একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- প্রায় দুই দশক পর বাগরাম বিমানঘাঁটি ছাড়লেন মার্কিন সেনারা -প্রথম আলো
- সারা দেশে চলছে কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিন -দৈনিক কালেরকণ্ঠ
- যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরাইলের বিমান হামলা -যুগান্তর
- রেজিস্ট্রেশন শুরু, টিকা পেতে যা করবেন বিদেশগামীরা–দৈনিক ইত্তেফাক
- যুক্তরাষ্ট্রের মানব পাচার প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত, আবারো 'স্তর ২' এ- দৈনিক মানবজমিন
- গ্রাজুয়েশন বক্তব্যে ‘নাকবা’ প্রতিরোধের আহ্বান জানালেন শেখ জাররাহের মুনা-বাংলাদেশ প্রতিদিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- সরকারের লিখে দেওয়া রাজ্যপালের ভাষণে সত্যের অভাব বলেই বাধা: শুভেন্দু-আনন্দবাজার
- ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের চিকিৎসা, রেশনের দায়িত্ব নিতে হবে রাজ্যকে, জানাল হাইকোর্ট -আজকাল
- দম্ভ ও অজ্ঞতার টিকা নেই’, ভ্যাকসিনের জোগান নিয়ে প্রশ্ন তোলায় রাহুলকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর -সংবাদ প্রতিদিন
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
প্রায় দুই দশক পর বাগরাম বিমানঘাঁটি ছাড়লেন মার্কিন সেনারা -প্রথম আলো
যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।
প্রায় দুই দশক পর আফগানিস্তানের সবচেয়ে বড় বিমানঘাঁটি ত্যাগ করলেন বিদেশি সেনারা। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের ওই প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ‘বাগরাম বিমানঘাঁটি থেকে সামরিক জোটের সব সেনা চলে গেছেন।’
সবশেষ বিদেশি সেনা কবে কখন বাগরাম বিমানঘাঁটি ছেড়েছেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলেননি যুক্তরাষ্ট্রের ওই প্রতিরক্ষা কর্মকর্তা। আফগান বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে কবে এই বিমানঘাঁটি হস্তান্তর করা হবে, সে সম্পর্কেও তিনি কিছু বলেননি। আফগানিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, আফগান বাহিনীর কাছে বিমানঘাঁটিটি আনুষ্ঠানিক হস্তান্তরের বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।
আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৫০ কিলোমিটার উত্তরে বাগরাম বিমানঘাঁটি অবস্থিত। গত শতকে স্নায়ুযুদ্ধের সময় এই বিমানঘাঁটি তৈরি করা হয়।
সারা দেশে চলছে কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিন -দৈনিক কালেরকণ্ঠ
সড়কগুলোতে পুলিশের তেমন সতর্ক দৃষ্টি নেই। সেনাবাহিনী ও বিজিবির টহলও তেমন উল্লেখযোগ্য নয়। তবু রাস্তাঘাট আজ অনেকটাই ফাঁকা। এর মূল কারণ, একদিকে ভোররাত থেকে চলছে মাঝারি থেকে ভারি বৃষ্টি। অন্যদিকে, সাপ্তাহিক ছুটির দিন। এর মধ্যেই রাজধানীবাসী পার করছে কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিন।
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) শুরু হয়েছে সরকার ঘোষিত 'কঠোর বিধি-নিষেধ'। আজ এর দ্বিতীয় দিন চলছে। গতকাল রাজধানীর ফাঁকা সড়কে জরুরি প্রয়োজনের গাড়ি চলেছে। ব্যক্তিগত কিছু গাড়ির ঠিকানা হয়েছে পুলিশের রেকারে। আর লকডাউনের আওতামুক্ত ত্রিচক্রযান রিকশা বীরদর্পে ওঠে ভিআইপি সড়কে। প্রধান প্রধান সড়কে এমন কড়াকড়ি দেখা গেলেও রাজধানীসহ সারা দেশের পাড়া-মহল্লার ছবি ছিল একেবারেই উল্টো। অলিগলিতে বেশ জমেছিল চায়ের কাপের আড্ডা।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরাইলের বিমান হামলা -যুগান্তর
অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের বিমান হামলা চালিয়েছে বর্বর ইসরাইল। শুক্রবার ভোরে এ হামলা চালানো হয়। খবর আনাদোলুর। খবরে বলা হয়, গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে শুক্রবার ভোরের দিকে ইসরাইল বিমান হামলা চালিয়েছে।
ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) টুইটারে এক বার্তায় বলে, গাজা থেকে বিস্ফোরকভর্তি বেলুন পাঠানোর জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালানো হয়।
সেখানে অস্ত্র সম্পর্কিত গবেষণা ও উন্নয়নের কাজ চলত। যদিও এ হামলার বিষয়ে হামাস এখনও কোনো মন্তব্য করেনি। এর আগে ১০ মে গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল। এর পর থেকে ২১ মে পর্যন্ত ইসরাইলি বিমান হামলায় গাজায় ২৮৯ ফিলিস্তিনি নিহত হন। অপরদিকে হামাসের ছোড়া রকেটে নিহত হন ইসরাইলের ১৩ জন। পরে মিসরের মধ্যস্থতায় ২১ মে যুদ্ধবিরতি কার্যকর হলে শান্ত হয় পরিস্থিতি। কিন্তু এ যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।
রেজিস্ট্রেশন শুরু, টিকা পেতে যা করবেন বিদেশগামীরা–দৈনিক ইত্তেফাক
বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান নিশ্চিত করতে সরকার আজ শুক্রবার (২ জুলাই) থেকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। এসব কর্মীদের টিকা প্রাপ্তিতে সুরক্ষা অ্যাপে (চালু হওয়া সাপেক্ষে) বিএমইটি এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। শুক্রবার থেকে দেশের ৪২টি জনশক্তি অফিস, ৯টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে অথবা ‘আমি প্রবাসী’ অ্যাপে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিএমইটির এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সূত্রে জানা গেছে, সরকার প্রবাসী কর্মীদের কর্মস্থলে যেতে নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন দেওয়া সিদ্ধান্ত নিয়েছে। সেই লক্ষ্যে যাদের বিএমইটির নিবন্ধন নেই তারা এখানে নিবন্ধন করে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এর ফলে সুরক্ষা অ্যাপে ঘরে বসেই টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
২০২১ সালের ট্রাফিকিং ইন পারসনস (টিআইপি) প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে- বাংলাদেশ সরকার মানব পাচার নির্মূলের ন্যূনতম মানদন্ডগুলো সম্পূর্ণরূপে পূরণ করে না তবে তা করার জন্য উল্লেখযোগ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত বছরের ন্যায় এ বছরও 'স্তর ২' তালিকায় রয়েছে বাংলাদেশ। তিন বছর ধরে রিপোর্টে 'স্তর ২ পর্যবেক্ষণ' তালিকায় থাকার পর গত বছর পরিস্থিতির উন্নতি হওয়ায় 'স্তর ২' তালিকায় উঠে এসেছিল বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, "মানব পাচার বিশ্বব্যাপী একটি সংকট, এটি মানবিক দুর্দশার এক বিরাট উৎস। শিশু সহ মোট ২ কোটি ৫০ লক্ষ মানুষ এর শিকার হচ্ছে।এই অপরাধ মানবাধিকারকে অপমান করে, মানব মর্যাদাকে অপমান করে।"
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুসালেমের শেখ জাররাহ মহল্লাকে ইসরাইলি দখলদারিত্ব থেকে রক্ষায় প্রচারণা আন্দোলনে পরিচিতি পাওয়া মুনা আল-কুর্দ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি কর্তৃপক্ষের অব্যাহত ‘নাকবা’ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। বুধবার ফিলিস্তিনের বিরজেইত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সমাপ্তির পর সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘সময় হয়েছে এখন নাকবার অবসানের। যতই সময় লাগুক, দখলদারিত্বের সমাপ্তি হবে। ইনশাআল্লাহ, শেখ জাররাহ মহল্লার ওপর থেকে অবৈধ অবরোধ শেষ হবে এবং আমাদের জোর করে উচ্ছেদের আদেশও বাতিল করা হবে। যাতে আমি আপনাদের আমার বাড়িতে আমন্ত্রণ জানাতে পারি।’
