সেপ্টেম্বর ২২, ২০২১ ১৬:৩১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২২ সেপ্টেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • খুনি রাশেদকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে-ইত্তেফাক
  • আজ বাংলাদেশে কেউ ভালো নেই: ফখরুল-প্রথম আলো
  • ফের রিমান্ডে রাসেল, কারাগারে শামীমা-মানবজমিন
  • স্বাস্থ্যের তিন হাজার পদে নিয়োগ বাতিল-যুগান্তর
  • একতরফা নির্বাচনে রাষ্ট্রীয় অর্থ-সময়ের অপচয় হচ্ছে'-কালের কণ্ঠ
  • দোকানে বসা নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে জখম করলো কিশোর গ্যাং-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • অক্টোবর থেকে টিকা রফতানি করবে ভারত, ধন্যবাদ হু প্রধানের-আনন্দবাজার পত্রিকা
  • নাগা জঙ্গিদের সঙ্গে প্রথমবার বৈঠকে হিমন্ত বিশ্বশর্মা, শান্তি ফিরবে নাগাল্যান্ডে?-সংবাদ প্রতিদিন
  • চাপ দিল ভারত, নতিস্বীকার করে কোভিশিল্ডকে স্বীকৃতি ব্রিটেনের-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

খুনি রাশেদকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে-ইত্তেফাক

ফাঁসির দণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র ফেরত দেবে বলে আশা ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘এ বিষয়ে আইনি প্রক্রিয়াগুলো শেষ করার কাজ চলছে।’স্থানীয় সময় মঙ্গলবার লোট নিউইয়র্ক প্যালেস হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক কর্মসূচির ওপর মিডিয়া ব্রিফিংকালে এ প্রত্যাশার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বলেন, ‘বিএনপি ও তার ঘনিষ্ঠ মিত্র জামায়াত বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ তিনি বলেন, ‘দেশে জনসমর্থন পেতে ব্যর্থ হয়ে অসৎ উদ্দেশ্যে তারা বিদেশে অপপ্রচারের পথ বেছে নিয়েছে। কিন্তু তাদের এ প্রচেষ্টা অতীতে ব্যর্থ হয়েছে। বর্তমানেও ব্যর্থ হচ্ছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে। তাদের দাবি মোকাবেলা করার জন্য আমাদের কাছে অসংখ্য প্রমাণ রয়েছে।'

আজ বাংলাদেশে কেউ ভালো নেই: ফখরুল-ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে বাংলাদেশে কেউ ভালো নেই। এ পরিস্থিতি থেকে উত্তরণে তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।গতকাল গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আজকে বাংলাদেশে কেউ ভালো নেই। আমাদের কৃষকেরা সবচেয়ে বেশি অবহেলিত। মির্জা ফখরুল বলেন, ‘এ দেশে যে ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার নেতৃত্বে জবরদখল করে ক্ষমতা দখল করে আছে, তাদের সরানোর জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে। প্রায় ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, পাঁচ শর ওপরে গুম করা হয়েছে, খুন করা হয়েছে প্রায় হাজারের ওপর মানুষকে। মামলা আর মামলা—এই অবস্থার প্রেক্ষিতে আমাদের দায়িত্ব হচ্ছে নিজেদের সংগঠিত করে ঐক্য সৃষ্টি করা।’

স্বাস্থ্যের তিন হাজার পদে নিয়োগ বাতিল-যুগান্তর

দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের প্রায় তিন হাজার পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে।এসব পদের মধ্যে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার। সোমবার নিয়োগ বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।নিয়োগে দুর্নীতির খবর গণমাধ্যমে আসার পর স্বাস্থ্য সেবা বিভাগ তদন্ত করেছিল।

ভূরাজনীতি ও আফগান পরিস্থিতিতে গুরুত্ব হারাচ্ছে রোহিঙ্গা সংকট-প্রথম আলো

রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্ব হারাতে শুরু করেছে। ফলে শিগগির এই সংকট সমাধানের সম্ভাবনা নেই। ভারত ও প্রশান্ত মহাসাগরকে ঘিরে ভূরাজনীতি ও আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফেরার প্রেক্ষাপটে এমনটি হয়েছে। এখন এই সমস্যা সমাধানের বিষয়ে নতুন করে ভাবতে হবে।রোহিঙ্গাদের নিয়ে মঙ্গলবার এক গবেষণাগ্রন্থের মোড়ক উন্মোচনের ভার্চ্যুয়াল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। অভিবাসন ও উদ্বাস্তু বিশেষজ্ঞ এবং রামরুর নির্বাহী পরিচালক অধ্যাপক সিআর আবরার বলেন, বর্তমান রোহিঙ্গা সংকট পাঁচ বছরে এসে পড়েছে। ফলে তাঁদের প্রতি সহমর্মিতা কমতে শুরু করেছে। বিশ্বশান্তি বজায় রাখার জন্য নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের দায়িত্ব রয়েছে। অথচ তারা কীভাবে ক্ষুদ্র স্বার্থ দ্বারা চালিত হয়ে নিজেদের বাণিজ্য ও কৌশলগত স্বার্থকে প্রাধান্য দিয়েছে, সেটি রোহিঙ্গা সংকটে প্রমাণিত হয়েছে। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘রোহিঙ্গা সংকট ২০১৭ সাল থেকে ব্যাপক রূপ ধারণ করেছে। এটি বাংলাদেশের জন্য আমাদের সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রের জন্য বিরাট সংকট তৈরি করেছে। আবার এই সংকটের দ্রুত সমাধান হবে, সেটিও আমরা দেখতে পাচ্ছি না। আফগান সংকটের পর এই সংকটের বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি কতটা আকর্ষণ করতে পারব, এ নিয়ে সংশয় রয়েছে।’

