জুন ২৩, ২০২১ ১৫:৫৩ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৩ জুন বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম :

  • খাসোগির ৪ হত্যাকারী যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছিল-ইত্তেফাক
  • করোনা নির্মূল প্রচেষ্টায় বড় হুমকি ডেল্টা ভ্যারিয়েন্ট- ড. ফাউচি- মানবজমিন
  • বিদেশি কর্মজীবীদের জন্য ব্যয়বহুল শহরের তালিকায় ৪০তম ঢাকা-প্রথম আলো
  • টিকা কিনতে বাংলাদেশকে ৭৯৯০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি- কালের কণ্ঠ
  • ভিসির বাসার সামনে রাবির ‘অবৈধ নিয়োগপ্রাপ্তদের’ রাতভর অবস্থান-দৈনিক যুগান্তর
  • কোনো শক্তিই জনগণ থেকে আ’লীগকে বিচ্ছিন্ন করতে পারবে না : কাদের -দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • কোন চারটি কারণে ভাইরাসের নতুন ঢেউ আসে? ব্যাখ্যা দিলেন নীতি আয়োগের চিকিৎসক-আনন্দবাজার পত্রিকা
  • মোদি সরকার নোবেল পাবে’, দেশের টিকাকরণের গতি কমতেই কটাক্ষ চিদাম্বরমের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • খেতে পাচ্ছি না, লড়াই করে মরব তাও ভাল’, লোকাল ট্রেন চালুর দাবিতে সোনারপুরে বিক্ষোভ –আজকাল 

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার প্রশ্ন (২৩ জুন)
১. শিবচরে নির্বাচনী সহিংনতায় আহত শ্যমিক লীগ নেতার মৃত্যু। বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় এ খবর এসেছে। নির্বাচনী এই সহিংসতা নিয়ে কী বলবেন আপনি?
২. ইরানের প্রেসটিভি-সহ কয়েক ডজন ওয়েবসাইট ব্লক করে দিয়েছে আমেরিকা। মার্কিন এই পদক্ষেপকে কীভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

খাসোগির ৪ হত্যাকারী যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছিল-ইত্তেফাক

সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগি হত্যায় অংশ নেওয়া চারজন মার্কিন যুক্তরাষ্ট্রে আধাসামরিক প্রশিক্ষণ নিয়েছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অনুমোদনেই ওই ব্যক্তিরা সেখানে একটি বেসরকারি কোম্পানিতে প্রশিক্ষণ নিয়েছেন বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে।

সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগি

এতে বলা হয়, খাসোগিকে হত্যার এক বছর আগে সৌদি আরবের ওই ৪ এজেন্টকে প্রশিক্ষণ দিয়েছে আরাকানসাসভিত্তিক সিকিউরিটি কোম্পানি ‘টায়ার ১ গ্রুপ’। এই কোম্পানির মালিক বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা গ্রুপ সারবেরাস ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ‘টায়ার ১ গ্রুপের’ মালিক সারবেরাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা লুইস বারমার ওই প্রশিক্ষণে তাদের কোম্পানির সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন প্রতিরক্ষা অধিদপ্তর পেন্টাগনের একটি শীর্ষ পদে মনোনয়নের সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে এ তথ্য জানান তিনি।

করোনা নির্মূল প্রচেষ্টায় বড় হুমকি ডেল্টা ভ্যারিয়েন্ট- ড. ফাউচি- মানবজমিন

কোভিড-১৯ নির্মূলে যুক্তরাষ্ট্রের যে প্রচেষ্টা তার প্রতি বড় হুমকি হয়ে উঠেছে ডেল্টা ভ্যারিয়েন্ট। মঙ্গলবার এক ফোনকলে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। উল্লেখ্য, করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্টটি প্রথম শনাক্ত করা হয় ভারতে। এ বিষয়ে ফাউচি বলেছেন, কোভিড-১৯ এর মূল ভ্যারিয়েন্টের চেয়ে প্রশ্নাতীত বেশি সংক্রামক হলো ডেল্টা ভ্যারিয়েন্ট। রোগের ভয়াবহতা বৃদ্ধির সঙ্গে এর যোগসূত্র রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ওদিকে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী বলেছেন, ডেল্টা ভ্যারিয়েন্ট সারাবিশ্বে রোগের ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করে আছে। এর প্রেক্ষিতে ড. ফাউচি বলেছেন, ফাইজার/বায়োএনটেকের টিকা সহ যেসব টিকা অনুমোদন দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রে, তা করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর।

