জুলাই ০৫, ২০২১ ১৬:২৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৫ জুলাই সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • কঠোর বিধিনিষেধ বাড়ল আরও  ৭ দিন- প্রথম আলো
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতায় করোনা পরিস্থিতি ভয়াবহ-জি এম কাদের–যুগান্তর
  • বিধিনিষেধ উপেক্ষা করে রাজধানীতে বেড়েছে মানুষের চলাচল-ইত্তেফাক
  • সড়কে বেড়েছে মানুষ , র‍্যাব পুলিশও তৎপর- সমকাল
  • সামাজিক মাধ্যমে লাগাম আসছে-কালের কণ্ঠ
  • শ্রমিক অধিকার সবচেয়ে খারাপ ১০ দেশের তালিকায় বাংলাদেশ-মানবজমিন

ভারতের শিরোনাম:

  • রাফায়েল থেকে কোভ্যাক্সিন, দুর্নীতির জোড়া ফলায় বিপর্যস্ত মোদি সরকার-আনন্দবাজার
  •  পাখির চোখ ২০২৪ লোকসভা ভোট! নেত্রীর নির্দেশে বড়সড় রদবদল হচ্ছে তৃণমূলে-আজকাল
  • গো-রক্ষার নামে যাঁরা অন্যকে আক্রমণ করেন, তাঁরা প্রকৃত হিন্দু নন, মন্তব্য ভাগবতের -সংবাদ প্রতিদিন

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি।

লকডাউন আরও ৭ দিন বাড়ল

প্রথম আলো, ইত্তেফাক, যুগান্তর, কালের কণ্ঠসহ প্রায় সব জাতীয় দৈনিকে লকডাউন, করোনা পরিস্থিতি, স্বাস্থ্যখাত এসব বিষয়ে নানা খবর পরিবেশিত হয়েছে। সব দৈনিকেই লেখা হয়েছে, কঠোর বিধিনিষেধ বাড়ল আরও ৭ দিন, আগামী ১৪ জুলাই পর্যন্ত। এদিকে আটক জরিমানার মধ্যেই চলছে প্রথম দফা লকডাউনের পঞ্চম দিন।তবে বিধিনিষেধ উপেক্ষা করে রাজধানীতে বেড়েছে মানুষের চলাচল। চলছে র‍্যাব পুলিশের তল্লাশিও।  যুগান্তরে লেখা হয়েছে,  জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের বলেছেন, স্বাস্থ্যমন্ত্রণালয়ের ব্যর্থতায় করোনা পরিস্থিতি ভয়াবহ হয়েছে। তিনি বলেন, দেশের ৩৫ জেলায় এখনো আইসিইউ নেই। অথচ, এক বছর আগে প্রধানমন্ত্রী সকল জেলায় আইসিইউ স্থাপনের নির্দেশ দিয়েছিলেন। সকল জেলায় আইসিইউ স্থাপনে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

করোনা সম্পর্কে যুগান্তরের একটি প্রতিবেদনের শিরোনাম এরকম-বেহাল স্বাস্থ্যসেবা। বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে,চালুর আগেই নষ্ট অ্যানেসথেসিয়া আল্ট্রাসনোগ্রাম। হাসপাতালে ভুতুড়ে পরিবেশ, জরুরি বিভাগে কুকুর, আলট্রাসনোগ্রাম মেশিনে পলিথিন মোড়ানো। এদিকে বাংলাদেশে এখন পর্যন্ত টিকাগ্রহণকারীদের বয়সসীমা ৪০ বছর ছিল। তবে সরকার  এ বয়সসীমা ৩৫ বছর করার সিদ্ধান্ত নিয়েছে।

