-
তাজমহল মন্দির নয়, সমাধিসৌধ: ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ
আগস্ট ২৬, ২০১৭ ২৩:০৬ভারত সরকার ও কেন্দ্রীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের পক্ষ থেকে আগ্রার ঐতিহাসিক তাজমহলকে ‘সমাধিসৌধ’ বলে উল্লেখ করা হয়েছে। তাজমহল নিয়ে বিতর্ককে কেন্দ্র করে আদালতে জবাব দাখিল করে বলা হয়েছে, তাজমহল মন্দির নয় বরং এটি সম্রাট শাহজাহান কর্তৃক তার স্ত্রী বেগম মমতাজ মহলের স্মৃতিতে গড়া সমাধিসৌধ।