ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
কাবুলে হামলা: বাইডেনের পদত্যাগের দাবি উঠল যুক্তরাষ্ট্রে
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৭ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- মেট্রোরেল চললো ঢাকার বুকে, মুগ্ধ নয়নে দেখল নগরবাসী-কালের কণ্ঠ
- দৈনন্দিন জীবনে আফগানরা তীব্র অর্থ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে'-মানবজমিন
- মাঝ আকাশে হার্ট অ্যাটাক হয়েছিল সেই বিমানের পাইলটের'-যুগান্তর'-
- জিয়ার লাশ জ্বিন-ভূতে দেখেছে কি না জানি না: তথ্যমন্ত্রী- এক দফার আন্দোলনের প্রস্তুতির ডাক ফখরুলের-ইত্তেফাক
- যমুনা গ্রুপ ইভ্যালিতে বিনিয়োগ করবে কিনা জানাবে নিরীক্ষার পরে-প্রথম আলো
- কাবুলে হামলা: বাইডেনের পদত্যাগের দাবি উঠল যুক্তরাষ্ট্রে-বাংলাদেশ প্রতিদিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- ক্লিনিক্যাল ট্রায়ালে ছাড় রিলায়্যান্সের কোভিড টিকাকে, বাজারে আসতে পারে মার্চেই-আনন্দবাজার
- না খেলে বুঝবেন কী করে?’, ফের ‘গরুর দুধে সোনা’র তত্ব আওড়ালেন Dilip Ghosh-সংবাদ প্রতিদিন
- প্রভুর থেকে শিখেছে’, বিস্ফোরণ নিয়ে তালিবান–পাকিস্তানকে একযোগে ঠুকলেন সালেহ-আজকাল
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
যমুনা গ্রুপ ইভ্যালিতে বিনিয়োগ করবে কিনা জানাবে নিরীক্ষার পরে-প্রথম আলো
শিল্প গ্রুপ যমুনা গ্রুপের উদ্যোগে ইভ্যালির নিরীক্ষা চলছে। ইভ্যালির গ্রাহক ও ইভ্যালিতে পণ্য সরবরাহকারীদের পাওনা-দেনা নির্ধারিত হবে এই নিরীক্ষার মাধ্যমে। এরপর যমুনা গ্রুপ ইভ্যালিতে বিনিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক কথা বলবে। যমুনা গ্রুপের মার্কেটিং, সেলস ও অপারেশনস পরিচালক মোহাম্মদ আলমগীর আলম আজ শুক্রবার ফেসবুক পোস্ট দিয়ে এ কথা বলেছেন।
আলমগীর আলম তাঁর ওই ফেসবুক পোস্টে বলেন, যেহেতু এখনো নিরীক্ষা কার্যক্রম শেষ হয়নি এবং এর চূড়ান্ত প্রতিবেদন এখনো যমুনা গ্রুপের হাতে আসেনি, তাই ইভ্যালিতে বিনিয়োগের বিষয়ে যমুনা গ্রুপ আনুষ্ঠানিক বিবৃতি দিতে প্রস্তুত নয়। নিরীক্ষা শেষ হলে যমুনা গ্রুপ যথাসময়ে তাদের বিনিয়োগের সিদ্ধান্ত ও কর্মপদ্ধতি গণমাধ্যমে তুলে ধরবে। গত ২৭ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইভ্যালি জানিয়েছিল, যমুনা গ্রুপ ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। আপাতত করবে ২০০ কোটি টাকা। এ ব্যাপারে তাদের একটি চুক্তি হয়েছে।
ওই দিন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল বলেছিলেন, একটি দেশীয় উদ্যোগ হিসেবে আমাদের পাশে আরেকটি দেশীয় প্রতিষ্ঠানকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। যমুনার এই বিনিয়োগ ধারাবাহিক বিনিয়োগের অংশ এবং পরবর্তী ধাপেও তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে। এই বিনিয়োগ ইভ্যালির ভবিষ্যৎ উন্নয়ন এবং ব্যবসার পরিধি বৃদ্ধিতে ব্যয় করা হবে। গ্রাহকদের পুরোনো ক্রয় আদেশের বিষয়ে ওই দিন মোহাম্মদ রাসেল আরও জানান, যেসব ক্রয় আদেশ সরবরাহ অপেক্ষমাণ, সেগুলোর ব্যাপারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রয়োজনে আরও বিনিয়োগের ব্যবস্থা করা হবে।
মেট্রোরেল চললো ঢাকার বুকে, মুগ্ধ নয়নে দেখল নগরবাসী-কালের কণ্ঠ
মেট্রোরেল চলাচলের জন্য নগরীতে নির্মিত হয়েছে উড়াল রেলপথ। এই উড়াল রেলপথে দেশের প্রথম মেট্রোরেল চলাচল শুরু করবে রবিবার(২৯ আগস্ট)। ওই দিন সকাল ১০টায় উত্তরা থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত উড়াল রেলপথে ট্রেন পরিচালনা করা হবে।
