এপ্রিল ১০, ২০২১ ১৭:১৪ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! ১০ এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • প্রবাসীদের মাধ্যমে ছড়িয়েছে নতুন ভ্যারিয়েন্ট-ইত্তেফাক
  • মামুনুলের রিসোর্টকাণ্ডে বাড়ছে বিতর্ক এবার ফাঁস ঝর্ণার ডায়েরি-কালের কণ্ঠ
  • সরকারদলীয় নেতাদের হত্যা পরিকল্পনা, হেফাজতের ৩ নেতা গ্রেফতার-যুগান্তর
  • আওয়ামী লীগ নেতার বাসায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ- প্রথম আলো
  • বিধিনিষেধ শুধু কাগজেই-মানবজমিন
  • করোনায় একদিনে সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যু-সমকাল
  • পাত্তাই দিচ্ছে না কেউ ভয়ংকর করোনাকে-কাদেরর অভিযোগ-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • রক্তাক্ত চতুর্থ দফা ভোট!‌ কোচবিহারে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত ৪-সংবাদ প্রতিদিন
  • আবারও বলছি বাংলায় বিজেপি ১০০ পেরোবে না', বিতর্কিত অডিও ক্লিপ নিয়ে টুইট পিকের-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১.নিষেধাজ্ঞা না মানলে আমাদের সামনে নির্ঘাত অশনি সংকেত। করোনায় স্বাস্থ্যবিধি না মানা প্রসঙ্গে একথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কী বলবেন আপনি?

২. ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছে চীন। আমরা বেশ কিছুদিন ধরে চীনের এমন শক্ত অবস্থান দেখছি। এর কারণ কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

প্রবাসীদের মাধ্যমে ছড়িয়েছে নতুন ভ্যারিয়েন্ট-ইত্তেফাক

প্রবাসীদের মাধ্যমে দেশে দ্রুত ছড়িয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। যুক্তরাজ্যসহ অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের সঠিকভাবে কোয়ারেন্টাইনে রাখতে পারেনি কর্তৃপক্ষ। যার পরিপ্রেক্ষিতে করোনার যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট এখন রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, করোনা ভাইরাসের নতুন এই ধরন আগের চেয়ে ৭০ শতাংশ বেশি গতিতে ছড়ায়। ফলে এটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। ভাইরাসটি নিজ দেশে যাতে না ঢোকে, সেই চেষ্টাতেই এখন ব্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। অথচ বাংলাদেশে তেমন কোনো তৎপরতা পরিলক্ষিত হয়নি। অনেক বিদেশফেরত যাত্রী ওপর মহলের তদ্বিরে কোয়ারেন্টাইনে না থেকে বিমানবন্দর থেকে বাসায় গেছেন। বাসায়ও কোয়ারেন্টাইনে না থেকে ঘুরে বেড়িয়েছেন। যার খেসারত এখন দিতে হচ্ছে। আর করোনা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। সেটিও অনেকে মেনে চলছেন না। লকডাউন দেওয়া হয়েছে তাও মানা হচ্ছে না। মনে রাখতে হবে,করোনার প্রতিরোধক ওষুধ এখনো তৈরি হয়নি। এখনো পর্যন্ত সারা বিশ্বে উপসর্গভিত্তিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তাই নিজে, পরিবার ও সমাজকে রক্ষা করতে হলে সবার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর কোনো বিকল্প নেই। বিদেশফেরতদের দুই সপ্তাহ বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখতে হবে।

বিধিনিষেধ শুধু কাগজেই -মানবজমিন

করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। কিন্তু আচরণ বদলাচ্ছে না মানুষ। সবকিছুই চলছে আগের মতো। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সংক্রমণ রোধের প্রথম ধাপে মাস্ক পরতে বলা হলেও এখনো অনীহা প্রকাশ করছেন বেশির ভাগ মানুষ। করোনার সংক্রমণ ঠেকাতে সরকার বিধিনিষেধ জারি করলেও তার বাস্তবায়ন দেখা যাচ্ছে না মাঠে। দৈনিকটির আরও কয়েকটি খবরে লেখা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান খোলা হলেও মানা হয়নি কোনো স্বাস্থ্যবিধি।গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানাবে কারা?

