ডিসেম্বর ০৭, ২০২০ ১৭:৪২ Asia/Dhaka

শ্রোতা/পাঠক!৭ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বরে কালো পতাকা, গুলিবর্ষণ রহস্যঘেরা! -ইত্তেফাক

বাবুনগরী-মামুনুলদের  রাষ্ট্রদ্রোহ মামলা-পিবিআইকে তদন্তের নির্দেশ-যুগান্তর

ধোলাইপাড়ে বিজয়ের মাসেই বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন-বাংলাদেশ প্রতিদিন

সারাদেশে বঙ্গবন্ধুর ম্যুরালের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট -কালের কণ্ঠ

করোনায় বাংলাদেশে আরও ৩৬ জনের মৃত্যু-সমকাল

করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী -মানবজমিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

‘আইন প্রত্যাহার করো, নয়তো ক্ষমতা ছাড়ো’, ভারত বন্‌ধকে সমর্থন করে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার -সংবাদ প্রতিদিন

বিজেপির উত্তরকন্যা অভিযানে রণক্ষেত্র, জলকামান, কাঁদানে গ্যাস -আনন্দবাজার পত্রিকা

‘মুখ্যমন্ত্রী নই,এখানে আমি স্বেচ্ছাসেবী’‌,কৃষকদের বিক্ষোভস্থলে কেজরিওয়াল-কৃষকদের দাবিকে সমর্থন জানালেন -আজকাল

শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ভাস্কর্য নিয়ে স্ট্যাটাস- দুই ছাত্রলীগ নেতা স্থায়ী বহিষ্কার। এটি আজকের বাংলাদেশের প্রায় সব পত্র-পত্রিকার খবর। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?

২. ইরানের বিচার বিভাগের প্রধান সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, জুলুম ও সাম্রাজ্যবাদী চরিত্রের দিক দিয়ে আমেরিকার ডেমোক্র্যাট এবং রিপাবিলানদের মধ্যে কোনো পার্থক্য নেই। আসলে কী তাই?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

ভাস্কর্য ইস্যুতে মামুনুল-বাবুনগরীর বিরুদ্ধে মামলা, তদন্ত করবে পিবিআই-যুগান্তর/কালের কণ্ঠ

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ জোনায়েদ ওরফে জুনায়েদ বাবুনগরী ও সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়। আজ সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলাটি দায়ের করেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার দুই মামলায় আগামী ৭ জানুয়ারি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

১৩ নভেম্বর মামলার আসামি মামুনুল হক গত রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনের মিলনায়তনে বলেছিলেন, ‘যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে তারা বঙ্গবন্ধুর সুসন্তান হতে পারে না। এই মূর্তি স্থাপন বন্ধ করুন। যদি আমাদের আবেদন মানা না হয়, আবারও তৌহিদী জনতা নিয়ে শাপলা চত্বর পুনরায় কায়েম হবে।’

একইদিন আসামি সৈয়দ ফয়জুল করিম ধোলাইখালের নিকটে গেন্ডারিয়া নামক স্থানে তার নসিহত শুনতে আসা সাধারণ মুসলমানদের হাত উঁচু করে শপথ পড়িয়ে নেন যে, ‘আন্দোলন করব, সংগ্রাম করব, জেহাদ করব। রক্ত দিতে চাই না। কিন্তু দেয়া শুরু করলে বন্ধ করব না। রাশিয়ার লেলিনের বাহাত্তর ফুট মূর্তি যদি ক্রেন দিয়ে তুলে সাগরে নিক্ষেপ করতে পারে তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তি আজ হোক অথবা কাল হোক খুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে।’মোহাম্মদ জোনায়েদ ওরফে জোনায়েদ বাবুনগরী হাটহাজারীতে বলেন, ‘মদিনা সনদে যদি দেশ চলে তাহলে কোনো ভাস্কর্য থাকতে পারে না।’তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘ভাস্কর্য নির্মাণ পরিকল্পনা থেকে সরে না দাঁড়ালে আরেকটি শাপলা চত্বরের ঘটনা ঘটবে এবং ওই ভাস্কর্য ছুড়ে ফেলা হবে।'

বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বরে কালো পতাকা, গুলিবর্ষণ রহস্যঘেরা! –দৈনিক ইত্তেফাক

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য চত্বরে দুর্বৃত্তদের গুলিবর্ষণ ঘটনাটির ক্লু এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। ভাস্কর্য চত্বরের মাত্র ২৫/৩০ গজ দূরত্বে দায়িত্বরত পুলিশসহ জেলার আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ফিল্মি কায়দায় গুলিবর্ষণ ও কালো পতাকা টাংগিয়ে দুর্বৃত্তরা কিভাবে পলায়ন করলো তা নিয়ে শহরবাসীর মধ্যে কৌতূহলের শেষ নেই।

