রাজশাহী থেকে খুলনাগামী 'সাগরদাঁড়ি' আন্তঃনগর ট্রেনে আগুন
(last modified Sun, 12 Jun 2022 12:15:30 GMT )
জুন ১২, ২০২২ ১৮:১৫ Asia/Dhaka
  • রাজশাহী থেকে খুলনাগামী 'সাগরদাঁড়ি' আন্তঃনগর ট্রেনে আগুন

সিলেট রুটে একটি আন্তঃনগর ট্রেনে আগুন লাগার একদিনের মাথায় আজ রাজশাহীতে খুলনাগামী সাগরদাঁড়ি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ রবিবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে আগুন লাগে ট্রেনটিতে। এতে ওই ট্রেনের শোভন চেয়ারের একটি কোচ (বগি) বাতিল করা হয়। ফলে ওই কোচের অর্ধেক যাত্রীদের টিকিট ফেরত দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণে এক ঘণ্টা দেরিতে ট্রেন ছাড়ে। ট্রেনটি সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী স্টেশনের ম্যানেজার আব্দুল করিম বলেন, ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় শোভন চেয়ারের একটি বগিতে টয়লেটের রড লাইটে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রচণ্ড ধোঁয়ায় বগিটি আচ্ছন্ন হয়ে যায়। দ্রুত বগিটিকে খুলে ফেলা হয়। ট্রেনটি এক ঘণ্টা দেরিতে ছাড়ে। তবে কোনো হতহাতের ঘটনা ঘটেনি।

এ প্রসঙ্গে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসিম কুমার তালুকদার গণমাধ্যমকে বলেন, আমাদের ট্রেনগুলো বিশ্রাম পাচ্ছে না। ফলে যে পরিমাণ রক্ষণাবেক্ষণ প্রয়োজন, সেটি আর হয় না। এতে করে মাঝে মাঝে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। এসব ঘটনা ইচ্ছাকৃত নয়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