কোনো বছরই পূরণ হয় না বাজেটের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা; ব্যবস্থাপনার সংস্কার জরুরি 
(last modified Wed, 02 Nov 2022 12:16:47 GMT )
নভেম্বর ০২, ২০২২ ১৮:১৬ Asia/Dhaka
  • কোনো বছরই পূরণ হয় না বাজেটের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা; ব্যবস্থাপনার সংস্কার জরুরি 

জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের আয়োজনে এবারও করমেলা হচ্ছে না। তবে মঙ্গলবার থেকে শুরু হয়েছে আয়কর তথ্যসেবা মাস। প্রতিটি করাঞ্চলে করদাতারা করমেলার ন্যায় বাড়তি সেবা পাচ্ছেন। মূলত করদাতাদের সেবা প্রদান ও আয়কর রিটার্ন দাখিলের সুবিধার্থে এই উদ্যোগ। 

পুরো নভেম্বর মাসজুড়ে ঢাকা, চট্টগ্রামসহ দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯ সার্কেলে অফিস সময়ে এই সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। 

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিম গণমাধ্যমকে জানান, আয়কর তথ্যসেবা কর্মসূচির মাধ্যমে জনগণের কর সচেতনতা ও রাজস্ব আহরণ উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পাবে এবং এনবিআর তা লক্ষ্যমাত্র পূরণ করতে পারবে বলে প্রত্যাশা সংস্থাটির চেয়ারম্যানের। 

কিন্তু মাঠ পর্যায়ের চিত্র একটু ভিন্ন উল্লেখ করে এনবিআর সার্টিফাইড আয়কর ও ভ্যাট কনসালটেন্ট রাকিবুল হাসান রেডিও তেহরানকে জানান, সাধারণ মানুষের মাঝে এখনো কর সচেতনতা তেমন বৃদ্ধি পায়নি। এমনকি সাধারণ মানুষকে এই কর প্রদানে দায়বদ্ধতাও তৈরি করা হয়নি। তবে সম্প্রতি সরকারের বেশ কিছু সেবা নিশ্চত করতে আয়কর সনদ বাধ্যতামূলক করা হয়েছে, যা আয়কর আদায়ে খুবই কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করেন রাকিবুল হাসান। 

ড. মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড

জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ রেডিও তেহরানকে বলেন, দেশে আয়কর আহরণের মাত্রা খুবই নাজুক। ওদিকে বাজেটের আকার অনুসারে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা প্রতিবছর বৃদ্ধিতে রাজস্ববোর্ড প্রায় বেকায়দায় পড়ে। এর বিরূপ প্রভাব সাধারণ মানুষকেও ভোগ করতে হয়। তাই কর আদায় ব্যবস্থাপনার সংস্কার জরুরি বলে মনে করছেন জাতীয় রাজস্ববোর্ডের সাবেক এই চেয়ারম্যান। 

উল্লেখ্য, কোনো বছরই বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আদায় করা সম্ভব হয় না। এর পেছনে পাঁচটি কারণ খুঁজে বের করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যার মধ্যে রয়েছে, উচ্চ লক্ষ্যমাত্রা, কর পরিসর সম্প্রসারণের ক্ষেত্রে জরিপ কার্যক্রমে পদ্ধতিগত সমন্বয়হীনতা ও দীর্ঘসূত্রিতা, আন্তঃকর ব্যবস্থাপনায় তথ্য বিনিময়ের অপ্রতুলতা, দক্ষ জনবলের স্বল্পতা ও ভৌত অবকাঠামোসহ প্রয়োজনীয় সুবিধার অভাব। এ সংকটগুলো কাটিয়ে উঠতে পারলেই করব্যবস্থাপনার আমুল পরিবর্তন হবে বলে মনে করেন বিশ্লেষকরা।#

পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