তেহরানে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
(last modified Mon, 15 Aug 2022 17:21:49 GMT )
আগস্ট ১৫, ২০২২ ২৩:২১ Asia/Dhaka
  • রাষ্ট্রদূত এ. এফ. এম. গওসোল আজম সরকার
    রাষ্ট্রদূত এ. এফ. এম. গওসোল আজম সরকার

তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

আজ (সোমবার) সকালে ৯টায় দূতাবাস ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেন ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. এফ. এম. গওসোল আজম সরকার। এসময় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ মুনাজাত করা হয়।

কমার্শিয়াল কাউন্সিলর ড. জুলিয়া মঈন

এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের বাণী পড়ে শোনান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর ড. জুলিয়া মঈন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পড়েন প্রথম সচিব মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের বাণী পাঠ করেন সহ-কন্স্যুলার কর্মকর্তা গোলাম রব্বানী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির বাণী পড়ে শোনান রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা এফ এম কামাল হোসেন।

মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন

মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন পিএইচডি গবেষক ডা. হেদায়েতুল্লাহ সাজু, বাংলাদেশি শিক্ষার্থী সাজ্জাদ শরীফ, কমার্শিয়াল কাউন্সিলর ড. জুলিয়া মঈন এবং রাষ্ট্রদূত এ. এফ. এম. গওসোল আজম সরকার। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক সোহেল আহম্মেদ, রেজওয়ান হোসেন, মুহাম্মদ আশরাফুর রহমান, মোহাম্মদ আবুসাঈদ ও মোহাম্মদ বাবুল আকতার

রাষ্ট্রদূত এ. এফ. এম. গওসোল আজম সরকার এবং কমার্শিয়াল কাউন্সিলর ড. জুলিয়া মঈনের সঙ্গে ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে বাংলাদেশি খাবার দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