কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠিত
জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা’র আত্মপ্রকাশ
ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি বাংলা বিভাগের শ্রোতাদের উদ্যোগে বাংলাদেশের রাজধানীতে ‘আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা’ নামে একটি ক্লাবের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল (শুক্রবার) বিকেলে ঢাকার মিরপুরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির যাত্রা শুরু হয়।
বিশিষ্ট ডিএক্সার ও শ্রোতা প্রকৌশলী মোঃ মঞ্জুরুল আলম রিপনকে সভাপতি ও সোহেল রানা হৃদয়কে সাধারণ সম্পাদক করে ‘আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা’র ৫১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও শ্রোতা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিও তেহরানের সিনিয়র নিউজ এডিটর ও সাবেক পরিচালক মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রেডিও তেহরানের বিশেষ প্রতিনিধি বাদশাহ রহমান এবং রেডিও তেহরানের মনিটর ও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক জনাব আবু তাহের।

বেতার শ্রোতা সংগঠক এম জামাল আহমেদ সুবর্ণের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রেডিও তেহরানের মনিটর ও আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সভাপতি মোঃ শাহাদত হোসেন।
‘আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা’র উদ্বোধনী অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বের অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ২০২৩-২০২৪ সালের জন্য আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার ৫১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন: সভাপতি- প্রকৌশলী মোঃ মঞ্জুরুল আলাম রিপন, সহ-সভাপতি- মোঃ নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক- মোঃ সোহেল রানা হৃদয়, সাংগঠনিক সম্পাদক- এম জামাল আহমেদ সুবর্ণ, সহ-সাংগঠনিক সম্পাদক- আবু সাইদ, অর্থ সম্পাদক- মোঃ সাজ্জাদ হোসেন রিজু, সহ-অর্থ সম্পাদক- মোঃ গোলাম রসুল, সহ-প্রচার সম্পাদক- শামীম উদ্দিন শ্যামল, সহ-ক্রীড়া সম্পাদক- মোঃ সাগর মিয়া, সংস্কৃতি/অনুষ্ঠান সম্পাদক- আতাউর রহমান রঞ্জু, সহ-সংস্কৃতি অনুষ্ঠান সম্পাদক- খন্দকার এরফান আলী, নারী ও শিশুবিষয়ক সম্পাদক- রওশন আরা লাবনী, সহ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক- আলো আহমেদ।
প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন- আরিফা আলম দোলন, মোঃ মাহবুবুর রহমান, নিগার সুলতানা হ্যাপী, মোঃ ইব্রাহীম মাহমুদ, তাজুল ইসলাম, মোঃ ইনামুল হক খান, ফারুক আহমেদ, শাহরিয়ার আহমেদ বাপপি, রোমান সর্দার, জিল্লুর রহমান জিল্লু, মিতু ফারিয়া, জাহিদুল, শাকিরুল, মোতালেব হোসেন ও মাসুদুর রহমান সোহাগ।
কার্যকরি কমিটি গঠন শেষে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং দায়িত্বভার বুঝিয়ে দেয়া হয়।
এছাড়া এদিন ১২ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টাগণ হলেন- মুহাম্মদ আশরাফুর রহমান, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, বাদশাহ রহমান, মোঃ শাহাদত হোসেন, মোঃ জাকারিয়া চৌধুরী যুবরাজ, আবু তাহের, ড. সালেহ মতিন, এম আলম, বিধান চন্দ্র টিকাদার, আশিক ইকবাল টোকন ও মোহাম্মদ আলী হাজারী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মুজাহিদুল ইসলাম বলেন, “আমি ছোটবেলা থেকেই বাবার সাথে রেডিও শুনতাম। পরে যখন রেডিওতে কাজ করার সুযোগ হলো তখন আরো বেশি করে রেডিও সম্পর্কে জানলাম। রেডিও তেহরানের মানোন্নয়নে আপনাদের ভূমিকা অগ্রগণ্য। আপনাদের যেকোন বিষয়ে আমাদের সহযোগিতা আপনাদের সাথে থাকবে।”
