-
সূরা তালাক: ৮-১২ (পর্ব-২)
জানুয়ারি ২১, ২০২৪ ১৫:৪৬আপনাদের হয়তো মনে আছে গত আসরে আমরা সূরা তালাকের ৭ নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সূরার বাকি অংশ অর্থাৎ ৮ থেকে ১২ নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই এই সূরার ৮ থেকে ১০ নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক: