দেখতে দেখতে তের বছর, আন্দোলন কোন বছর-কাদের
ঈদের পরে নয়, আন্দোলন চলমান, আন্দোলন হবে-ফখরুল
বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপির আন্দোলন সক্ষমতাকে কটাক্ষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে গত তের বছর ধরে বিএনপি প্রতিটি ঈদের পরে ঘোষণা দিয়েছে- ঈদের পর আন্দোলন। দেখতে দেখতে তের বছর, আন্দোলন হবে কোন বছর।
শুক্রবার (২৯ এপ্রিল) গাবতলি বাসটার্মিনাল পরিদর্শন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বিএনপি প্রতিদিন একই কথা বলে। তাদের কথার কোনো হদিস নাই। দিশেহারা পথিক পথ হারালে যা হয়, বিএনপির অবস্থা তাই। বিএনপি কখন যে কী বলবে সেটা বলা মুশকিল।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের জাতীয় ঐক্যের চেহারা আমরা গত নির্বাচনে দেখেছি। তারা ঐক্য করলো, সংলাপে আসলো, নির্বাচন করবে। তারপর নির্বাচনের সময় তাদের ঐক্যের লেজে গোবরে অবস্থা। এরকম ঐক্য নিয়ে আবার জাতীয় ঐক্য দাবি করে কিভাবে। বিএনপির নেতা কে? কে আন্দোলন করে, আমি জিজ্ঞেস করি বিএনপির প্রধানমন্ত্রী হবে কে?
ওবায়দুল কাদেরেরে এমন কটাক্ষপূর্ন মন্তব্যের জবাবে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিরোধী সকল রাজনৈতিক দলের সাথে ঐক্য এবং সমন্বয় করে আন্দোলনের কৌশল রচনা করা হবে। ব্যাপক জনগণের সম্পৃক্ততার মাধ্যমে সৃষ্টি হবে গণ আভ্যুত্থান।
বেসরকারি একটি টিভি চ্যানেলের সাথে দেওয়া সাক্ষাতকারে রাজনৈতিক দল জামায়াতে ইসলামের সাথে ঐক্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেছেন, বিএনপি’র নেতৃত্বাধীন ২০-দলীয় জোটে আছে জামাত। তবে তাদের সাথে বিএনপি’র কোন আদর্শিক ঐক্য নেই। এর আগে গত বৃহস্পতিবার(২৮ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আঘাতের জবাবে পাল্টা আঘাত দেওয়ার প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ।
তিনি বলেছেন, ‘শুধু সরকার পতন আন্দোলন বা সরকার গঠন নয়, কিছু সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের ওপর গুরুত্বারোপ করতে হবে। ঈদের পরে নয়, আন্দোলন চলমান, আন্দোলন হবে। রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে জনগণের বিজয় হবে, কোনো দলের নয়। আন্দোলনে জীবন গেলে যাক, তবু বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্য, কখনো জনগণের জন্য নয়। হেলমেট বাহিনী গঠিত হয়েছে। এখন শুনছি যে হেলমেট (পরা হয়) আত্মরক্ষার জন্য। কিন্তু হেলমেট বাহিনী মারামারি করতে গেছে বলেই তো হেলমেট নিয়ে গেছে। নিউমার্কেটের দোকানদারেরা তো হেলমেট নিয়ে যাননি। হেলমেট বাহিনী নতুন কিছু নয়, অনেক পুরোনো ঘটনা। তাদের (সরকার) যেমন হেলমেট বাহিনী আছে, জনগণ যখন হাতুড়ি বাহিনী গড়ে তুলতে পারবে, তখনই তাদের পরাজিত করা যাবে।’#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/এমবিএ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।