সেপ্টেম্বর ১৬, ২০২১ ১৫:৪১ Asia/Dhaka

শ্রোতা/পাঠক!১৬ সেপ্টেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • ৪৬০ কোটি টাকার মালিক বনে যাওয়া নুরুল রিমান্ডে-প্রথম আলো
  • শাহজালাল বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব বসাবে ৭ প্রতিষ্ঠান-যুগান্তর
  • এনআইডি নিয়ে নির্ভাবনায় ইসি ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিতে কারিগরি কমিটি-ইত্তেফাক
  • ইউনিয়ন পরিষদ নির্বাচন সাতক্ষীরায় বিদ্রোহীদের চাপে কোণঠাসা নৌকার প্রার্থীরা-কালের কণ্ঠ
  • বৈঠকে বিএনপি নেতাদের মত, আন্দোলনের পরামর্শ,দলীয় সরকার মডেলের নির্বাচনে আখেরে ফল শূন্য-মানবজমিন
  • ড.কামালের নেতৃত্বে ভোটের মাঠে নামা রাজনৈতিক ভুল ছিল-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের 

কয়েকটি খবরের শিরোনাম:

  • সাংসদ পদ ছেড়ে বাংলায় দলের কাজ করতে চাই, অর্পিতার চিঠি অভিষেককে-আনন্দবাজার
  • আচমকা সাংসদপদ থেকে ইস্তফা তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষের, বাড়ছে জল্পনা-আজকাল
  • কংগ্রেসে যোগ দিতে পারেন কানহাইয়া কুমার, দেখা করলেন রাহুল গান্ধীর সঙ্গে-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব উদ্দেশ্যমূলক: সম্পাদক পরিষদ। এটি হলো দৈনিক মানবজমিন পত্রিকার শিরোনাম। বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি?

২. মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি বিলিংকেন বলেছেন, গণতন্ত্রে বহুসংখ্যক মানুষ উপকৃত হয় এবং তারা বিশ্বব্যাপী গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করবে। কিভাবে বিশ্লেষণ করবেন এই বক্তব্য?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

স্বাস্থ্যের ‘উন্নতি’ দেখছেন স্বাস্থ্যমন্ত্রী-ইত্তেফাক

সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা এবং স্বাস্থ্য খাতে নানা অনিয়ম নিয়ে সংসদে আবারও তোপের মুখে পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার সংসদে ‘মেডিকেল ডিগ্রিস (রিপিল) বিল-২০২১’ এবং ‘মেডিকেল কলেজ (গভর্নিং বডিস) (রিপিল) বিল-২০২১’ পাসের প্রক্রিয়ার সময় বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্যরা স্বাস্থ্যখাতের নানা সমালোচনা করেন। একের পর এক বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনের যৌক্তিকতা ও সেখানকার শিক্ষার মান, চিকিৎসকদের রাজনীতি করা, বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যয় এবং চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে প্রশ্ন তোলেন তারা।

বিএনপি-জাপার এমপিদের সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যখাতের উন্নতি হয়েছে। করোনার সময় কেউ বাইরে যেতে পারেননি। সবাই দেশেই ছিলেন। কোভিড, নন-কোভিড সব চিকিৎসা দেশে হয়েছে। এখান থেকে বোঝা যায় হাসপাতালের অবস্থা ভালো। সরকারি চিকিৎসকদের রাজনীতি করা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ডাক্তারদের অ্যাসোসিয়েশন রয়েছে। স্বাচিপ, বিএমএ রয়েছে। রাজনীতিতো সকলেই করতে পারে। প্রকৌশলী, আইনজীবীরা রাজনীতি করতে পারেন। সে অনুযায়ী চিকিৎসকরা অ্যাসোসিয়েশন করলে তাতে কোনো দোষ বা অন্যায় দেখি না। তারা তো সেবা দিচ্ছে।’

