আগস্ট ৩০, ২০২১ ১৬:৪০ Asia/Dhaka
  • ভারত-পাকিস্তান দ্বন্দ্বে ঢুকবে না আফগানিস্তান, বলছেন তালিবানের সম্ভাব্য বিদেশমন্ত্রী

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩০ আগস্ট সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • মুন্সিগঞ্জে সংক্রমণ কেন কমছে না, বুঝতে পারছে না স্বাস্থ্য বিভাগ-প্রথম আলো
  • ডিএনএ টেস্ট করলেই জিয়ার লাশ নিয়ে বিতর্ক শেষ হবে'-কালের কণ্ঠ
  • রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি সহায়তায় পৌনে ১২ কোটি টাকা অনুদান দিলো ফ্রান্স-মানবজমিন
  • কুড়িগ্রামে বন্যার পরিস্থিতির অবনতি, পানিবন্দি ১ লাখ মানুষ-ইত্তেফাক
  • ক্যাম্পাস উত্তপ্ত করতে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে: কাদের-যুগান্তর
  • কাবুল যাচ্ছেন তালেবানের সর্বোচ্চ নেতা হেবতুল্লাহ আখুন্দ-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • ভারত-পাকিস্তান দ্বন্দ্বে ঢুকবে না আফগানিস্তান, বলছেন তালিবানের সম্ভাব্য বিদেশমন্ত্রী-আনন্দবাজার
  • তালিবান শিবিরে পাঠ নিতে আফগানিস্তানে বাংলার তিন যুবক, কেন্দ্রীয় রিপোর্টে চাঞ্চল্য-সংবাদ প্রতিদিন
  • ভাঙন বিজেপিতে!‌ ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ বিজেপি বিধায়কের-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

মুন্সিগঞ্জে সংক্রমণ কেন কমছে না, বুঝতে পারছে না স্বাস্থ্য বিভাগ-প্রথম আলো

এক মাস ধরে দেশের প্রায় সব জেলায় করোনাভাইরাসের সংক্রমণ কমছে। কিন্তু বিপরীত চিত্র মুন্সিগঞ্জে। এই জেলায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার উদ্বেগজনক। গত এক সপ্তাহে (২৩ থেকে ২৯ আগস্ট) সারা দেশে পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৩৪ শতাংশ। কিন্তু একই সময়ে মুন্সিগঞ্জে রোগী শনাক্তের হার ৪০ শতাংশের বেশি।

মুন্সিগঞ্জে কেন সংক্রমণ কমছে না, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছে না স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এমনকি এই জেলায় সংক্রমণ কমাতে তাদের বাড়তি কোনো উদ্যোগও নেই।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, মুন্সিগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে হেলাফেলা করার সুযোগ নেই। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চাঁপাইনবাবগঞ্জের মতো পুরো জেলায় যেভাবে লকডাউন (অবরুদ্ধ) দেওয়া হয়েছিল, সে রকম কোনো ব্যবস্থা জরুরি ভিত্তিতে নেওয়া যেতে পারে। অথবা দেশে সংক্রমণের শুরুর দিকে রাজধানীর টোলারবাগ বা পূর্ব রাজাবাজারে যেভাবে ছোট ছোট এলাকায় চলাচল নিয়ন্ত্রণ করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল, সে রকম ব্যবস্থা নিতে হবে। দেখতে হবে জেলার কোন কোন জায়গায় ক্লাস্টার (কাছাকাছি জায়গায় অনেক রোগী) তৈরি হয়েছে। সেখানে বিশেষ ব্যবস্থা নিয়ে ক্লাস্টারগুলো দ্রুত ভেঙে দিতে হবে।

ডিএনএ টেস্ট করলেই জিয়ার লাশ নিয়ে বিতর্ক শেষ হবে'-কালের কণ্ঠ

জিয়ার লাশের ডিএনএ টেস্ট করার দাবি জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান বলেছেন, ডিএনএ টেস্ট করলেই চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সমাহিত করা লাশ নিয়ে বিতর্ক শেষ হবে।

রবিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে আশুলিয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহজাহান খান বলেন, ‘আজকের জিয়াউর রহমানের লাশ নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ওখানে জিয়াউর রহমানের লাশ নেই। একটা দেশের সরকার প্রধান তিনি যখন বলেন, তিনি কি তথ্য না জেনে বলতে পারেন? আমি মনে করি না। তার উপর তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি তথ্য না জেনে এই কথা বলেননি। তিনি কখনো ফালতু কথা বলার মানুষ না।'

ক্যাম্পাস উত্তপ্ত করতে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে: কাদের-যুগান্তর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরাশ্রয়ী আন্দোলননির্ভর বিএনপি দেশের বিদ্যমান স্থিতি নষ্ট করতে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে। 

তিনি বলেন, আমরা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম, ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে, ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করতে।