এরই পূর্ব প্রস্তুতি হিসেবে শুক্রবার (২৭ আগস্ট) নগরীর দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করে নগরীর বুকে। মেট্রোরেল চলাচলে কোনো ধরনের সমস্যা হয়নি। ঢাকার বুকে মেট্রোরেল দেখল নগরবাসী মুগ্ধ নয়নে। আশেপাশের বাড়ির জানালা, বারান্দা থেকে উৎসুক মানুষ থমকে দাঁড়ায়। শুক্রবারের রাস্তায় লোকজন কম তারপরেও মেট্রোরেল প্রথমবারের মতো এক নজর দেখা এটা তো কম কথা নয়। রাস্তা থেকে দেখা যাচ্ছিল না তাই আশেপাশের ভবন থেকে নাগরিক শহরের মানুষ দেখল মেট্রোরেল।
মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার এবিএম আরিফুর রহমান বলেন, প্রস্তুতিমূলক হিসেবে মেট্রোরেল চালানো হয়েছে। ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত নিরাপদে মেট্রোরেল চলেছে। মেট্রোরেল চালানোর সময় আমরা স্টেশনে-স্টেশনে থেমেছি সব কিছু ভালোভাবে পরীক্ষা করেছি যাতে করে রবিবার কোনো ধরনের সমস্যা না হয়।
মাঝ আকাশে হার্ট অ্যাটাক হয়েছিল সেই বিমানের পাইলটের'-যুগান্তর
বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীরা। মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করা ফ্লাইটটি শুক্রবার ১১টা ৪০ মিনিটে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, মাস্কাট থেকে উড্ডয়ন করা বিমানটির পাইলট ১১টার দিকে রায়পুরের কাছাকাছি হালকা অসুস্থতা বোধ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এসময় দ্রুতই পরিস্থিতির গুরুত্ব আঁচ করে সহকারী পাইলট কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করেন।
এরপর ১১টা ৪০ মিনিট নাগাদ কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয় ওই বিমান থেকে। পরে নাগপুর বিমানবন্দরে জরুরি ভিত্তিতে ওই বিমানটিকে অবতরণ করানো হয়। প্রতিবেদনে বলা হয়, নাগপুরেই পাইলটের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আপাতত তার অবস্থা স্থিতিশীল। ফ্লাইটে কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে সবাই অক্ষত ও নিরাপদ আছেন।
জিয়ার লাশ জ্বিন-ভূতে দেখেছে কি না জানি না: তথ্যমন্ত্রী-ইত্তেফাক
জিয়াউর রহমানের লাশ কেউ দেখেনি উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘খালেদা জিয়া, তারেক জিয়া, বিচারপতি সাত্তারও জিয়ার লাশ দেখেনি। তবে জ্বিন কিংবা ভূতে দেখেছে কি না আমি জানি না।’
শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে ১৫ ও ২১ আগস্টে নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।
এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্য কথা বলেছেন, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কোনও লাশ নেই। সেটি যখন প্রধানমন্ত্রী বললেন, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যও দিয়েছেন, অবশ্য সেটা না দিলে তার মহাসচিব পদ থাকে কি না সেটাও একটা ব্যাপার আছে।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আমি তো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মানুষ, রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নে নাকি জিয়াউর রহমানকে প্রথম কবর দেওয়া হয়েছিল। সেখানেও জিয়াউর রহমানকে কবর দিতে কেউ দেখেনি, একটা বাক্স দেখেছিল। সেদিনকার প্রত্যক্ষদর্শী বর্তমানে সেই ইউনিয়নের চেয়ারম্যান কুতুব উদ্দিন, তিনিও আমাকে জানিয়েছেন- আমরা জিয়াকে দেখিনি। সে সময়ের আরো অনেকেই জীবিত আছেন, তথা কথিত প্রথম কবরেও জিয়াউর রহমানের লাশ কেউ দেখেনি।
এক দফার আন্দোলনের প্রস্তুতির ডাক ফখরুলের-ইত্তেফাক