তিনি অনুষ্ঠানে অনেক শ্রোতার উপস্থিতি দেখে আবেগে আপ্লুত হন এবং ঢাকায় নবগঠিত ফ্যান ক্লাবের সভাপতি মোঃ মঞ্জুরুল আলম রিপনকে ও সোহেল রানা হৃদয়কে ধন্যবাদ জানান। সেইসঙ্গে তিনি ২০২১ সালে বাংলাদেশে প্রথম আইআরআইবি ফ্যান ক্লাব গঠন করার জন্য জাকারিয়া চৌধুরী যুবরাজের উদ্যোগের প্রশংসা করেন। এটিকে তিনি রেডিও তেহরানের ইতিহাসে অনন্য সাধারণ ঘটনা হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানে উপস্থিত একজন শ্রোতার এক প্রশ্নের উত্তরে মুজাহিদুল ইসলাম বলেন, “রেডিও তেহরান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অবস্থান গ্রহণের কোনো নীতি নেয়নি। তবে এই যুদ্ধটা যেহেতু আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর কারণেই শুরু হয়েছে (রাশিয়া যদি ইউক্রেনে বিশেষ অভিযান নাও চালাতো, কিছুদিনের মধ্যে ওরাই রাশিয়ায় আক্রমণ চালাত) তাই নিরপেক্ষভাবে এই যুদ্ধের খবর দিতে গেলে খবরগুলো রাশিয়ার পক্ষেই চলে আসে। প্রকৃতপক্ষে আমরা যুদ্ধে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করছি।”
আরেক প্রশ্নের জবাবে প্রধান অতিথি বলেন, “গ্রামাঞ্চলে এখনও রেডিও তেহরানের শ্রোতা বেশি। অনেক শ্রোতাই প্রবীণ এবং বয়োবৃদ্ধ। স্মার্ট ফোন কিংবা আধুনিক প্রযুক্তির সঙ্গে তারা এখনও তেমন পরিচিত নন। বহির্বিশ্বের খবরাখবরের জন্য তাদের এখনও একমাত্র ভরসা শর্টওয়েভ রেডিও। এ কারণে রেডিও তেহরান শর্টওয়েভে অনুষ্ঠানে চালু রেখেছে এবং চেষ্টা করবে যতদিন সম্ভব চালু রাখতে।”

আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার শুভ উদ্বোধন উপলক্ষে রেডিও তেহরান বাংলার সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট ও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের প্রধান সমন্বয়ক আশরাফুর রহমান তেহরান থেকে অডিও লিংকের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য দেন। উপস্থিত সবাইকে সালাম ও শুভেচ্ছা এবং নবগঠিত ক্লাবের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “গত দুই বছর ধরে আমরা শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব পুরস্কার চালু করেছি। পাশাপাশি বেশকিছু প্রতিযোগিতা চালু আছে। আমরা আশা করব- নিজস্ব কর্মসূচির পাশাপাশি রেডিও তেহরানের প্রতিযোগিতাগুলোতে অংশ নিয়ে ‘আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা’ চলতি বছর শ্রেষ্ঠ ক্লাবের শিরোপা অর্জন করবে।”
সঠিক পরিকল্পনা ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে নবগঠিত ক্লাবটি একটি মডেল ক্লাবে পরিণত হোক- এ প্রত্যাশা করে তিনি তার বক্তব্যে শেষ করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সিনিয়র সাংবাদিক বাদশাহ রহমান বলেন, “রেডিও শ্রোতাদের একটি অনুষ্ঠানে আমি এত লোক সমাগম দেখে সত্যিই অবাক হয়েছি। এখনও যে এত মানুষ রেডিও শোনেন তা সত্যিই বিস্ময়কর! আপনাদের যেকোন আয়োজনে আমাকে পাশে পাবেন।” এসময় তিনি রেডিও তেহরানের অনুষ্ঠান শোনা ছাড়াও সচেতনামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে নবগঠিত ক্লাব কর্মকর্তাদের পরামর্শ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে রেডিও তেহরানের মনিটর আবু