হযরত ফাতিমা (সা. আ.)'র জন্মবার্ষিকী
যশোরে বিশ্ব মাতৃ ও নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশের যশোরে 'ইনকিলাব-এ মাহদী মিশন'-এর উদ্যোগে নবীকন্যা হযরত ফাতিমা জাহরা (সা. আ.)-এর শুভ জন্মদিনে (২০-শে জামাদিউস সানি) শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-এর প্রাণের স্পন্দন খাতুনে জান্নাত হযরত ফাতিমা (সা. আ.)-এর শুভ জন্মদিনকে ইরানসহ বিভিন্ন দেশের বিশ্ব মাতৃ ও নারী দিবস হিসেবে পালন করা হয়। দিবসটি উপলক্ষে 'যশোর জিলা স্কুল'-এর সেমিনার হলে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক পর্যায়ের সেমিনার ৷

দূর দূরান্ত থেকে ও শহরের আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছিলেন মা ফাতেমার প্রেমিকগণ। বিশেষ করে নারী ও শিশুদের উপস্থিতি ছিল সর্বাধিক।
আলোচক ও সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ইসলামি শিক্ষার প্রাণপুরুষ হুজ্জাতুল ইসলাম জনাব মওলানা সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী, ঢাকা শহর থেকে এসেছিলেন জনাব মওলানা হাবিব রেজা সাহেব, যশোর নিবাসী আল মুস্তাফা ইন্টারন্যাশানাল ইউনির্ভাসিটির কর্মরত জনাব মওলানা মীর আশরাফ-উল আলম সাহেব, যশোর নিবাসী জনাব মুস্তাফা খান সিরাজ, হাজী দানবীর মুহসিন মুরালী ইমামবাড়ীর সম্মানিত পেশ ইমাম জনাব মওলানা ইকবাল, যশোরে অবস্থিত ইনকিলাব-এ মাহদী মিশনের বর্তমান পরিচালক জনাব সিরাজুল ইসলাম সাহেব ও প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে আমন্ত্রিত হয়ে এসেছিলেন শেখ মুস্তাক আহমদ ৷

আলোচকগণ মা ফাতেমা (সা. আ.)-এর মৌলিক অব্যক্ত কোরআনিক মর্যাদা, এলাহী ফজিলতসহ তাঁর আধ্যাত্মিক পরিচয় তুলে ধরেন নিজ নিজ পরিভাষায়। অধিকাংশ বক্তাই 'ফাতেমা (সা. আ.) রিসার্চ সেন্টার' প্রতিষ্ঠার জরালো দাবি জানান।
এদিন সকাল ১১ টার একটি যশোর কেন্দ্রীয় ঈদগাহ থেকে জিলা স্কুল পর্যন্ত বহু নারী-পুরুষ, শিশু-কিশোর কিশোরী পায়ে হেঁটে 'বিশ্বমাতৃ দিবস' স্মরণে পদযাত্রায় অংশ নেন।
শহরে উপস্থিত বিভিন্ন টিভি মিডিয়া, সংবাদ প্রচার মাধ্যমসহ সোস্যাল নেটওয়ার্কের অ্যাক্টিভিস্টরাও এই মহতি অনুষ্ঠানের সেরা মূহূর্তগুলিতে সুন্দরভাবে পরিবেশন করেন।

অনুষ্ঠানের অতিথি শেখ মুস্তাক আহমদ ২০-শে জামাদিউস সানিতে জন্মগ্রহণকারী ইরানের ইসলামী বিল্পবের প্রাণপুরুষ আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী (রহ.)-এর উপরে একটি স্বরচিত কবিতা পাঠ করেন ৷
পরিশেষে সকল আমন্ত্রিত অতিথিদের হাতে স্মারক উপহারও তুলে দেন 'ইনকিলাব-এ মাহদী মিশনের পরিচালক জনাব সিরাজুল ইসলাম।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।