনপির একমাত্র রাজনৈতিক কৌশল : সেতুমন্ত্রী- দৈনিক যুগান্তর
  • দেশে ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার কমলেও মৃত্যু বেড়েছে’- দৈনিক ইত্তেফাক
  • কোনো কিছুই ক্ষমতা হস্তান্তর ঠেকাতে পারবে না: বাইডেন-৮০% মার্কিনী, অর্ধেকের বেশি রিপাবলিকানের মতে বাইডেন জয়ী-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • এএসপির মৃত্যুতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:   

  • প্যাংগংয়ে শান্তি ফেরাতে ঐকমত্যে ভারত-চিন, সেনা পিছনোর যৌথ নজরদারি আকাশপথে-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • নীতীশই হচ্ছেন মুখ্যমন্ত্রী’‌, জল্পনায় জল ঢেলে ঘোষণা বিজেপি–দৈনিক আজকাল
  • একুশের আগে কর্মসংস্থানে জোর, শিক্ষক নিয়োগ, পুলিশে নতুন ৩ ব্যাটেলিয়নের ঘোষণা মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার প্রশ্ন

১. কুমিল্লা শহরর আওয়ামী লীগের একজন নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটিকে আপনি কীভাবে দেখছেন?
২. আমিরাতের কাছে ২৩৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে আমেরিকা। এমন খবর বেবর হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এ বিষয়ে আপনার র্পবেক্ষণ কী??

জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ

সীমান্ত হত্যার শক্ত প্রতিবাদ করার সাহস সরকারের নেই-দৈনিক প্রথম আলো

দেশে এখন প্রকৃত সার্বভৌমত্ব নেই। ভারতের কাছে দেশ নতজানু হয়ে পড়েছে। সীমান্তে একের পর হত্যাকাণ্ড চালিয়ে ভারত আমাদের লাশের পর লাশ উপহার দিচ্ছে। কিন্তু এই হত্যার শক্ত প্রতিবাদ করার সাহস পর্যন্ত বর্তমান সরকারের নেই।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের আশীর্বাদপুষ্ট হয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য বর্তমান সরকার আজ দেশের সার্বভৌমত্ব বিপন্ন করে তুলেছেন।

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্যরা

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ছিল দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা। তিনি তরুণ প্রজন্মকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দৃঢ় আন্দোলন করার আহ্বান জানান।

দেশের জনগণের কাছে ৭ নভেম্বরের বিপ্লব আকাঙ্ক্ষিত ছিল দাবি করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে শেখ মুজিবুর রহমানকে হত্যা এবং ৩ নভেম্বর জেলহত্যার পর দেশে এক অনিশ্চিত অবস্থার সৃষ্টি হয়েছিল। সেই সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বর রক্ষার জন্য জনগণের মধ্যে বিপ্লবের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল।

স্বাভাবিক নিয়মেই সারওয়ারকে বদলি করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি করা হয়েছে স্বাভাবিক নিয়মেই। তার বদলির নেপথ্যে অন্য কোনো কারণ নেই। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারওয়ার আলম একজন সরকারি কর্মকর্তা। আজকে এখানে যেমন, আমার পিআরও সাহেব (জনসংযোগ কর্মকর্তা) এখানে আছেন, কালকে উনি অন্যখানে চলে যেতে পারেন- এটিই নিয়ম। ম্যাজিস্ট্রেট সাহেব কেন?... হয়তো অনেক দিন ধরে এখানে (র‌্যাব) ছিলেন। তিনি হয়তো আরো ভালো জায়গায় যাবেন, আরো ভালো করার জন্য অন্য জায়গায় বদলি হবেন। এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে বদলি করা হয়েছে।

পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিমের হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচার করা হবে। তারা কিভাবে এই হাসপাতাল চালাচ্ছিল আমি শুনেছি, এখনো নিশ্চিত নই; এই হাসপাতালের অনুমোদন যথাযোগ্য কর্তৃপক্ষের কাছ থেকে নেয়নি। সব কিছু তদন্তের পরেই আমরা কথা বলতে পারব।