জেলা পুলিশের তথ্য মতে, ৪ ডিসেম্বর রাত ২টার দিকে ভাস্কর্য ভাঙচুরের ২৩ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত থাকার দায়ে ৬ ডিসেম্বর শনিবার রাতে চারজনকে গ্রেফতার করে। তারা হলে- শহরের জুগিয়া পশ্চিমপাড়া ইবনে মাসউদ (র.) মাদ্রাসার শিক্ষক মো. আল আমিন (২৭) ও মো. ইউসুফ আলী (২৬)। একই মাদ্রাসার ছাত্র মো. আবু বক্কর ওরফে মিঠুন (১৯) ও মো. সবুজ ইসলাম নাহিদ।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার নেপথ্যের কারণসহ ক্লু উদ্ধার করতেও সক্ষম হয় পুলিশ। তবে ৫ ডিসেম্বর শনিবার রাতে কর্তব্যরত পুলিশের সামনে নম্বর প্লেটবিহীন মাইক্রোবাস হাঁকিয়ে ভাস্কর্য চত্বরে অকস্মাৎ দুর্বৃত্তের আগমন, ফাঁকা গুলি বর্ষণ ও ভাস্কর্য বেদী সংলগ্ন বাঁশের সঙ্গে কালো পতাকা টাংগিয়ে নির্বিঘ্নে পলায়নের বিষয়টি শহরবাসীকে ভাবিয়ে তুলেছে।

ভাস্কর্যের সন্নিকটেই অর্থাৎ ৬/৭শ’ দুরত্বে শহরের প্রবেশমুখ মজমপুর গেট। আর এ গেটেই ট্রাফিক পুলিশের অফিস। এছাড়া ট্রাফিক পুলিশের অদূরেই পুলিশ লাইন, এসপির কার্যালয় এবং র‌্যাব ক্যাম্প।

ঘটনাটি সম্পর্কে কেউ বলছেন, ভাস্কর্য চত্বরে কর্তব্যরত পুলিশের নির্লিপ্ততা আবার কেউ কেউ বলছেন এটি রহস্যঘেরা। এ ঘটনায় কেউ এখনো থানায় কোন অভিযোগ দেয়নি। ফলে ঘটনাটি নিয়ে একরকম ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এদিকে গুলি বর্ষণ ঘটনার ৪৮ ঘণ্টা পরও পুলিশ জড়িত কাউকে গ্রেফতার কিংবা কুল-কিনারা করতে পারেনি। অনুসন্ধান চলছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান।

এদিকে ৬ ডিসেম্বর কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে খুলনা বিভাগীয় ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিনের উপস্থিতিতে বিষয়টি প্রশ্নত্তোর পর্বে উঠে আসে। এসময় ডিআইজি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) নিশিকান্ত সরকার জানান, তদন্ত অব্যাহত আছে। আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে সবকিছু বেরিয়ে আসবে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত সত্যতা স্বীকার করে জানান, ভাস্কর্য চত্বরে গুলিবর্ষণ ও কালো পতাকা টাঙ্গানোর ঘটনায় কোন মামলা হয়নি। এ বিষয়ে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ওই ঘটনার তদন্তে অগ্রগতি নেই বলেও জানান এসপি।

সারাদেশে বঙ্গবন্ধুর ম্যুরালের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট-দৈনিক কালের কণ্ঠ

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

‘আইন প্রত্যাহার করো, নয়তো ক্ষমতা ছাড়ো’, ভারত বন্‌ধকে সমর্থন করে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন

 কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় সরব কৃষকরা। আন্দোলনরত কৃষকদের পাশে থাকার আশ্বাস বারবার দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সদ্য মন্ত্রিত্ব ত্যাগ করা শুভেন্দু অধিকারীর গড়ে সভায় আবারও কৃষকদের আন্দোলনকেই সমর্থন করলেন মুখ্যমন্ত্রী। কড়া ভাষায় বিঁধলেন বিরোধী বিজেপিকেও। আজ সভামঞ্চে উঠেই কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন মুখ্যমন্ত্রী। দ্রব্যমূল্য নিয়ে একের পর এক কেন্দ্রকে নিশানা করেন তিনি। আর তারপরই ধান ছুঁয়ে প্রতিজ্ঞা করে কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়, “কৃষকদের পাশে আছি, ছিলাম, থাকব। আগামিকালের কৃষকদের আন্দোলনকে সমর্থন করি।” কৃষি আইন প্রত্যাহার না করলে ক্ষমতা ছাড়ার হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী।উল্লেখ্য, প্রথম থেকে কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

‘মুখ্যমন্ত্রী নই, এখানে আমি স্বেচ্ছাসেবী’‌, কৃষকদের বিক্ষোভস্থলে কেজরিওয়াল-দৈনিক আজকাল

