জাতিসংঘ থেকে ইসরাইলের সদস্য পদ বাতিল করুন
https://parstoday.ir/bn/news/event-i143794-জাতিসংঘ_থেকে_ইসরাইলের_সদস্য_পদ_বাতিল_করুন
তুরস্কের পার্লামেন্ট স্পিকার নোমান কুরতুলমুস জাতিসংঘ থেকে ইহুদিবাদী ইসরাইলের সদস্য পদ বাতিল করার আহ্বান জানিয়েছেন। আজ (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে করতুলমুস বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এক ভয়াবহ হত্যাকাণ্ড এবং গণহত্যার মুখে। এই ধরনের ইতিহাস কখনো দেখা যায়নি। এই ভয়াবহ পরিস্থিতি ১৩ মাস ধরে চলছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৫, ২০২৪ ১৭:১৭ Asia/Dhaka
  • জাতিসংঘ থেকে ইসরাইলের সদস্য পদ বাতিল করুন

তুরস্কের পার্লামেন্ট স্পিকার নোমান কুরতুলমুস জাতিসংঘ থেকে ইহুদিবাদী ইসরাইলের সদস্য পদ বাতিল করার আহ্বান জানিয়েছেন। আজ (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে করতুলমুস বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এক ভয়াবহ হত্যাকাণ্ড এবং গণহত্যার মুখে। এই ধরনের ইতিহাস কখনো দেখা যায়নি। এই ভয়াবহ পরিস্থিতি ১৩ মাস ধরে চলছে। 

তুর্কি স্পিকার উদ্বেগ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যে সিদ্ধান্তই নিক না কেন, ইসরাইলের মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাথে সংশ্লিষ্ট গ্রুপগুলো নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের কাজ অব্যাহত রাখবে। 

কুরতুলমুস আরো বলেন, জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে বর্ণবাদী শাসন পরিচালনা এবং সহিংসতার জন্য জাতিসংঘে দক্ষিণ আফ্রিকার সদস্যপথ স্থগিত ছিল। এখন সময় হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা ও মানবতা-বিরোধী অপরাধের জন্য বিশ্ব সংস্থায় তার সদস্য পদ বাতিল করা। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত অপরাধযজ্ঞ থামাতে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের সদস্য পদ স্থগিত রাখা উচিত।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৫