বিরোধিতাই বিএনপির একমাত্র রাজনৈতিক কৌশল : সেতুমন্ত্রী- দৈনিক যুগান্তর

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সব বিষয়ে সরকারের বিরোধিতা করাই বিএনপির একমাত্র রাজনৈতিক কৌশল।

বুধবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গণতন্ত্রকে এগিয়ে নেয়ার পথে বিরোধী দল হিসেবে বিএনপি এ পর্যন্ত কী ভূমিকা রেখেছে, বিএনপি নেতাদের প্রতি এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, সব কিছুতেই সরকারের বিরুদ্ধে বিষোদগার আর সামালোচনা করা ছাড়া বিএনপির আর কিছু নেই। সরকারের কোনো একটা ভালো কাজের প্রশংসা তাদের মুখ দিয়ে বের হয় না। তারা সাদাকে সাদা আর সত্যকে সত্য বলতে পারেন না।-খবর বাসসের

তিনি বলেন, ‘বিরোধিতাই তাদের একমাত্র রাজনৈতিক কৌশল। তা না হলে বিএনপি কীভাবে গণতন্ত্রের বিকাশমান রঙধনুতে রঙ যুক্ত করবে? গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বিএনপির যেই দলগত ভূমিকা জণগণ প্রত্যাশা করে; তা থেকে তারা বহুদূরে অবস্থান করছে।

বিএনপির রাজনীতির পথ ষড়যন্ত্রের, গণতন্ত্রের নয় জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এ দলটি জন্ম থেকেই এ পর্যন্ত তা প্রমাণ করেছে বারবার।

আমেরিকার নির্বাচনে শুধু নির্বাচন কমিশনের নয়, বিরোধী দলেরও শেখার অনেক কিছু আছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রক্রিয়ার আওতায় থেকেই কমিশন কাজ করছে। বিএনপিকে জয়ী হওয়ার নিশ্চয়তা দিলেই নির্বাচন কমিশন নিরপেক্ষ ও ভালো।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিচার বিভাগ নিয়ে কথা বলা প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং চাপমুক্ত হয়ে কাজ করছে। সাম্প্রতিক নানান ঘটনায় আমাদের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রায় এসেছে এবং শাস্তি ভোগ করছে, সরকার কোনো কিছুতেই হস্তক্ষেপ করেনি। এ থেকেই প্রমাণ হয় বিচার বিভাগ স্বাধীনভাবেই কাজ করছে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বিএনপির পক্ষে রায় গেলে তারা বিচার বিভাগকে ধন্যবাদ জানায়, আর বিপক্ষে গেলে বলে সরকার হস্তক্ষেপ করেছে।

দুর্নীতি দমন কমিশনও স্বাধীনভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি দলের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলা দায়ের করছে, শাস্তি হয়েছে– এ থেকে স্পষ্ট যে দুদকের ওপরও সরকারের কোনো হস্তক্ষেপ নেই

দেশে ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার কমলেও মৃত্যু বেড়েছে’- দৈনিক ইত্তেফাক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। মঙ্গলবার যা ছিলো ১২ দশমিক ৫৭ শতাংশ বুধবার সেটা কমে হয়েছে ১১ দশমিক ৯৩ শতাংশ। এই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৯ জন। যা গতকাল ছিল ১৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ হাজার ৬৮৭টি নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫২৪টি নমুনা। এরমধ্যে ১ হাজার ৭৩৩ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। আর এই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭১৫ জন।

বুধবার ( ১১ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন করে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৯ জন। এদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৩ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ১২৭ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।

মৃতদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ৭১৯ জন মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৭ দশমিক ০২ শতাংশ এবং ১ হাজার ৪০৮ জন নারী মৃত্যুবরণ করেছেন যা ২২ দশমিক ৯৮ শতাংশ।

তবে এ সময়ে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭১৫ জন। সবমিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৬৭ শতাংশ।

