জানুয়ারি ০৪, ২০২৩ ১৮:২২ Asia/Dhaka

গেল বছরের শেষ সময়ে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে ফের করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। ওমিক্রনের নতুন ধরন ‘বিএফ.৭’ থেকে এবার ভাইরাসটি ছড়াচ্ছে। এটি ওমিক্রনের চেয়ে চারগুণ বেশি সংক্রামক। যা শনাক্ত করা কঠিন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ধরনটি কম সময়ের মধ্যে বেশি মানুষকে আক্রান্ত করে। চীনে নতুন করে ২৫ কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে ভারতসহ বাংলাদেশেও সংক্রমণ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সংক্রমণের নতুন ঢেউ মোকাবিলায় সরকারের কোভিড বিষয়ক জাতীয় কারিগরি কমিটি ৪ দফা সুপারিশ করেছে। একই সঙ্গে বিমান, নৌ ও স্থলবন্দরগুলোতে সন্দেহভাজন যাত্রীদের পরীক্ষা জোরদার করতে বলা হয়েছে।

ওমিক্রনের নতুন উপধরন ‘বিএফ.৭’ এর সংক্রমণ রোধে বাংলাদেশের সীমান্তগুলোতে সতর্কতা জারির পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ভারতে ওমিক্রনের এই উপ-ধরন শনাক্ত হওয়ায় বাংলাদেশে আশঙ্কা তৈরি হচ্ছে। এটি ‘অত্যন্ত সংক্রামক।’ ফলে দেশের স্থল, নৌ ও বিমানবন্দরে সন্দেহজনক যাত্রীদের হেলথ স্ক্রিনিং জোরদারের নির্দেশনা দিয়েছে তারা।

দ্রুত টিকা নেওয়ার পরামর্শ

আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এই ভাইরাস যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র্র, ফ্রান্স, ব্রাজিল ও জার্মানিসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হেলথ স্ক্রিনিং জোরদারের পরামর্শ দেন স্বাস্থ্যবিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞ চিকিসক ডা. আয়েশা খানম বলেছেন, করোনা সংক্রমণের নতুন ভ্যারিয়েন্টে সবচেয়ে ভয়াবহ দিক হলো টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য এটির ঝুঁকি চারগুণ বেশি। একজন আক্রান্ত ব্যক্তি ১৮ জনকে সংক্রামিত করতে পারে। তাই যারা টিকা নেননি তাদের দ্রুত টিকা নিতে হবে।

ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক মনে করেন, দেশে টিকার এতসহজলভ্যতার পরেও যারা টিকা নিচ্ছেন না তারা নিজেদের বড় ক্ষতি করছেন। তাই তাদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া সেকেন্ড বুস্টার ডোজের (চতুর্থ ডোজ) প্রচার-প্রচারণা বৃদ্ধির বিষয়ে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা। #

পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/৪

 

ট্যাগ