অক্টোবর ২৩, ২০২১ ১৭:৩২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৩ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • পীরগঞ্জে হামলার অন্যতম হোতা গ্রেপ্তার: র‌্যাব-প্রথম আলো
  • ইকবালের ‘দোষ স্বীকার’, মোটিভ নিয়ে নানা আলোচনা-মানবজমিন
  • কিলিং মিশনে অংশ নেয় ১৯ দুর্বৃত্ত-প্রত্যাবাসন ও উত্থান ঠেকাতেই হত্যা করা হয় মুহিবুল্লাহকে-ইত্তেফাক
  • জাহাজ ভাঙায় শীর্ষস্থান ধরে রাখল বাংলাদেশ -যুগান্তর
  • গণ-অনশন ও অবস্থান কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বীদের ৮ দাবি-কালের কণ্ঠ

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • দেশের উন্নয়নের মডেল হয়ে উঠেছে গোয়া’, ভিডিও বৈঠকে প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী-সংবাদ প্রতিদিন
  • জম্মু-কাশ্মীরে শাহ, নিহত পুলিশকর্মীর স্ত্রীর সঙ্গে দেখা করে দিলেন চাকরির প্রতিশ্রুতি-আনন্দবাজার পত্রিকা
  • ‘ভ্যাকসিনের আগেই সেঞ্চুরি জ্বালানির’, বিজেপিকে তোপ অভিষেকের-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

পীরগঞ্জে হামলার অন্যতম হোতা গ্রেপ্তারের খবরে র‌্যাব-জানিয়েছে রংপুরের পীরগঞ্জে হিন্দু বসতিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার ‘অন্যতম হোতা’কে গ্রেপ্তারের করা হয়েছে। শুক্রবার রাতে র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তির নাম–পরিচয় প্রকাশ করেনি র‍্যাব।কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় যখন সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, মণ্ডপ ও বাড়িঘরে হামলা হচ্ছিল, এমন সময় রংপুরের পীরগঞ্জে ভয়াবহ ঘটনা ঘটানো হয়। প্রথম আলোতে এ খবরটি প্রকাশিত হয়েছে। দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-৪৭ নাগরিকের বিবৃতিআইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণ খুঁজে বের করতে হবে। অপর এক খবরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, সাম্প্রদায়িক হামলার তদন্ত হয়, বিচার হয় না।

ইকবালের ‘দোষ স্বীকার’, মোটিভ নিয়ে নানা আলোচনা-মানবজমিন

পুলিশের জিজ্ঞাসাবাদে পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার দায় স্বীকার করেছে ইকবাল। গতকাল দুপুরে তাকে কক্সবাজার থেকে কুমিল্লায় আনা হয়। কুমিল্লা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল দায় স্বীকার করে। নগরীর নানুয়া দীঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখে অবমাননার ঘটনার মূলহোতা ইকবাল হোসেনকে গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার সুগন্ধা বিচ এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। তাকে কুমিল্লায় নেয়া হয়েছে- ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ঢাকাও নেয়া হতে পারে।

মোটিভ নিয়ে আলোচনা: ইকবাল ঘটনার দায় স্বীকার করেছে। তবে এর পেছনে কি মোটিভ ছিল তা নিয়ে আলোচনা চলছে সর্বত্র। প্রশ্ন উঠেছে তার পেছনে কারা রয়েছে? ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন, ইকবাল কারো প্ররোচনা ছাড়া এ কাজ করেছেন বলে তিনি মনে করেন না। গতকাল বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদও এক সংবাদ সম্মেলনে নানা প্রশ্ন উত্থাপন করেন। কুমিল্লা পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনার পেছনে কী মোটিভ ছিল তাও খুঁজে বের করা হচ্ছে।

যুগান্তরের একটি খবরের শিরোনাম এরকম- ইকবালকে ভবঘুরে বলে লঘু করে দেখার অবকাশ নেই্। আর মির্জা ফখরুল প্রশ্ন করেছেন ইকবাল এতদিন কোথায় ছিল? কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে,গণ-অনশন ও অবস্থান কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বীরা ৮ দফা  দাবি দিয়েছে। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি দায়ী।

