ফেব্রুয়ারি ০৮, ২০২৩ ১৯:৪৪ Asia/Dhaka

বাংলাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রী এই পরীক্ষার ফল প্রকাশ করেন।এর আগে শিক্ষামন্ত্রী ড.দীপুমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন।

এ পরীক্ষায় গ্রুপভিত্তিক তথ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে আছেন বিজ্ঞান গ্রুপের ছাত্র-ছাত্রীরা। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৯১ দশমিক ৮ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৯২ দশমিক ৩৪ শতাংশ।

এসময়ে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু বিএ, এমএ পাস করলে হবে না, একই সঙ্গে তথ্যপ্রযুক্তির ওপরও জ্ঞান অর্জন করতে হবে। কারণ, বর্তমান যুগটা ডিজিটাল ডিভাইসের যুগ। সেদিকে আরও বেশি নজর দিলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বেশি। শিক্ষার হার বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

পরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড.দীপুমনি বলেন,শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের কঠোর পরিশ্রমের কারণে সফলভাবে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। দীপুমনি আরো বলেন,শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের কঠোর পরিশ্রমের ফলে, সফলভাবে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে।তাদের প্রচেষ্টায় পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে পেরে সন্তোষ জানান মন্ত্রী।

তিনি বলেন,করোনা মহামারির আগে এপ্রিলে পরীক্ষা হলেও, এবার মহামারি ও কিছু অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ফলে যথাসময়ে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।কিন্তু শিক্ষার্থীদের অনলাইনে পাঠ ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান ছিল।

এদিকে,এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরপরই,রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। রাজধানী ভিকারুননুন নিসা স্কুলের শিক্ষার্থীরা বলেন, ভাল ফলাফলে অর্জিত সাফল্যে তারা এগিয়ে যেতে চান প্রত্যাশিত লক্ষ্যে।

শিক্ষার্থীদের ভালো ফলাফলে খুশি শিক্ষক এবং অভিভাবকরাও। ফলাফলের এই ধারাবাহিকতা ধরে রেখে, দেশের জন্য ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষার্থীরা।#

পার্সটুডে/ মো: বাদশাহ মিয়া/বাবুল আখতার/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