৪৬০ কোটি টাকার মালিক বনে যাওয়া নুরুল রিমান্ডে-প্রথম আলো

নুরুল ইসলাম

অবৈধ পন্থায় উপার্জন করে ৪৬০ কোটি টাকার মালিক বনে যাওয়া টেকনাফ স্থলবন্দরের শুল্ক স্টেশনের সাবেক কম্পিউটার অপারেটর নুরুল ইসলামের বিরুদ্ধে মাদক মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গতকাল এ আদেশ দেন।নুরুল ইসলামকে গত সোমবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে ইয়াবা, জাল টাকাসহ গ্রেপ্তার করে র‍্যাব। ওই ঘটনায় র‍্যাব বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করেছে।

বৈঠকে বিএনপি নেতাদের মত, আন্দোলনের পরামর্শ,দলীয় সরকার মডেলের নির্বাচনে আখেরে ফল শূন্য-মানবজমিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কৌশল নির্ধারণে সিরিজ বৈঠক শুরু করেছে বিএনপি। তিনদিনের এই সিরিজ বৈঠক আজ শেষ হবে। মঙ্গল ও বুধবার দুইদিনে অনুষ্ঠিত বৈঠকে দলের অর্ধশতাধিক নেতা চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। লন্ডন থেকে অনলাইনে সভায় যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত মঙ্গলবার দলের ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টারা মতামত দেন। গতকাল বৈঠক হয় দলের যুগ্ম মহাসচিব ও সম্পাদকদের সঙ্গে। বৃহস্পতিবার দলটির অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। দুইদিনের বৈঠকের বিষয়ে অন্তত ১৫ জন নেতার সঙ্গে কথা বলে মানবজমিন। 

দলীয় নির্দেশনা থাকায় তারা কেউই নিজেদের নাম প্রকাশ করে কোনো বক্তব্য দিতে চাননি। তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে প্রায় অভিন্ন তথ্য দিয়েছেন।

তারা জানান, সভায় নেতারা মূলত তিনটি বিষয়কে বেশি প্রাধান্য দিচ্ছেন। প্রথমত, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেয়া। দ্বিতীয়ত, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আদায়ে কঠোর আন্দোলনে যাওয়া এবং দলের অঙ্গসংগঠনগুলোকে শক্তিশালী করা।

বৈঠক সূত্রে জানা যায়, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতির জন্য যে নির্দেশনা দিয়েছেন তা তুলে ধরে ভাইস চেয়ারম্যানদের মধ্যে কয়েকজন ও উপদেষ্টা পরিষদের ৩ জন নেতা বক্তব্য রাখেন। তারা সন্দেহ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রস্তুতি নেয়ার ঘোষণায় আগাম নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে। সকল বিরোধী দলকে অপ্রস্তুত অবস্থায় রেখে আগাম নির্বাচন দেয়া হতে পারে।

আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এক মাস-প্রথম আলো

তালেবান

আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণের এক মাস পূরণ হয়েছে। গত এক মাসের মধ্যে দেশটিতে ঘটে গেছে বেশ কিছু পরিবর্তন। এর মধ্যে তালেবান সরকার গঠন করেছে। তালেবানের বিরুদ্ধে কোথাও কোথাও বিক্ষিপ্ত বিক্ষোভ হচ্ছে। তালেবানের আফগানিস্তান দখল নিয়ে পুরো বিশ্বের নজর এখন সেদিকে। গত এক মাসের ঘটনাপ্রবাহ দেখে নেওয়া যাক:

আগস্ট ১৫: তালেবান যোদ্ধারা কাবুলে প্রবেশ করে সহজেই এর নিয়ন্ত্রণ নেয়। তাড়াহুড়ো করে দেশ ছাড়তে বিমানবন্দরে ভিড় করেন বিদেশি ও আফগান নাগরিকেরা।

আগস্ট ১৭: তালেবান প্রথম সংবাদ সম্মেলন করে বিজয় দাবি করে।

রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। ১৭ আগস্ট, কাবুল। 

রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। ১৭ আগস্ট, কাবুল। ছবি: এএফপি।

