বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি দোষারোপ
'গুজব ছড়িয়ে বিশেষ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হয়েছিল'
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১ নভেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি : ওবায়দুল কাদের-ইত্তেফাক
- গুজব ছড়িয়ে বিশেষ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হয়েছিল: স্বরাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো
- বিশেষজ্ঞ মত- বিশ্বে করোনায় মৃত্যু প্রায় দুই কোটি!- মানবজমিন
- সরকারের ব্যর্থতা ঢাকতে পরিকল্পিত সাম্প্রদায়িক হামলা: রিজভী- কালের কণ্ঠ
- করোনায় মৃত্যু কমে ২, শনাক্তের হার ১.০৮- যুগান্তর
ভারতের শিরোনাম:
- লড়বেন না অখিলেশ! উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের আগে বড় চমক প্রাক্তন মুখ্যমন্ত্রীর-আনন্দবাজার পত্রিকা
- বাংলাদেশের হিংসার ঘটনায় হিন্দুদের পক্ষ নেওয়ায় ফেসবুকে ‘নির্বাসিত’ তসলিমা নাসরিন!-দৈনিক সংবাদ প্রতিদিন
- মোদির জনসভার কাছে বিস্ফোরণ, ৪ জনকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২ দোষীর–আজকাল
বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
গুজব ছড়িয়ে বিশেষ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হয়েছিল: স্বরাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘খুন ও ধর্ষণের মামলা ছাড়া বাকি সব মামলা আমরা নিষ্পত্তি করব।’ আত্মসমর্পণকারীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দয়া করে আপনারা অন্য কিছু চিন্তা করবেন না। যাঁরা মনে করছেন দস্যুতায় ফিরে গেলে আইনশৃঙ্খলা বাহিনী কিছু করবে না, তারা ভুল ভাবছেন। কেউ অন্য পথে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আসাদুজ্জামান খান বলেন, ‘আপনারা বলেছেন, অনুদানের টাকা উকিলদের পকেটে চলে যাচ্ছে। আমরা শুনেছি, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনাদের আমরা ভুলিনি।’
সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি : ওবায়দুল কাদের-ইত্তেফাক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, এদেশের ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি।
সোমবার সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন বিএনপি ক্ষমতায় যেতে এবং ক্ষমতা অবৈধভাবে ধরে রাখতে সাম্প্রদায়িক শক্তির ওপর নির্ভর করে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৯৯১ সালেও বিএনপি ক্ষমতায় এসেছিল সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঁতাত করে। সাম্প্রদায়িকতাকে অস্ত্র বানায় বিএনপি, আওয়ামী লীগ নয়। ক্ষমতায় যেতে বিএনপিই ধর্ম ও সাম্প্রদায়িকতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে।
দেশে ধর্মীয় উগ্রবাদ বিএনপির আমলেই সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি বলেন, ৬৩টি জেলায় একইসঙ্গে বোমা হামলা হয়েছিল বিএনপির শাসনামলে, শায়খ আবদুর রহমান, বাংলা ভাইরা যে উগ্রপন্থার জন্ম দিয়েছিল তার প্রশ্রয়দাতা আর আশ্রয়দাতা ছিল বিএনপি।
দৈনিকটির অপর এক খবরের শিরোনাম-পরিবর্তন আসবেই হতাশার কারণ নেই: ফখরুল
এ খবরে লেখা হয়েছে, দেশে পরিবর্তন আসবেই উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চারিদিকে শ্বাসরুদ্ধকর অবস্থা, মানুষ পরিবর্তন চায়। তারা জিজ্ঞাসা করে, কবে এই অবস্থা থেকে বের হতে পারবে? আমি বিশ্বাস করি অবশ্যই পরিবর্তন আসবে। হতাশার কোনো কারণ নেই। এদেশের মানুষ কখনোই পরাজয় বরণ করেনি। পাকিস্তান থেকে শুরু করে, ৬৯’র গণঅভ্যুত্থান, একাত্তরের স্বাধীনতাযুদ্ধ, নব্বইয়ের আন্দোলন, মানুষ যখন জেগে উঠেছে তখন কিন্তু তাদেরই বিজয় হয়েছে। সেজন্য মানুষকে আজকে জেগে উঠতে হবে।
আর কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন সারাদেশে যে সাম্প্রদায়িক হামলা হয়েছে তা পরিকল্পিত। সরকারের নানা ব্যর্থতা ঢাকতে তারা নিজেরাই হামলা করেছে। বিভিন্ন জেলায় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা হাতেনাতে ধরা পড়েছে।
