জানুয়ারি ৩১, ২০২১ ১৭:২৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৩১ জানুয়ারি রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • দেশে করোনার টিকার সম্মতিপত্র অসম্পূর্ণ-প্রথম আলো
  • পাপুলের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনের প্রতিবেদন ১০ মার্চ-যুগান্তর
  • দুর্নীতিদের চাম্পিয়নদের মুখে দুর্নীতি নিয়ে মন্তব্য হাস্যকার- তথ্যমন্ত্রী- দৈনিক ইত্তেফাক
  • ৫ হাজার টিকা চেয়েছে হাঙ্গেরি, দেবে বাংলাদেশ- সমকাল
  • মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ , বকেয়া বেতনের দাবি-কালের কণ্ঠ
  • তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ৪৫, ধানের শীষ ৩ এবং অন্যান্য ১৪-দৈনিক মানবজমিন
  • প্রতারক দিপুর ফাঁদে পড়ে বোকা হয়েছেন সরকারি কর্মকর্তারাও-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:    

  • রাজ্যের ভোটের আগেই দেশ বেআইনি অনুপ্রবেশকারীদের তালিকা চাইল কেন্দ্রীয় তথ্য কমিশন-দৈনিক সংবাদ প্রতিদিন
  • জাতীয় পতাকার অবমাননায় গোটা দেশ ব্যথিত, মন কি বাতে মন্তব্য মোদীর-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • পতাকার অবমাননা হলে গ্রেপ্তার করুন, সরকার বন্দুক দেখালে আলোচনা নয়’: টিকায়েত -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

করোনা মোকাবেলায় শেখ হাসিনার প্রশংসা করলেন বিদেশি কূটনীতিকরা-কালের কণ্ঠ

করোনা মহামারি চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। চীন ও তুরস্কের রাষ্ট্রদূত এবং ভারতের হাইকমিশনার তাঁদের বক্তব্যে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে গত এক দশকের অর্জনকে অনন্য ও অতুলনীয় হিসেবে আখ্যা দিয়েছেন। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,বিএনপি না পারলেও বিশ্ব স্বাস্থ্যসংস্থা শেখ ঞাসিনাকে অভিনন্দন জানিয়েছে। আর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,  আমেরিকা এখন যা করছে বাংলাদেশ তিনমাস আগে করেছে।

রাষ্ট্রপতির সাক্ষাতের অপেক্ষায় ৪২ নাগরিক, দ্বিতীয় চিঠিতে আরও তথ্য-প্রমাণ-দৈনিক প্রথম আলো

গত ১৪ ডিসেম্বর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রচারিত আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থসংশ্লিষ্ট গুরুতর অসদাচরণ এবং নির্বাচনসংশ্লিষ্ট অনিয়ম ও অন্যান্য গুরুতর অসদাচরণের অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নিতে দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে একটি চিঠি দিয়েছিলেন। কমিশনের বিরুদ্ধে আনা অভিযোগের সপক্ষে অতিরিক্ত কিছু তথ্য দিয়ে আরও একটি চিঠি দিয়েছেন এই নাগরিকেরা।

১৭ জানুয়ারি রাষ্ট্রপতির সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার জন্য প্রথম চিঠির মাধ্যমে করা আবেদনের সংযুক্তি হিসেবে এই চিঠি পাঠানো হয়। চিঠির সঙ্গে নির্বাচন কমিশনের প্রশিক্ষণের জন্য বরাদ্দ করা অর্থ–সম্পর্কিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে বৈশাখী টেলিভিশনের সাত পর্বের একটি ধারাবাহিক প্রতিবেদনের কপি সংযোজন করা হয়।

প্রতারক দিপুর ফাঁদে পড়ে বোকা হয়েছেন সরকারি কর্মকর্তারাও!-বাংলাদেশ প্রতিদিন

মহাপ্রতারক  আশরাফুল ইসলাম দিপু,

আশরাফুল ইসলাম দিপু, বয়স মাত্র ২০। এই বয়সেই প্রতারণার মাধ্যমে তিনি বনে গেছেন কোটিপতি। তার প্রতারণার ফাঁদ এমন ছিল যাতে পড়েছেন খোদ সরকারি কর্মকর্তারাও। সাধারণ একজন নাগরিক হয়েও, কি করে সরকারি দফতরকে ঘোল খাওয়ান? রাষ্ট্রীয় সব উচ্চ পর্যায়ের দফতরের নামে ভুয়া প্রজ্ঞাপন বানিয়ে বাগিয়ে নেন কোটি কোটি টাকা। যদিও শেষপর্যন্ত হাতে হাতকড়া উঠেছে। তবে সরকারি দফতরকে বোকা বানানোর বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের পরামর্শ দিয়েছেন সাবেক মন্ত্রীপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।

পুলিশের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো দেখে মনে হতেই পারে তিনি প্রশাসনের কোনও বড় কর্তা। ভোলা, কিশোরগঞ্জ, সিলেটে সরকারি প্রটোকলে এভাবেই সফর করেছেন বিশ বছর বয়সী কোটিপতি ভুয়া কর্মকর্তা দিপু। এমনকি সৌদি সরকারের ডাকে হজও করেছেন।