কোনো কিছুই ক্ষমতা হস্তান্তর ঠেকাতে পারবে না: বাইডেন-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন ইতোমধ্যে ২৮৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। জয়ের জন্য প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল ভোট। এরই মধ্যে বিভিন্ন রাষ্ট্রপ্রধান জো বাইডেনকে জয়ের অভিনন্দনও জানিয়েছেন। কিন্তু এই বিজয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না ট্রাম্প ও তার নির্বাচন শিবির। এখনও জয়ের আশা ট্রাম্পের।

এ ব্যাপারে জো বাইডেন বলেছেন, মার্কিন সরকারে ক্ষমতা হস্তান্তর কেউ ঠেকাতে পারবে না, যেমনটি ডোনাল্ড ট্রাম্প প্রমাণ ছাড়াই বলেছেন যে গত সপ্তাহের নির্বাচন জালিয়াতি হয়েছিল এবং শেষমেশ তার কিছু রিপাবলিকান মিত্র তদন্তে ফিরে এসেছিল।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাইডেন তার বক্তব্যে বলেন, যেভাবেই হোক ২০২১ সালের ২০ জানুয়ারি একটি নতুন প্রশাসন গঠন করে তার দল দায়িত্ব নিতে যাচ্ছে।

এএসপির মৃত্যুতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত

রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসার নামে নির্যাতন করে এএসপি আনিসুলের মৃত্যুর সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনিয়মের বিরুদ্ধে অভিযুক্ত হাসপাতালে অভিযান চলমান, সেক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরকে অবহিত করা হবে।

গত সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আদাবরের মাইন্ড এইড নামের মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে কর্মীদের মারধরে মৃত্যু হয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ আনিসুল করিমের।

হাসপাতালের অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট কক্ষের ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, হাসপাতালে ৬-৭ কর্মী টেনেহিঁচড়ে ওই কক্ষের মধ্যে নিয়ে আসে আনিসুলকে। সেখানে তাকে কয়েকজন চেপে ধরে রাখতে দেখা যায়। একইসাথে কয়েকজনকে তাকে কনুই দিয়ে আঘাত করতে থাকেন। দীর্ঘক্ষণ নিস্তেজ হয়ে পড়ে থাকলেও আনিসুলের চিকিৎসার ব্যাপারে কেউ কোনো পদক্ষেপ নেননি। পরে তাকে শ্যামলী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দেশে ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার কমলেও মৃত্যু বেড়েছে’- দৈনিক ইত্তেফাক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। মঙ্গলবার যা ছিলো ১২ দশমিক ৫৭ শতাংশ বুধবার সেটা কমে হয়েছে ১১ দশমিক ৯৩ শতাংশ। এই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৯ জন। যা গতকাল ছিল ১৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ হাজার ৬৮৭টি নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫২৪টি নমুনা। এরমধ্যে ১ হাজার ৭৩৩ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। আর এই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭১৫ জন।

বুধবার ( ১১ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন করে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৯ জন। এদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৩ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ১২৭ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।

মৃতদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ৭১৯ জন মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৭ দশমিক ০২ শতাংশ এবং ১ হাজার ৪০৮ জন নারী মৃত্যুবরণ করেছেন যা ২২ দশমিক ৯৮ শতাংশ।

তবে এ সময়ে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭১৫ জন। সবমিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৬৭ শতাংশ।

প্যাংগংয়ে শান্তি ফেরাতে ঐকমত্যে ভারত-চিন, সেনা পিছনোর যৌথ নজরদারি আকাশপথে-দৈনিক আনন্দবাজার পত্রিকা

পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে ভারত এবং চিনা সেনার। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, গত শুক্রবার (৬ নভেম্বর) কোর কমান্ডার স্তরের অষ্টম দফার বৈঠকে প্যাংগং হ্রদ লাগোয়া অঞ্চলে ‘মুখোমুখি অবস্থান থেকে সেনা পিছনো’ (ডিসএনগেজমেন্ট) এবং ‘সেনা সংখ্যা কমানো’ (ডিএসক্যালেশন) সংক্রান্ত তিনটি পদক্ষেপের বিষয়ে ‘ইতিবাচক আলোচনা’ হয়েছে। 