করোনায় মৃত্যু কমে ২, শনাক্তের হার ১.০৮-যুগান্তর
করোনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যহারে কমে এসেছে। দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মাত্র ২ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটি দেশের ২৭ হাজার ৮৭০ জনের প্রাণ কেড়ে নিল। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশেষজ্ঞ মত- বিশ্বে করোনায় মৃত্যু প্রায় দুই কোটি!-মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, করোনা ভাইরাস মহামারিতে বিশ্বে প্রকৃতপক্ষে কত মানুষ মারা গেছেন তা নির্দিষ্ট নয়। তবে বিভিন্ন দেশের সরকারের দেয়া তথ্যমতে এই সংখ্যা ৫০ লাখের বেশি। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করেন এই সংখ্যা দুই কোটির কাছাকাছি। বহু দেশে সরকারি হিসাবের বাইরে অসংখ্য মানুষ মারা গেছেন- যাদের হিসাব সরকারি খাতায় স্থান পায়নি।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
লড়বেন না অখিলেশ! উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের আগে বড় চমক প্রাক্তন মুখ্যমন্ত্রীর-আনন্দবাজার পত্রিকা
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে লড়বেন না অখিলেশ যাদব। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সোমবার এই ঘোষণা করেছেন। যদিও কেন এই সিদ্ধান্ত, তার কোনও কারণ ব্যখ্যা করেননি। তবে এর আগেও কখনও তিনি উত্তর প্রদেশের বিধানসভা ভোটে লড়েননি। বিধান পরিষদের সদস্য হওয়ার সুবাদে মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন। সোমবার অখিলেশ জানিয়েছেন, তিনি না লড়লেও তাঁর দল রাষ্ট্রীয় লোক দলের সঙ্গে জোট বেঁধে বিধানসভা নির্বাচনে লড়বে। যদিও দু’দলের আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হয়নি এখনও।
সোমবার অখিলেশ জানিয়েছেন, তিনি না লড়লেও তাঁর দল রাষ্ট্রীয় লোক দলের সঙ্গে জোট বেঁধে বিধানসভা নির্বাচনে লড়বে। যদিও দু’দলের আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হয়নি এখনও।
ভারতের দিকে চোখ তুললেই তালেবানের ওপর বিমান হামলা: যোগী আদিত্যনাথ-এনডিটিভি অনলাইন
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, তালেবানদের কারণে অস্থির বোধ করছে পাকিস্তান ও আফগানিস্তান। তালেবান ভারতের দিকে চোখ তুলে তাকালে বিমান হামলা চালানো হবে। যোগী বলেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ শক্তিশালী। বাইরের কোনো দেশ ভারতের দিকে চোখ তুলতে সাহস করতে পারে না।
আন্দোলনে বাধা দিলে সরকারি অফিসকেই শস্য বাজার বানানো হবে: ভারতে কৃষক নেতা-এনডিটিভি
ভারতে পাশ হওয়া নতুন কৃষি আইন বাতিল করতে সরকারকে ২৬ দিন সময় বেঁধে দিলেন ভারতীয় কৃষক ইউনিয়নের প্রধান রাকেশ টিকাইত। এই সময়সীমার মধ্যে আইন প্রত্যাহার না করলে আন্দোলন তীব্র হবে বলে উল্লেখ করেন তিনি। বিক্ষোভে বাধা দিলে সরকারি অফিসগুলোকে শস্য বাজারে পরিণত করার হুমকিও দিয়েছেন টিকাইত।
নিপা ভাইরাস সৃষ্টি করবে আরেকটি মহামারি!- ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই’কে উদ্ধৃত করে অনলাইন লাইভমিন্ট এর খবরে লেখা হয়েছে, নিপা ভাইরাস কি নতুন মহামারি সৃষ্টি করবে? সম্প্রতি ভারতে এই ভাইরাসে সংক্রমিত একটি বালকের মৃত্যু হয়েছে। এর ফলে এমন প্রশ্নের সৃষ্টি হয়েছে। বলা হয়েছে, ভবিষ্যত হুমকির কথা মাথায় রেখে এখনই কি প্রস্তুতি নেয়ার সময়? অথবা এই মহামারির বিরুদ্ধে এখনই কি আমাদেরকে ‘সরঞ্জাম’ প্রস্তুত রাখা উচিত? এতে বলা হয়েছে, নিঃসন্দেহে এটা বলা যায় যে, মহামারির ব্যাপক প্রস্তুতিতে ঘাটতি থাকার কারণে করোনা মহামারি ভয়াবহ আকার ধারণ করেছিল। এর ফলে ভয়ঙ্কর এবং বিপর্যয়কারী পরিণতি ভোগ করতে হয়েছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১