জুন ০৩, ২০২২ ২১:০১ Asia/Dhaka
  • সম্মাননা স্মারক গ্রহণ করছেন আব্দুল কুদ্দুস মাস্টার
    সম্মাননা স্মারক গ্রহণ করছেন আব্দুল কুদ্দুস মাস্টার

রেডিও তেহরান বাংলা বিভাগের গৌরবময় ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৭ মে ঢাকাস্থ জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে 'আইআরআইবি ফ্যান ক্লাব, বাংলাদেশ' কর্তৃক বর্ণাঢ্য আয়োজনে সমৃদ্ধ ঐতিহাসিক মিলনমেলার খবর ইতোমধ্যেই বাংলা, ফার্সি ও ইংরেজি ভাষায় বাংলাদেশ, ইরান ও আমেরিকার বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা স্মারক নিচ্ছেন মোখলেছুর রহমান

উক্ত অনুষ্ঠানের একাংশে ছিল ৬ জন সিনিয়র শ্রোতা ও একজন শ্রেষ্ঠ শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান। আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ ও রেডিও তেহরানের পক্ষে সংশ্লিষ্টদের হাতে সম্মাননা এওয়ার্ড তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ইরানের মান্যবর রাষ্ট্রদূত তথা অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলী পিরি।

সম্মাননা স্মারক গ্রহণ করছেন মোহাম্মদ আব্দুল্লাহ

কর্তৃপক্ষের বিচার বিবেচনায় সিনিয়র শ্রোতা হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছেন খুলনার পুরোনো শ্রোতা ও সংগঠক মুনির আহমেদ, চুয়াডাঙ্গার শ্রোতা সংগঠক মোহাম্মদ আব্দুল্লাহ, কুড়িগ্রামের শাপলা শর্টওয়েভ রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কুদ্দুস মাস্টার, কুষ্টিয়ার সিনিয়র শ্রোতা মোখলেছুর রহমান, ঢাকার ইন্টারন্যাশনাল রেডিও লিসেনার্স ক্লাবের প্রেসিডেন্ট রশিদুন নবী ফিরোজ এবং একজন কিংবদন্তি শ্রোতা সংগঠক, নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট ও নন্দিত সাংবাদিক নিউইয়র্ক বাংলা ডটকম'র চিফ এডিটর আকবর হায়দার কিরণ।

ইরানি রাষ্ট্রদূতের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছেন মুনির আহমেদ

আমেরিকায় থাকার কারণে তাঁর পক্ষে এওয়ার্ড গ্রহণ করেন খুলনার বর্ষীয়ান শ্রোতা মুনির আহমেদ।  

শ্রেষ্ঠ শিক্ষক এওয়ার্ড

একই অনুষ্ঠানে রেডিও তেহরানের নিয়মিত শ্রোতা, চট্টগ্রামের কর্ণফুলী এ জে চৌধুরী ডিগ্রী কলেজের আইসিটি বিভাগের প্রধান ও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত জনাব আব্দুল কাইয়ুম মাসুদকেও সম্মাননা এওয়ার্ড প্রদান করা হয়।

সম্মাননা স্মারক গ্রহণ করছেন রশিদুন নবী ফিরোজ

অনুষ্ঠানে অনুপস্থিতির কারণে তাঁর পক্ষে সম্মানা স্মারক গ্রহণ করেন জাকারিয়া চৌধুরী যুবরাজ। 

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে সম্পূর্ণ ব্যতিক্রমভাবে ও অভিনব কায়দায় সম্মাননা জানানো হয় রেডিও তেহরানে আশরাফুর রহমান-এর গৌরবময় ২০ বছর পূর্তিতে। এতে আলাদা আলাদা অক্ষর লিখা আইডি কার্ডের ২৮টি বিশেষ ফিতা প্রাপ্ত সকলকে বিশেষ ক্রেস্ট উপহার দেওয়া হয় আশরাফুর রহমান-এর সম্মানে।

অনুষ্ঠানের শেষাংশে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ ও রেডিও তেহরানের পক্ষ থেকে উপস্থিত অতিথি ও শ্রোতাদেরকে মূল্যবান বই, সম্মাননা স্মারক, শুভেচ্ছা ক্রেস্ট, কলম, চাবির রিং ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়। 

গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যথাক্রমে আইআরআইবি ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক ও রেডিও তেহরানের মনিটর আবু তাহের, সিনিয়র শ্রোতা জামাল আহমেদ সুবর্ণ ও ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম।#

 

বার্তা প্রেরক

আবদুল কুদ্দুস মাস্টার

শাপলা শর্টওয়েভ রেডিও শ্রোতা সংঘ

উত্তর ধলডাঙ্গা, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ।

ট্যাগ