সরজমিন দেখা যায়, ফুটপাথ, চায়ের দোকান, খাবার হোটেল, হাটবাজার, রাস্তাঘাট, মসজিদ ও গণপরিবহনে কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সর্বত্রই চলছে ঢিলেঢালা ভাব। হাটবাজারে বেড়েছে মানুষের সমাগম।

মামুনুলের রিসোর্টকাণ্ডে বাড়ছে বিতর্ক এবার ফাঁস ঝর্ণার ডায়েরি-কালের কণ্ঠ

নারায়ণগঞ্জে রিসোর্ট কাণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁয় রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হককে অবরুদ্ধ করার ঘটনা নিয়ে ক্রমেই বাড়ছে বিতর্ক। সঙ্গে থাকা নারী জান্নাত আরা ঝর্ণাকে মামুনুল দ্বিতীয় স্ত্রী বলে দাবি করলেও ডজনখানেক অডিও-ভিডিও ফাঁস হওয়ায় এ সম্পর্ক নিয়ে নানা বিতর্ক ছড়িয়েছে। সর্বশেষ ঝর্ণার তিনটি ডায়েরি প্রকাশ পেয়েছে। ওই ডায়েরিগুলোতে তিনি মামুনুলের বিরুদ্ধে আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, বিয়ে না করে একটি বাসায় মামুনুল তাঁকে রেখেছেন। টাকা দিলেও আশ্বাস ভঙ্গ করেছেন। ঝর্ণার বড় ছেলে ডায়েরিগুলো তাঁর মায়ের বলে দাবি করেছেন। এদিকে গতকাল শুক্রবার পর্যন্ত মামুনুলকে গ্রেপ্তারের বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা বলছেন, পর্যাপ্ত প্রমাণ ও হাইকমান্ডের নির্দেশনা পেলে ০মামুনুলকে গ্রেপ্তার করা হবে।

মামুনুলের রিসোর্টকাণ্ডে বিব্রত হেফাজত নতুন কর্মসূচি না দিয়ে কৌশলী অবস্থান নিয়েছে। তবে হেফাজতের ধারাবাহিক নাশকতার কারণে দেশজুড়ে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। গুজব ছড়িয়ে পুলিশের স্থাপনায় হামলার কারণে দেশের কিছু থানা ও ফাঁড়ির নিরাপত্তায় লাইট মেশিনগান পোস্ট (এলএমজি) স্থাপন করা হয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, চট্টগ্রাম ও খুলনার পর ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও ঢাকার কিছু গুরুত্বপূর্ণ জায়গায় এমন নিরাপত্তা বসানো হয়েছে। হেফাজত নেতাদের কর্মকাণ্ড ও গতিবিধির ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ মে দিন ধার্য করেছেন ঢাকা মহানগর হাকিম আদালত। গত বৃহস্পতিবার আদনান শান্ত নামে এক ব্যক্তি মতিঝিল থানায় মামলা করার পরিপ্রেক্ষিতে গতকাল আদালত এ নির্দেশনা দেন।

গতকাল মামুনুলের দ্বিতীয় স্ত্রী ঝর্ণার ২০০ পৃষ্ঠার একটি ডায়েরি দেখে সেটি তাঁর মায়ের বলে নিশ্চিত করেন ছেলে আব্দুর রহমান। তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকারও দিয়েছেন। ঝর্ণার ডায়েরিতে লেখা, ‘আমাকে বিয়ে না করেই গ্রিন রোডের একটি বাসায় রাখেন মামুনুল হক। আমাকে খরচের টাকাও দিতেন; কিন্তু বিয়ে করে স্ত্রী বানাননি।’ 

হেফাজত ইসলামের নেতারা মামুনুলের ব্যক্তিগত জীবনের এই বিতর্ক নিয়ে বিব্রত। এ কারণে কৌশল পাল্টে কোনো কর্মসূচি না দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তাঁরা।

এদিকে গতকাল ঢাকায় হেফাজতের কোনো কর্মসূচি না থাকলেও বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ। মতিঝিল জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম বলেন, এর আগেও পূর্বঘোষিত কর্মসূচি ছাড়াই জুমার নামাজ শেষে কর্মসূচির নামে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন হেফাজতকর্মীরা। এ জন্য সতর্ক অবস্থানে আছে পুলিশ।

সরকারদলীয় নেতাদের হত্যা পরিকল্পনা, হেফাজতের ৩ নেতা গ্রেফতার-যুগান্তর

হেফাজত নেতা মামুনুল হককে অবরুদ্ধ করার ইস্যুতে সোনারগাঁয়ের কয়েকজন সরকারদলীয় নেতাকে হত্যার পরিকল্পনা করায় হেফাজতে ইসলামের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম।

ওই তিন নেতাকে হত্যা করতে ইতোমধ্যেই হেফাজতের কয়েকজন তাদের ফেসবুকের মাধ্যমে নিজেদের গ্রুপ পোস্টে বার্তাও ছড়িয়ে দিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, ছাত্রলীগের নেতা সোহাগ রনিকে হত্যার করতে নিজেদের মধ্যে পরিকল্পনার কথোপকথনের অডিও রেকর্ডও হাতে এসেছে তাদের। সুনির্দিষ্ট এসব প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এই পরিকল্পনার মূল হোতা হেফাজতে ইসলামের নেতা খালেদ সাইফুল্লাহ সাইফ, হেফাজতে ইসলামের কর্মী কাজি সমির ও তাবলীগ জামাতের সদস্য আব্দুল অহিদকে।