একই অঙ্গে যার এতো রুপ, কোথায় তার ক্ষমতার উৎস? এই প্রশ্নের উত্তর মেলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামে ভুয়া এই প্রজ্ঞাপনে। যেখানে তিনি মেজর জেনারেল পদমর্যাদার নিরাপত্তা গোয়েন্দা। আর পদায়ন প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

এভাবেই সরকারি সফরের নির্দেশনা পাঠিয়ে বিভিন্ন স্থানে ঘুরে ঘোল খাওয়াতেন খোদ সরকারি লোকজনকে। কেউ-কেউ আবার তার মাধ্যমে নিয়োগ চান প্রশাসনে। তখন ভুয়া প্রজ্ঞাপন বানিয়ে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই নয়, পুলিশ সদরদফতর এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামেও নকল প্রজ্ঞাপন বানিয়ে চালান বাণিজ্য। করোনা ঠেকাতে লোক দেখানো অর্থসহায়তা দিয়েও বাগিয়ে নেন এমন কোটি-কোটি টাকার চেক।

অবশেষে রাজধানীর পল্লবী থেকে অভিনব এই প্রতারককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। কিন্তু প্রশ্ন হল, জেলা-উপজেলা প্রশাসন দেখভালের দায়িত্ব যাদের কাঁধে, তাদের বোকা বানানো কি এতোটাই সহজ?

‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ভার্সন চালু করা হবে’-দৈনিক কালের কণ্ঠ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছেন, দেশের প্রতিটি জেলায় একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ভার্সন চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এ জন্য সংশ্লিষ্ট স্কুলে দুজন আলাদা ইংরেজি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আজ রবিবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত: 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সাধারণতন্ত্র দিবসে পতাকার অবমাননায় দেশ ব্যথিত’মন কি বাত অনুষ্ঠানে মোদি-দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, বছরের প্রথম ‘মন কি বাত’ করলেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে লালকেল্লা কাণ্ড নিয়েও মুখ খুললেন তিনি। বললেন, ‘সাধারণতন্ত্র দিবসে পতাকার অবমাননায় দেশ ব্যথিত।’

এদিকে দৈনিক আজকাল পত্রিকার শিরোনাম-পতাকার অবমাননা হলে গ্রেপ্তার করুন, সরকার বন্দুক দেখালে আলোচনা নয়: টিকায়েত

কৃষক নেতা রাকেশ টিকায়েত

বিস্তারিত খবরে লেখা হয়েছে, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। রবিবারই ‘মন কি বাত’ অনুষ্ঠানে‌ প্রধানমন্ত্রী বলেন, ‘সাধারণতন্ত্র দিবসে পতাকার অবমাননায় দেশ ব্যথিত।’ তার পরেই পাল্টা জবাব দিয়ে টিকায়েত বলেন, ‘প্রত্যেক দেশবাসী জাতীয় পতাকাকে ভালোবাসে। যাঁরা জাতীয় পতাকার অবমাননা করেছেন, তাঁর অবিলম্বে গ্রেপ্তার করুন।’

‘কুমিরের কান্না’, সাধারণতন্ত্র দিবসের হিংসা নিয়ে মোদির বক্তব্যকে আক্রমণ কংগ্রেসের

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ‘মন কি বাতে’ উঠে এসেছে সাধারণতন্ত্র দিবসের (Republic Day) ট্র্যাক্টর মিছিলে হওয়া হিংসার প্রসঙ্গ। তাঁর কথায়, “লালকেল্লার ঘটনায় স্তম্ভিত গোটা দেশ।” প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তাঁকে আক্রমণ করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। টুইটে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘কুমিরের কান্না’ বলে কটাক্ষ করতে দেখা গেল তাঁকে। দিগ্বিজয় টুইটে লেখেন, ”যখন আরএসএস স্বাধীনতার পরে কয়েক দশক ধরে জাতীয় পতাকা তুলতে অস্বীকার করেছিল, তখন আপনি ‘স্তম্ভিত’ হননি কেন? এটা কুমিরের কান্না।” সেই সঙ্গে তিনি তুলে এনেছেন দীপ সিধুর প্রসঙ্গও। তাঁর প্রশ্ন, ”দীপ সিধুর ব্যাপারটা কী হল মাননীয় প্রধানমন্ত্রী? অন্য কৃষক নেতারা যেখানে অনুমতি পাননি, সেখানে উনি কী করে লালকেল্লায় ঢুকবার অনুমতি পেলেন? যখন ওই ঘটনা ঘটছিল, তখন দিল্লি পুলিশই বা কী করছিল? আর হ্যাঁ, দীপ সিধু কোথায়? আমি নিশ্চিত আপনার স্বরাষ্ট্রমন্ত্রক ওঁর গতিবিধির বিষয়ে অবগত। বোকা বানানো বন্ধ করুন।”#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।


 

ট্যাগ