কবি চন্দ্রাবতীর বাড়িতে কিশোরগঞ্জের শ্রোতাদের জমজমাট মিলনমেলা অনুষ্ঠিত
https://parstoday.ir/bn/news/bangladesh-i118958
কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ ও আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের যৌথ উদ্যোগে বাংলা সাহেত্যর প্রথম মহিলা কবি চন্দ্রবতীর বাড়ির প্রাঙ্গনে বাংলাদেশ ও আন্তর্জাতিক বেতারের শ্রোতাদের নিয়ে এক শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সভাপতি ও গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ২৭, ২০২৩ ১২:১৯ Asia/Dhaka
  • কবি চন্দ্রাবতীর বাড়িতে কিশোরগঞ্জের শ্রোতাদের জমজমাট মিলনমেলা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ ও আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের যৌথ উদ্যোগে বাংলা সাহেত্যর প্রথম মহিলা কবি চন্দ্রবতীর বাড়ির প্রাঙ্গনে বাংলাদেশ ও আন্তর্জাতিক বেতারের শ্রোতাদের নিয়ে এক শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সভাপতি ও গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন। 

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী শ্রোতা, প্রবাসী শ্রোতা ক্লাবের সভাপতি ও আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সহ-সভাপতি সাইফুল ইসলাম শান্ত, বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় ঘোষক ও ভ্রমণ পিয়াসু আহসান হাবীব বাপ্পী এবং দৈনিক আজকের সারাদিনের জেলা প্রতিনিধি ও সোস্যাল ওয়ার্কার শরিফ মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন নরসুন্দা বেতার শ্রোতা পরিবারের সভাপতি ও আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘের উপদেষ্টা মুহাম্মদ আসাদুজ্জামান মাস্টার, সংঘের সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক,  আনন্দ টেলিভিশনের রিপোর্টার সাব্বির রায়হান, স্বপ্নের তরী বেতার শ্রোতা ক্লাবের সভাপতি ও আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলাম, লাইট অব নলেজ রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি ও আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের ক্রীড়া সম্পাদক মোঃ আজহারুল ইসলাম তামিম,  আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের অর্থ-সম্পাদক শরিফা আক্তার পান্না, বিশিষ্ট বেতার শ্রোতা আলিয়া সুলতানা পিংকী, নরসুন্দা ব্লাড ডোনেশন ক্যাম্পের সাংগঠনিক সম্পাদক ও ফ্যান ক্লাব সদস্য মোঃ পলাশ মিয়া, ফ্যান ক্লাব সদস্য ফাতেমা আক্তার মুন্নি, পপি আক্তার প্রিয়া, খাদিজা আক্তার সেতু প্রমূখ। অত্যন্ত আনন্দঘন পরিবেশে শ্রোতা সম্মেলন সকাল এগারটায় শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত চলে।

প্রধান অতিথির বক্তব্যে জনাব সাইফুল ইসলাম শান্ত বলেন, ছোট্ট পরিসরে এমন সুন্দর একটি আয়োজন করায় আমি অভিভূত, আনন্দিত! বিদেশে থাকলেও বেতারের মাধ্যমে আমি আপনাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলি। আমি চাই আমরা সবাই যেন নিয়মিত বেতার শুনি, আন্তর্জাতিক ও দেশীয় সব কেন্দ্রের অনুষ্ঠানই শুনা উচিত। বিশেষ করে বর্তমান সময়ে রেডিও তেহরান শ্রোতাদের যেভাবে মূল্যায়ন করছে, তাতে এ কেন্দ্রের সাথে শ্রোতাদের সখ্যতা গড়ে উঠেছে। এ সখ্যতা আরো বৃদ্ধি করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব আহসান হাবীব বাপ্পী বলেন, শ্রোতা সম্মেলনের জন্য বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ীকে ভেন্যু হিসেবে নির্বাচন করে কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ ও আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ সৃজনশীলতার পরিচয় দিয়েছে। প্রতিটি শ্রোতা সংগঠন এ দৃষ্টান্তকে অনুসরণ করে তাদের নিকটস্থ ঐতিহাসিক স্থানে সম্মেলন বা আড্ডার আয়োজন করলে সাধারণ শ্রোতারা বেশি উপকৃত হবেন।

তরুণ সমাজসেবক ও অপর বিশেষ অতিথি শরিফ মিয়া তার বক্তব্যে বলেন, বিশ্ব থেকে রেডিও যে হারিয়ে যায় নি, হারিয়ে যাবে না, তার জ্বলন্ত প্রমাণ রেডিও তেহরান। এমন শ্রোতাবান্ধব বেতার কেন্দ্র বর্তমান বিশ্বে আর একটিও নেই। রেডিও তেহরানের সাথে থাকতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।

