মিয়ানমার কথা না শুনলে আমরা জাতিসংঘের কাছে অভিযোগ দেব: স্বরাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i113346-মিয়ানমার_কথা_না_শুনলে_আমরা_জাতিসংঘের_কাছে_অভিযোগ_দেব_স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা কোনো ধরনের যুদ্ধ চাই না, শান্তিপূর্ণ সমাধান চাই। মিয়ানমারের সংঘাত যাতে আমাদের দেশে না আসে, সীমান্তে সেই ধরনের ব্যবস্থা নিতে বলেছি। তারা (মিয়ানমার) যদি কথা না শোনে তাহলে আমরা জাতিসংঘের কাছে অভিযোগ দেব।’
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১৫:১৮ Asia/Dhaka
  • আসাদুজ্জামান খান কামাল
    আসাদুজ্জামান খান কামাল

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা কোনো ধরনের যুদ্ধ চাই না, শান্তিপূর্ণ সমাধান চাই। মিয়ানমারের সংঘাত যাতে আমাদের দেশে না আসে, সীমান্তে সেই ধরনের ব্যবস্থা নিতে বলেছি। তারা (মিয়ানমার) যদি কথা না শোনে তাহলে আমরা জাতিসংঘের কাছে অভিযোগ দেব।’

আজ (শনিবার) দুপুরে ধানমন্ডিতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টারশেল নিক্ষেপের বিষয়টি কূটনৈতিকভাবে সমাধান করা হবে। এরই মধ্যে আমরা এ ঘটনার কড়া প্রতিবাদ করেছি। মিয়ানমারে সংঘর্ষের মধ্যে বাংলাদেশে যাতে কোনো রোহিঙ্গা প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে রাখাইন রাজ্যের পাহাড় থেকে ছোড়া একটি মর্টার শেল এসে তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্যরেখায় পড়ে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। এতে এক শিশুসহ পাঁচ রোহিঙ্গা আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।

নিহত কিশোরের নাম মো. ইকবাল (১৫)। সে শূন্যরেখার আশ্রয়শিবিরের রোহিঙ্গা মুনির আহমদের ছেলে। আহত পাঁচ রোহিঙ্গার মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জাহিদ আলম (৩০), নবী হোসেন (২১), মো. আনাস (১৫) ও সাহদিয়া (৪)।

মিয়ানমারের ছোড়া মর্টারশেল বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যু ও পাঁচ জন আহত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্ত অঞ্চলে। এই পরিস্থিতিতে সীমান্তবর্তী ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রটি পার্শ্ববর্তী কক্সবাজার জেলার কুতুপালং বিদ্যালয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তবে শনিবার সকাল থেকে গোলাগুলি ও মর্টারশেল ছোড়ার কোনো শব্দ শোনা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