আগামী নির্বাচনের আগে দেশে কোন নতুন রাস্তা নির্মাণ হবে না: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i118894-আগামী_নির্বাচনের_আগে_দেশে_কোন_নতুন_রাস্তা_নির্মাণ_হবে_না_ওবায়দুল_কাদের
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের কোথাও কোন নতুন রাস্তা করা যাবে না। নতুন সড়ক না করার বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৫, ২০২৩ ১৮:০৮ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের কোথাও কোন নতুন রাস্তা করা যাবে না। নতুন সড়ক না করার বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসিদের সঙ্গে মতবিনিময় সভায় এমন নির্দেশনা দেন তিনি।

পরে সংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ে সরকারের উন্নয়নমূলক সব অবকাঠামো দৃশ্যমান। তাই এখন আর কোনও নতুন রাস্তা করা হবে না। আগামী নির্বাচনের আগে যে রাস্তাগুলো রয়েছে সেগুলো মেরামত কাজ চলবে বলে জানান ওবায়দুল কাদের।

এর আগে দুপুরে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের ঢেউ, জোয়ার থেকে ভাটায় নেমেছে। বিএনপি নেতাদের কথা মানুষ আর এখন বিশ্বাস করেনা।

তিনি দাবি করেন, বিএনপির আন্দোলনে কর্মী আছে, কিন্তু জনগণ নেই। সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে বিএনপির আন্দোলন ভুয়া বলেও মন্তব্য করেন তিনি। #

পার্সটুডে/এনআর/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।