'একতরফা নির্বাচনে রাষ্ট্রীয় অর্থ-সময়ের অপচয় হচ্ছে'-কালের কণ্ঠ

স্থানীয় সরকারের একতরফা নির্বাচনে রাষ্ট্রীয় অর্থ ও সময়ের অপচয় হচ্ছে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার যে ধারা চালু হয়েছে তাতে আগামীতে হয়তো আনুষ্ঠানিকভাবে নির্বাচন নামক তামাশা আয়োজনেরও আর প্রয়োজন হবে না। রাজনৈতিক দল, নির্বাচনে অংশগ্রহনে ইচ্ছুক প্রার্থী ও ভোটারদের মধ্যে যে অনাগ্রহ তা এই একতরফা নির্বাচনের প্রতি দেশের মানুষের গভীর অনাস্থা ও অবিশ্বাসেরই বহিঃপ্রকাশ।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

নাগা জঙ্গিদের সঙ্গে প্রথমবার বৈঠকে হিমন্ত বিশ্বশর্মা, শান্তি ফিরবে নাগাল্যান্ডে?-সংবাদ প্রতিদিন

নাগা জঙ্গিদের সঙ্গে প্রথম বৈঠকে বসলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। নাগাল্যান্ডের (Nagaland) মুখ্যমন্ত্রী এন রিও-ও ওই বৈঠকে ছিলেন। এই বৈঠক সম্পর্কে বলতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে উলফার (পরেশপন্থী) মতো জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও আলোচনায় বসার সবুজ সংকেত দিয়েছেন।বৈঠক নিয়ে বলতে গিয়ে হিমন্ত জানিয়েছেন, ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর-পূর্ব ভারতে চিরস্থায়ী শান্তি ফেরাতে দায়বদ্ধ।নেডা জোটের মাথা হিমন্তবিশ্ব শর্মা আরও জানাচ্ছেন, ”আমরা সকলেই প্রবল আশাবাদী, এই ধরনের শান্তি আলোচনা নিশ্চয়ই ফলপ্রসূ হবে।

সম্প্রতি নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ও এক বিধায়কের নামে চার্জশিট দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বিধানসভার অধ্যক্ষকে না জানিয়ে রাজ্যপালের অনুমতি নিয়েই চার্জশিট দেওয়া হয়। ঘটনায় ক্ষুব্ধ হন অধ্যক্ষ। কেন তাঁকে অন্ধকারে রেখে চার্জশিটে জনপ্রতিনিধিদের নাম দেওয়া হল বিধানসভায় (West Bengal Assembly) সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে দুই তদন্তকারী সংস্থাকে চিঠি দেন অধ্যক্ষ।

আইন মেনেই নারদ চার্জশিট’, বিধানসভায় হাজিরা না দিয়ে স্পিকারকে ফের চিঠি ইডির-আজকাল

 নারদ চার্জশিট বিতর্কে স্পিকার এবং তদন্তকারী আধিকারিকদের পত্রযুদ্ধ চলছেই। স্পিকারের তলব সত্ত্বেও বুধবার বিধানসভায় হাজিরা দিলেন না ইডির তদন্তকারী আধিকারিক। বদলে ইডির তরফে স্পিকারকে আরও একটি চিঠি লেখা হয়েছে। যাতে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও একবার জানিয়ে দিয়েছে, তাঁরা আইন মেনেই নারদ মামলায় পদক্ষেপ করেছে। স্পিকারের অনুমতি না নিলেও রাজ্যপালের অনুমতি নিয়ে ওই চার্জশিট পেশ করা হয়েছে।

SAARC বৈঠকে তালিবানের উপস্থিতির দাবি তুলল পাকিস্তান, ভেস্তে গেল আলোচনা-সংবাদ প্রতিদিন

সদস্যদের মধ্যে ‘সহমতের অভাবে’ বাতিল হয়ে গেল SAARC গোষ্ঠীর বৈঠক। চলতি সপ্তাহে নিউ ইয়র্কে সার্ক-এর অন্তর্ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা ছিল। তবে বৈঠকে তালিবানের উপস্থিতির দাবি তোলে পাকিস্তান। যার জেরে প্রতিবাদ করে অন্য দেশগুলি।দক্ষিণ এশিয়ার আটটি দেশ মিলে বাণিজ্যিক ও কূটনৈতিক সহযোগিতা বাড়িয়ে তুলতে তৈরি হয়েছে ‘সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন’ (Saarc) বা সার্ক গোষ্ঠী। সদস্য দেশগুলি হচ্ছে–ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটান। তবে গোড়া থেকে সদস্য দেশগুলির মধ্যে দেখা দেয় মতানৈক্য। বিশেষ করে, ২০১৬ সালে কার্যত কোমায় চলে যায় সার্ক গোষ্ঠী। ওই বছর ইসলামাবাদে বৈঠক হওয়ার কথা ছিল সদস্য দেশগুলির। তবে উরিতে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে সেই বৈঠক বয়কট করে ভারত। তারপর থেকে সেই অর্থে কোনও বড় পদক্ষেপ করেনি গোষ্ঠীটি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২