সরকার হটানোর জন্য এক দফার আন্দোলনে প্রস্তুতির ডাক দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে যদি সরাতে না পারি, তাহলে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারব না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারব না। মিথ্যা মামলার শিকার হাজার হাজার মানুষকে মুক্ত করতে পারব না। আমাদেরকে রাস্তায় নেমে আসতে হবে, সোচ্চার হতে হবে। এক দফার আন্দোলনের মাধ্যমেই এই ভয়াবহ সরকারকে পরাজিত করতে হবে। সে জন্য আমি আগাম আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানাচ্ছি।’
তিনি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দাবি করে বলেন, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হতে হবে। জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধিকে নির্বাচিত করবে, সরকার গঠন করবে। সেসব করতে হলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে হবে। একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আমাদের এখন উঠে দাঁড়াতে হবে।
গতকাল রাজধানীর গোড়ানে ফ্রেন্ডস কনভেনশন হলে ‘করোনা হেল্প সেল’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা-১০ নির্বাচনি এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন খিলগাঁও থানা বিএনপির সভাপতি ইউনুস মৃধা। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ।’
কাবুলে হামলা : বাইডেনের পদত্যাগের দাবি উঠল যুক্তরাষ্ট্রে-বাংলাদেশ প্রতিদিন
কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবার আইএস জঙ্গিদের হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১০০ জনের মৃত্যুর পর আমেরিকায় প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগের দাবি জোরালো হলো।
জাতিসংঘের আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বৃহস্পতিবার টুইটে বলেন, ‘বাইডেন কি এবার পদত্যাগ করবেন। নাকি তাকে সরানো হবে? তবে বাইডেন সরে গেলে যদি কমলা হ্যারিস প্রেসিডেন্ট হন, তাহলে তা দশগুণ খারাপ হবে। ঈশ্বর আমাদের রক্ষা করুন।’
নিক্কির এই টুইটের পর পরেই একাধিক রিপাবলিকান পার্টির কংগ্রেসম্যান ও সেনেটর টুইট করে বাইডেনের পদত্যাগ অথবা ইমপিচমেন্ট দাবি করতে থাকেন। বাইডেনের সঙ্গে সঙ্গে তারা কমলা হ্যারিস ও পররাষ্ট্রসচিব অ্যান্টনি ব্লিঙ্কেনেরও পদত্যাগ দাবি করেন। রিপাবলিকান সাংসদরা বলতে থাকেন, যদি একটা ফোনের জন্য ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করা হয়ে থাকে, তাহলে কেন বাইডেনের ইমপিচমেন্ট হবে না।
দৈনন্দিন জীবনে আফগানরা তীব্র অর্থ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে'-মানবজমিন
আফগানিস্তান বরাবরই গরিব দেশ। সেখানকার ৭০ শতাংশ মানুষের দৈনিক আয় দুই ডলারের কম। অর্থনীতিবিদদের ধারণা, আগামী দিনে দেশটি আরও দরিদ্র হতে চলেছে। সেই দারিদ্রের মোকাবিলা করতে হবে তালেবান শাসকদের। তারা ইতিমধ্যেই বুঝতে পারছেন, দারিদ্রের বিরুদ্ধে লড়াই করা মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালানোর চেয়ে বেশি কঠিন । ১৫ আগস্ট তালেবান কাবুল দখল করার পরেই দেশের ব্যাংকগুলো অচল হয়ে পড়েছিল। এটিএম বুথেও টাকা ছিল না। হাওলা চ্যানেলও এখন বন্ধ। এই পরিস্থিতি সামাল দিতেই সরকার গঠনের আগে হাজি ইদ্রিস নামে এক ব্যক্তিকে কেন্দ্রীয় ব্যাংকের কর্তা নিয়োগ করতে হয়েছে।
ক্লিনিক্যাল ট্রায়ালে ছাড় রিলায়্যান্সের কোভিড টিকাকে, বাজারে আসতে পারে মার্চেই-আনন্দবাজার
করোনার টিকা প্রস্তুতকারী সংস্থার তালিকায় ঢুকে পড়ল মুকেশ অম্বানীর রিলায়্যান্স। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বৃহস্পতিবারই রিলায়্যান্স লাইফ সায়েন্সেস (আরএলএস)-কে ছাড় দিয়েছে দেশের ড্রাগ নিয়ামক সংস্থা।
টিকা নিয়ে গত বছর থেকেই পরীক্ষানিরীক্ষা শুরু করেছিল মুকেশ অম্বানীর সংস্থা। অক্টোবরে প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালও হয়েছে। আশানুরূপ ফল পাওয়ার পরই দেশের ড্রাগ নিয়ামক সংস্থার কাছে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আবেদন করে তারা। বিশেষজ্ঞ কমিটি টিকার সমস্ত দিক খতিয়ে দেখার পরই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন দিয়েছে।
সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যেই আরএলএস-এর দু’টি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়ে যাবে। এই টিকা কতটা নিরাপদ, কতটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে তা খতিয়ে দেখার জন্য প্রথম পর্বের ট্রায়ালের জন্য বেছে নেওয়া হবে অল্প সংখ্যক পূর্ণবয়স্ক ব্যক্তিকে। এই পর্বে ভাল সাড়া পাওয়া গেলে দ্বিতীয় এবং তৃতীয় পর্বে বেশি সংখ্যক মানুষের উপর টিকার প্রয়োগ করা হবে। নভি মুম্বইয়ে আরএলএস-এর প্ল্যান্টে তৈরি করা হচ্ছে এই টিকা। ২০২২-এর মার্চের মধ্যেই আরএলএস-এর তৈরি টিকা বাজারে আসতে পারে বলে সূত্রের খবর।
প্রভুর থেকে শিখেছে’, বিস্ফোরণ নিয়ে তালিবান–পাকিস্তানকে একযোগে ঠুকলেন সালেহ-আজকাল
প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনি দেশ ছেড়ে পালানোর পর নিজেকে কার্যনির্বাহী প্রেসিডেন্ট ঘোষণা করেছেন তিনি। স্পষ্ট জানিয়েছেন, তালিবানদের সামনে মাথা নত করবেন না। পঞ্জশিরকে দুর্গে পরিণত করেছেন। পাকিস্তান–তালিবান যোগ নিয়ে বারবার আঙুল তুলেছেন। কাবুল বিস্ফোরণের পর আবারও সরব হলেন সেই আমরুল্লা গনি।
আবারও কড়া ভাষায় বললেন, হামলাকারী আইএস খোরাসানের সঙ্গে যোগ রয়েছে তালিবান এবং হাক্কানি নেটওয়ার্কের। আর এই যোগ অস্বীকার করার শিক্ষা তারা আসলে পেয়েছে প্রভু (পাকিস্তান)–এর থেকে। সালেহ টুইটারে লিখেছেন, ‘আইসিস খোরাসান (আইএস-কে)–এর সঙ্গে তালিব এবং হাক্কানি নেটওয়ার্কের নিয়মিত যোগসাজশের যথেষ্ট প্রমাণ আমাদের হাতে আছে। আমরা ভালো ভাবেই জানি আইএস–এর শিকড় রয়েছে তালিব আর কাবুলে সক্রিয় হক্কানি নেটওয়ার্কের মধ্যে। তালিবরা এখন সেই যোগসাজশের কথা অস্বীকার করছে। এ যেন সেই কোয়েটা সুরার সঙ্গে যোগসাজশের কথা পাকিস্তানের অস্বীকার করার মতো। তালিবরা ওদের প্রভুদের কাছ থেকে ভালই শিক্ষা নিয়েছে।’
না খেলে বুঝবেন কী করে?’, ফের ‘গরুর দুধে সোনা’র তত্ব আওড়ালেন Dilip Ghosh-সংবাদ প্রতিদিন
রুর দুধে সোনা থাকে তা দাবি করে বছর দুয়েক আগে বিতর্কে জড়িয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুক্রবার বুঝিয়ে দিলেন এখনও নিজের মন্তব্যে অনড় তিনি। এদিন সাংবাদিক বৈঠক থেকে ইঙ্গিতে ফের গরুর দুধে সোনা তত্ত্বকে সমর্থন করলেন বিজেপি নেতা। যার জেরে ফের কটাক্ষের শিকার হলেন তিনি। এক প্রাণী বিজ্ঞানীর দাবি অবৈজ্ঞানিক কথা বলছেন দিলীপ ঘোষ।
শুক্রবার সাংবাদিক বৈঠক করেন দিলীপ ঘোষ। সেখানে ফের উঠে আসে গরুর দুধ প্রসঙ্গ। তখনই দিলীপ ঘোষ বলেন, “বাংলায় তো এখন আর গরু পালন হয় না। আসলে মানুষ এসবের গুরুত্ব বোঝে না তাই এই পরিস্থিতি।” রাজ্য বিজেপির সভাপতির কথায়, “যেটা আসলে দুধই নয়, সেই প্যাকেটের দুধ কিনে সবাই খাচ্ছে। আর গরুর দুধ কেউ খাচ্ছে না।”
এরপর তিনি নিজেই তুলে আনেন ‘দুধে সোনা’ প্রসঙ্গ। বলেন, “আমি বলেছিলাম গরুর দুধে সোনা পাওয়া যায়, তা নিয়ে অনেক কথা হয়েছে। যারা কোনওদিন গরুর দুধ খায় না তাঁরা কীভাবে সোনা পাবে, কীভাবে বুঝবে?!” অর্থাৎ এখনও তাঁর দাবি, গরুর দুধে সোনা থাকে। এপ্রসঙ্গে এক প্রাণী বিজ্ঞানী বলেন, “এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক কথা। গরুর দুধে অনেক প্রয়োজনীয় উপাদান থাকে। তাই বাচ্চা থেকে বড়, সব বয়সী মানুষদের দুধ খেতে বলা হয়। কিন্তু তাতে কোনওভাবে সোনা নেই। একজন বিশিষ্ট মানুষের মুখে এহেন মন্তব্য মানা যায় না।#”
পার্সটুডে/ বাবুল আখতার /২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।