আগস্ট ১৮: জালালাবাদে তালেবানবিরোধী বিক্ষোভ হয়। তিনজন নিহত হন। 

তালেবানের প্রতিশ্রুতি সত্ত্বেও বিরোধীদের পীড়নের খবর সামনে আসে।

আগস্ট ২৩: হাজি মোহাম্মদ ইদ্রিসকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর করা হয়।

আগস্ট ২৪: বিশ্ব খাদ্য কর্মসূচি আফগানিস্তানে খাদ্যসংকটের কথা জানায়।

আগস্ট ২৬: কাবুল বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ ২০০ জনের বেশি নিহত।

২৯ আগস্ট একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র।

২৯ আগস্ট একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। ছবি: এএফপি

আগস্ট ২৭: মার্কিন সামরিক বাহিনী আইএস সদস্যকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায়।

আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনছবি: এএফপি

আগস্ট ৩০: মার্কিন সেন্ট্রাল কমান্ড আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহার করে নেয়।

সেপ্টেম্বর ৩: তালেবান সদস্যরা পানশির ভ্যালির নিয়ন্ত্রণ দাবি করে।

কাবুল দখলের তিন সপ্তাহের বেশি সময় পর পানশির উপত্যকা পুরোপুরি দখলে নেওয়ার দাবি করল তালেবান

কাবুল দখলের তিন সপ্তাহের বেশি সময় পর পানশির উপত্যকা পুরোপুরি দখলে নেওয়ার দাবি করল তালেবানছবি: রয়টার্স

সেপ্টেম্বর ৪: কাবুল বিমানবন্দর স্থানীয় সেবার জন্য আবার চালু হয়।

সেপ্টেম্বর ৭: তালেবান তাদের নতুন সরকার ঘোষণা করে।

সেপ্টেম্বর ৯: তালেবান সরকারের অধীনে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট কাবুল ছাড়ে।

সেপ্টেম্বর ১৩: আন্তর্জাতিক দাতারা আফগানিস্তানকে ১১০ কোটি মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেয়।

সেপ্টেম্বর ১৪: কান্দাহারে হাজারো মানুষ তালেবানবিরোধী বিক্ষোভ করেন।

অবৈধ অস্ত্র বাণিজ্যে শতাধিক সিন্ডিকেট-মানবজমিন

সীমান্ত দিয়ে আসছে অস্ত্র। পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আমদানি করে তা বিক্রি করা হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। অবৈধ অস্ত্র বাণিজ্যে জড়িত শতাধিক সিন্ডিকেট। গণমাধ্যমে লেখালেখি হলে সীমান্তে কড়াকড়ি হয়, কিছুদিন পর আবারো ফিরে আগের অবস্থায়। এক শ্রেণির অসাধু সরকারি দায়িত্বশীলদের সহযোগিতায় অস্ত্র কারবারিরা মারণাস্ত্র আমদানি করছে বলে অভিযোগ রয়েছে। অর্থের বিনিময়ে তা 

সন্ত্রাসী, ডাকাত, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের হাতে চলে যাচ্ছে। ঘটছে খুন-খারাবির মতো ঘটনা। এমনকি বিদেশি অস্ত্রের আদলে অত্যাধুনিক বিভিন্ন অস্ত্র তৈরি হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। 