ওবায়দুল কাদের আরও বলেন, করোনার ক্ষতি কাটিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে ছাত্র-শিক্ষকরা যখন প্রস্তুতি নিচ্ছে, তখন ঠুনকো অজুহাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি করছে বিএনপি।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

সাম্প্রদায়িক দানবদের সঙ্গে নিয়ে বিএনপি অতিদানবীয় অপতৎপরতা চালাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ দেশের রাজনীতিতে শেখ হাসিনা সরকার নয়, বিএনপিই হচ্ছে আসল দানবীয় শক্তি।

কুড়িগ্রামে বন্যার পরিস্থিতির অবনতি, পানিবন্দি ১ লাখ মানুষ-ইত্তেফাক 

কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। ফলে পানিবন্দি হয়ে পড়েছে দুই উপজেলার প্রায় এক লাখ মানুষ। সেই সঙ্গে দেখা দিয়েছে শুকনো খাবার ও পশু খাদ্যের চরম সংকট।

জানা গেছে, ভারতের আসাম ও মেঘালয় প্রদেশের বন্যার পানি ব্রহ্মপুত্র নদ দিয়ে বাংলাদেশে প্রবেশ ও অতিরিক্ত বৃষ্টিপাতে কারণে পানি বৃদ্ধি পাওয়ায় এ অঞ্চলে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে পাঁচ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে। রবিবার (২৮ আগস্ট)

সকাল ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা, চরশৌলমারী, বন্দবেড়, যাদুরচর ও রৌমারী সদর ইউনিয়নের ৩৫টি গ্রামের ৪০ হাজার মানুষ ও রাজীবপুর উপজেলার তিন ইউনিয়নের ৪৫টি গ্রামের ৬০ হাজার মানুষ পানিবন্দি। রান্না করা খাবার, শুকনো খাবার ও পশু খাদ্যের জন্য হাহাকার চলছে বন্যা কবলিত মানুষ গুলোর মধ্যে।

রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি সহায়তায় পৌনে ১২ কোটি টাকা অনুদান দিলো ফ্রান্স-মানবজমিন

কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে খাদ্য ও পুষ্টি সহায়তার জন্য ১১ কোটি ৭৪ লাখ ৭৬ হাজার টাকা অনুদান দিয়েছে ফ্রান্স সরকার। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এই খাদ্য ও পুষ্টি সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করবে। আজ সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডব্লিউএফপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অনুদানের ফলে ইলেকট্রনিক ভাউচারের মাধ্যমে তিন হাজার ৩০০ রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দিতে পারবে ডব্লিউএফপি, এর ফলে তারা রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত ডব্লিউএফপির দোকানগুলো থেকে খাবার কিনতে পারবে। পাশাপাশি, এই অনুদানের ফলে পাঁচ বছরের কম বয়সী মাঝারি মাত্রায় অপুষ্টির শিকার ১৬ হাজার রোহিঙ্গা শিশুকে চিকিৎসা দেওয়া যাবে।

কাবুল যাচ্ছেন তালেবানের সর্বোচ্চ নেতা হেবতুল্লাহ আখুন্দ-বাংলাদেশ প্রতিদিন

আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারে উপজাতি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে তালেবানের সর্বোচ্চ নেতা হেবতুল্লাহ আখুন্দ কাবুলের পথে রওনা হয়েছেন। শুধু একটি মাত্র ছবি ছাড়া তালেবানের সর্বোচ্চ এই নেতা কখনো জনসমক্ষে আসেননি। 

ধারণা করা হয়, মার্কিন ড্রোন হামলা এড়াতে এই কৌশল নিয়েছিলেন তিনিই। বার্তা সংস্থা এএফপিকে তালেবানের উপ-মুখপাত্র বিলাল করিমি বলেন, ‘আমি নিশ্চিত করছি, তিনি (হেবতুল্লাহ আখুন্দ) কান্দাহারে পৌঁছেছেন। শিগগিরই জনসমক্ষে আসবেন তিনি।’

গত রবিবার অজ্ঞাত স্থান থেকে কান্দাহারে পৌঁছান হেবতুল্লাহ। এর আগে তিনি কোথায় ছিলেন বা কোন জায়গা থেকে কান্দাহারে এলেন-এ বিষয়ে কিছু উল্লেখ করেননি বিলাল করিমি। কাবুলে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এই প্রথম গত ১৫ আগস্ট হেবতুল্লাহর বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলল তালেবান।

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে ঢুকবে না আফগানিস্তান, বলছেন তালিবানের সম্ভাব্য বিদেশমন্ত্রী-আনন্দবাজার

