সৌদি প্রবাসীদের মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নবায়ন করবে যৌথ ওয়ার্কিং গ্রুপ, হজযাত্রীর ইমিগ্রেশন হবে ঢাকায়
(last modified Sun, 13 Nov 2022 11:55:45 GMT )
নভেম্বর ১৩, ২০২২ ১৭:৫৫ Asia/Dhaka
  • সৌদি প্রবাসীদের মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নবায়ন করবে যৌথ ওয়ার্কিং গ্রুপ, হজযাত্রীর ইমিগ্রেশন হবে ঢাকায়

বিশ্বের প্রায় ১৭৩টি দেশে এক কোটি বিশ লাখের কিছুবেশী বাংলাদেশী কর্মী রয়েছেন। যার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী শ্রমিক রয়েছেন মরুর দেশ সৌদি আরবে। কিন্তু সৌদিআরবে অবস্থানরত অনেক বাংলাদেশিরই পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এ সমস্যা প্রায় অনেক দিনের।

এমন পরিস্থিতিতে সৌদিআরবে বাংলাদেশিদের মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নবায়নের জন্য যৌথ ওয়ার্কিং গ্রুপ কাজ করবে বলে প্রস্তাব দিয়েছেন ঢাকায় সফররত সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ।

রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময়ে তিনি এ বিষয়ে আলোচনা করেন। পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়টিও উত্থাপন করেন সৌদিমন্ত্রী। একই সাথে পাসপোর্ট নবায়নে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে তার সম্মতি দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

পরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ। এসময়ে তারা  শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন ও লাগেজ তল্লাশির কাজ ঢাকায় সম্পন্ন করার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, চুক্তি অনুযায়ী এখন থেকে ইমিগ্রেশন, ব্যাগেজ চেকিং সবকিছু বাংলাদেশের বিমানবন্দরে সম্পন্ন হবে  #

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