সম্প্রতি রাজনৈতিক সংঘর্ষে বেড়েছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার। প্রকাশ্যে এসব অস্ত্র প্রদর্শন হলেও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, মাদকের মতোই নানা কৌশলে অস্ত্র আনা হচ্ছে। মাদক ও অস্ত্র আমদানির ক্ষেত্রে সাধারণত একই সিন্ডিকেট জড়িত। যশোরের বেনাপোল, চুয়াডাঙ্গার দর্শনা, সাতক্ষীরার শাঁকারা, মেহেরপুর, চাঁপাই নবাবগঞ্জ, কুমিল্লা, কক্সবাজারের টেকনাফ, উখিয়া, সিলেটের তামাবিলসহ অন্তত ৩০টি রুট দিয়ে সীমান্ত পেরিয়ে দেশে অবৈধ অস্ত্র আনা হচ্ছে। অবৈধ অস্ত্রের শতাধিক কারবারির তালিকা রয়েছে গোয়েন্দাদের হাতে। এরমধ্যে বেশির ভাগই বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়েছে। কারাগারে রয়েছে অনেকে। আবার পার্শ্ববর্তী দেশে আত্মগোপনে থাকা অনেক সন্ত্রাসীর নামেও চলছে এই বাণিজ্য। গোয়েন্দাদের মতে, প্রতিদিন অবৈধ অস্ত্র আমদানি হলেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র হাতে জব্দ হচ্ছে খুবই কম।

এনআইডি নিয়ে নির্ভাবনায় ইসি

ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিতে কারিগরি কমিটি-ইত্তেফাক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর নিয়ে নির্ভাবনায় নির্বাচন কমিশন (ইসি)। ইসির কর্মকর্তা-কর্মচারীদের মতে, এখন পর্যন্ত এনআইডি সেবা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে কমিশনে কোনো আলোচনাসভা পর্যন্ত করেনি। সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকও করেনি। যদিও এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে তাদের মধ্যে। ইসির অফিসার অ্যাসোসিয়েশন যেভাবে এনআইডি নিজেদের পক্ষে রাখার জন্য সোচ্চার, ঠিক উলটো অবস্থানে বর্তমান কমিশন। যদিও একাধিক নির্বাচন কমিশনার বলেছেন, সরকার চাইলে এনআইডি নিতে পারে, আমাদের করার কী আছে?

এদিকে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের কাছ থেকে স্থানান্তরে একটি কারিগরি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (প্রশাসন ও অর্থ অনুবিভাগ) আহ্বায়ক করে গঠিত ৯ সদস্যের ঐ কমিটিতে ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালককেও রাখা হয়েছে। সম্প্রতি সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমানের জারি করা অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। কমিটির কার্যপরিধি নির্ধারণ করে দিয়ে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের পরিবর্তে সুরক্ষা সেবা বিভাগে আনয়নের লক্ষ্যে কারিগরি বিষয় যাচাইপূর্বক স্থানান্তরের পদ্ধতি/প্রক্রিয়া সম্পর্কে সুপারিশ প্রণয়ন; স্থানান্তরযোগ্য অবকাঠামো/জনবল চিহ্নিত করে স্থানান্তরের পদ্ধতি সম্পর্কে সুপারিশ প্রণয়ন; এতত্সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়াদি; নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম সুরক্ষাসেবা বিভাগে হস্তান্তরের জন্য একটি সুপরিকল্পিত রোডম্যাপ প্রণয়ন এবং কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

কংগ্রেসে যোগ দিতে পারেন কানহাইয়া কুমার, দেখা করলেন রাহুল গান্ধীর সঙ্গে-সংবাদ প্রতিদিন

সিপিআই ছেড়ে এবার কংগ্রেসের পথে জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমার। বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে কানাঘুষো শোনা যাচ্ছিল। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে সেই জল্পনা আরও উসকে দিলেন কানহাইয়া। সূত্রের খবর, খুব শীঘ্রই লালঝান্ডা ছেড়ে কংগ্রেসের তিরঙ্গা ধরবেন তরুণ ‘বামপন্থী’ নেতা। কানহাইয়ার এই কংগ্রেসে যোগদানের নেপথ্যে নাকি রয়েছেন রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর। জেএনইউয়ের ছাত্র সংসদের সভাপতি থাকাকালীন প্রথম সংবাদ শিরোনামে আসেন কানহাইয়া। ছাত্রজীবন শেষে তিনি যোগ দেন কমিউনিস্ট পার্টিতে। ২০১৯ লোকসভা নির্বাচনে বিহারের বেগুসরাই থেকে সিপিআই প্রতীকে প্রার্থীও হন তিনি। তবে, তেমন সুবিধা করে উঠতে পারেননি। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে বিরাট ব্যবধানে পরাজিত হন। তারপরও অবশ্য বিহার এবং দেশের বিভিন্ন প্রান্তে বামপন্থীরা তাঁকে তারকা প্রচারক হিসাবে ব্যবহার করেছে। সিপিআইয়ের কেন্দ্রীয় কমিটিতে জায়গাও পেয়েছেন তিনি। তবে, সম্প্রতি দলের সঙ্গে তাঁর দুরত্ব বেড়েছিল। সিনিয়র নেতাদের কেউ কেউ নাকি কানহাইয়ার আচরণ এবং কাজের পদ্ধতিতে খুশি নন। কিছুদিন আগে ‘উদ্ধত’ আচরণের জন্য দল তাঁকে সতর্কও করে। তারপর থেকেই দূরত্ব বাড়ছিল।

