সেপ্টেম্বর ২০, ২০২১ ১৬:৪২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২০ সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • স্বাস্থ্যের সেই মালেকের ৩০ বছরের কারাদণ্ড-ইত্তেফাক
  • এবার নিজেদের নেতৃত্বে আন্দোলন-নির্বাচনের ছক কষছে বিএনপি-প্রথম আলো
  • যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতা বিশ্বকে বিভক্ত করবে: স্নায়ু যুদ্ধ নিয়ে শংকিত জাতিসংঘ মহাসচিব-মানবজমিন
  • বাল্যবিয়ে ও শিশুশ্রম মূল কারণ, স্কুল খুললেও অনুপস্থিত ৩০ শতাংশ-যুগান্তর
  • রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলি, নিহত ৮-কালের কণ্ঠ
  • সাহেদের সঙ্গে আসামি হচ্ছেন স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদও -বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • চতুর্থ শ্রেণির ১২ শূন্যপদে এমএ-এমবিএ করাসহ ২২০০ প্রার্থীর আবেদন!-আনন্দবাজার পত্রিকা
  • ব্যক্তিগত প্রতিশোধের ‘অস্ত্র’সাইবার অপরাধ’পরিসংখ্যান দিয়ে রিপোর্ট প্রকাশ করল এনসিআর-সংবাদ প্রতিদিন
  • ঠিক কাজ করেছে বাবুল, আমাকেও অন্য কিছু ভাবতে হবে, বিস্ফোরক কৃষ্ণ-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

বিএনপি

রাজনীতির খবর-প্রথম আলোর খবরে লেখা হয়েছে, এবার নিজেদের নেতৃত্বে আন্দোলন –নির্বাচনের ছক কষছে বিএনপি। খবরে লেখা হয়েছে,আন্দোলনে যেতে মোটাদাগে চারদফা দাবি সামনে আনবে বিএনপি। এগুলো হলো-১) নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, ২) নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ৩)বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং ৪) বিএনপির নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার।আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন পুর্নগঠনের আগেই মাটের রাজনীতিতে দলীয় অবস্থান শক্ত করতে চায় বিএনপি। এবং তারা নিজেদের শক্তির ওপর আস্থা রাখতে চায়।

স্বাস্থ্যের সাবেক গাড়িচালক মালেকের ৩০ বছর কারাদণ্ড-ইত্তেফাকসহ প্রায় সব দৈনিকের খবরে

গাড়িচালক আবদুল মালেক

অস্ত্র মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়িচালক আবদুল মালেককে ৩০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এই রায় দেন।ওই আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ উদ্দিন প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। রায়ের সময় আদালতে হাজির ছিলেন আসামি মালেক। রায়ের প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, তাঁর কাছ থেকে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তিনি এই আদালতে ন্যায়বিচার পাননি। এই সাজা একইসঙ্গে কার্যকর হওয়ার নির্দেশের কারণে আসামিকে সাজা ভোগ করতে হবে ১৫ বছর। গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর তুরাগ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, জাল টাকাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার হন মালেক।

নির্বাচন নিয়ে সংঘাত-সংঘর্ষ ও খুন সম্পর্কিত কয়েকটি খবরে দৈনিক প্রথম আলোসহ বেশ কয়েকটি দৈনিকে লেখা হয়েছে, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন গুলিবিদ্ধ হয়েছে।তবে মানবজমিন লিখেছে- ইউপি নির্বাচনে সহিংসা,গুলিতে নিহত হয়েছে দুই জন। অপর এক খবরে লেখা হয়েছে, হাতিয়ায় নির্বাচনী সহিংসতা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হাতের কব্জি কেটে নিয়েছে। এদিকে, চাঁদপুর শহরের বিপনীবাগ মার্কেটের টিপটিপ সেলুনের কর্মচারি রাজু চন্দ্র শীলের কাছে ধারের টাকা চাইতে গেলে এক ব্যবসায়ীকে সে ক্ষুর দিয়ে খুন করে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে কুমিল্লা ৭ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন ডা. প্রাণ গোপাল দত্ত।

অনেক শিক্ষার্থীই আসছে না স্কুলে-বাল্যবিয়ে ও শিশুশ্রমই মূল কারণ-কালের কণ্ঠ

টানা দেড় বছর বন্ধ থাকার পর খুলেছে শিক্ষাঙ্গন। সপ্তাহ ঘুরলেও এখনো অনেক শিক্ষার্থী আসছে না স্কুলে। সরকারি তথ্য বলছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৮০ শতাংশ ও মাধ্যমিক বিদ্যালয়ে ৭০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত থাকছে। তবে বাস্তবে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হচ্ছে এর চেয়ে কম শিক্ষার্থী। বিশেষ করে এই দেড় বছরে অনেক ছাত্রীই বসেছে বাল্যবিয়ের পিঁড়িতে। শিক্ষার্থীদের অনেকেই যুক্ত হয়েছে নানা ধরনের কাজে।

যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতা বিশ্বকে বিভক্ত করবে: স্নায়ু যুদ্ধ নিয়ে শংকিত জাতিসংঘ মহাসচিব-মানবজমিন

জাতিসংঘ মহাসচিব

সম্ভাব্য নতুন স্নায়ু যুদ্ধের জন্য সতর্ক করে, দুই বৃহৎ এবং ব্যাপকভাবে প্রভাবশালী দেশের নিজেদের সমস্যাগুলো বিশ্বের বাকি অংশে ছড়িয়ে পড়ার আগেই জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও চীনকে তাদের "সম্পূর্ণরূপে অকার্যকর" সম্পর্ককে ঠিক করে নেয়ার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘে আসন্ন বিশ্ব নেতাদের বার্ষিক সমাবেশকে সামনে রেখে সংস্থাটির মহাসচিব চলতি সপ্তাহে বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। গুতেরেস বলেন, বিশ্বের দুটি প্রধান অর্থনৈতিক শক্তির জলবায়ু ইস্যুতে পরস্পরকে সহযোগিতা করা উচিত এবং বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে আরও জোরালোভাবে আলোচনা করা উচিত; এমনকি মানবাধিকার, অর্থনীতি, অনলাইন নিরাপত্তা এবং দক্ষিণ চীন সাগরে সার্বভৌমত্বের বিষয়ে রাজনৈতিক সমস্যা তৈরি হওয়া সত্ত্বেও। তিনি তার আগের সতর্কবাণীর পুনরাবৃত্তি করে বলেন, দুটি প্রতিদ্বন্দ্বী ভূ-রাজনৈতিক ও সামরিক কৌশল “বিপদ” বয়ে আনবে এবং গোটা বিশ্বকে বিভক্ত করবে। এই সম্পর্ক অবশ্যই ঠিক করতে হবে - এবং শীঘ্রই। আমাদের যে কোন মূল্যে আরেকটি স্নায়ু যুদ্ধ এড়ানো দরকার যা হবে অতীতের চেয়ে আলাদা এবং সম্ভবত আরও বিপদজনক এবং পরিচালনা করা হবে আরও কঠিন।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

ভারতের পাঞ্জাবে প্রথম দলিত মুখ্যমন্ত্রী হলেন চরণজিৎ-এনডিটিভি/আজকাল/গণশক্তি

বিধানসভা নির্বাচনের মাত্র চারমাস আগে ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেসের চরণজিৎ সিং চান্নি। রাজ্যটির প্রথম দলিত মুখ্যমন্ত্রী তিনি।পাঞ্জাবে দলিত জনগোষ্ঠীর সংখ্যা ৩১ শতাংশ। কংগ্রেসের প্রধান বিরোধী আকালি দল আগামী বিধানসভা ভোটে মায়াবতীর বহুজন সমাজ পার্টির সঙ্গে জোটে লড়বে। আকালির লক্ষ্য দলিত ভোট পাওয়া। এর আগে, দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছিলেন পাতিয়ালার রাজপরিবারের সন্তান ও ভারতীয় সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন অমরিন্দর সিং। গত নির্বাচনে তিনিই কংগ্রেসকে ক্ষমতায় এনেছিলেন। কিন্তু দলের বিধায়কদের বড় অংশের বিদ্রোহ এবং রাহুল-প্রিয়াঙ্কার বিরাগভাজন হওয়ার ফলে বিধানসভা ভোটের কয়েকমাস আগে সরে যেতে হলো অমরিন্দরকে।

চতুর্থ শ্রেণির ১২ শূন্যপদে এমএ-এমবিএ করাসহ ২২০০ প্রার্থীর আবেদন!-আনন্দবাজার পত্রিকা

ভারতের পশ্চিমবঙ্গে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের পরীক্ষায় বসলেন এমএ, বিএড, গ্র্যাজুয়েট— এমনকি এমবিএ ও বিবিএ পাস করা প্রার্থীরাও। জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ১২ শূন্যপদে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের পরীক্ষায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২২০০ আবেদনপত্র জমা দেন। আবেদনকারীদের মধ্যেবেশিরভাগই উচ্চ শিক্ষিত।

ব্যক্তিগত প্রতিশোধের ‘অস্ত্র’সাইবার অপরাধ’পরিসংখ্যান দিয়ে রিপোর্ট প্রকাশ করল এনসিআর-সংবাদ প্রতিদিন

বিস্তারিত খবরে লেখা হয়েছে,কলকাতা শহরে বাড়ছে সাইবার অপরাধ। এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতার পুলিশ কমিশনার। আর সাইবার অপরাধ বৃদ্ধির কারণ হচ্ছে ব্যক্তিগত প্রতিশেধা স্পৃহা। বেশিরভাগ সাইবার অপরাধীরা ব্যক্তিগত প্রতিশোধ নিতে সাইবার দুনিয়াকে ব্যবহার করছে। অবশ্য শুধু কোলকাতা নয় ভারতের অন্যান্য শহরেও সাইবার অপরাধ বৃদ্ধি পেয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০