জুলাই ২২, ২০২১ ১৭:১৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২২ জুলাই বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • খুলনা বিভাগে করোনায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে-ইত্তেফাক
  • ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৭ বাংলাদেশির মৃত্যু-প্রথম আলো
  • কম দামে গরু বিক্রি করে মানসিকভাবে ভেঙ্গে পড়া কৃষকের মর্মান্তিক মৃত্যু-মানবজমিন
  • গণতন্ত্র একটি বিবর্তনমূলক প্রক্রিয়া, রাতারাতি প্রতিষ্ঠিত হয় না’-কাদের-কালের কণ্ঠ
  • কুরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে-মেয়র আতিক-যুগান্তর
  • করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৯ জেলায় শতাধিক মৃত্যু-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • গণতন্ত্রের কণ্ঠরোধ হচ্ছে! দৈনিক ভাস্করে হানা নিয়ে মোদীকে তোপ মমতার -আনন্দবাজার
  • পরীক্ষা ছাড়া উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ৯৭.৬৯ শতাংশ-সংবাদ প্রতিদিন
  • আফগানিস্তান নিয়ে বৈঠকে যাচ্ছে ভারত, কূটনৈতিক দ্বন্দ্বে অবতীর্ণ  একাধিক হেভিওয়েট দেশ-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

সবচেয়ে কঠোরতম বিধিনিষেধ শুরু কাল থেকেই’-প্রথম আলো

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের ঘোষণা অনুযায়ী, কাল শুক্রবার থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ চলবে। এই বিধিনিষেধ হবে ‘সবচেয়ে কঠোরতম বিধিনিষেধ’ হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ।আজ বৃহস্পতিবার প্রতিমন্ত্রী প্রথম আলোকে এ কথা বলেন।ওই ১৪ দিন সব ধরনের শিল্পকারখানাও বন্ধ থাকবে। তৈরি পোশাক কারখানার মালিকদের পক্ষ থেকে শিল্পকলকারখানা খোলা রাখার দাবি থাকলেও বিষয়টি এখন পর্যন্ত সরকার আমলে নেয়নি। এর আগের বিধিনিষেধের সময় শিল্পকারখানা খোলা ছিল।

প্রথম আলোর একটি রম্য রচনার- শিরোনাম এরকম,রম্য রচনা

শিথিল-শক্তের ফাঁদে, লকডাউন কাঁদে।কখনো শুনি বিধিনিষেধ, কখনো শুনি লকডাউন। একই অঙ্গে তার বহু রূপ। এই লকডাউন বা বিধিনিষেধের মাত্রাও আবার সময়ে সময়ে পরিবর্তিত হয়। কখনো তা হচ্ছে কঠোর, কখনো সর্বাত্মক, কখনো সবচেয়ে কঠোর, আবার কখনো হয়ে পড়ছে শিথিল। এই শিথিল-শক্তের ফাঁদে লকডাউন বা প্রকারান্তরে বিধিনিষেধের এখন ত্রাহি মধুসূদন অবস্থা।

এদিকে ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, খুলনা বিভাগে করোনায় আরও ৪০ জন মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজে মারা গেছে ২০ জন। কুষ্টিয়ায় ১৪ জন মারা গেছেন। আরও বিভিন্ন জায়গায় মারা গেছেন।অন্যদিকে করোনার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ডেঙ্গু।দেশের বিভিন্ন হাসপাতালে ৪০২ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন।

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৭ বাংলাদেশির মৃত্যু-প্রথম আলো

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ১৭ জন বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট গতকাল বুধবার জানায়, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এ ছাড়া তিউনিসিয়ার কোস্টগার্ড ভূমধ্যসাগর থেকে ৩৮০ জনের বেশি অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশের প্রায় ২০ হাজার জন ইতালিতে পৌঁছেছেন। এ তালিকার শীর্ষে থাকা বাংলাদেশের আড়াই হাজারের বেশি ব্যক্তি ইউরোপে পৌঁছেছেন।আইওএম তথ্যানুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্যসাগরে আট শতাধিক অভিবাসীর মৃত্যু হয়েছে।

