জুলাই ১৯, ২০২১ ১৭:১০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৯ জুলাই সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • অমিত শাহর ছেলেকে নিয়ে প্রতিবেদনের পর পেগাসাসের তালিকায় তিনি-প্রথম আলো
  • বেপরোয়াভাবে ঢাকা ছাড়ছে মানুষ; রাস্তায় তীব্র জ্যাম-কালের কণ্ঠ
  • তারা উটপাখির মত বালিতে মাথাগুঁজে সত্য আড়াল করতে চায়: কাদের -যুগান্তর
  • টিকা নিলেন খালেদা জিয়া-মানবজমিন
  • ব্রিটেনে করোনার সংক্রমণ রোধের বিধিনিষেধ প্রত্যাহার, ১২০০ বিজ্ঞানীর উদ্বেগ-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • করোনা নিয়ে কড়া প্রশ্ন করুন, তবে সরকারকে উত্তর দেওয়ার সুযোগ দিন, বললেন মোদী-আনন্দবাজার
  • আপনার ফোনের গোপন তথ্যও পড়েছেন’, Pegasus কাণ্ডে নাম না করে মোদিকে কটাক্ষ রাহুলের-সংবাদ প্রতিদিন
  • ২১ শে ২৪-এর বার্তা! বিজেপি বিরোধী নয়া মঞ্চের ডাক মমতার -আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

অমিত শাহর ছেলেকে নিয়ে প্রতিবেদনের পর পেগাসাসের তালিকায় তিনি-প্রথম আলো

আড়িপাতার সম্ভাব্য নিশানায় থাকা হাজারো ফোন নম্বরের ফাঁস হওয়া তালিকায় ভারতের ৪০ জনের বেশি সাংবাদিক আছেন। এ তালিকায় ‘দ্য ওয়্যার’-এর এমন একজন সাংবাদিক রয়েছেন, যিনি দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলের ব্যবসা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছিলেন।

ইসরায়েলি একটি স্পাইওয়্যার ব্যবহার করে বিশ্বের দেশে দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হয়েছে। ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি করা সফটওয়্যার ‘পেগাসাস’ ব্যবহার করে এই আড়িপাতার ঘটনা ঘটেছে। সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবী, এমনকি কোনো দেশের ক্ষমতাসীন পরিবারের সদস্যদের ওপরও আড়িপাতা হয়েছে।৫০ হাজারের বেশি ফোন নম্বরের যে তালিকা ফাঁস হয়েছে, তাতে ভারতীয়রাও রয়েছেন। ধারণা করা হচ্ছে, এনএসওর গ্রাহকেরা এসব নম্বরে আড়ি পেতেছেন। আড়িপাতার চেষ্টা করেছেন বা তা আড়িপাতার নিশানায় ছিল।

বেপরোয়াভাবে ঢাকা ছাড়ছে মানুষ; রাস্তায় তীব্র জ্যাম-কালের কণ্ঠ

দেশে করোনা সংক্রমণের ভয়ানক অবস্থা চলছে। প্রতিদিন মৃত্যুসংখ্যা দুইশর ওপর। ঈদ উপলক্ষে লকডাউন শিথিল করা হয়েছে। বারবার বলা হচ্ছে, নিজ জায়গায় অবস্থান করতে। কিন্তু কে শোনে কার কথা! আজ সোমবার ঈদের একদিন আগে ঢাকার প্রধান সড়কগুলোয় প্রচণ্ড যানজট দেখা গেছে। বিমানবন্দর সড়কে গাড়ির চাকা ঘুরছে না। যত্রতত্র গাড়ি দাঁড়িয়ে যাত্রী তুলছে। করোনাবিধি অনুযায়ী অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা থাকলেও কেউ সেটা মানছে না। 

আজ সকালে মিরপুর কালশী থেকে ইসিবি চত্ত্বর হয়ে বিমানবন্দর সড়কে দেখা গেছে হাজার হাজার গাড়ির লম্বা সারি। স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। দূরপাল্লার বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে ডেকে ডেকে যাত্রী তুলছে। অনেক যাত্রীকে হাতে- কাঁধে লাগেজ নিয়ে হাঁটতেও দেখা যাচ্ছে। বারবার ঘোষণা দেওয়া হচ্ছে ২৩ তারিখ থেকে পুনরায় লকডাউন শুরু হবে। তার আগে সরকারি কর্মকর্তাদের কর্মস্থলে থাকার নির্দেশও আছে। এত এত মানুষ ঢাকা ছাড়ছে, ২৩ তারিখের মাঝে সবাই ফিরতে পারবে- পরিস্থিতি সেটা বলছে না। 

