নটরডেমের শিক্ষার্থী নিহত: বিচারের দাবিতে শিক্ষার্থীরা আজও রাস্তায়
(last modified Thu, 25 Nov 2021 07:25:25 GMT )
নভেম্বর ২৫, ২০২১ ১৩:২৫ Asia/Dhaka
  • নাঈম হাসানের নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে রাস্তায় নটরডেম কলেজের শিক্ষার্থীরা।
    নাঈম হাসানের নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে রাস্তায় নটরডেম কলেজের শিক্ষার্থীরা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় প্রকৃত আসামির বিচারের দাবিতে গুলিস্তানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা।

আজ (বৃহস্পতিবার) বেলা ১২টার পর তারা গুলিস্তানে হকি স্টেডিয়ামের পাশে দুর্ঘটনাস্থলে অবস্থান করে বিক্ষোভ করেন। এ সময় তাদের ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, 'আমার ভাই কবরে, খুনি কেন বাইরে',  প্রভৃতি স্লোগানে উত্তাল হয়ে ওঠে গুলিস্তান এলাকা। তাদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

এর আগে বেলা ১১টা ১৫ মিনিটের দিকে তারা নটরডেম কলেজের সামনে জড়ো হন। এরপর সাড়ে ১১টা নাগাদ তারা শাপলা চত্বরের সড়কে অবস্থান নেন। এসময় তারা এ ঘটনার সঙ্গে জড়িত চালকের ফাঁসির দাবি জানান। একইসঙ্গে ছাত্র হত্যার বিচার চেয়ে নটর ডেমের শিক্ষার্থীদের এ আন্দোলনে যেন কোনো বহিরাগত প্রবেশ করতে না পারে সেই দিকে খেয়াল রাখার ব্যাপারেও সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

গতকাল বুধবার শিক্ষার্থী নাঈম গুলিস্তানে সড়ক পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে সে পড়ে যায়। এরপর গাড়িটি না থেমে তাকে চাপা দেয়। এ ঘটনায় চালকের সহকারীকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাঈম হাসান

নাঈম হাসান (১৭) নামে নটরডেম কলেজের মানবিক শাখার ২য় বর্ষের শিক্ষার্থী। তার পিতা মো. শাহ আলম দেওয়ান ও মা জান্নাতুল ফেরদৌস। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব কাজিরখিল দেওয়ানবাড়ী গ্রামে।

ওই ঘটনার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে দুর্ঘটনায় জড়িত প্রকৃত আসামির বিচারের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। বিক্ষোভকালে শিক্ষার্থীরা তাদের সহপাঠীর মৃত্যুর ঘটনার ন্যায়বিচার, নিরাপদ সড়ক নিশ্চিত করাসহ ছয় দফা দাবি তুলে ধরে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