কাবুলের দখল নিলেও এখনও পর্যন্ত সরকার গড়তে পারেনি তালিবান। শীঘ্রই সরকার গঠন করা হবে বলে দাবি করেছেন তালিবান শীর্ষ কর্তারা। তবে তার মধ্যেই ভারত-পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে মুখ খুললেন তালিবানের সম্ভাব্য বিদেশমন্ত্রী। ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির প্রাক্তনী শের মহম্মদ আব্বাস স্তানিকজাই দোহা থেকে নিউজ ১৮-কে বলেন, ‘‘ভারত ও পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা তারাই মেটাবে। সেখানে আফগানিস্তান ঢুকবে না। আমাদের দেশের জমি অন্য কোনও দেশকে ব্যবহার করতে দেব না।’’সাক্ষাৎকারে আব্বাস জানিয়েছেন, ২০ বছর ধরে আফগানিস্তানে আমেরিকা ও ন্যাটো বাহিনী থাকলেও তালিবান সরকার তাদের সঙ্গে ভাল সম্পর্ক রাখতে চায়। ভারত, পাকিস্তান, ইরান, তাজিকিস্তানের মতো দেশের সঙ্গেও ভাল সম্পর্ক রাখতে চান তাঁরা।

বিদেশমন্ত্রী শের মহম্মদ আব্বাস স্তানিকজাই

এই প্রসঙ্গে ভারতের সঙ্গে বহু বছরের সম্পর্কের কথাও তুলে ধরেছেন আব্বাস। তিনি বলেন, ‘‘ভারত আমাদের অনেক সাহায্য করেছে। আফগানিস্তানে অনেক উন্নয়ন করেছে তারা। সেগুলি আমাদের সম্পদ। আশা করছি, আগামী দিনেও আফগানিস্তানের উন্নয়নে সাহায্য করবে ভারত।’’ ভারত থেকে কেউ সেখানে গেলে তাঁদের সুরক্ষা নিশ্চিত করা হবে বলেই জানিয়েছেন তিনি। এমনকি কাবুলে এখনও আটকে থাকা হিন্দু ও শিখদের দেশ ছাড়তে হবে না বলেই দাবি করেছেন আব্বাস। তাঁর কথায়, ‘‘এটা তাঁদের দেশ। তাঁরা কেন দেশ ছাড়বেন। তাঁদের কোনও ভয় নেই।’’

ভাঙন বিজেপিতে!‌ ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ বিজেপি বিধায়কের-আজকাল

বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তৃণমূলে এলাম, দাবি বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষের। রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসুর হাত ধরে এদিন তৃণমূলের পতাকা তুলে নিলেন বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ।

বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষের কথায়, ‘‌সারা বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়ন চলছে, তাই তৃণমূলে যোগ দিলাম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে মিলে বাংলার মানুষের জন্য কাজ করতে চাই, তাই বিজেপি ত্যাগ করলাম। বিজেপিতে থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না, তাই বিজেপি ত্যাগ করলাম। বিষ্ণুপুরের মানুষের জন্য কাজ করে চলেছি। আগামীদিনে মমতা ব্যানার্জির নেতৃত্বে বিষ্ণুপুরের মানু্ষের জন্য আরও কাজ করে যেতে চাই।’‌ 

তালিবান শিবিরে পাঠ নিতে আফগানিস্তানে বাংলার তিন যুবক, কেন্দ্রীয় রিপোর্টে চাঞ্চল্য-সংবাদ প্রতিদিন

বাংলাদেশ (Bangladesh) থেকে সীমান্ত পার হয়ে ভারতে ঢুকে আফগানিস্তান (Afghanistan) পৌঁছে গিয়েছে ১৪ যুবক। তালিবানি আগ্রাসন শুরু হওয়ার সময়ই রওনা হয়ে গিয়েছিল এই বাংলাদেশি যুবকরা। কাবুল দখল করার আগেই তারা তালিবান (Taliban) শিবিরে যোগও দিয়েছে। শুধু বাংলাদেশি যুবকরা নয়, অসমের চার যুবকও রয়েছে ওই তালিকায়। এছাড়াও আরও তিন যুবকের গতিবিধিও বেশ সন্দেহজনক। তারা এই রাজ্য থেকে আফগানিস্তান গিয়েছে বলে খবর কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে। এসব তথ্য হাতে পেয়ে তা যাচাই করছেন গোয়েন্দারা।

কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, সবমিলিয়ে ২১ জন যুবকের মধ্যে কেউ কেউ জঙ্গি হানায় রীতিমতো দক্ষ। কাউকে আবার পাঠানো হয়েছে প্রশিক্ষণের জন্য। এই পুরো অপারেশনের পিছনে পাক গুপ্তচর সংস্থা আইএসআই (ISI) রয়েছে, এমনই মত গোয়েন্দাদের। এর সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী জেএমবি (JMB) ও হুজিরও। অন্য রাজ্যের কেউ একই পথে পা বাড়াচ্ছে কি না, তা জানতে সক্রিয়তা বাড়িয়েছেন গোয়েন্দারা। এ বিষয়ে বিভিন্ন রাজ্য থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের পাশাপাশি সন্দেহজনক গতিবিধির উপরও কড়া নজর রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

 

পার্সটুডে/ বাবুল আখতার/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।