জুন ১৭, ২০২২ ১৯:৩৭ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ছে, প্রস্তুত কোভিড হাসপাতালগুলো

বিশ্বের আরো অনেক দেশের মতো বাংলাদেশেও ফের বাড়ছে করোনা সংক্রমণ। একই সঙ্গে বাড়ছে মৃত্যু। বাংলাদেশে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার মাঝে গত এক দিনে ৩৫৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা ১৪ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে টানা ১৫ দিন করোনা শনাক্তের সংখ্যা ঊর্ধ্বমুখী পাওয়া যাচ্ছে।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে প্রস্তত রাখা হয়েছে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো। সতর্ক থাকার পাশাপাশি ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি চালুর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

কয়েকদিন আগেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে আবার বাড়ছে জানিয়ে এ বিষয়ে সবাইকে আরও বেশি সতর্ক থাকার পরমার্শ  দিয়েছেন।

এ সময়, সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘পার্শ্ববর্তী দেশসহ বাংলাদেশেও করোনা বাড়ছে। এ জন্য সবাই বুস্টার ডোজ নিন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।’

অন্যদিকে, করোনা মোকাবিলায় গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি বিদেশ থেকে আসা ব্যক্তিদের জন্য করোনা নেগেটিভ সনদ এবং টিকা সনদ বাধ্যতামূলক করাসহ স্বাস্থ্যবিধি প্রয়োগের পরামর্শ দিয়েছে।

পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, দেশে করোনা সংক্রমণ বাড়ছে। কিন্তু অফিস-আদালত, যানবাহন, মার্কেট, হাটবাজার—কোথাও স্বাস্হ্যবিধি মানা হচ্ছে না। বহির্বিশ্বে যাতায়াতও বেড়েছে। আবার করোনা পরীক্ষাও করাতে চায় না অনেকে। এভাবে চলতে থাকলে করোনা সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যেতে পারে। তাই আমাদের আগের মতো ‘নো মাস্ক নো সার্ভিস’ চালু করতে হবে। সবার মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। নইলে করোনার এবারের ঢেউয়ের ব্যাপকতা বেড়ে যাবে।

জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির পরামর্শগুলোর মধ্যে আছে—স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে পুনরায় উদ্বুদ্ধ করতে সব ধরনের গণমাধ্যমে অনুরোধ জানাতে হবে; সব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা; ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি প্রয়োগ করা; সামাজিক দূরত্ব বজায় রাখা; জনসমাগম বর্জন করা; ধর্মীয় প্রার্থনার স্থানে (যেমন—মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি) মাস্ক পরা।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