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

কোচবিহারের ঘটনায় দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর, দোষীদের কড়া শাস্তির আরজি-সংবাদ প্রতিদিন

চতুর্থদফা ভোটের দিন রক্তাক্ত হল বাংলার মাটি। কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের গুলিতে মৃত্যু হয়েছে চারজনের। শনিবার সকালের এই ঘটনার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। নির্বাচন কমিশনকে তদন্তের আবেদন জানাব।” এর পরই ঘটনার দায় তৃণমূলের ঘাড়ে চাপিয়ে বললেন, “বিজেপির প্রতি মানুষের সমর্থন দেখে তৃণমূল ও তার গুন্ডাবাহিনী ভয় পাচ্ছে। তাই ওরা এসব করছে।”

বাহিনীর গুলিতে মৃত ৪, অমিত শাহর ইস্তফা দাবি মমতার, রবিবার কোচবিহারে মুখ্যমন্ত্রী

কোচবিহারের মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীকে ‘ষড়যন্ত্রকারী’ বলে চিহ্নিত করে তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার বনগাঁ দক্ষিণের নির্বাচনী সভা থেকে অমিত শাহর (Amit Shah) পদত্যাগ দাবি করলেন তিনি। স্পষ্ট বললেন, ”কোচবিহারে আমাদের ৪ ভাইকে গুলি করে মেরেছে দিল্লির পুলিশ। সকালেও এক জনের মৃত্যু হয়েছে। এর পিছনে ষড়যন্ত্রকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির লজ্জা হওয়া উচিত, গলায় দড়ি দেওয়া উচিত। আমি বলছি, অমিত শাহ, আপনি পদত্যাগ করুন।” এরপরই তিনি জানান, রবিবারই তিনি কোচবিহার যাচ্ছেন। পাশাপাশি তৃণমূলের তরফে রবিবার রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও করেন তিনি। কালো ব্যাজ পরে ব্লকে ব্লকে ধিক্কার মিছিল করবেন দলীয় নেতা, কর্মী, সমর্থকরা।শনিবার ভোট শুরুর কয়েকঘণ্টার মধ্যেই কোচবিহারের (Cooch Behar) শীতলকুচি বিধানসভার জোড়পাটকিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হল ৪ জনের। আহত আরও চারজন। এঁরা সকলেই তৃণমূল কর্মী বলে দাবি শাসকদলের। বিনা প্ররোচনায় গুলি চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তৃণমূলের দাবি, মৃত ৪ জনই তাদের সক্রিয় কর্মী। গোটা ঘটনায় বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে স্বভাবতই চতুর্থ দফা ভোটের দিন অশান্তির আঁচ ছড়িয়ে পড়ল।

এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সোজা  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তিনি বঙ্গের ভোটে কেন্দ্রীয় বাহিনী ভূমিকার নিন্দা করে মহিলা ভোটারদের পরামর্শ দিয়েছিলেন, প্রয়োজনে বাহিনীকে ঘেরাও করুন। শনিবার কোচবিহারের ঘটনায় মমতা বন্দ্য়োপাধ্য়ায় ফের অমিত শাহকে নিশানা করলেন। বললেন, ”অনেকদিন ধরেই বলছি, উনি ষড়যন্ত্রকারী। অমিত শাহ, আপনি পদত্যাগ করুন।” এদিন শিলিগুড়ির সভা থেকে নরেন্দ্র মোদিও বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশের পর কার্যত শাসকদলের ঘাড়েই দোষ চাপিয়েছেন।

‘এটাই কি আপনার সোনার বাংলা?’, শীতলকুচি ঘটনায় টুইটে শাহকে প্রশ্ন অভিষেকের

আবারও বলছি বাংলায় বিজেপি ১০০ পেরোবে না', বিতর্কিত অডিও ক্লিপ নিয়ে টুইট পিকের-আজকাল

তিনি তৃণমূলের ভোটকুশলী। অথচ, তাঁর মুখ থেকেই শোনা গিয়েছে, বাংলার ভোটে হাওয়া রয়েছে বিজেপির পালে। রাজ্যের চতুর্থ দফার ভোটের দিন সকালে বিজেপির তরফে প্রকাশ করা ওই অডিও ক্লিপ নিয়ে রাজনৈতিক কাটাছেঁড়া শুরু হতেই আসরে নামলেন প্রশান্ত কিশোর। জানিয়ে দিলেন, যে অডিও ক্লিপ নিয়ে বিজেপি এত লাফালাফি করছে, সেটা আংশিক প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়নি। পিকের সাফ দাবি,”আবারও বলছি বাংলায় বিজেপি ১০০ আসন পেরবে না।”#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
 

ট্যাগ