তাহের বলেন, “রেডিও তেহরান বাংলা’র সম্প্রচার শুরু হয়েছে ১৯৮২ সালের ১৭ এপ্রিল। কিন্তু ইতোপূর্বে ‘আইআরআইবি ফ্যান ক্লাব’ নামে বাংলাদেশ ও ভারতে কোনো ক্লাব ছিল না। ২০২০ সালের ডিসেম্বর মাসে ময়মনসিংহে অনুষ্ঠিত রেডিও তেহরান বাংলা’র শ্রোতা সমাবেশে উপস্থিত বিশেষ অতিথি জনাব জাকারিয়া চৌধুরী যুবরাজ আইআরআইবি ফ্যান ক্লাব গঠনের ঘোষণা দেন এবং পরের বছরের ৮ জানুয়ারি ঢাকা’র একটি হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এরই ধারাবাহিকতায় রেডিও তেহরান বাংলা’র শ্রোতাদের নিয়ে সারা বাংলাদেশের বিভাগ, জেলাসহ প্রত্যন্ত এলাকায় আইআরআইবি ফ্যান ক্লাব গঠনের ঘোষণা দেয়া হয়।”
জনাব আবু তাহের ‘আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা’র সংগঠকদের সাধুবাদ জানিয়ে বলেন, “শর্টওয়েভে প্রচারিত আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যখন ব্যয় সংকোচন নীতির কারণে বিলুপ্তপ্রায়; আন্তর্জাতিক বেতারগুলো তাদের সম্প্রচার কার্যক্রম সীমিত বা বন্ধ করে দেয়ার পরিকল্পনা করছে তখন রেডিও তেহরান বাংলা সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর হিসেবে নবউদ্দীপনায় বাংলাদেশ ও ভারতের তথা বিশ্বের সকল বাংলা ভাষাভাষী শ্রোতাদের জন্য শর্টওয়েভ সম্প্রচারসহ সোশ্যাল মিডিয়া ও নেট দুনিয়ায় বিরল দৃষ্টি স্থাপন করে চলেছে। পশ্চিমা গণমাধ্যমগুলো যখন একপেশে সংবাদ প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে সেখানে রেডিও তেহরান বাংলা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বিশ্বদরবারে প্রশংসা অর্জন করে চলেছে।”
তিনি নবগঠিত ক্লাব কর্মকর্তাদের ক্লাব কর্মকাণ্ডের খবরাখবরসহ সকল কার্যক্রমের তথ্য রেডিও তেহরান কর্তৃপক্ষের নিকট নিয়মিত উপস্থাপন করার অনুরোধ করেন এবং রেডিও তেহরান বাংলার প্রচার ও প্রসারে আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা বিশেষ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন।
জনাব আবু তাহের আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে নবগঠিত ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করার প্রতিশ্রতিও দেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি এম আলম ও বিধান চন্দ্র টিকাদার তাদের বক্তব্যে রেডিও তেহরানের ভূয়সী প্রশংসা করেন এবং ‘আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা’র সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতির বক্তব্যে রেডিও তেহরানের মনিটর ও গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন বলেন, “আজ রেডিও তেহরানের শ্রোতাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। বাংলাদেশের রাজধানী ঢাকায় রেডিও তেহরানের একটি শ্রোতা সংগঠন সময়ের দাবি ছিল। আয়োজকগণ সে দাবি পুরণ করে রেডিও তেহরানের প্রতি তাদের গভীর ভালোবাসা ও মমত্ববোধের পরিচয় দিয়েছেন। সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।”
জনাব শাহাদত আরো আরও বলেন, “আন্তর্জাতিক বেতার কেন্দ্রগুলো সাম্প্রতিক সময়ে তাদের প্রচার কার্যক্রম হয় বন্ধ করে দিচ্ছে, নয়ত সীমিত করে ফেলছে। এক্ষেত্রে ব্যতিক্রম রেডিও তেহরান। বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের জন্য তাদের সম্প্রচার শুধু অব্যাহতই নেই, বরং এর মানোন্নয়নে আইআরআইবি কর্তৃপক্ষ সদা সচেষ্ট। তাছাড়া রেডিও তেহরান এখনো ডিএক্সইংকে জিইয়ে রেখেছে, শ্রোতাদেরকে গুরুত্ব দিয়ে তাদের সাথে অব্যাহতভাবে ইন্টারেকশন চালিয়ে যাচ্ছে। এর ফলে রেডিও তেহরানের শ্রোতা সংখ্যাও বেড়ে চলছে।”