১২ দিন ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা। এই চরম ঠান্ডা উপেক্ষা করে। তাঁদের জন্য ছাওনি, পানীয় জল সহ কিছু পরিষেবার ব্যবস্থা করেছিল দিল্লির আপ সরকার। সোমবার সেসবই খতিয়ে দেখতে সিঙ্ঘু সীমান্তে হাজির হলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জানিয়ে দিলেন, ‘এখানে আমি মুখ্যমন্ত্রী নই, একজন স্বেচ্ছাসেবী’‌। এই প্রথম কৃষকদের প্রতিবাদস্থলে এলেন কোনও মুখ্যমন্ত্রী। এদিন কেজরিওয়ালের সঙ্গে ছিলেন দিল্লির কয়েক জন মন্ত্রী, বিধায়ক, শাসকদল আপ–এর নেতা। কেজরিওয়াল এসে স্পষ্ট জানিয়ে দিলেন, ‘আমরা কৃষকদের সমস্ত দাবি সমর্থন করি। তাঁদের দাবি যুক্তিপূর্ণ। আমার দল এবং আমি প্রথম থেকেই তাঁদের পাশে।’‌

‌ঋণ শোধ’‌!‌ কৃষকদের জন্য রাত–দিনের লঙ্গর চালাচ্ছেন এই ২৫ মুসলিম-আজকাল

যাঁরা গোটে দেশের মুখে খাবার তুলে দেন, আজ তাঁরাই পথে। গত ১১ দিন ধরে ঠান্ডা উপেক্ষা করে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। খোলা আকাশের নীচে কাটাচ্ছেন দিন–রাত। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বহু সাধারণ মানুষ থেকে বিশিষ্ট। অনেকে আবার এড়িয়েও গেছে।

কিন্তু এই ২৫ জন মুসলিম তা পারেননি। তাই ছুটে এসেছেন পাঞ্জাব থেকে। সিংঘু সীমান্তে ২৪ ঘণ্টার জন্য চালাচ্ছেন লঙ্গর। সেই লঙ্গরের খাবারই পরিবেশন করছেন কৃষকদের। মনে করছেন, এভাবেই দেশের অন্নদাতাদের ‘‌ঋণ শোধ’‌ করছেন তাঁরা।

এই ২৫ জন হলেন মুসলিম ফেডারেশন অফ পাঞ্জাবের সদস্য। দলটির নেতৃত্বে রয়েছেন ফারুকি মুবিন। মুবিনের কথায়, ‘যতদিন প্রতিবাদ চলবে, এই লঙ্গর ২৪ ঘণ্টার জন্য রোজ খোলা থাকবে। কৃষকরা আমাদের জন্য এত কিছু করছেন। এবার আমাদের কর্তব্য তাঁদের ঋণ শোধ করা। আমাদের কর্তব্য কৃষকদের দেখভাল করা।’ আর সে কারণেই রাত–দিন রান্না করে চলেছেন এই ২৫ জন। 

মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছেন কৃষকরা। সেই ডাকে সাড়া দিয়েছেন বহু রাজনীতিক সংগঠন থেকে সাধারণ মানুষ। ‌

বিজেপির উত্তরকন্যা অভিযানে রণক্ষেত্র, জলকামান, কাঁদানে গ্যাস-দৈনিক আনন্দবাজার পত্রিকা

বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে শিলিগুড়িতে ধুন্ধুমার। রণক্ষেত্রের চেহারা নিল তিনবাতি মোড় এলাকা। আগে থেকেই ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে এগোতেই বিজেপি কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।

আগে থেকেই তৈরি ছিল জলকামানও। দু’টি জলকামান ব্যবহার করা হয়েছে বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে। অন্য দিকে বিজেপি কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করেন। তার পরেই পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। দফায় দফায় খণ্ডযুদ্ধ বেধে যায় পুলিশের সঙ্গে। দীর্ঘক্ষণ ধরে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে থাকে পুলিশ। অন্য দিকে বিজেপি কর্মীরাও পাল্টা পাথরবৃষ্টি করতে থাকেন। পুলিশ-বিজেপি দু’পক্ষের মধ্যে এখনও উত্তেজনা রয়েছে কয়েক জনকে আটক করে নিয়ে গেল পুলিশ শিলিগুড়ির তিনবাতি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে

নয়া নিরাপত্তা আইন বাতিলের দাবিতে উত্তাল ফ্রান্স, পুলিশ-জনতা সংঘর্ষে ধৃত ৯৫-দৈনিক সংবাদ প্রতিদিন

নয়া নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ক্রমশ উত্তাল হয়ে উঠছে ফ্রান্স। দেশের বিভিন্ন জায়গায় এই বিষয়ে বিক্ষোভ দেখাচ্ছেন প্রচুর মানুষ। কোথাও কোথাও আবার পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষও হয়েছে বিক্ষোভকারীদের। এর ফলে এখনও পর্যন্ত মোট ৬৭ জন পুলিশকর্মী জখম হয়েছেন। অন্যদিকে অশান্তি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে ৯৫ জন বিক্ষোভকারী।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/০৭ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
 

ট্যাগ