বাংলাদেশের বিভিন্ন শহরে আশুরা উদযাপিত
-
বাংলাদেশের বিভিন্ন শহরে আশুরা উদযাপিত
বাংলাদেশে আজ (মঙ্গলবার) পালিত হলো পবিত্র আশুরা। আশুরার এদিনে কারবালায় সপরিবারে শহীদ হন বিশ্ব নবীর প্রাণ প্রিয় নাতি ইমাম হোসাইন(আ.)। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে রাজধানী ঢাকাসহ সারা দেশে পবিত্র আশুরা পালন করা হয়। দিনব্যাপী এই কর্মসূচির মধ্যে ছিল তাজিয়া ও শোক মিছিল।
৬১ হিজরির ১০ মহরম তথা আশুরার দিনে ইরাকের কারবালা প্রান্তরে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার সেনাদের হাতে শহীদ হন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.-এর দৌহিত্র ইমাম হুসাইন (আ.) ও তাঁর সঙ্গীরা। হযরত ইমাম হোসাইন (আ.)'র পবিত্র আশুরা উপলক্ষে আজ (মঙ্গলবার) বাংলাদেশের বিভিন্ন শহরে শোক কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, শোক ও মাতম মিছিল। #
পার্সটুডে/আবুসাঈদ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।