১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার পর তৎকালীন ফিলিস্তিনে ইসরাইলের দখল করে নেয়া অঞ্চল থেকে স্থানীয় বাসিন্দাদের জোর করে উচ্ছেদের ঘটনাকে ফিলিস্তিনিরা নাকবা (বিপর্যয়) হিসেবে চিহ্নিত করেন। একইরূপে ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলের যেকোনো কার্যক্রমকে নির্দেশ করতে তারা নাকবা শব্দটি ব্যবহার করেন।
সরকারের লিখে দেওয়া রাজ্যপালের ভাষণে সত্যের অভাব বলেই বাধা: শুভেন্দু-আনন্দবাজার
রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণে সত্যের অভাব ছিল। সে কারণেই বিজেপি বিধায়করা বাধা দিয়েছেন। শুক্রবার বিধানসভা অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণে বাধা প্রসঙ্গে এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিধানসভার বিরোধী দলনেতা বলেন, ‘‘ভোট পরবর্তী হিংসার উল্লেখই ছিল না রাজ্যপালের ভাষণে। তৃণমূলের গুন্ডা ও নিষ্ক্রিয় পুলিশের ভূমিকার উল্লেখ নেই। সেই কারণেই আমরা বাধা দিয়েছি।’’ তিনি আরও দাবি করেন, ‘‘ভাষণের কোথাও হিংসার উল্লেখ নেই। জাতীয় মানবাধিকার কমিশন এসেছে। হাইকোর্টের টিপ্পনি রয়েছে। ৯০০০ এফ আই আর হয়েছে। সাড়ে ৭ হাজার বাড়ি পুড়িয়েছে। লাখ লাখ মানুষ ও ভোটার ঘরছাড়া।’’ তবে রাজ্যপাল কেন ভাষণ সম্পূর্ণ করেননি, সে ব্যাপারে তাঁর জবাব, ‘‘এর উত্তর মহামহিম রাজ্যপালই দিতে পারবেন।’’
ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের চিকিৎসা, রেশনের দায়িত্ব নিতে হবে রাজ্যকে, জানাল হাইকোর্ট -আজকাল
ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। আর সেই মামলার শুনানিতেই এদিন রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের পক্ষ থেকে রাজ্য সরকারকে জানানো হয়েছে, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের চিকিৎসার ভার বহন করতে রাজ্যকে। আক্রান্ত, ঘরছাড়া ব্যক্তিদের অনেকেরই রেশন কার্ড কেড়ে নেওয়া বলে অভিযোগ ছিলই। আর তাই এদিন হাইকোর্ট জানায় আক্রান্ত, ঘরছাড়াদের রেশনের দায়িত্ব নিতে হবে রাজ্যকেই। রাজ্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে ভোট পরবর্তী হিংসা মামলায় সবকটি অভিযোগ রেকর্ড করতে হবে। যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের প্রত্যেকের বয়ানও রেকর্ড করতে হবে। মানিকতলায় ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
দম্ভ ও অজ্ঞতার টিকা নেই’, ভ্যাকসিনের জোগান নিয়ে প্রশ্ন তোলায় রাহুলকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর -সংবাদ প্রতিদিন
জুলাই এসে গেছে, ভ্যাকসিন আসেনি।’ শুক্রবার সাতসকালে ফের টিকার (Corona vaccine) ঘাটতির অভিযোগ তুলে মোদি সরকারকে (Modi government) তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এরপরই তাঁকে পালটা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan)। খোঁচা মেরে জানালেন, যাবতীয় হিসেব দেওয়ার পরেও রাহুলের এমন কথা অর্থহীন। এই ধরনের ‘দম্ভ ও অজ্ঞতার’ কোনও টিকা নেই।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দেন, জুলাই মাসে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রায় ১২ কোটি ভ্যাকসিনের ডোজ পাঠানো হবে। এই ১২ কোটির মধ্যে ১০ কোটি কোভিশিল্ড ও ২ কোটি ডোজ দেওয়া হবে কোভ্যাকসিনের। এই টিকাগুলির মধ্যে কোন রাজ্যকে কতটা বরাদ্দ করা হচ্ছে, তাও পরিষ্কার করে দেন তিনি। কিন্তু এরপরও শুক্রবার সকালে ফের টিকার জোগান নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক উসকে দিলেন রাহুল। আর তাতেই ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী।
পার্সটুডে/ বাবুল আখতার /২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।