আগস্ট ১৮, ২০২১ ১৮:১৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৮ আগস্ট বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • ৪ বছর পর সচিবদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর-ইত্তেফাক
  • ঢাকায় আধা কেজি আইস ও ৬৩ হাজার ইয়াবা উদ্ধার-প্রথম আলো
  • তালেবানদের দ্রুত সমর্থন ও সাহায্য করা প্রয়োজন: জাফরুল্লাহ চৌধুরী- মানবজমিন
  • মিতু হত্যা মামলা: জামিন মেলেনি বাবুল আক্তারের- কালের কণ্ঠ
  • ওবায়দুল কাদেরের বক্তব্যের কড়া সমালোচনায় রিজভী- যুগান্তর

ভারতের শিরোনাম:

  • নারদ মামলা: কেন নিরাপত্তা চায়নি সিবিআই, প্রশ্ন তুলে আদালতে হলফনামা পেশ রাজ্যের -আনন্দবাজার পত্রিকা
  • CBI-কে খাঁচায় বন্দি তোতাপাখি করে রাখবেন না’, কেন্দ্রকে কটাক্ষ Madras High Court-এর -দৈনিক সংবাদ প্রতিদিন
  • তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার আজ প্রশাসনিক বৈঠকে মমতা –আজকাল

বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

আফগানিস্তানে তালেবান

আফগানিস্তান সম্পর্কিত খবর এখনও বাংলাদেশ ভারতসহ বিশ্বমিডিয়ার প্রধান খবর হিসেবে পরিবেশিত হচ্ছে। প্রথম আলোর মতামত কলামের শিরোনাম- আফগানিস্তানে তালেবান, কী করবে বাংলাদেশ।সাবেক পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেন তার এ কলামে লিখেছেন, তালেবান যোদ্ধারা ১৫ আগস্ট বিনা বাধায় কাবুলে প্রবেশ করেছেন। তাঁরা বলেছেন, তাঁরা রক্তপাত চান না, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন। এ–ও বলেছেন, তাঁরা কোনো প্রতিশোধ চান না, সব আফগানকে নিয়েই দেশ চালাতে চান। কাবুলের মানুষ অবশ্য তাতে আশ্বস্ত হয়নি। প্রাণ বাঁচাতে যেভাবেই হোক, শহর ত্যাগের চেষ্টা করছে অনেকেই। শহরে ও এয়ারপোর্টে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে।

২০ বছর ধরে মার্কিনদের হাতে গড়ে তোলা আফগান সেনাবাহিনী কী করে ত্বরিত তালেবানের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, এ নিয়ে ভবিষ্যতে অনেক গবেষণা হতে পারে।

গত ২০ বছর আফগানিস্তানে মার্কিনদের সমর্থনপুষ্ট সরকারের সঙ্গে বাংলাদেশ স্বাভাবিক কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। এর আগে মুজাহিদীন সরকারকে হটিয়ে যখন তালেবান ক্ষমতা দখল করেছিল, সে সরকারের মেয়াদে বাংলাদেশ কোনো সম্পর্ক গড়তে যায়নি। নতুন বাস্তবতায় তাহলে কী করবে বাংলাদেশ? শুরুটা কিন্তু খারাপ হয়নি। যুক্তরাষ্ট্র চাইছিল, মার্কিনদের সহায়তা করার কারণে যে আফগানরা তালেবানের কোপানলে পড়তে পারে, তাদের একাংশকে বাংলাদেশে ‘সাময়িক’ আশ্রয় দিতে। পররাষ্ট্রমন্ত্রী এ প্রস্তাব নাকচ করে দিয়েছেন। প্রথমত, সাময়িকের কোনো সংজ্ঞা নেই। যদি তাদের ইউরোপ বা আমেরিকায় পুনর্বাসন করতে হয়, সেটা এখনই করা যায়। আছে উপসাগরীয় দেশগুলো, যাদের রাজন্যের অস্তিত্ব মার্কিন সমর্থনের ওপর নির্ভরশীল। সাময়িক আশ্রয় সেখানেও দেওয়া যায়। সবচেয়ে বড় কথা, তালেবান এবার দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য এসেছে। বাংলাদেশে এরূপ আশ্রয় দেওয়া তাদের প্রতি বৈরী আচরণ হিসেবে গণ্য হতে পারে।

গত ২০ বছর আফগানিস্তানে মার্কিনদের সমর্থনপুষ্ট সরকারের সঙ্গে বাংলাদেশ স্বাভাবিক কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। এর আগে মুজাহিদীন সরকারকে হটিয়ে যখন তালেবান ক্ষমতা দখল করেছিল, সে সরকারের মেয়াদে বাংলাদেশ কোনো সম্পর্ক গড়তে যায়নি। নতুন বাস্তবতায় তাহলে কী করবে বাংলাদেশ?