কিলিং মিশনে অংশ নেয় ১৯ দুর্বৃত্ত-প্রত্যাবাসন ও উত্থান ঠেকাতেই হত্যা করা হয় মুহিবুল্লাহকে-ইত্তেফাক

রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও নেতা হিসেবে উত্থান ঠেকাতে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ)'র চেয়ারম্যান মুহিবুল্লাহকে হত্যা করা হয়েছে। একটি দুর্বৃত্ত সংগঠনের শীর্ষ নেতার নির্দেশে হত্যা মিশনে অংশ নেন ১৯ দুর্বৃত্ত। এদের মাঝে ৫ জন ছিলেন অস্ত্রধারী। পূর্ব প্রস্তুতি মতে কয়েক মিনিটেই কিলিং মিশন শেষ করে ঘটনাস্থল ত্যাগ তরে দুর্বৃত্তরা।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে মুহিবুল্লাহর হত্যার কিলিং স্কোয়াডের সদস্য আজিজুল হককে গ্রেফতার ও হত্যার ছক সম্পর্কে প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাইমুল হক।

জাহাজ ভাঙায় শীর্ষস্থান ধরে রাখল বাংলাদেশ-যুগান্তর

করোনার প্রথম বছর অন্যান্য খাতের মতো ক্ষতিগ্রস্ত হয়েছিল জাহাজ ভাঙা শিল্পও। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে চলতি বছর কয়েক দফা লকডাউনে নেতিবাচক প্রভাব পড়েনি এ শিল্পে। ফলে চলতি বছর প্রথম দুই প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ও এপ্রিল-জুন) মতো তৃতীয় প্রান্তিকেও (জুলাই-সেপ্টেম্বর) জাহাজ ভাঙায় শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। এ সময় দেশে আগের বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় ১৭০ শতাংশ বেশি জাহাজ ভাঙা হয়।

জাহাজ ভাঙা ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে বিশ্বব্যাপী কাজ করা বেলজিয়ামভিত্তিক গবেষণা সংস্থা ‘শিপ ব্রেকিং প্ল্যাটফর্ম’-এর সর্বশেষ প্রান্তিক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। ২০২১ সালের তৃতীয় প্রান্তিকের তথ্যের ভিত্তিতে সম্প্রতি এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

দেশের উন্নয়নের মডেল হয়ে উঠেছে গোয়া’, ভিডিও বৈঠকে প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী-সংবাদ প্রতিদিন

গোয়া (Goa) মানে প্রকৃতি ও পর্যটন। কিন্তু আজ উন্নয়ন ও সম্মিলিত প্রয়াসের এক মডেল হয়ে উঠেছে গোয়া। শনিবার এভাবেই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শনিবার ‘আত্মনির্ভর ভারত স্বয়ংসম্পূর্ণ গোয়া’ যোজনার সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেছেন তিনি। এই কর্মসূচিতে অংশ নিয়ে শনিবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তখনই গোয়ার প্রশস্তি শোনা যায় তাঁর মুখে।আগামী বছর গোয়ার বিধানসভা নির্বাচন। তার আগে এদিন এভাবেই প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল গোয়ার উন্নয়নের প্রসঙ্গ। এদিন প্রধানমন্ত্রী বলেন, গত দেড়-দুই বছরে গোয়া করোনার পাশাপাশি সাইক্লোন ও বন্যার প্রকোপেও পড়েছে। কিন্তু এই প্রতিকূলতার মধ্যেও রাজ্য ও কেন্দ্র সরকার যৌথভাবে ত্রাণকার্য চালিয়ে গিয়েছে।

