ডিসেম্বর ১২, ২০২০ ১৫:৪২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১২ ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • দ্বিতীয় বাণিজ্যিক রাজধানী হবে খুলনা-দৈনিক প্রথম আলো
  • বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে: সজীব ওয়াজেদ জয়-দৈনিক ইত্তেফাক
  • মুজিব ভাস্কর্য-ইসলামপন্থীদের আলোচনার প্রস্তাবে রাজি সরকার -দৈনিক নয়া দিগন্ত
  • জামায়তাসহ যুদ্ধাপরাধীদের শাস্তির সিদ্ধান্ত-দৈনিক যুগান্তর
  • ১৮ কোটি মানুষকে মারার মতো এত গুলি সরকারের কাছে নেই-গয়েশ্বর চন্দ্র রায়--কালের কণ্ঠ
  • সোশ্যাল মিডিয়ায় সময় কমালে-কমবে অবসাদের ঝুঁকি-গবেষণা-বাংলাদেশ প্রতিদিন
  • দেশে এক ভয়াবহ দুর্যোগ চলছে-রিজভী-মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • নতুন কৃষি আইনে বাড়বে বেসরকারি বিনিয়োগ, বললেন নরেন্দ্র মোদী-আনন্দবাজার পত্রিকা 
  • পুঞ্চ সীমান্তে ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন! ভারতীয় সেনার পালটা মারে খতম ৫ পাক সেনা-সংবাদ প্রতিদিন
  • তীব্র হচ্ছে কৃষক আন্দোলন, দিল্লি–জয়পুর হাইওয়ে বন্ধ করে দেওয়ার হুমকিতে তটস্থ প্রশাসন -আজকাল

শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি-

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. দেশে উগ্রবাদের উত্থান বিএনপি’র হাত ধরেই- একথা বলেছেন আ. লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপনার মন্তব্য কী?

২. মার্কিন বিশেষ দূত ইলিয়ট আব্রামস বলেছেন, আইএইএ’র ওপর চাপ সৃষ্টির জন্য ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সঙ্গে আমেরিকার সমন্বয় বাড়ানো প্রয়োজন। আমেরিকার এই বক্তব্য কতটা গ্রহণযোগ্য?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

সেতুর দুই প্রান্তে জমির দাম বেড়েছে ১০ গুণ-দৈনিক প্রথম আলো

পদ্মা সেতুর কাজ যতই এগোচ্ছে, ততই দুই প্রান্তের সড়কের পাশে জমির দাম বাড়ছে। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, এক দশক আগেও ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত মহাসড়কের পাশের জমি বেশ কম দামে কেনাবেচা হতো। সেই সময়ের তুলনায় এখন জমির দাম ৮ থেকে ১০ গুণ।

দৈনিকটির অন্য একটি খবর: দ্বিতীয় বাণিজ্যিক রাজধানী হবে খুলনা

একসময় খুলনাকে বলা হতো শিল্পনগরী। কিন্তু কালের আবর্তে একে একে শিল্পপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ায় খুলনা অর্থনৈতিকভাবে পিছিয়ে গেছে। খুলনা ছেড়ে মানুষ ঢাকাসহ অন্যান্য এলাকায় কাজের খোঁজে গেছে। সবাই আশা করছেন, পদ্মা সেতুর কারণে এই অঞ্চলে বিনিয়োগ বাড়বে। কর্মসংস্থানের গতি বাড়ার পাশাপাশি আয়ের বৈষম্যও কমে যাবে। আবার খুলনায় ফিরতে শুরু করবে মানুষ।

পদ্মা সেতু হলে সবচেয়ে বড় সুবিধা পাবে দক্ষিণাঞ্চলের মানুষ। এখন সড়কপথে খুলনা থেকে ঢাকায় যেতে সময় লাগে প্রায় আট থেকে ১২ ঘণ্টা। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে সময়টা আরও বাড়ে। ঘাটে ২৪ ঘণ্টা আটকে থাকার ঘটনাও রয়েছে। তবে পদ্মা সেতুতে চলাচল শুরু হলে যোগাযোগব্যবস্থা সহজ হবে। তখন সকালে খুলনা থেকে বের হয়ে ঢাকায় গিয়ে কাজ সেরে বিকেলেই খুলনায় ফেরা যাবে।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কর্মসূচি চলছে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কর্মসূচি চলছে সরকারি কর্মকর্তাদের-দৈনিক কালের কণ্ঠ।দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, বঙ্গবন্ধুর অপমান সহ্য করবে না দেশের শীর্ষ ব্যবসায়ীমহল।আর এত্তেফাকের শিরোনাম-বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতদের বিচার করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী।

মুজিব ভাস্কর্য-ইসলামপন্থীদের আলোচনার প্রস্তাবে রাজি সরকার -দৈনিক নয়া দিগন্ত

ভাস্কর্য ইস্যুতে সরকার ইসলামপন্থীদের আলোচনার প্রস্তাবে রাজি হয়েছে বলে জানা গেছে।

