ক্ষুদ্র গোষ্ঠী বিশ্ব শাসন করতে পারে না: জি-৭কে চীন
শিল্পোন্নত সাত জাতির সংস্থা জি-সেভেনকে উদ্দেশ করে চীন বলেছে, ক্ষুদ্র একটি গোষ্ঠী বিশ্ব শাসন করতে পারে না। জি সেভেনের সদ্য সমাপ্ত বৈঠক থেকে চীন-বিরোধী কর্মসূচি গ্রহণ করার পর বেইজিং একথা বললো।
কঠোর প্রতিক্রিয়া দেখিয়ে চীন বলেছে, এখনো এসব দেশ সেকেলে ধারণা নিয়ে বসে আছে যে, ছোট একটি সংস্থা এখনো বিশ্ব শাসন করতে পারে এবং তারাই বাকি বিশ্বের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
জি-সেভেনের নেতারা গতকাল (শনিবার) ব্রিটেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শহরে বৈঠকে মিলিত হন এবং সেখান থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত একটি পরিকল্পনা গ্রহণে সম্মত হন। এ পরিকল্পনায় চীনের কয়েক ট্রিলিয়ন ডলারের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প মোকাবেলা করার কথা বলা হয়েছে।
হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, ‘বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড’ নামের এ পরিকল্পনার অর্থ হচ্ছে- এটি চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতার কথা তুলে ধরবে এবং নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে চমৎকার সব অবকঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দিল। এ সমস্ত অবকাঠামো নির্মাণে ৪০ ট্রিলিয়ন ডলার লাগবে বলে হোয়াইট হাউস জানিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৩