তারা উটপাখির মত বালিতে মাথাগুঁজে সত্য আড়াল করতে চায়: কাদের -যুগান্তর

বিএনপির রাজনীতির কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি বলেছেন, পবিত্র ঈদ উপলক্ষে বিশেষ সহায়তা এবং খাদ্য সহায়তা, কৃষকদের মাঝে অনুদান বিতরণ, সামাজিক নিরাপত্তা বেস্টনির পরিধি এবং সুবিধাভোগীদের সংখ্যা বৃদ্ধিসহ অসংখ্য কাজের কোনোটিই বিএনপির চোখে পড়ে না।  তাদের দৃষ্টিতে সরকার কিছুই করছে না।  উটপাখির মত বালিতে মাথা গুঁজে দিয়ে তারা সত্য আড়াল করে আর মিথ্যাচার করে। ওবায়দুল কাদের সোমবার সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে ব্রিফিংকালে এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি এখন জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক দলের ভূমিকা ছেড়ে কথানির্ভর কনসালটেন্সি ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। 

টিকা নিলেন খালেদা জিয়া-মানবজমিন

করোনার টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বিকেল ৪টার দিকে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটট ও হাসপাতাল কেন্দ্রে টিকা নেন সাবেক এই প্রধানমন্ত্রী। সাড়ে তিনটার কিছু পর তিনি হাসপাতালে এসে পৌঁছান।গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকা নেয়ার জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া। এরআগে খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘ দিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখনও তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকদের পরামর্শে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

ব্রিটেনে করোনার সংক্রমণ রোধের বিধিনিষেধ প্রত্যাহার, ১২০০ বিজ্ঞানীর উদ্বেগ-বাংলাদেশ প্রতিদিন

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যাবতীয় বিধিনিষেধ প্রত্যাহারের যে সিদ্ধান্ত ঘোষণা করেছে ব্রিটেন তা মঙ্গলজনক সিদ্ধান্ত  হতে যাচ্ছে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে এমন বার্তা স্পষ্ট জানিয়ে দিলেন বিজ্ঞানীরা।

ব্রিটেনের কোভিড-১৯ বিধি থেকে বেরিয়ে আসার এই সিদ্ধান্ত গোটা বিশ্বের পক্ষেই অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে চলেছে, এই মর্মে হুঁশিয়ারি দিলেন ১২০০ বিজ্ঞানী। তাদের মতে, এই সিদ্ধান্তের ফলে ডেল্টার মতো করোনাভাইরাসের শক্তিশালী রূপগুলি আরও দ্রুত ছড়িয়ে পড়বে। 

বিশ্বের বিভিন্ন দেশে দেশে সার্বিক টিকাকরণের ছবিটা এখনও খুব স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বরিস জনসনের এমন সিদ্ধান্তের সমালোচনা করে তারা জানালেন, এর ফলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। 

করোনা নিয়ে কড়া প্রশ্ন করুন, তবে সরকারকে উত্তর দেওয়ার সুযোগ দিন, বললেন মোদী-আনন্দবাজার

সোমবার সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃষ্টিস্নাত রাজধানীর সংসদ ভবনের সামনে দাঁড়িয়েই তিনি বললেন, ‘‘সংসদে করোনা নিয়ে আলোচনায় রাজি। সরকার সব তথ্য দিতে তৈরি। সরকারকে তীক্ষ্ণ প্রশ্ন করুন, শান্তিপূর্ণভাবে সরকারকে উত্তর দিতে দিন।’’রবিবারই সর্বদল বৈঠকে সাংসদদের উদ্দেশে বার্তা দিয়ে মোদী বলেছিলেন, তাঁর সরকার নিয়ম মেনে যে কোনও বিষয়ে বিরোধীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত।

সোমবার সংসদ ভবনে উপস্থিত হয়ে মোদী ফের বললেন, ‘‘বিরোধীদের সমস্ত কড়া প্রশ্ন শুনবে সরকার। কিন্তু সরকারকেও নিয়ম মেনে উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে। তা হলেই দেশের গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের আশা-ভরসা আরও মজবুত হবে।’’