উভয়পক্ষের সূত্রগুলো জানিয়েছে, আলোচনার প্রক্রিয়ায় এখন আগামী রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইসলামপন্থীদের একটি প্রতিনিধি দলের অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে।

রাজনীতির খবরে দৈনিক দৈনিক ইত্তেফাক, যুগান্তর কালের কণ্ঠসহ প্রায় সব দৈনিকে লেখা হয়েছে,

'মানবতাবিরোধী ট্রাইব্যুনালে বিএনপির বিচার হওয়া উচিত'-ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বিএনপি নেতা রিজভী

'বিএনপি জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে যে মানবতাবিরোধী অপরাধ করে আসছে, তার জন্য তাদের মানবতাবিরোধী ট্রাইবুনালে বিচার হওয়া উচিত।'

আজ শনিবার (১২ ডিসেম্বর) বগুড়া জেলার আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে যে মানবতাবিরোধী অপরাধ করে আসছে, তার জন্য তাদের মানবতাবিরোধী ট্রাইবুনালে বিচার হওয়া উচিত।' দলটিকে দেশের রাজনীতিতে মাস্তান চক্রের জনক বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে রিজভী-'মিথ্যা বলতে বলতে সত্য ভুলে গেছেন ওবায়দুল কাদের'

'ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনের একটাই বিষয় বিএনপির বিরুদ্ধে আজগুবি, কল্পিত সব মিথ্যাচার ও কুৎসা উদগীরণ করা। মিথ্যা বলতে বলতে সত্য ভুলে গেছেন তিনি। কিন্তু জনগণের কাছে শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই।' 

আজ শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দীর্ঘ দুই মাস পর সুস্থ হয়ে আজ সংবাদ সম্মেলনে রিজভী বলেন, র‌্যাব-পুলিশ পরিবেষ্টিত আওয়ামী লীগের সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রতিদিন একটি করে সংবাদ সম্মেলন করেন। জনগণ এখন ওবায়দুল কাদের সাহেবের কথা শুনলে টিভির চ্যানেল বদলে দেয়। তারা নিশিরাতে একটি পার্লামেন্ট বানিয়েছেন। মনের মাধুরী মিশিয়ে পার্লামেন্টের বিরোধী দল বানিয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) সরকারের মাইক্রোফোন হিসেবে কাজ করছে। সব তাদের হওয়ার পরও প্রতিদিন তাদের কেন বিএনপির বিরুদ্ধে বলতে হচ্ছে? বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাতে হচ্ছে? কেন দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে চলছে অব্যাহত ষড়যন্ত্র? কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলছে প্রতিনিয়ত কুৎসা রটানো? কারণ স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনে বিএনপির যে অবদান আছে, সেটি আওয়ামী লীগের নেই। রিজভী বলেন, আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই- জনগণের কাছে শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই। সরকার নিজের গর্ত নিজেই খুঁড়ছে। পৃথিবীতে কোনো ফ্যাসিবাদ টিকে থাকেনি।

মুজিববর্ষ উদযাপনের মেয়াদ বাড়লো আরো ৯ মাস-দৈনিক সমকাল/কালের কণ্ঠ

Image Caption

বৈশ্বিক মহামারি করোনার কারণে মুজিববর্ষ উদযাপনের মেয়াদ আরো একবছর বাড়িয়েছে সরকার। করোনা মহামারিতে চলমান মুজিববর্ষ উৎসবমুখর পরিবেশে পালন না করতে পারার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ মুজিববর্ষের সময়সীমা বৃদ্ধির প্রস্তাব পাঠায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী এতে সায় দেন।

মন্ত্রী পরিষদ বিভাগ সূত্র জানায়, ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত মুজিববর্ষ পালনের সময়সীমা বৃদ্ধির প্রস্তাব করা হয়। আগামীকাল রবিবার (১৩ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

‘মুজিববর্ষ’ হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎসব। বঙ্গবন্ধুর জন্মের শত বছর উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে এ উৎসব উদযাপন করার কথা ছিল। তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে সব আয়োজন সীমিত করা হয়েছে। এ উদযাপন চলার কথা ছিল ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

তীব্র হচ্ছে কৃষক আন্দোলন, দিল্লি–জয়পুর হাইওয়ে বন্ধ করে দেওয়ার হুমকিতে তটস্থ প্রশাসন –দৈনিক আজকাল