৩৩৩ নম্বরে ফোন করতে বলুন, খাদ্য পৌঁছে যাবে-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম-মানবজমিন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, অন্ন নিশ্চিত করছে সরকার। যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ আছে এবং যথেষ্ট অর্থও আছে। যে কারও খাদ্যসংকট দেখা দিলে তাকে ৩৩৩ নম্বরে ফোন করতে বলুন, খাদ্য চলে যাবে। সরকার প্রবর্তিত এই ব্যবস্থার সুবিধা নিতে জানতে হবে, সবাইকে জানাতে হবে।এই ব্যবস্থার সুযোগ না নিয়ে খাদ্য নিয়ে হাহাকার করার কোন সুযোগ নেই। আবার সেই সাথে জনপ্রতিনিধিদের তাদের নিজস্ব এলাকায় এই ব্যবস্থার সুবিধা সম্পর্কে তথ্য পৌঁছে না দিয়ে লোক সমাগম করে খাদ্য বিতরণ থেকে বিরত থাকা উচিত। ৩৩৩ তে ফোন করে খাদ্য সামগ্রী না পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। মনে রাখবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজের মুখে বলেছেন 'একটি মানুষও অনাহারে থাকবেনা'।

'খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা খেলছেন'-ওবায়দুল কাদের-যুগান্তর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দলীয় নেতাদের দাবির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম জিয়ার মামলা, কারামুক্তি এবং চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা এক ধরনের রহস্যময় খেলা খেলছেন। তিনি বলেন, বেগম জিয়াকে আপনারা নিজ নিজ পদ রক্ষার জন্য দাবার গুটি বানাবেন আর দায় নিবে সরকার! তা হবে না।

দৈনিকটির অন্য এক খবরে লেখা হয়েছে, খালেদা জিয়াকে কারাগারের বাইরে রাখা ভুল হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপির সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে মনে হচ্ছে, খালেদা জিয়া আদালত কর্তৃক জামিন না পাওয়া সত্বেও বা আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত না হওয়া সত্বেও তাকে যে মহানুভবতা দেখিয়ে কারাগারের বাইরে রাখা হয়েছে। মনে হয় সেটি ভুল হচ্ছে আমাদের। এখন সেটি আবার পুনর্বিবেচনা করতে হবে এবং বেগম খালেদা জিয়া আসলে আইন অনুযায়ী আবার জেলখানায় ফিরিয়ে দেওয়া হবে কিনা সেটি একটু চিন্তাভাবনা করতে হবে।

রিমান্ডে নারীকে যৌন নির্যাতনের অভিযোগ: ওসি ও তদন্ত কর্মকর্তাকে প্রত্যাহার-ইত্তেফাক

রিমান্ডে নারীকে যৌন নির্যাতনের অভিযোগ ও দায়িত্বে অবহেলার কারণে বরিশালের উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান ও পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান। তিনি জানান, বরিশালে নারী আসামিকে রিমান্ডে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) এর বিরুদ্ধে। এছাড়া এই ঘটনায় দায়িত্বে অবহেলা করেছেন থানার ওসি। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হবে।

শ্রমিক অধিকার: সবচেয়ে খারাপ ১০ দেশের তালিকায় বাংলাদেশ-মানবজমিন

শ্রমিকের অধিকার বিবেচনায় বিশ্বের সবচেয়ে খারাপ ১০ দেশের তালিকায় বাংলাদেশকে রেখেছে বৈশ্বিক শ্রম অধিকার বিষয়ক সংগঠন ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি)। সম্প্রতি প্রকাশিত অস্ট্রিয়ার ভিয়েনাভিত্তিক সংগঠনটির বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশকে এ তালিকায় রাখা হয়েছে।

'আইটিইউসি গ্লোবাল রাইটস ইনডেক্স ২০২১' শীর্ষক ওই প্রতিবেদনে বিশ্বের মোট ১৪৯ টি দেশের শ্রম অধিকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এতে বাংলাদেশ ছাড়া শীর্ষ ১০ খারাপ দেশের তালিকায় রয়েছে বেলারুশ, ব্রাজিল, কলম্বিয়া, মিসর, হন্ডুরাস, মিয়ানমার, ফিলিপাইন, তুরস্ক ও জিমাবুয়ে। এর মধ্য দিয়ে বেলারুশ ও মিয়ানমার এই তালিকায় প্রথম যুক্ত হলো।

 এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

গো-রক্ষার নামে যাঁরা অন্যকে আক্রমণ করেন, তাঁরা প্রকৃত হিন্দু নন, মন্তব্য ভাগবতের-সংবাদ প্রতিদিন

হিন্দু-মুসলিম ঐক‌্যই প্রধান। ভারতবাসীর পরিচয়, তিনি একজন ভারতীয়। রবিবার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানে দাবি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের । পাশাপাশি তাঁর মন্তব্য, “যে বা যাঁরা গো-রক্ষার দোহাই দিয়ে গণরোষ তৈরি করে কাউকে কাউকে আক্রমণ করছেন, তাঁরাও হিন্দুত্বের বিরোধী। মনে রাখতে হবে, ভারতের হিন্দু মুসলমান একই উৎস থেকে এসেছেন।”উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির কথা নয়, মোহন ভাগবত এদিন আগাগোড়াই গাজিয়াবাদের সভামঞ্চ থেকে সাম্প্রদায়িক ঐক্যের কথা বলেছেন। তবে তিনি মনে করিয়ে দিয়েছেন, ভোটের জন‌্য তিনি এসব কথা বলেছেন, এমন নয়। ভাগবত মনে করেন, “গরু একটি পবিত্র প্রাণী। কিন্তু গো-রক্ষার কারণে যাঁরা গণরোষ তৈরি করে আক্রমণ করছেন, তাঁরা হিন্দুত্ব থেকে বিচ্যুত হচ্ছেন। আইন আইনের পথেই চলবে।”

পাখির চোখ ২০২৪ লোকসভা ভোট!‌ নেত্রীর নির্দেশে বড়সড় রদবদল হচ্ছে তৃণমূলে-আজকাল

২০২১ বিধানসভা নির্বাচনে বড় জয়। কিন্তু সেই জয় নিয়ে কোনওভাবেই আত্মতৃপ্তিতে ভুগতে চাইছে না তৃণমূল। বরং এগিয়ে যেতে চাইছে সামনের দিকে। এখন দলের লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন। সেজন্য রীতিমতো কোমর বাঁধছে শীর্ষনেতৃত্ব। সংসদে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি চালু করতে চলেছে তৃণমূল। লোকসভা এবং রাজ্যসভা, দুই কক্ষেই এই নিয়ম থাকবে। আর সংবাদ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, ভাঙন কংগ্রেসে। দলবদলে আরও ১ হেভিওয়েট নেতা প্রণবপুত্র অভিজিতআজ তৃণমূলে যোগ দিলেন।

রাফাল থেকে কোভ্যাক্সিন, দুর্নীতির জোড়া ফলায় বিপর্যস্ত মোদী সরকার-আনন্দবাজার পত্রিকা

ইউরো কাপ থেকে ছিটকে গিয়েছে ফ্রান্স। ব্রাজ়িল পৌঁছেছে কোপা আমেরিকার সেমিফাইনালে। কিন্তু দুই দেশই নরেন্দ্র মোদীর জমানায় হওয়া দুই চুক্তিতে দুর্নীতির খোঁজে তদন্তে নেমে আপাতত তাঁর সরকারের ঘুম কেড়ে নিয়েছে। ফ্রান্সে নতুন করে মাথাচাড়া দেওয়া রাফাল-বিতর্ক অস্বস্তিতে ফেলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর সরকার এবং দলকে। একই ভাবে, ব্রাজ়িলে কোভ্যাক্সিন কেনার চুক্তি ঘিরে দুর্নীতির শোরগোল হাতে অস্ত্র তুলে দিয়েছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