এসময় তিনি জানান, বাংলাদেশে খুব শীঘ্রই আরো কয়েকটি ফ্যান ক্লাব আত্মপ্রকাশ করবে। সে লক্ষ্যে কাজ চলছে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতির ভাষণে প্রকৌশলী মঞ্জুরুল আলম রিপন বলেন, সময়ের আর্বতনে যখন রেডিও হারিয়ে যাচ্ছে রেডিও তেহরান নতুন উদ্দীপনায় জেগে উঠছে। রেডিও তেহরান সবসময় শ্রোতাদের মূল্যায়ন করে বলেই ঢাকায় বর্তমান এই ক্রান্তিলগ্নে এমন একটি প্লাটফর্ম গঠন করা সম্ভব হলো। বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী রেডিও ক্লাব হিসেবে ‘আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা’ সব সময় কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় তিনি আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা’র উদ্যোগে মাসিক কুইজ প্রতিযোগিতা, সামাজিক/সচেতনামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং প্রতি বছরে জাতীয়ভাবে শ্রোতা সম্মেলন করার ঘোষণা দেন।

এর আগে শুভেচ্ছা বক্তব্যে নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহেল রানা হৃদয় বলেন, “ঢাকায় আমরা রেডিও তেহরানের বাংলা বিভাগের এতো শ্রোতা থাকার পরও কোন সংগঠন ছিল না। তাই আমরা কয়েকজন মিলে পরিকল্পনা করে ঢাকায় রেডিও তেহরানের একটি শ্রোতা সংগঠন করার সিদ্ধান্ত নিই। বিশ্বের অন্যান্য বেতারের বাংলা অনুষ্ঠান বন্ধের স্রোতে রেডিও তেহরান এখনও শ্রোতাদেরকে মূল্যায়ন করছে এবং নিরপেক্ষ খবরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠান প্রচার করছে- এসব বিষয় মাথায় নিয়ে আমরা এগিয়ে যাবার সাহস করেছি আর এই পথটি মসৃণ করেছেন আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সভাপতি মোঃ শাহাদত হোসেন এবং আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি ও সেক্রেটারী মহোদয়। তাদের পরামর্শ ও আন্তরিকতায় আমরা আজ বাস্তবতায় দাঁড়িয়ে। আপনাদের সহযোগিতায় এগিয়ে যাবো সামনের দিকে ইনশাআল্লাহ!”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সর্বজনাব মোঃ সাজ্জাদ হোসেন রিজু, এম আলম, মোহাম্মদ আলী হাজারী, আতাউর রহমান রঞ্জু, খন্দকার এরফান আলী, মোঃ মাহবুবুর রহমান, মোঃ গোলাম রসূল, আরিফা আলম দোলন, রওশন আরা লাবনী, নিগার সুলতানা হ্যাপী, মিতু ফারিয়া, শামীম উদ্দীন শ্যামল, আবু সাঈদ, বিধান চন্দ্র টিকাদার, মোঃ তাজনুর ইসলাম, মোঃ ইব্রাহীম মাহমুদ, মোঃ সাগর মিয়া, মোঃ নাজমুল ইসলাম, মোঃ ইনামুল হক খান, ফারুক আহমেদ, শাহরিয়ার আহমেদ বাপপি, রোমান সর্দার, জিল্লুর রহমান জিল্লু প্রমুখ।
অনুষ্ঠানে নতুন প্রজন্মের কিছু ক্ষুদে শ্রোতা নানা কাজে সহযোগিতা করেএছ। তারা হলো: মুগ্ধ, স্নিগ্ধ, অরিন এবং জেরিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেছে ছোট্ট স্নিগ্ধ। তাছাড়া নাস্তা, পানি, খাবার, উপহার, প্রচারপত্র এবং অন্যান্য উপকরণ বিতরণে তাদের ভূমিকা উৎসাহব্যঞ্জক।
‘আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা’ প্রতিষ্ঠাতা সদস্যদের সকলের পরিচিতি, রেডিও তেহরানের অতীত স্মৃতি, শুরুতে নাস্তা, রাতে ডিনার প্যাকেট বিতরণের মধ্যে দিয়ে ৩ ঘণ্টার আনন্দমুখর সময় অতিবাহিত হয়। আগত অতিথিদের কোর্ট পিন, কলম, চাবির রিং ও রেডিও তেহরানের ব্রুশিয়ার দিয়ে স্বাগত জানানো হয়। সকলের প্রত্যাশা- এমন দিন যেন বার বার ফিরে আসে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১১