ভারতে কৃষক আন্দোলনের ১৭ দিন

তীব্র থেকে তীব্রতর হচ্ছে কৃষক আন্দোলন। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার দিল্লির চারদিকের রাস্তা আটকানো থেকে শুরু করে টোল প্লাজা বন্ধ করে দেওয়া, সবই শুরু করেছেন প্রতিবাদী কৃষকরা। শুক্রবারই কৃষকরা হুমকি দিয়েছিলেন, তাঁরা টোল প্লাজাগুলি বন্ধ করে দেবেন, টোল সংগ্রহ করতে দেবেন না। সেই মতো রাত থেকেই হরিয়ানার আম্বালায় শম্ভু টোল প্লাজা বন্ধ করে দেওয়া হয়। এছাড়া বস্তারা টোল প্লাজাও বন্ধ করে দেওয়া হয় রাতেই।

শনিবার ১৭ দিনে পড়ল কৃষি আইন বিরোধী আন্দোলন। শুক্রবারই দেশের সর্বোচ্চ আদালতে হস্তক্ষেপ চেয়ে আবেদন করা হয়েছে কৃষকদের পক্ষ থেকে। তারপরেই বিজেপির জোটসঙ্গী জননায়ক জনতা পার্টি বিরোধিতা শুরু করে। দুষ্মন্ত চৌতালা হুঁশিয়ারি দিয়ে জানান, যদি বিজেপি কৃষকদের দাবি না মানে তা হলে তিনি পদত্যাগ করবেন।

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, এই আন্দোলনে এসে যোগ দিয়েছে কট্টরপন্থী বাম সংগঠন। সেই সংগঠনগুলি আন্দোলনের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে কৃষক সংগঠনগুলি।

কৃষক আন্দোলন মোকাবিলায় দিল্লি–হরিয়ানা সীমান্ত সহ বেশ কয়েকটি এলাকায় শনিবার ভোর থেকেই রয়েছে পুলিশি পাহারা। গুরুগ্রাম ও ফরিদাবাদে সাড়ে তিন হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি মোকাবিলার জন্য। রাজধানীতেও একাধিক অংশে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে প্রতিবাদরত কৃষকদের আটকানোর জন্য।  কৃষকরা হুমকি দিয়েছিলেন, তাঁরা দিল্লি–জয়পুর হাইওয়ে বন্ধ করে দেবেন। কোনওভাবে যাতে সেই কর্মসূচির কারণে দিল্লি অবরুদ্ধ না হয়ে যায়, তার জন্য ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

নতুন কৃষি আইনে বাড়বে বেসরকারি বিনিয়োগ, বললেন নরেন্দ্র মোদী-দৈনিক আনন্দবাজার পত্রিকা

নয়া কৃষি আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে কৃষি আইনের বিরুদ্ধে তীব্র হচ্ছে আন্দোলন, তার মধ্যেই শনিবার ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের ৯৩তম বার্ষিক সভায় তিনি আরও একবার আইনের সুফল তুলে ধরার চেষ্টা করলেন। এই সভার বক্তৃতা যেন হয়ে উঠল নয়া কৃষি আইনের সাফাই দেওয়ার মঞ্চ।

পুঞ্চ সীমান্তে ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন! ভারতীয় সেনার পালটা আঘাতে ৫ পাক সেনা নিহত-দৈনিক সংবাদ প্রতিদিন

ফের পুঞ্চ সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার চেষ্টা করেছিল পাকিস্তানি সেনা। যোগ্য জবাব দিয়েছে ভারত। ভারতীয় সেনার পালটা আঘাতে ৫ পাক সেনা নিহত হয়েছে। গুরুতর আহত আরও ৩ জন। সেনা সূত্রে জানা গেছে এই তথ্য।

 বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখার কাছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায় পাক সেনা। গুলি চালানোর পাশাপাশি বোমাবর্ষণও করা হয়। পাক সেনার টার্গেট ছিল সীমান্ত এলাকার নাগরিক সুবিধা কেন্দ্রগুলি। এর জবাবেই ভারতীয় সেনা পালটা গুলি চালায়। এতে ঐ হতাহতের ঘটনা ঘটে। পাক সেনার একাধিক বাঙ্কারও নষ্ট করে দিয়েছে ভারতীয় জওয়ানরা।

এবার সিবিআই হেফাজত থেকেই ‘উধাও’ ১০৩ কেজি সোনা! CID তদন্তের নির্দেশ আদালতের-দৈনিক সংবাদ প্রতিদিন

স্বাধীন ভারতের ইতিহাসে সম্ভবত এহেন লজ্জাজনক পরিস্থিতিতে আগে পড়তে হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। এবার তাদের হেফাজত থেকেই বেমালুম উধাও হয়ে গেল এক কুইন্টালেরও বেশি বাজেয়াপ্তো সোনা। যার বাজারমূল্য প্রায় ৪৩-৪৫ কোটি টাকা। গোদের উপর বিষফোঁড়া হয়ে এসেছে মাদ্রাজ হাই কোর্টের) নির্দেশ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। যা নিজেদের জন্য অসম্মানজনক বলে মনে করছে সিবিআই।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।


 

ট্যাগ