তিনি বলেন, এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের কাছে হাতিয়ার আছে। তা ব্যবহার করতে হবে এবং মহামারিকে বিদায় জানাতে হবে।যুক্তরাষ্ট্র ৪ঠা জুলাইয়ের মধ্যে শতকরা ৭০ ভাগ প্রায়বয়স্ক মানুষকে টিকা দেয়ার লক্ষ্য স্থির করেছে। তবে এখনও এ লক্ষ্য থেকে অনেকটা দূরে রয়েছে তারা। হোয়াইট হাউজের কোভিড-১৯ বিষয়ক সিনিয়র উপদেষ্টা জেফ্রে জিয়েন্টস এক ফোনকলে বলেছেন, এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের আরো কয়েকটি সপ্তাহ সময় লাগতে পারে। তিনি বলেছেন, ২৭ বছরের ওপর বয়সীদের শতকরা ৭০ ভাগকে ৪ঠা জুলাইয়ের মধ্যে কমপক্ষে এক ডোজ টিকা দেয়া যাবে বলে তারা আশাবাদী।

বিদেশি কর্মজীবীদের জন্য ব্যয়বহুল শহরের তালিকায় ৪০তম ঢাকা-প্রথম আলো

বিদেশি কর্মজীবীদের জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই কিংবা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির চেয়ে ঢাকায় জীবনযাপনে বেশি ব্যয় হয়। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের বিখ্যাত মুম্বাই শহরে থাকতে গেলেও বিদেশি কর্মজীবীদের ঢাকার চেয়ে খরচ কম হয়। নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান মার্সার চলতি বছরের ‘কস্ট অব লিভিং’ জরিপে এ তথ্য উঠে এসেছে।

এ জরিপে বলা হয়েছে, বিদেশি কর্মজীবীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহর তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ। আর সবচেয়ে কম ব্যয়বহুল শহর কিরগিজস্তানের রাজধানী বিশকেক।

গতকাল মঙ্গলবার প্রকাশিত জরিপের ফলাফলে দেখা গেছে, ব্যয়বহুল ২০৯টি শহরের তালিকায় ঢাকার অবস্থান ৪০। গত বছরের একই জরিপে ঢাকার অবস্থান ছিল ২৬ নম্বরে। অর্থাৎ এই এক বছরের ব্যবধানে ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার অবস্থান পরিবর্তন হয়েছে ১৪ ধাপ। সেই হিসাবে অবশ্য গতবারের তুলনায় বর্তমানে ঢাকায় জীবনযাত্রার খরচ কিছুটা কমেছে। থাকা, খাওয়া ও যাতায়াতের খরচ বিবেচনায় নিয়ে ব্যয়বহুল শহরের বার্ষিক এ তালিকা করেছে মার্সার।

টিকা কিনতে বাংলাদেশকে ৭৯৯০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি- কালের কণ্ঠ

করোনার টিকা কেনার জন্য বাংলাদেশকে সাত হাজার ৯৯০ কোটি টাকা (৯৪০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণের অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

সংস্থার পক্ষ থেকে আজ বুধবার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অনুমোদিত ঋণের অর্থ দিয়ে বাংলাদেশ প্রায় ৪ কোটি ৪৭ লাখ (৪৪ দশমিক ৭ মিলিয়ন) ডোজ টিকা কিনতে পারবে।

এডিবির প্রেসিডেন্ট মাসাতুসুগু আসাকাওয়া এ প্রসঙ্গে বলেন, 'টিকা প্রদান করোনার বিস্তার রোধ করতে পারে, মানুষের জীবন রক্ষা করতে পারে এবং অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব কমিয়ে আনতে পারে। করোনার থেকে রক্ষা এবং অর্থনীতিতে পুনরায় গতি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশকে সহযোগিতা করার এডিবির চলমান প্রকল্প এটি।' 

