-
'ইসরাইলের সঙ্গে চুক্তি আরব দেশগুলোর সর্বনাশের পথ খুলে দিতে পারে'
সেপ্টেম্বর ১৮, ২০২০ ২২:২৩মধ্যপ্রাচ্যের রাজনীতির ছক পাল্টে যাচ্ছে। এরইমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন-ইসরাইলের সাথে পূর্ণাঙ্গ সম্পর্ক স্থাপনের চুক্তি করেছে। তবে ঐ চুক্তিকে ফিলিস্তিনের সব দল ও সংগঠন বিশ্বাসঘাতকা বলে উল্লেখ করেছে। বাহরাইনে এর বিরুদ্ধে অব্যাহতভাবে বিক্ষোভ চলছে। সেখানকার জনগণ বলছে আমরা ফিলিস্তিনের জনগণের পাশেই রয়েছি।