প্রকাশিত খবরে বলা হয়েছে, গত এপ্রিল-মে মাসের আগের অবস্থানে ফিরে যাওয়ার বিষয়ে দু’দেশের প্রতিনিধিরা বৈঠকে একমত হয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে প্যাংগং এলাকায় ডিসএনগেজমেন্ট প্রক্রিয়া শুরু সিদ্ধান্তও নেন তাঁরা। পূর্ব লাদাখের ওই এলাকায় দু’বাহিনী এখন ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি (ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল্‌)-সহ নানা ভারী সামরিক সরঞ্জাম নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে। প্রথম পর্যায়ে সেগুলি পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

নীতীশই হচ্ছেন মুখ্যমন্ত্রী’‌, জল্পনায় জল ঢেলে ঘোষণা বিজেপি–দৈনিক আজকাল

বিজেপি পেয়েছে ৭৪টি আসন। আর নীতীশের জেডিইউ ৪৩। স্বাভাবিকভাবেই কানাঘুষো চলছিল, চতু্র্থবার আর মুখ্যমন্ত্রী হওয়া হল না নীতীশ কুমারের। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি জানিয়ে দিল, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ কুমারই। ভোটের আগে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাই পালন করবে দল।উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল কুমার মোদি এদিন জানালেন, ‘‌নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী থাকছেন। এই নিয়ে কোনও সংশয় নেই।’‌ আসনের নিরিখে এগিয়ে বিজেপি। তাহলে এবার সরকারে কি নতুন সমীকরণ হবে?‌ নীতীশের ক্ষমতা কি কমবে?‌ মানতে চাননি সুশীল কুমার মোদি। বলেন, ‘‌কেউ বেশি জিতেছে, কেউ কম। কিন্তু আমরা সমান অংশীদার।’‌ 

একুশের আগে কর্মসংস্থানে জোর, শিক্ষক নিয়োগ, পুলিশে নতুন ৩ ব্যাটেলিয়নের ঘোষণা মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন

রাজ্যে কর্মসংস্থানের পথ আরও প্রশস্ত। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন দুটি ক্ষেত্রে ফের নিয়োগের সুখবর। নিরাপত্তায় জোর দিয়ে রাজ্য পুলিশে আরও তিনটি নতুন ব্যাটেলিয়ন (Battalion) তৈরি হচ্ছে। কোভিড (COVID-19) পরবর্তী পরিস্থিতিতে শূন্য পদে নিয়োগ করা হবে শিক্ষকদেরও। তাঁর এই ঘোষণা শুনে স্বভাবতই খুশি রাজ্যবাসী। একুশের ভোটকে সামনে রেখে এমন ঘোষণা বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

কোভিড পরিস্থিতিতে থমকে গিয়েছে অনেক কাজই। নানা টানাপোড়েনের জেরে শিক্ষক নিয়োগও হচ্ছিল না বেশ কয়েক বছর। কিন্তু এবার ফের করোনাকে হারিয়ে ছন্দে ফেরার পালা। আগের মতো সমস্ত কাজ জোরকদমে শুরু করতে হবে। চার রূপরেখা ঠিক করতে এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ”কোভিড পরিস্থিতির উন্নতি হলে শূন্য পদে শিক্ষক নিয়োগ শুরু হবে। ১৬ হাজার পদে নিয়োগ করা হবে টেট উত্তীর্ণদের। যাবতীয় নিয়মকানুন স্থির করে পরে জানাবে শিক্ষাদপ্তর।” তবে আগামী বছরের গোড়ার দিকেই হয়ত কাজ শুরু হবে, এমনই ইঙ্গিত মিলল তাঁর কথায়।

পার্সটুডে/বাবুল আখতার/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