ভিসির বাসার সামনে রাবির ‘অবৈধ নিয়োগপ্রাপ্তদের’ রাতভর অবস্থান-দৈনিক যুগান্তর

চাকরিতে পদায়নের দাবিতে আন্দোলন স্থগিত করার একদিনের মাথায় ভিসি ভবন ঘেরাও করে আবারও আন্দোলনে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ভিসির শেষ কর্মদিবসে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তরা।

মঙ্গলবার রাত থেকে তারা অবস্থান নেন। বুধবারও তারা কর্মসূচি অব্যাহত রেখেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে বলে ঘোষণা করেছেন অবৈধ নিয়োগপ্রাপ্তরা। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অবৈধ নিয়োগপ্রাপ্তদের আন্দোলনের মুখে সেই সিন্ডিকেট সভাটি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আন্দোলনকারী মাহফুজ আল-আমিন বলেন, প্রশাসন আমাদের চাকরিতে পদায়নের বিষয়টি সমাধান করবে বলে আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেছিলাম। কিন্তু তারা সিন্ডিকেটে এজেন্ডা তুলে আমাদের নিয়োগ বাতিল করতে পারে। এ জন্য আবারও আন্দোলনে নেমেছি।

আমরা চাকরিতে যোগদান করতে চাই। আমরা এখানে অবস্থান নিয়েছি। যোগদান না করা পর্যন্ত অবস্থান ছাড়ব না। আর আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো সভা করতে দেব না। এ বিষয়ে রাবি ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা বলেন, গত সোমবার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে ফাইন্যান্স কমিটির সভা ও সিন্ডিকেট সভা করতে পারব। তারা কোনো বাধা দেবে না। সে পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভা ডাকা হয়েছিল। এ ছাড়া সিন্ডিকেট সভায় অবৈধ নিয়োগপ্রাপ্তদের বিষয়ে কোনো এজেন্ডা ছিল না। 

কোনো শক্তিই জনগণ থেকে আ’লীগকে বিচ্ছিন্ন করতে পারবে না : কাদের -দৈনিক নয়াদিগন্ত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ অতীতে যেমন জনগণের সাথে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো যড়যন্ত্র করে আওয়ামী লীগকে দেশের মাটি ও জনগণের কাছ থেকে দূরে রাখতে পারবে না।

বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। কোনো ষড়যন্ত্রই কোনো শক্তিই জনগণ থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করতে পারবে না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ৭২ বছরের ইতিহাস সংগ্রাম ও সাফল্যের ইতিহাস, গৌরবের ইতিহাস, উন্নয়ন ও অর্জনের ইতিহাস। শত ষড়যন্ত্র করেও আওয়ামী লীগকে মাটি ও মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও পারবে না। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা আমরা ওই ঐতিহ্য বহন করছি। সংগ্রাম, সাফল্য, গৌরব, অর্জন-উন্নয়নের যে ঐতিহ্য আমরা বহন করে চলেছি সেই ধারা অব্যাহত থাকবে।’ দলে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী অনুপ্রবেশকারীদের বিষয়ে কী পদক্ষেপ নেয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অনুপ্রবেশকারী যেটা ছিল এখন তা অনেক বন্ধ হয়েছে। ভবিষ্যতে আমরা আরো সতর্ক থাকব।’ এর আগে দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের।

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি:

কোন চারটি কারণে ভাইরাসের নতুন ঢেউ আসে? ব্যাখ্যা দিলেন নীতি আয়োগের চিকিৎসক-আনন্দবাজার পত্রিকা

কেন্দ্র সরকারের এক চিকিৎসক চারটি কারণ দেখতে পাচ্ছেন করোনা অতিমারির বিভিন্ন ঢেউ তৈরি হওয়ার পিছনে। প্রথমই হল ভাইরাসের ভাবগতি। কোনও ভাইরাসের ছড়ানোর ক্ষমতা বেশি থাকে। সেই মতো ছড়ানোর মাধ্যম খোঁজে ভাইরাসটি।