কিছুদিন আগে নাকি রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোরের সৌজন্যেই কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা শুরু হয় কানহাইয়ার। যুব নেতার ঘনিষ্ঠ সূত্রের খবর, তিনি মনে করছেন এই মুহূর্তে বিজেপিকে হারাতে কংগ্রেসের বিকল্প নেই। সম্ভবত সেকারণেই কংগ্রেসে যোগ দিতে পারেন তিনি। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে কথাবার্তা একপ্রকার চূড়ান্তও করে ফেলেছেন। কংগ্রেস আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচন এবং আগামী লোকসভা নির্বাচনে কানহাইয়াকে ব্যবহার করবে তারকা প্রচারক হিসাবে। কানহাইয়া একা নন, গুজরাটের দলিতে নেতা জিগনেশ মেবানিও নাকি এবার সরকারিভাবে কংগ্রেসে যোগ দিতে পারেন। গুজরাটের গত বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে বিধায়ক নির্বাচিত হন জিগনেশ। সেসময় কংগ্রেস তাঁকে সমর্থন করেছিল। এবার সরাসরিই দলে যোগ দিতে চলেছেন তিনি। তাঁর সঙ্গেও নাকি কংগ্রেস নেতৃত্বের কথাবার্তা পাকা।

সাংসদ পদ থেকে ইস্তফা কেন? অভিষেককে চিঠি লিখে জানালেন অর্পিতা ঘোষ-আজকাল/আনন্দবাজার/সংবাদ প্রতিদিন

মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। কিন্তু তার প্রায় ৫ বছর আগেই হঠাত রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের অর্পিতা ঘোষ । হঠাত তাঁর এই ইস্তফার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে কাটাছেঁড়া শুরু হয়েছে, তখনই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ইস্তফার আসল কারণ বর্ণনা করেছেন বিখ্যাত এই নাট্যকর্মী। অভিষেককে লেখা চিঠিতে অর্পিতা জানিয়ে দিয়েছেন, তিনি বাংলার কাজ করতে আগ্রহী। সেই সুযোগ তাঁকে দেওয়া হোক। চিঠিতে বালুরঘাটের প্রাক্তন সাংসদ জানিয়েছেন,”বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর থেকেই ভাবছিলাম, দলের কাজ কীভাবে করব। আমায় যদি বাংলায় দলের কাজ করার সুযোগ দেওয়া হয়, সাংসদ পদে না থেকে সেই কাজ করতে আমি বেশি আগ্রহী। আমার লক্ষ্য স্পষ্ট। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি বাংলার কাজ করতে চাই।

অন্য একটি খবরে লেখা হয়েছে,রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করলেন তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ । সূত্রের খবর, দলের নির্দেশেই ইস্তফা দিলেন তিনি। সংসদের বদলে দলের সাংগাঠনিক কাজে তাঁকে নিয়োগ করা হতে পারে বলে খবর তৃণমূল সূত্রে। তবে তাঁর ছেড়ে যাওয়া পদে কাকে রাজ্যসভায় পাঠাবে তৃণমূল, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬

ট্যাগ