সরকারের কাজের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, ‘‘৪০ কোটি টিকা দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় জোটবদ্ধ হয়ে লড়াই করতে হবে। দেশে সুস্থতার হার বেড়ে ৯৭.৩২ শতাংশ। রাজ্যগুলিকে ৪২.১৫ কোটি টাকা দেওয়া হয়েছে।’’

আপনার ফোনের গোপন তথ্যও পড়েছেন’, Pegasus কাণ্ডে নাম না করে মোদিকে কটাক্ষ রাহুলের-সংবাদ প্রতিদিন

সোমবারই সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন। কিন্তু পেগাসাস কাণ্ডে তার আগে থেকেই উত্তাল গোটা দেশ। সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে বিরোধী নেতা-নেত্রী, সাংবাদিক-অনেকেরই ফোনে আড়ি পাতা হয়েছে। সেই তালিকায় রয়েছেন কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও। এই পরিস্থিতিতেই এবার নাম না করে মোদিকে বিঁধলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। মুখ খুলেছেন অন্যান্য বিরোধীরাও।

রবিবার থেকেই Pegasus Project নিয়ে ‘দ্য ওয়্যার’, গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্টের খবর প্রকাশ্যে আসতে থাকে। ৩০০-রও বেশি ভারতীয়র ফোনে আড়ি পাতার অভিযোগ উঠতে শুরু করে। আর এই নিয়েই সোমবার টুইটে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। গত ১৬ জুলাই নেটিজেনদের উদ্দেশে টুইটে রাহুল জানতে চেয়েছিলেন, “আপনারা এখন কী পড়ছেন?” এদিন তিনদিন আগের সেই পোস্টটিই রিটুইট করে লেখেন, “আমরা জানি ‘উনি’ কী পড়ছিলেন! আপনার ফোনের সমস্ত গোপন তথ্য।” এখানে ‘উনি’ বলতে প্রাক্তন কংগ্রেস সভাপতি আসলে প্রধানমন্ত্রী মোদিকেই বোঝাতে চেয়েছেন, এমনটাই দাবি রাজনীতিবিদদের।

২১ শে ২৪-এর বার্তা! বিজেপি বিরোধী নয়া মঞ্চের ডাক মমতার -আজকাল

২১ শে জুলাই। দীর্ঘ কয়ে দশক ধরে তৃণমূল কংগ্রেস "শহীদ দিবস" হিসেবে পালন করে। যদিও করোনা আবহে ধর্মতলার সমাবেশ বন্ধ গতবছর থেকে। তৃণমূল নেত্রীর কাছে কিন্তু ২০২১ এর ২১ শে জুলাই অন্য রকম হতে চলেছে। 

২১ শের ভাষণে মমতার প্রধান বার্তা থাকবে অ-বিজেপি ফ্রন্ট গঠনের। ২) বেহাল অর্থনীতি, পেট্রোপণ্যের দাম বৃদ্ধি, অপ্রতুল ভ্যাকসিন থেকে করোনা নিয়ন্ত্রণে কতটা ব্যর্থ কেন্দ্র তা তুলে ধরবেন মমতা। ৩) সিবিআই থেকে জাতীয় মানবাধিকার কমিশন, প্রতিটি কেন্দ্রীয় সংস্থাকে কিভাবে নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করছে বিজেপি সেই প্রসঙ্গে ও সরব হবেন তৃণমূল নেত্রী। ৪) রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা এবং ৭ কেন্দ্রে উপনির্বাচন না করা, এমনকি এই রাজ্যে রাজ্যপালের ভূমিকা, পুরোটাই বিজেপির রাজনৈতিক চক্রান্ত এমন অভিযোগ আনতে চলেছেন মমতা। ২৫ তারিখ দিল্লি গিয়ে একাধিক অ-বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। দেখা করতে চেয়েছেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গেও। বাংলার নিশ্চিত রাজনৈতিক ঘেরাটোপ থেকে বেরিয়ে এবার দেশ জয়ের মিশন নিয়ে এগোতে চান তৃণমূল নেত্রী, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

পার্সটুডে/বাবুল আখতার/১৯

ট্যাগ