একবার সেই মাধ্যম পেয়ে গেলে ভাইরাস আরও তৎপর হয়ে ওঠে। তখন ঝটপট রূপ বদলাতে থাকে। যাতে আরও দ্রুত এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছতে পারে। একটি সাংবাদিক সম্মেলনে এমনই কথা বললেন নীতি আয়োগের সদস্য, চিকিৎসক ভি কে পাল। তৃতীয় তরঙ্গ নিয়ে কথা প্রসঙ্গেই এমন মন্তব্য করেন তিনি।

এই পরিস্থিতিতে ভাইরাসের অতিমারির নতুন ঢেউ তৈরির চতুর্থ কারণ হল সুযোগ। যে ভাইরাস ছড়িয়ে পড়তে তৎপর, সে সর্বদা সুযোগ খোঁজে। কোথাও ভিড় দেখলে, কিংবা একসঙ্গে কয়েকজনকে জটলা করতে দেখলে সেই পরিস্থিতির সম্পূর্ণ সুযোগ নেয় ভাইরাস।

মোদি সরকার নোবেল পাবে’, দেশের টিকাকরণের গতি কমতেই কটাক্ষ চিদাম্বরমের-দৈনিক সংবাদ প্রতিদিন

রীতিমতো রেকর্ড তৈরি হয়েছিল সোমবার। সারা দেশে ৮৮ লক্ষ মানুষের টিকাকরণ (Vaccination) হয়েছিল সেদিন। কিন্তু একদিন যেতে না যেতেই সেই পরিসংখ্যানে ভাটার টান। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যানুসারে, মঙ্গলবার দেশে করোনা (Coronavirus) টিকা (COVID vaccine) দেওয়া হয়েছে ৫৪ লক্ষ ২২ হাজার জনকে। রাতারাতি টিকাকরণের সংখ্যা কমে যাওয়ার পরেই কেন্দ্রকে কটাক্ষ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী কংগ্রেস নেতা পি চিদাম্বরম।

‘বিশ্বরেকর্ডের রহস্য’ কী তা তিনি বুঝতে পেরেছেন বলে মোদি সরকারকে খোঁচা দিলেন বর্ষীয়ান নেতা টুইটারে ঠিক কী লিখেছেন চিদাম্বরম? তিনি লেখেন, ‘‘রবিবারে জমা করো, সোমবারে টিকা দাও। তারপর মঙ্গলবারে ফের খোঁড়াতে শুরু করো। এটাই একদিনে টিকাকরণের বিশ্বরেকর্ডের গোপন রহস্য। আমি নিশ্চিত এটা গিনিস বুক অফ রেকর্ডসে জায়গা করে নেবে।’’

খেতে পাচ্ছি না, লড়াই করে মরব তাও ভাল’, লোকাল ট্রেন চালুর দাবিতে সোনারপুরে বিক্ষোভ –আজকাল 

সকাল-সকাল বিক্ষোভ! লোকাল ট্রেন চালু করা নিয়ে সোনারপুর স্টেশনে কয়েকশো মানুষের বিক্ষোভ। রুজি-রুটির টানে কলকাতায় আসা পরিচারিকা ও শ্রমিক শ্রেণির মানুষের বিক্ষোভে বন্ধ স্পেশাল ট্রেন চলাচল।  এদিন সকাল থেকেই ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে ও স্পেশাল ট্রেনে চড়তে দেওয়ার জন্য সোনারপুরে ট্রেন অবরোধ করেন সাধারণ মানুষ। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে বিক্ষোভ, যার জেরে আপ ও ডাউন লাইন বন্ধ রয়েছে ট্রেন চলাচল।‌ ফলে কর্মস্থলে পৌঁছতে পারছেন না জরুরি অবস্থার কর্মীরা। একাধিকবার আরপিএফ, জিআরপির তরফে তাদের অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন জানানো হলেও প্রতিবাদকারীরা তাদের এই অবস্থান থেকে পিছু হটতে নারাজ।#

পার্সটুডে/ বাবুল আখতার/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