হুমকিতে দেশের তৈরী পোষাক শিল্প: ক্রেতা ধরে রাখার চ্যালেঞ্জ
(last modified Wed, 25 Jan 2023 12:14:26 GMT )
জানুয়ারি ২৫, ২০২৩ ১৮:১৪ Asia/Dhaka

দেশের রপ্তানী আয়ের বড় খাত তৈরি পোশাক শিল্প আজ বড় চ্যালেঞ্জের মুখে। ব্যাংক সুদের হার বৃদ্ধির পর গ্যাসের মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে রপ্তানীমুখি এ শিল্পে। চলতি মাসে শিল্পখাতে জ্বালানি গ্যাসের নতুন দাম নির্ধারণের ফলে বৃহৎ শিল্পে ইউনিটপ্রতি গ্যাসের দাম ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রের জন্য, ইউনিটপ্রতি গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।

এর ফলে শিল্পকারখানায় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছেযার পরিপ্রেক্ষিতে তৈরী পোষাকের মূল্যও বেড়ে যাবে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি-বিজিএমইএর নেতারা।  তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ-এর সভাপতি ফারুক হাসান মনে করেন বিশ্বমন্দার কারণে এমনিতেই একরকম অস্থিরতা বিরাজ করছে ব্যবসা-বাণিজ্যে। এ অবস্থায় গ্যাসের দাম বৃদ্ধিতে পোশাক শিল্পখাত আরও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এদিকে, ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলেছেন, গ্যাসের দাম বাড়ানোর প্রেক্ষিতে আবারও নতুন করে চ্যালেঞ্জের সম্মুক্ষীন হবে দেশের শিল্পখাত, যার প্রভাব পড়বে ভোক্তার ওপর। এ অবস্থায় সার্বিক বিবেচনায় সমন্বয়ের আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজিএমইএ

আর শিল্প উদ্যোক্তারা বলছেন, গ্যাসের দাম বাড়ায় ভোক্তাপর্যায়ে পণ্যের দাম আরও বেড়ে যাবে। তাই সব বিবেচনায় গ্যাসের মূল্য সমন্বয়ের দাবী  ব্যবসায়ীদের। রাজধানী ঢাকার ব্যবসায়ী ও উদ্যোক্তা মন্ডল ট্রেডার্স লি: এর স্বত্ত্বাধিকারী এ টি এম ফিরোজ মন্ডল বলছেন, করোনা পরবর্তি সময়ে অনেক ঝড়ঝাপটা কাটিয়ে যখন ব্যবসায় ফিরে দাঁড়াতে শুরু করছে প্রতিষ্ঠানগুলো ঠিক তখনই এই গ্যাসের দাম বৃদ্ধি ঝুঁকিতে ফেলে দিল ব্যবসায়ীদের। 

অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ বলছে, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাবে উৎপাদন খরচ বেড়ে গেলে সার্বিকভাবে মূল্যস্ফীতিও বাড়বে। এমন মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড.মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকীর।এ অবস্থায়, শিল্পখাতে ভারসাম্য রক্ষা ও সমন্বয়ে আলোচনার বিকল্প নেই বলে মনে করছেন সংশিষ্টরা।#

পার্সটুডে/এনআর/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