কাল-পাক-ভারত ক্রিকেট যুদ্ধ। টি টোয়েন্টি বিশ্বকাপে কাল মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দী দুই দল। এ নিয়ে ভারতের দৈনিক সংবাদ প্রতিদিনের কয়েকটি শিরোনাম তুলে ধরছি। মাঝে আর মাত্র একদিন। তারপরই সংযুক্ত আরব আমিরাতে ভারত-পাকিস্তান মহারণ। আর ম্যাচ ঘিরে উত্তাপ ইতিমধ্যে ছড়াতেও শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ম্যাচের আগেই বড়সড় মন্তব্য পাকিস্তানের অধিনায়ক বাবর আজমে। তিনি  অতীতের পরিসংখ্যান ইতিহাস, বিরাট কোহলিদের বিরুদ্ধে এবার পাকিস্তান জিতবেই। সম্প্রতি এমনটাই বলেছেন বাবর আজম। এদিকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মুদাস্সর নজর -ভারত-পাক মহারণে বিরাটের থেকেও রোহিতকে এগিয়ে রাখলেন।

জম্মু-কাশ্মীরে শাহ, নিহত পুলিশকর্মীর স্ত্রীর সঙ্গে দেখা করে দিলেন চাকরির প্রতিশ্রুতি-আনন্দবাজার পত্রিকা

তিন দিনের সফরে শনিবার সকালে জম্মু-কাশ্মীর পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০১৯-এর অগস্টে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর এই প্রথম জম্মু-কাশ্মীর সফরে গেলেন শাহ। শ্রীনগর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান উপ রাজ্যপাল মনোজ সিনহা।

শ্রীনগরে পা রেখেই শাহ দেখা করতে যান জম্মু-কাশ্মীরের নিহত পুলিশ আধিকারিক পারভেজ আহমদের পরিবারের সঙ্গে। কয়েক দিন আগেই জঙ্গিদের হাতে নিহত হন এই পুলিশ আধিকারিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পারভেজের স্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। তাঁকে চাকরির প্রস্তাবও দেন। তিনি বলেন, “এই পুলিশকর্মীর আত্মবলিদান মনে রাখবে গোটা দেশ।” অক্টোবরের গোড়া থেকে উপত্যকায় জঙ্গি হামলায় নিহত হয়েছেন ১১ জন সাধারণ নাগরিক। হামলা চালানো হয়েছে পরিযায়ী শ্রমিক এবং কাশ্মীরি পণ্ডিতদের উপরও। এমন একটা আবহে জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

‘ভ্যাকসিনের আগেই সেঞ্চুরি জ্বালানির’, বিজেপিকে তোপ অভিষেকের-আজকাল

উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপিকে তুলোধনা করলেন অভিষেক ব্যানার্জি। গোসাবার সভায় এদিন পেট্রল-‌ডিজেলের সেঞ্চুরি নিয়ে তোপ দাগলেন তিনি। বলেন, ‘প্রথমে পেট্রল-‌ডিজেল সেঞ্চুরি করেছে, তারপর ভ্যাকসিনের সেঞ্চুরি হয়েছে। বিজেপি যে রাজ্যে ক্ষমতায় আছে, কেন সেখানে লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড নেই? বিজেপির ১৫ লক্ষ কেউ পায়নি, কিন্তু মমতা লক্ষ্মীর ভাণ্ডার সকলেই পেয়েছেন।’ পাশাপাশি সুন্দরবন উন্নয়ন নিয়ে এদিন শাহকে কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে সুন্দরবন। ২ লক্ষ কোটি টাকা সুন্দরবনকে দেবেন বলেছিলেন অমিত শাহ। সেই টাকা কোথায়? বিজেপি প্রতিশ্রুতি দিয়ে তা পালন করে না। তৃণমূল কোনও প্রতিশ্রুতি দিলে তা পূরণ করে।’ 

এরই সঙ্গে বিজেপির বিরুদ্ধে সম্মুখসমরে লড়াই হবে বলে জানালেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘বিজেপির বিরুদ্ধে মুখ খুললেই ইডি-‌সিবিআই দেখানো হয়। এটা বাংলা, গুজরাট নয়, আমরা আত্মসমর্পণ করব না। আমাকেও ৯ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করেছে, কিছু করতে পারেনি।’ এদিনের সভায় কংগ্রেসকেও ফের কাঠগড়ায় তোলেন অভিষেক। অভিযোগ তোলেন, বিজেপিকে সুবিধা করে দিতেই বামেদের সঙ্গে জোট করেছিল কংগ্রেস।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩

ট্যাগ