কম দামে গরু বিক্রি করে মানসিকভাবে ভেঙ্গে পড়া কৃষকের মর্মান্তিক মৃত্যু-মানবজমিন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের কৃষক লতিফ শেখ (৫৯)। দীর্ঘ দিন ধরে একটি গরু লালন-পালন করছিলেন তিনি। এলাকায় গরুটির দাম উঠে ১ লাখ ৬ হাজার টাকা। কিন্তু আরও লাভের আশায় গরুটি নিয়ে ঢাকায় আসেন তিনি।  অবশেষে মাত্র ৮০ হাজার টাকায় বিক্রি করতে বাধ্য হন লতিফ শেখ। ক্লান্ত শরীর ও বেদনা ভারাক্রান্ত মনে ফিরছিলেন বাড়িতে। পদ্মা নদী পাড়ি দেয়ার সময় বসেছিলেন ট্রলারের ছাউনির উপর। চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ ঘাটে ট্রলারটি ভেড়ার আগ মুহূর্তে ছাউনি থেকে পানিতে পড়ে যান তিনি। কিন্তু বিষয়টি আশপাশের কেউ টের পাননি।ট্রলারের সব যাত্রী নেমে যাওয়ার পর খোঁজ পড়ে তার। পরে আরেকটি ট্রলারের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মর্মান্তিক এ ঘটনায় তার জামাত একটি অপমৃত্যুর মামলা করেছে।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

গণতন্ত্রের কণ্ঠরোধ হচ্ছে! দৈনিক ভাস্করে হানা নিয়ে মোদীকে তোপ মমতার- আনন্দবাজার পত্রিকার এ খবরে খবরে লেখা হয়েছে,কর ফাঁকির অভিযোগ আজ সংবাদপত্র দৈনিক ভাস্কর এর অফিসে আয়কর দফতরের হানা নিয়ে এবার সরব তৃণমূল। যারা সরকারের ব্যর্থতা তুলে ধরছে, তাদের মুখ বন্ধ করতে চাইছে মোদী সরকার –বলে টুইটারে অভিযোগ করলেন মমতা বন্দোপাধ্যায়।তিনি বলেন, সাংবাদিক এবং সংবাদমাধ্যমগুলোর উপর আক্রমণ করে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। পেগাসাস –কাণ্ড নিয়ে এরইমধ্যে সরগরম জাতীয় রাজনীতি।সেই আবহেই ভাস্করে আয়কর হানা দেয়ার বিষয়টি সামনে এলো।

আফগানিস্তান নিয়ে বৈঠকে যাচ্ছে ভারত, কূটনৈতিক দ্বন্দ্বে অবতীর্ণ  একাধিক হেভিওয়েট দেশ-আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, আফগানিস্তান নিয়ে আন্তর্জাতিক বৈঠকে আমন্ত্রণ পেল ভারত। আফগানিস্তানের ওপর পাকিস্তান, রাশিয়া এবং ইরোনের আধিপত্য নিয়ে চিন্তিত দিল্লি। সম্প্রতি মার্কিন এবং ন্যাটো সৈন্য চলে যাওয়ার পর দেশটায় তালিবানি দখল দিন দিন বাড়ছে। এ নিয়ে আফগানিস্তানের ভালো চেয়ে রাশিয়ার দ্বারস্থ হয় ভারত।এবার বৈঠকে ডাক আসায় খানিকটা স্বস্তি এল।

‘হটশটস অ্যাপের জন্য ৯০ টি ভিডিয়ো তৈরি করেছিলেন রাজ কুন্দ্রা? হচ্ছে ফরেসনসিক পরীক্ষা-আনন্দবাজার

রাজ কুন্দ্রাকে নিয়ে তদন্তে উঠে আসছে একের পর এক তথ্য। আরও ৭০ টি ভিডিয়োর সন্ধান পেয়েছে পুলিশ। পর্ন তৈরি এবং একটি বিশেষ অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে ১৯ জুলাই গ্রেফতার হন রাজ।এর পরেই একের পর এক অভিযোগ উঠে আসে শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে।২৩ জুলই শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবেন রাজ।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২
 

ট্যাগ