প্রথম আলোর শিরোনাম-আফগানিস্তানে প্রতিদিন যুক্তরাষ্ট্রের খরচ ৩০ কোটি ডলারের বেশি। আফগানিস্তানের ঘটনায় যুক্তরাষ্ট্র দায় এড়াতে পারে কি শিরোনামে অপর একটি খবর পরিবেশিত হয়েছে। প্রশ্ন করা হয়েছে আশরাফ গণি আসলে কোথায়?

মানবজমিনের খবর- জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, তালেবানদের দ্রুত সমর্থন ও সাহায্য করা প্রয়োজন। আর যুগান্তরের খবর-এবার সালেহর নেতৃত্বে আফগানিস্তানে গৃহযুদ্ধের পদধ্বনি!

ঢাকায় আধা কেজি আইস ও ৬৩ হাজার ইয়াবা উদ্ধার-প্রথম আলো

রাজধানীর মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকায় গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন মাদক আইস (ক্রিস্টাল মেথ), বিপুল পরিমাণ ইয়াবাসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে আধা কেজি আইস ও ৬৩ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে সংবাদ সম্মেলন করা হয়।এতে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, ডিবি গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত নয়জনকে গ্রেপ্তার করে তাঁদের কাছ থেকে আইস ও ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, মিয়ানমার থেকে আসা আইস কক্সবাজার থেকে ট্রাকে করে চট্টগ্রাম হয়ে কুমিল্লায় আসে। সেখান থেকে প্রাইভেট কারে বহনকারীরা তা ঢাকায় নিয়ে আসে। আইস শক্তিশালী মাদক। এটি সেবন করলে হার্ট অ্যাটাক ও স্ট্রোক হতে পারে। বিত্তবান ও তাদের সন্তানেরা দামি মাদক আইস সেবন করে।

আইন-আদালত বিষয়ক মানবজমিনসহ কয়েকটি দৈনিকের ভিন্ন ভিন্ন কয়েকটি খবর। স্ত্রী মিতু হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবারও নামঞ্জুর করেছেন চট্টগ্রামের আদালত। পল্লবী থানায় প্রতারণার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এদিকে আলোচিত চিত্র নায়িকা  পরীমনির বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে সিআইডি, কাল শুনানি হবে।

ভাসানচর থেকে পালাতে গিয়ে নৌকাডুবি-দুদিন পর ১১ রোহিঙ্গার লাশ উদ্ধার-মানবজমিনের খবর

নোয়াখালীর ভাসানচর থেকে পালানোর সময় বঙ্গোপসাগরে নৌকাডুবির ঘটনায় দুইদিনে ১১ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত এই নৌকায় থাকা বেশ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন।নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর থেকে বিমানবাহিনীর হেলিকপ্টার ও নৌবাহিনীর জাহাজ বঙ্গোপসাগর এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করছে।

ওবায়দুল কাদেরের বক্তব্যের কড়া সমালোচনায় রিজভী-যুগান্তর

‘সিরিজ বোমা হামলায় বিএনপি জড়িত’— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেছেন, সিরিজ বোমা হামলায় বিএনপি জড়িত নয়, বরং সিরিজ বোমা হামলা ও ২১ আগস্টের হামলায় আওয়ামী লীগ জড়িত।  তৎকালীন বিএনপি সরকারকে বেকায়দায় ফেলাতে আওয়ামী লীগ এসব হামলা করেছিল।  শুধু তাই নয়, পিলখানায় বিডিআরের তরুণ অফিসারদের হত্যায়ও আওয়ামী লীগকে দায় নিতে হবে।

দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর-

চার বছর দেড় মাস পর সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১৮ আগস্ট) রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসির সম্মেলন কক্ষে সকাল ১০টায় বৈঠক শুরু হয়।এর আগে সরকারপ্রধানের উপস্থিতিতে সবশেষ সচিব সভা অনুষ্ঠিত হয় ২০১৭ সালের জুলাই মাসে।উন্নয়ন পরিকল্পনা যথাযথ বাস্তবায়নে কাজ করতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সরকারের বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসে এই নির্দেশনা দেন তিনি।দ্রুত কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল খুলে দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে এ সম্পর্কিত কালের কণ্ঠের একটি খবরে লেখা হয়েছে, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসেব দিবে হবে সম্প্রতি সরকার এমন সিদ্ধান্ত দিয়েছে। সরকারে এ রকম সিদ্ধান্তে আমলারা কিছুটা হলেও উদ্বিগ্ন। এটা বন্ধ করার জন্য কর্মকর্তারা সরকারের সাথে দরবার করেছেন বলেও জানা গেছে।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার আজ প্রশাসনিক বৈঠকে মমতা-আজকাল

সব রেকর্ড ভেঙে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। গোটা দেশের মতো এ রাজ্যেও করোনার জেরে বেহাল আর্থিক পরিস্থিতি। এই অবস্থায় তৃতীয় ইনিংসে প্রথমবার নবান্ন থেকে প্রশাসনিক বৈঠক করলেন মমতা ব্যানার্জি। কোভিড পরিস্থিতিতে কীভাবে বিভিন্ন দপ্তর সমন্বয় রেখে কাজ করতে পারে তা নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশিকা দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে রাজ্যে। যে সকল প্রকল্প সরকার এনেছে, তা নিয়েও আধিকারিকদের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রসঙ্গত, সেপ্টেম্বর থেকে গৃহবধূদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ শুরু হতে চলেছে। প্রকল্প চালু হতে না হতেই উৎসাহের যে ঢল নেমেছে তা অন্য প্রকল্পকে ছাড়িয়ে যেতে পারে।

নারদ মামলা: কেন নিরাপত্তা চায়নি সিবিআই, প্রশ্ন তুলে আদালতে হলফনামা পেশ রাজ্যের-আনন্দবাজার পত্রিকা

নারদ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বক্তব্যে আপত্তি জানিয়ে ফের কলকাতা হাইকোর্টে হলফনামা পেশ করল রাজ্য সরকার। রাজ্যের চার নেতা-মন্ত্রীকে গ্রেফতারের দিন নিজাম প্যালেসের জন্য রাজ্যে কাছে কেন নিরাপত্তা চায়নি সিবিআই, মূলত তাই নিয়েই প্রশ্ন তোলা হয়েছে রাজ্যের নতুন হলফনামায়।

CBI-কে খাঁচায় বন্দি তোতাপাখি করে রাখবেন না’, কেন্দ্রকে কটাক্ষ Madras High Court-এর-সংবাদ প্রতিদিন

সুপ্রিম কোর্টে কটাক্ষ অনেক আগেই শুনতে হয়েছিল। এবার হাই কোর্টও সিবিআইকে ঘুরিয়ে খাঁচায় বন্দি তোতাপাখি বলে কটাক্ষ করল। মাদ্রাজ হাই কোর্টের (Madras High Court) মাদুরাই বোর্ডের দুই বিচারপতি এন কিরুবকরণ এবং বি পুগালেন্ধির ডিভিশন বেঞ্চ মঙ্গলবার মন্তব্য করেন,  নির্বাচন কমিশনের (Election Commission) মতো স্বাধীন এবং স্বশাসিত সিবিআই। একে স্বাধীনই থাকতে দেওয়া উচিত।বছর আটেক আগে কয়লা খনি দুর্নীতি মামলায় নিষ্ক্রিয়তা নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) তোপের মুখে পড়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তখনই প্রথম ‘খাঁচায় বন্দি তোতাপাখি’ বলে কটাক্ষ শুনতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। আট বছর বাদে সিবিআইকে ‘তোতাপাখি’ করে রাখার জন্য সরাসরি কেন্দ্রকেই বিঁধল মাদ্রাজ হাই কোর্টের মাদুরাই বেঞ্চ।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/‌১৮


 

ট্যাগ