ইসরাইল থেকে গ্যাস আমদানি নিষিদ্ধ করতে জর্দানের সংসদে প্রস্তাব পাস
(last modified Sun, 19 Jan 2020 15:39:17 GMT )
জানুয়ারি ১৯, ২০২০ ২১:৩৯ Asia/Dhaka
  • জর্দানের জাতীয় সংসদ
    জর্দানের জাতীয় সংসদ

ইহুদিবাদী ইসরাইল থেকে গ্যাস আমদানি নিষিদ্ধ করার জন্য জর্দানের জাতীয় সংসদ একটি প্রস্তাব পাস করা হয়েছে। জর্দান সরকার ইসরাইলের সঙ্গে গ্যাস আমদানির ব্যাপারে কয়েকশ কোটি ডলারের একটি চুক্তি সই করেছে কিন্তু জর্দানের বেশিরভাগ মানুষ এই চুক্তির বিরুদ্ধে বেশ কিছুদিন থেকে প্রচণ্ড রকমের বিক্ষোভ করে আসছে।

আজ (রোববার) জর্দানের জাতীয় সংসদের স্পিকার আতেফ তারাওনেহ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে জানান, সংসদের বেশিরভাগ সদস্য গ্যাস আমদানির বিরুদ্ধে উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন এবং এটি এখন সরকারের কাছে জরুরভিত্তিতে পাঠানো হচ্ছে যাতে ইসরাইল থেকে গ্যাস আমদানি বাতিলের জন্য আইন করা হয়।

ইসরাইল থেকে গ্যাস আমদানির বিরুদ্ধে বাপক বিক্ষোভ

জর্দানের জাতীয় সংসদে পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে, সরকার, বিভিন্ন মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কোম্পানিগুলো ইহুদিবাদী ইসরাইল থেকে গ্যাস আমদানি করতে পারবে না।

জর্দানের জাতীয় সংসদে প্রস্তাব পাস হওয়ার ব্যাপারে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে যে, নিম্নকক্ষের বেশিরভাগ সদস্য উঠে দাঁড়িয়ে ওই প্রস্তাবের পক্ষে সমর্থন জানাচ্ছেন।#

পার্সটুডে/এসআইবি/১৯

ট্যাগ