তিনি আরো বলেন, গুরুদয়াল সরকারি কলেজের শাহাদত স্যার তাঁর প্রচণ্ড ব্যস্ততার মাঝেও শ্রোতা সংগঠনকে সময় দিয়ে, শ্রোতাদেরকে একতাবদ্ধ রেখে, শ্রোতাদের মানোন্নয়নে কাজ করে আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। 

আলোচনায় অংশ নিয়ে জনাব মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, বেতার যে এখনো হারিয়ে যায়নি, আজকের অনুষ্ঠান তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

জনাব রেজুয়ানুল হক বলেন, বেতার আমাদের ভালোবাসার নাম। আমরা সবসময় বেতারের সাথে ছিলাম, ভবিষ্যতেও বেতারের সাথে থাকব।

এছাড়াও বক্তব্য দেন সর্বজনাব জাহাঙ্গীর আলাম, মোঃ আজহারুল ইসলাম তামিম, শরিফা আক্তার পান্না, মোঃ পলাশ মিয়া ও পপি আক্তার প্রিয়া। 

সভাপতির ভাষণে আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সভাপতি ও গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন বলেন, বেতার এখনো বড় গণমাধ্যম। তাই নতুন নতুন মাধ্যম আসলেও বেতার টিকে আছে, টিকে থাকবে। শুধু এর ধরণ বদলাবে। বেতার এখন রেডিও ছাড়াও মোবাইলে শোনা যাচ্ছে। বাংলাদেশ বেতার রেডিও ছাড়াও মোবাইল অ্যাপস, ফেসবুক পেইজ ও ইউটিউবের মাধ্যমে শ্রোতাদের কাছে অনুষ্ঠান পৌঁছে দিচ্ছে। অন্যদিক আন্তর্জাতিক গণমাধ্যম রেডিও তেহরানও শর্টওয়েব, ওয়েবসাইট, ফেসবুক পেইজ ও ইউটিউবের মাধ্যমে অনুষ্ঠান প্রচার করছে। শ্রোতাদের সাথে চিঠিপত্র ও ইমেইল ছাড়াও মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে যোগাযাগ রাখছে, যা আর কোন বেতার কেন্দ্র করেনি।

সভাপতি মহোদয় আরো বলেন যে, বেতার শুধু একটি যন্ত্র নয়। এটি একটি খোলা বই। এটি একটি বিশ্ববিদ্যালয়। জ্ঞানের সকল শাখায় বেতারের বিচরণ। তাই বেতার শোনা ব্যক্তি দেশের প্রচলিত আইন-কানুন সম্পর্কে সম্যক অবহিত থাকেন, তাঁর চিকিৎসা খরচ অনেক কম লাগে, তিনি পেয়ে থাকেন সুস্থ বিনোদন।

আলোচনা সভা শেষে আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ আয়োজিত চিঠি লেখা প্রতিযোগিতা ও বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার গ্রহণ করেন জাহাঙ্গীর আলম, কাজী এনামুল হক, শরিফা আক্তার পান্না, মোঃ সাগর মিয়া, সারোয়ার জাহান মহসিন। চিঠি লেখা ও বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার অন্যান্য বিজয়ীদের পুরস্কার পরবর্তীতে কোন একটি অনুষ্ঠানের মাধ্যমে দেয়া হবে বলে জানানো হয়। 

এছাড়া আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে সহায়তা করার জন্য মোঃ শাহাদত হোসেন, সাইফুল ইসলাম শান্ত, শাহজালাল হাজারী, শরিফ মিয়া, আহসান হাবীব বাপ্পী, আলিয়া সুলতানা পিংকী, মোঃ আজহারুল ইসলাম তামিম ও পলাশ মিয়াকে ক্লাবের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।

পুরস্কার ও উপহার বিতরণ শেষে শরিফ মিয়ার সৌজন্যে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। আনন্দ ও উৎকন্ঠার মধ্যে উপস্থিত দশজন শ্রোতা জিতে নেন আকর্ষণীয় পুরস্কার। সবশেষে জলিলপুর বাজারে চা-চক্র অনুষ্ঠিত হয়। সেখানেও জমেছিল বেতার শ্রোতাদের আড্ডা।      

 

বার্তা প্রেরক:

শরিফা আক্তার পান্না

অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।