আগামীতে আসন ভাগাভাগি ও আঁতাতের নির্বাচন হতে দেওয়া হবে না: বিএনপি
(last modified Thu, 12 May 2022 11:22:34 GMT )
মে ১২, ২০২২ ১৭:২২ Asia/Dhaka

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ক্ষমতাসীনদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন,আগামীতে আসন ভাগাভাগির কোন নির্বাচন হবে না । কোনো আঁতাতের নির্বাচন হতে দেওয়া হবে না।

বিএনপি নেতারা দাবী করেছেন, আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় রেখে  দেশে কোন সুষ্ঠ নির্বাচন হবেনা। তাই আওয়ামীলীগকে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

স্বাধীনতার ৫০ বছরপূর্তি  উপলক্ষ্যে  লালমনিরহাটে এক সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইভিএম বুঝি না। এই সরকারকে আগে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। সেই নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে কোনো নির্বাচন নয়।

তিনি আরও বলেন, এই র‍্যালির মাধ্যমে দেশে আজ থেকে গণতন্ত্রের নতুন সূচনার যাত্রা শুরু হলো। এই সরকারের আমলে গণতন্ত্র হারিয়ে গেছে। হারানো গণতন্ত্র ফিরিয়ে আনাই আমাদের আজকের সংগ্রাম।

এদিকে  রাজধানীতে এক প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি উচ্চারণ করেন,  যারা আসন ভাগাভাগির পরিকল্লপনা  করছেন, আমরা তাদের পা ভাগ করে দেব। আসন ভাগের নির্বাচন বাংলাদেশে হবে না।

নেতাকর্মীদেরকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, আমাদের যার ওপর হামলা, জুলুম হবে- আমরা একযোগে ঝাঁপিয়ে পড়ব। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আর যে প্রতিরোধ গড়ে উঠেছে, এই প্রতিরোধ ও প্রত্যাঘাতের মাধ্যমেই আমরা এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাব। 

'দেশব্যাপী বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে' আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কুমিল্লায় ড. মোশাররফ হোসেনের বাড়িতে হামলা হয়েছে, ফেনীতে ভিপি জয়নালের বাড়িতে হামলা হয়েছে। আরো অনেক জায়গায় হামলা হয়েছে। এ গুলি ক্ষমতাসীনদের পরিকল্পিত মহড়া।

তিনি হুঁশিয়ারী  দিয়ে বলেন, এখন হামলার প্রতিবাদ নয়; প্রতিরোধ গড়ে তুলতে হবে, হামলা হলে পাল্টা হামলা, আঘাত আসলে পাল্টা আঘাত করতে হবে। যেখানেই হামলা সেখানেই প্রতিরোধ, সেখানেই পাল্টা হামলা- এটা আমার গণতান্ত্রিক অধিকার।

ওদিকে, ক্ষমাসীন দল আওায়ামী লীগ দাবী করেছে, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে মির্জা ফখরুলসহ বিএনপির টপ টু বটম নেতাদের পদত্যাগ করা উচিত।’ আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজ  ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশে  বলেছেন ‘দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। দেশের চলমান উন্নয়ন-অর্জন ধরে রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বে আগামী সময়েও আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।’

ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তাঁর রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্যে এসব  কথা বলেন।

আওয়ামী লীগ করে যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, তাদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, অবৈধ অর্থ পাচারকারীদের কোনোভাবেই দলে রাখা যাবে না।’

‘আগামী জাতীয় নির্বাচন ও আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে এখন থেকেই দলকে সুসংগঠিত ও স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে’-এমনটি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